Spring in Life

আসসালামুয়ালাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন?
অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি - সেটা হচ্ছে যে আমার চ্যানেলের সাব প্রতিদিনই কমে যাচ্ছে । রিচ , শেয়ার,ভিউ এগুলো তো একদমই নেই।
কিন্তু কথা হলো আপনারা যারা আমার চ্যানেলকে "আনসাবস্ক্রাইব" করে চলে যাচ্ছেন । আপনারা কেন এমনটা করছেন । যদি এমনই করবেন তাহলে কেন বল্লেন যে "ভালোবাসা দিয়ে গেলাম " । কারণ আপনার এই বলার কারণে তো আমিও আপনাকে ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু আমি তো আপনাদের মত ভালোবাসা ফেরত নিয়ে নেই নি । তবে কেন আপনারা এই প্রতারণা করেন ।
ভালো না লাগলে সাবস্ক্রাইব ই করবেন না । কারণ যখন দেখি যে প্রতিনিয়ত" সাব " কমে যাচ্ছে - তখন ভীষণ হতাশা কাজ করে। আর অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাতে হয় । সে ক্ষেত্রে এত কষ্টের পরে যদি এরকমটা ঘটে - তখন সত্যিই তা অনেক দুঃখজনক ।

যাইহোক ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই । আর যদি " সাব " করেন ই তাহলে প্লিজ ভালোবেসে করবেন , সাথে লাইক ও শেয়ার করবেন। শুধু শুধু কাউকে মিথ্যা ভালোবাসার আশ্বাস দিবেন না । ভ


যাই হোক
এই রমজান সবার জীবনে সুখ- প্রশান্তি নিয়ে
আসুক । আসুন আমরা রমজান কে শুধু না খেয়ে দিন কাটানো হিসেবে না দেখে - এর যে গভীরতা রয়েছে - যা আমাদেরকে সততা, সত্যবাদিতা ও সংযম শিখায় - সেটাকে জীবনে ধারণ করি এবং বাস্তবায়ন করি । তবেই রমজান মাস আমাদের জীবনে সত্যিকার অর্থে সুখ - প্রশান্তি নিয়ে আসবে ।
আল্লাহ আমাদের সবাইকে রমজানের যথাযথ উদ্দেশ্য বাস্তবায়নে সফল করুক - আমীন। 🤲❤️

1 month ago | [YT] | 5