জান্নাহ্

▌কিছু ধার-দেনা করে হলেও দ্রুত বিবাহ কর।
.

যুগশ্রেষ্ঠ আলিমেদ্বীন, ইমাম আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহিমাহুল্লাহ্) বলেন --- “হে আমার ভাই, তুমি যদি বিবাহে সক্ষম হও, তাহলে অতিসত্বর বিবাহ কর। তুমি দ্রুত বিবাহের দিকে ধাবিত হও এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর। এ ব্যাপারে কিছু ধার-দেনা করে হলেও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও এবং দ্রুত বিবাহ কর। তুমি তোমার সুস্থতাকে গনিমত হিসেবে গ্রহণ কর। বিপদ থেকে দূরে থাকাকে গনিমত হিসেবে গ্রহণ কর। তুমি যদি বিবাহ করতে অসমর্থ হও, তাহলে তুমি এই উত্তেজনা প্রশমনকারী উপকরণের দ্বারস্থ হও। সেটা রোযার মাধ্যমে হতে পারে। কেননা রোযা শয়তানের ক্ষেত্রকে সংকুচিত করে। অথবা তা ঔষুধের মাধ্যমে হতে পারে, যেসব ঔষুধ এই বিষয়কে প্রশমন করে। তুমি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাও।”
.
গৃহীত:
► [দ্র: https://binbaz.org.sa/old/29429]
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

7 months ago | [YT] | 39