কিছু মন খারাপের গল্প, একাকী নীরবে, নিভৃতে,নির্জনে, নিঃসঙ্গতায় একাকী কেবল বহন করতে হয়।❤ খুব সুন্দর লেখাটা, মন ছুয়ে গেল। তোমার লেখা কবিতা, আজকেইপাঠ করেছি, সময়মতো পোস্ট করবো 🎉 ভালো থেকো বোন।
1 month ago
| 1
Asadharon ❤ mon kharap er lekha khub bhalo laglo Sundar hoyeche❤onek Subho kamona roilo 🌹
1 month ago
| 1
অসাধারণ লেখা।❤❤❤❤ কী যে ভালো লাগলো।💕💕💕 এক্কেবারে মনের কথা...তোমার লেখা ভীষণ ভালো লাগে....✨️
1 month ago (edited)
| 1
চমৎকার নিবেদন,😢অপূর্ব অসাধারণ❤❤ তুলনা নেই তোমার ভাবনার, জবাব নেই তোমার কলমের , ভালবাসা অবিরাম আমার সুইট সুইট বোনু ❤❤🎉
1 month ago
| 1
অসাধারণ লেখা মোনালিসা ❤ অনেক অনেক শুভেচ্ছা বন্ধু ❤❤🎉🎉
1 month ago
| 1
Asadharan..ekebare mon chuye gelo..shudhu ki porei jabo sunbo na 😅❤❤❤❤❤❤❤❤onek onek valobasa roil
1 month ago
| 1
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-মন খারাপ
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতা পাঠে কোনো নিষেধ নেই,, সবাই পাঠ করতে পারো ❤️❤️❤️❤️
💔💔💔💔😢😢মন খারাপ😢😢💔💔💔💔
একজন এসে আমায় নিঃশব্দে জিজ্ঞাসা করলো তোমার কি মন খারাপ??আমি তখন মৃদু হেসে নীরবেই বললাম, মনের কষ্ট একমাত্র মনই বোঝে,, মন তো কোনো বারণই মানতে চায়না!!যেন ক্লান্ত দিনের শেষে ঝরে পড়া আলো,তবে জানো??মনটা তো আমার কাছেই নেই,, মনকে খুঁজে পাচ্ছি না,,কেউ কি বলতে পারো আমার মনটা কোন অচেনা রাস্তায় হারালো??কোনো ভুলে যাওয়া স্মৃতির ভিড়ে কি হারিয়ে গেলো??কোন চোখের আড়ালে লোকালো তবে আমার মন??মন খারাপ কি আসলেই আমার??নাকি এ শুধু শরতের আকাশের ভেসে যাওয়া মেঘ??যা এক মুহূর্তে আলো ঢেকে আবার নিমেষেই অন্ধকার ছড়ায়!!তেমনই হয়তো আমার মনটা কেউ নিয়ে গেছে, আর ফেলে গেছে শুধু শুন্যতা!!আজ প্রশ্ন গুলো আমায় ব্যতিব্যস্ত করে তুলেছে!!""মনটা আমার হারিয়ে গেছে তা মানিনা, কোথায় আছি থাকবো কোথায় তা জানিনা,আমায় বুঝতে হবে তবে আমায় পাবে, মনের অনুরাগে তাই""!!আকাশেরও মাঝেমাঝে মন খারাপ হয় জানো??যখন তার চাঁদটা হারিয়ে যায় কোনো দুঃখের আঁধারে, যখন তারাগুলো নীরবে লুকিয়ে থাকে, আর বাতাস থেমে থাকে অজানা অপেক্ষার আশায়!!আকাশ তখন কাঁদে বৃষ্টির ফোঁটা হয়ে, মেঘেরা তখন তার কাঁধে মাথা রেখে শান্তনা দেয়, বজ্রপাতের ঝলকানিতে লুকিয়ে রাখতে চায় অভিমানগুলো, আর রংধনুও আসে শুধু তার মন ভালো করার জন্য!!তবু সে প্রতিদিন ভোরে হাসে নতুন আলোয়, যেন কিছুই হয়নি সব ঠিক আছে!!কিন্তু তার বুকের গভীরে লুকিয়ে রাখে নরম হাহাকার,, ঠিক যেমনটা আমরা নিজের বুকে অনুভব করি কিন্তু প্রকাশ করতে পারিনা!!""একা একেলা মন,চিনেছে মন কেমন চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন""!!!!
1 month ago | [YT] | 28