আইনের গল্প
নতুন ব্যবসার জন্য জরুরি লাইসেন্স/রেজিস্ট্রেশন ✅1. ট্রেড লাইসেন্স👉 স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ থেকে নিতে হয়।👉 ব্যবসা আইনগতভাবে চালানোর অনুমতি।2. ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (TIN)👉 আয়কর রিটার্ন ও ট্যাক্স সংক্রান্ত কাজের জন্য।👉 অনলাইনে আয়কর ওয়েবসাইট থেকে পাওয়া যায়।3. ভ্যাট রেজিস্ট্রেশন (BIN)👉 প্রায় সব ব্যবসার জন্য ভ্যাট লাইসেন্স নিতে হয়👉 প্রতিমাসে ভ্যাট রিটার্ন দিতে হয়4. ব্যাংক অ্যাকাউন্ট (কারেন্ট অ্যাকাউন্ট)👉 ব্যবসার নামে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়।5. চেম্বার অব কমার্স/ট্রেড অ্যাসোসিয়েশন সদস্যপদ (প্রয়োজন হলে)6. ফায়ার লাইসেন্স (অগ্নি নিরাপত্তা সনদ)👉 দোকান, গুদাম, কারখানা বা বড় অফিস হলে ফায়ার সার্ভিস থেকে নিতে হয়।7. পরিবেশ ছাড়পত্র👉 কারখানা, শিল্প-প্রতিষ্ঠান বা পরিবেশে প্রভাব ফেলে এমন ব্যবসার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয়।8. পণ্যভেদে বিশেষ লাইসেন্স👉 খাদ্য পন্য, ইলেকট্রনিকস পন্য কসমেটিকস পন্যের জন্য→ BSTI অনুমোদন নিতে হয়#নতুন_ব্যবসা #লাইসেন্স #ব্যবসা_পরামর্শ #ব্যবসায়িক_লাইসেন্স #ট্রেড_লাইসেন্স #নতুন_উদ্যোক্তা #ব্যবসা_শুরু #বাংলাদেশ_ব্যবসা #আইনগত_কাগজপত্র #উদ্যোক্তা_টিপস #ব্যবসার_লাইসেন্স #Startup_BD #Business_License #Entrepreneur_BD
1 month ago | [YT] | 16
আইনের গল্প
নতুন ব্যবসার জন্য জরুরি লাইসেন্স/রেজিস্ট্রেশন ✅
1. ট্রেড লাইসেন্স
👉 স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ থেকে নিতে হয়।
👉 ব্যবসা আইনগতভাবে চালানোর অনুমতি।
2. ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (TIN)
👉 আয়কর রিটার্ন ও ট্যাক্স সংক্রান্ত কাজের জন্য।
👉 অনলাইনে আয়কর ওয়েবসাইট থেকে পাওয়া যায়।
3. ভ্যাট রেজিস্ট্রেশন (BIN)
👉 প্রায় সব ব্যবসার জন্য ভ্যাট লাইসেন্স নিতে হয়
👉 প্রতিমাসে ভ্যাট রিটার্ন দিতে হয়
4. ব্যাংক অ্যাকাউন্ট (কারেন্ট অ্যাকাউন্ট)
👉 ব্যবসার নামে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়।
5. চেম্বার অব কমার্স/ট্রেড অ্যাসোসিয়েশন সদস্যপদ (প্রয়োজন হলে)
6. ফায়ার লাইসেন্স (অগ্নি নিরাপত্তা সনদ)
👉 দোকান, গুদাম, কারখানা বা বড় অফিস হলে ফায়ার সার্ভিস থেকে নিতে হয়।
7. পরিবেশ ছাড়পত্র
👉 কারখানা, শিল্প-প্রতিষ্ঠান বা পরিবেশে প্রভাব ফেলে এমন ব্যবসার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয়।
8. পণ্যভেদে বিশেষ লাইসেন্স
👉 খাদ্য পন্য, ইলেকট্রনিকস পন্য কসমেটিকস পন্যের জন্য→ BSTI অনুমোদন নিতে হয়
#নতুন_ব্যবসা #লাইসেন্স #ব্যবসা_পরামর্শ #ব্যবসায়িক_লাইসেন্স #ট্রেড_লাইসেন্স #নতুন_উদ্যোক্তা #ব্যবসা_শুরু #বাংলাদেশ_ব্যবসা #আইনগত_কাগজপত্র #উদ্যোক্তা_টিপস #ব্যবসার_লাইসেন্স #Startup_BD #Business_License #Entrepreneur_BD
1 month ago | [YT] | 16