•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•

🥀~মায়াবতী~🥀
writer- 𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎✍

রাত বাজে ১২টা পূর্ণতা,আকাশ এবং তাদের অন্যান্য কাজিনরা ছাদে বসে আড্ডা দিচ্ছিলো।তারা একেকজনকে একেকরকম প্রশ্ন করছিলো।হঠাৎ তখনি পূর্ণতার খালাতো ভাই নাহিয়ান আকাশকে উদ্দেশ্য করে বললো।

নাহিয়ান:-দুলাভাই,আপনি যেহেতু পূর্ণতাকে প্রচুর ভালোবাসেন তাহলে পূর্ণতার জন্য একটি গান শুনান তো।

আকাশ :-অবশ্যই গাইবো।দাড়াও আমি আমার গিটারটা নিয়ে আসছি।

আকাশ তার রুমে গিয়ে তার গিটার নিয়ে আসলো।এরপর সে গেয়ে উঠলো,,,

~দুধে আলতা গায়ের বরণ~
~রুপ যে কাঞ্চা সোনা~
~আঁচল দিয়া ঢাইকা রাইখো~
~চোখ যেন পড়ে না~
~আমি প্রথম দেখে~
~পাগল হইলাম~
~মন তো আর মানে না~

গান শুনে সবাই খুশি হলো আর পূর্ণতাকে বললো তুই তো ভাগ্যবতী যে আকাশ পেয়ছিস।আর বললো দুলাভাই আপনি তো খুব সুন্দর করে গান গান।তখনি সালমা আক্তার ছাদে এসে বললেন,,

সালমা আক্তার:-কিরে তোরা এখনো ছাঁদে কি করছিস!?রাত কয়টা বাজে ঘুমাবি না!?যা ঘুমা সব এখানে আসছে আড্ডা দেওয়ার জন্য আর পূর্ণতা তোকে না বলছি রাতে ছাঁদে আসবি না!?ভয় করে না এখন!?যা ঘুমা সব।

সালমা আক্তারের বকা শুনে সবাই ভয়ে চলে গেলো।সালমা আক্তার ছাদের দরজা লাগিয়ে চলে গেলো।

~পরের দিন সকাল ১০:৩০~

এখনো পূর্ণতা ঘুমাচ্ছে।তার উঠার নামই নেই সালমা ঝারু নিয়ে রুমে এসে বললেন,,,"তুই কি উঠবি নাকি আমার তোকে মারতে হবে!!"।সালমা আক্তারের চিৎকার শুনে পূর্ণতা লাফ দিয়ে উঠে বললো,,,,"এইতো উঠে গিয়েছি মা"।তা দেখে সালমা বললেন,,,"এখনি যেয়ে ফ্রেশ হয়ে নিচে আয় নাহলে ঝারুর বারি একটাও নিচে পড়বে না বলে দিলাম!"।এ কথা শুনে পূর্ণতা তারাতারি ফ্রেশ হতে চলে গেলো।
অন্যদিকে বাগানে অনু এবং নাহিয়ান,,,,

অনু:-সবাই আমার জন্য ছেলে খুঁজছে বুঝছি না কি করবো।

নাহিয়ান :-চিন্তা করিয়ো না আমি তো আছি।

অনু:-এ কথা তুমি সেই ছোটবেলা থেকেই বলে আসছো কই দেখলাম না তো যে নিজের ফ্যামিলিকে আমাদের রিলেশন এর কথা বলতে।

নাহিয়ান:-জান,বুঝো না কেনো আমার মা-বাবা যে প্রচুর রাগি।

অনু:-আকাশের মা-বাবাও তো প্রচুর রাগি তারপরও সে বলেছে সবাই কে।

নাহিয়ান:-অদের তো অনেক আগে থেকেই বিয়ে ঠিক ছিলো তাই পরিবার মেনে নিয়েছে কিন্তু আমাদের তো ঠিক নেই।তারপরও দেখি চেষ্টা করবো বলার।

অনু:- ওকে।
________

~বিকাল ৪টা~

সবাই প্ল্যানিং করেছিলো ঘুরতে যাবে।এদিকদিয়ে পূর্ণতা সাজছিলো।পরনে তার নীল শাড়ি,বেলি ফুল দিয়ে সে চুল খোপা করেছিলো।অন্যদিক দিয়ে আকাশ পরনে তার নীল পাঞ্জাবি।দুজনকেই অপরুপ সুন্দর লাগছে এবং অনু ও নাহিয়ান ওরা দুজনও ম্যাচিং শাড়ি,পাঞ্জাবি পড়েছে।তাদের সাথে রিয়াও যাচ্ছে তার হাসবেন্ডকে নিয়ে।তারা সবাই গড়িতে উঠে পড়লো।তারা তাদের গন্তব্যে পৌঁছে গেলো।

পূর্ণতা:-আকাশ,আমাকে একটা আইসক্রিম কিনে দিবে প্লিজ।

আকাশ:-পূর্ণতা,তুমি কি ভুলে গেছো তুমি যে ঠান্ডা খেতে পারোনা আর খেলেই তো অসুস্থ হয়ে পরো আমি দিবো না কিনে ঠান্ডা বাদে অন্যকিছু খেলে বলো।

পূর্ণতা:-তাহলে ফুসকা কিনে দিবা?

আকাশ:-হুম চলো।

অনু:-নাহিয়ান,চলো আমরা ওই সুন্দর বাগানটিতে যাই।

নাহিয়ান:-চলো।

সবাই সবার জামাইয়ের সাথে টইমস্পেন্ড করতে ব্যস্ত।(আমরা সিংগেল মানুষ ভাই একটু তো সহ্য করতে হবেই🐸💔)।সবাই ঘুড়ার পর বাড়ি ফিরে গেলো।

Part-6
(আজ এই পর্যন্তই রাখলাম।কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এরপরের পার্টে অনু ও নাহিয়ান এর পূর্ণতা দেখবেন কে কে এক্সাইটেড অদের পূর্ণতা দেখার জন্য?👀✨)
‪@PuNux._.7‬ ‪@jeon_Habiba01‬ ‪@Anayas_bestie.143‬ @FANBØY_ARFÂN🐾 ‪@HabibaZara-b7o‬ @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ ‪@Purple_Galaxy-p7m‬ ‪@ARHAMSEk‬ ‪@স্নেহসী-96‬ #all#mayaboti

5 months ago | [YT] | 13



@AruKookie_7

Next part কখন দেবে 🤔

5 months ago | 2  

@AruKookie_7

Next part plz

5 months ago | 0  

@SharifaKhatun-zw6tw

ভাবি আজ সিংগেল বলে 💔

5 months ago | 0

@PuNux._.7

Amar nickname "Anu"😩

5 months ago | 0  

@Cute..Girl..Nahida..44

New sub and you....!!😊

5 months ago | 1