@Alor poth আলোর পথ

Welcome to my new youtube channel.Channel Name (Alor poth আলোর পথ) Please subscribe everyone. You will get one video every day, InshaAllah. Thank you for subscribing for Quran Masjid education.

📿🌹আচ্ছালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের জন্য ছোট্ট একটি চ্যানেল খুলেছি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট না করলে চ্যানেল বৃদ্ধি করতে পারবো না........................... আমি বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখেন খোদা হাফেজ ।।


@Alor poth আলোর পথ

একটা কাহিনী!!বউ ডাক্তার। সফল তারা।

তাদের দুজনের এই সফলতার পিছনে সাপোর্ট হিসেবে কাজ করেছে ছেলের বাবা। বাবা ছেলেকে এই মেয়ে ছাড়া অন্য কারো সাথে মিশতে দেয়নি, অন্য কোথাও জড়িয়ে যাওয়ার ভয়ে নিজে ছেলেকে ভার্সিটিতে দিয়ে আসতেন আবার আনতেন।

মেয়েটাকে আগলে রাখতো নিজের মেয়ের মত। কখনো ছেলেটার বাড়িতে মেয়েটা আসেনি, একেবারে বউ করে আনবে তাই।

মেয়ের বাবা মায়ের সাথে গোপনে সব ঠিকঠাক করে রেখেছিলো। যা ছেলেমেয়ে কেউই জানতেন না। যেন তারা কোন অনৈতিক সম্পর্কে জড়িয়ে না পরেন সেইদিকটা পর্যন্ত ও খেয়াল রেখেছিলো খুব করে। মেয়েটাও শ্বশুর কে পাগলের মত ভালবাসে।

সবকিছুর পরে গত শুক্রবার বিয়ের ডেট ফিক্সড হয়। তাদের বিয়ের আয়োজন দেখে, শুনে আমাদের চক্ষু ছানাবড়া।

মেয়ে এ টু জেড শ্বশুর বাবার পছন্দে পরবে। বাবা নিজ হাতে সবকিছু শপিং করেছে মেয়েকে সাথে নিয়ে নিয়ে।

তার জীবনের সমস্তটুকু দিয়ে সে মেয়েটার সব স্বপ্ন পুরনের জন্য প্লান করেছে। তার সবথেকে বড় স্বপ্ন ছিল তার ছেলের বিয়ের চেয়েও ওই মেয়েকে তার ঘড়ে আনা। এবং এই বিয়েতে সাতদিন পর্যন্ত লাইট জলবে তার বাড়িতে!

নিজের বাড়িতে লাইট ছাড়া আর কোন ঝামেলা করেনি। সবকিছু সেন্টারে হবে এইভাবেই ফিক্সড করেছিলো!

বিয়ের এক সপ্তাহ আগে সবকিছু এরেঞ্জ শেষ। গত মঙ্গলবার সকালে বাড়িতে লাইটিং করবে।

সোমবার রাতে

সেই ছেলের বাবাটা স্বপ্ন পুরন নিজ চোখে দেখার আগেই চলে গেলেন

মানে আমি জাস্ট ধপ করে বসে পরছিলাম সেদিন সংবাদটা শুনেই!

মেয়েটা সেন্সলেস হয়ে পরেছিলো! ছেলেটা পাগল পাগল! সমস্ত আয়োজন, সব প্লান নিভে গেলো এক মুহুর্তে! একটা সুন্দর গাড়ি ঢুকতো বাড়িতে। ছেলের বিয়ের গাড়ি! ফুল দিয়ে সাজানো গাড়ি! পুতুলের মত একটা বউমা বসে থাকবে! সেখানে বাড়িতে ঢুকলো লাশের গাড়ি হঠাৎ স্ট্রোক! পাচ মিনিটেই শেষ!

দুনিয়ার সকল আয়োজন বুঝি এমনি মিথ্যে!!?

ছেলেটা বিয়ে করেছে পরশু শুক্রবার মসজিদে কাজী ডেকে ইমাম সাহেবকে নিয়ে বিয়ে পরিয়ে বাসায় চলে আসছে! বউ শাড়ি পরেনি, সাজেনি! সারাদিন তারা বাবার কবরের পাশেই কাটিয়েছে!

উফফফফ জীবন

ঠিক শনিবার থেকে বাড়িতে লাইট জলছে! ছেলেটা ইচ্ছে করেই পাগলের মত বলেছে তোমরা লাইট সাজাও! আমার বাবা দেখুক তার বাড়িতে সাতদিন পর্যন্ত লাইট জলে

লাইট জলেছে আমরা প্রতিবেশীরা দেখছি! আর বুকের ভিতর হুহু করছে! লাইটটাই শুধু জলছে, মন পুড়ছে!

লাইট হয়ত কাল খুলে ফেলবে! আমি হতভম্ব! বারান্দায় গেলেও আমার চোখ ঝাপসা হয়ে আসে এই লাইটিং দেখে!!!!!

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা!🤲

1 year ago | [YT] | 0

@Alor poth আলোর পথ

Mashallah my YouTube channel 770 subscribe complete
Please all friends support 🙏🙏

1 year ago | [YT] | 0

@Alor poth আলোর পথ

قاری ایوب آصف ایران🇮🇷

1 year ago | [YT] | 2