Shampa's khuti Nati

এইভাবে আর কতদিন সহ্য করা যায় তোমরাই বলো বন্ধুরা। কিছু মানুষ আদা জল খেয়ে পড়েছে আমার ওপর। তাদের নিজেদের কোন কাজ নেই নিশ্চই নাহলে অপরের ওপর নজর থাকে। বন্ধুরা আমার আর তোমাদের সাথে পথ চলা হলোনা মনে হয় । কত যুদ্ধ করবো বলতো । আমি ভীষণ ক্লান্ত আর যুদ্ধ করার মন মানসিকথা কিছুই নেই । তর্ক করার থেকে নিস্তব্ধ থাকা শ্রেয় । সৎ মানুষ বিচার পায় না অসৎ মানুষ মাথার ওপর ছুরি ঘোড়ায়। এইভাবে এগানো যায় বন্ধুরা ? বিনা অস্ত্রে একা যুদ্ধ করতে করতে জয় লাভ অসম্ভব তাই নয় কি বন্ধুরা ?😢😢😢😢

11 months ago | [YT] | 11