"কিছু মানুষকে আমার খুব ভাল্লাগে । এই ধরেন, এরা কফি খাইলো, এটা ও পোস্ট দেয়। একটা বই পড়ছে, সেটাও পোস্ট দেয়। একটা ফুল সামনে পাইছে হাত দিয়ে ধরে পোস্ট দেয়। রাস্তায় একটা বিড়াল পাইছে, এটার কাছে বসেও ছবি তুলে। আকাশে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আসছে কত সুন্দর করে একখানা ছবি তুলে রাখে। আর বৃষ্টি হলে সুন্দর এক কাপ চা নিয়ে বারান্দায় বসে, সুন্দর একখানা ছবি তুলে পোস্ট দিয়ে দেবে।
সাময়িকভাবে আপনার কাছে মনে হবে, এদের জীবনে মনে হয় আর কিচ্ছু নাই। কিন্তু জানেন, এরা অনেক সুখী মানুষ। এত ছোট ছোট বিষয়ে ও আনন্দ খুঁজে পায় যেটা আপনি আমি হয়তো পাই না।
সত্যি বলতে কি, সুখী থাকাটা একান্তই নিজের কাছে। এই সময়ে এসে, কেউ সুখে আছে দেখে আপনিও খুশি হয়ে যান, সুখ আপনার দুয়ারেও আসবে। "
Kakoly Kumkum
"কিছু মানুষকে আমার খুব ভাল্লাগে ।
এই ধরেন, এরা কফি খাইলো, এটা ও পোস্ট দেয়।
একটা বই পড়ছে, সেটাও পোস্ট দেয়।
একটা ফুল সামনে পাইছে হাত দিয়ে ধরে পোস্ট দেয়।
রাস্তায় একটা বিড়াল পাইছে, এটার কাছে বসেও ছবি তুলে।
আকাশে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আসছে কত সুন্দর করে একখানা ছবি তুলে রাখে।
আর বৃষ্টি হলে সুন্দর এক কাপ চা নিয়ে বারান্দায় বসে, সুন্দর একখানা ছবি তুলে পোস্ট দিয়ে দেবে।
সাময়িকভাবে আপনার কাছে মনে হবে, এদের জীবনে মনে হয় আর কিচ্ছু নাই। কিন্তু জানেন, এরা অনেক সুখী মানুষ। এত ছোট ছোট বিষয়ে ও আনন্দ খুঁজে পায় যেটা আপনি আমি হয়তো পাই না।
সত্যি বলতে কি, সুখী থাকাটা একান্তই নিজের কাছে।
এই সময়ে এসে, কেউ সুখে আছে দেখে আপনিও খুশি হয়ে যান, সুখ আপনার দুয়ারেও আসবে। "
✍️ সৈকত ইসলাম
#আমারআমি #শুভসকাল #kakoly_kumkum
4 months ago (edited) | [YT] | 15