Jannat Tutorial

আপনারা সবাই কেমন আছেন ? অনেকদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারি না এই যে রিজওয়ান ও জায়ান পাখি দু'টোর জন্য সময় দিতে আর সারাদিন এদের বিভিন্ন কর্মকাণ্ড দেখতে আমার অনেক ভালো লাগে কিভাবে যেদিন চলে যায় নিজেও বুঝি না❗🤔 এদিকে চ্যানেলটির জন্য মন খারাপ লাগে 😞 মিস করি আপনাদের সুন্দর সুন্দর মন ভালো করা কমেন্ট নামক ভালোবাসাগুলো । শেষমেষ ঠিক করলাম একেবারে গায়েব না হয়ে থেকে সপ্তাহে অন্তত একটি করে দেবো এই যে এই সপ্তাহে দিলাম..." আটা ও ডিম দিয়ে তৈরি পিঠা একবার বানিয়ে মাসজুড়ে সংরক্ষণ করা যায়" এই রেসিপি। গতকাল জায়ান পাখির পাঁচ বছর পূর্ণ হল আর রিজওয়ানের ১ বছর ৮ মাস চলছে আলহামদুলিল্লাহ ❤️ আপনাদের জন্য আরেকটি চমৎকার সকল তথ্য বহুল বারান্দা ও ছাদবাগানের চ্যানেল খুলেছি "বাগান বিলাস" নামের সবাই ঘুরে আসবেন আশা করছি
সবার ভালোবাসা আর দোয়া চাই।

2 years ago | [YT] | 40