Quran lover 99

– (সহিহ মুসলিম: ২৯৫৬)

এই হাদীস আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়া মুমিনের জন্য সব সময় আরামদায়ক নাও হতে পারে। কারণ একজন মুমিন নিজের নফসকে সংযত রাখে, হারাম থেকে বাঁচে, নামাজ-রোজা ইত্যাদির মাধ্যমে আল্লাহর আদেশ পালন করে। এটা যেন তার জন্য এক ধরণের নিয়ন্ত্রণ বা কারাগার। কিন্তু সেই সীমাবদ্ধতার ফলাফল হবে চিরস্থায়ী জান্নাত। আর যারা আল্লাহকে অস্বীকার করে, দুনিয়ার ভোগ-বিলাসে মত্ত থাকে — তাদের জন্য এই দুনিয়াই যেন জান্নাত, কারণ আখিরাতে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে।

3 days ago | [YT] | 1