১. "রুমানার সংসার" একটি হৃদয়গ্রাহী গল্প, যেখানে রুমানা তার পরিবারের সঙ্গে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রুমানা তার সংসারের সুখ-দুঃখ, আশা-নিরাশা এবং সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায়। তার জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা পাবো নতুন শিক্ষা এবং অনুপ্রেরণা।
২. ভিডিওতে আমরা একটি সাধারণ পরিবারের অসাধারণ গল্প তুলে ধরব। রুমানা, একজন মা এবং স্ত্রী, যিনি তার পরিবারের জন্য সবকিছু করেন। এই ভিডিওতে তার সংগ্রাম, সাফল্য এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
৩. ভিডিওটি একটি অনুপ্রেরণামূলক কাহিনী, যেখানে রুমানা তার পরিবারের জন্য প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই ভিডিওতে আমরা তার জীবনের বিভিন্ন দিক এবং তার সংগ্রামের গল্প শুনব।
৪.একটি হৃদয়স্পর্শী ভিডিও, যেখানে রুমানা তার পরিবারের জন্য প্রতিদিনের সংগ্রাম এবং সাফল্যের গল্প শেয়ার করবে। এই ভিডিওটি আমাদের শেখাবে কিভাবে কঠোর পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে একটি সংসার গড়ে তোলা যায়।
রুমানার সংসার
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন।
বন্ধুরা, আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কিছু ব্যক্তিগত ব্যস্ততা ও সংসারের ব্যস্ততার কারণে আমি প্রতিদিনের দুপুরের লাইভের সময় পরিবর্তন করলাম।
আজ থেকে প্রতিদিন রাত ৮টায় ইনশাআল্লাহ আমি লাইভে উপস্থিত থাকব।
আপনাদের সঙ্গে আলাপচারিতা, শেখা-শোনার মুহূর্তগুলো আমার কাছে অনেক দামী। তাই আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমার অনুপ্রেরণা।
আশা করছি, আপনারা সকলেই আমার এই নতুন সময়ের লাইভে অংশগ্রহণ করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে, সুস্থ রাখুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
13 hours ago | [YT] | 2
View 1 reply
রুমানার সংসার
3 days ago | [YT] | 13
View 10 replies
রুমানার সংসার
💢শুভ পহেলা বৈশাখ💢
নতুন বছরের প্রথম আলো ছুঁয়ে যাক আমাদের প্রতিটি দিন।
হাসি, খুশি আর ভালোবাসায় ভরে উঠুক জীবনের প্রতিটি মুহূর্ত। জীবনের সব গ্লানি ভুলে, শুরু হোক নতুন করে পথচলা। আনন্দ, আশা আর রঙে রঙিন হোক এবারের বৈশাখ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা 💐
"হাসি, খুশি ও ভালোবাসা থাকুক সবসময়"
3 weeks ago | [YT] | 29
View 21 replies
রুমানার সংসার
প্রিয় বন্ধুরা,
বর্তমানে আমার এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে আমি নিয়মিত একটিভ থাকতে পারছি না। আশা করছি খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সময়টাতে আপনাদের দোয়া ও সহানুভূতি চাই। সবসময় পাশে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
3 weeks ago | [YT] | 16
View 10 replies
রুমানার সংসার
আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির ছবি।
কবে তোলা হয়েছিল, তা হয়তো আমি জানি না, কিন্তু যিনি সেই ছবির অপর প্রান্তে আছেন, তাঁকে আমি হৃদয়ের গভীর থেকে চিনি। ২০১৩ সালে ১১ জানুয়ারি দিনটি ছিল শুক্রবার .....আমার জীবনে এসেছিলেন এক রাজকুমারের মতো—ভালোবাসার আলো নিয়ে, স্বপ্নের রঙ ছড়িয়ে।
হাজারো দুঃখ-কষ্টের সাগর পেরিয়ে আমরা আজও একসাথে আছি, হাত ধরেই পথ চলছি। সময়ের সাথে চেহারায় অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের ভালোবাসা রয়ে গেছে ঠিক আগের মতোই—স্নিগ্ধ, অটুট, অনন্য। তিনি শুধু আমার স্বামী নন, আমার জীবনসঙ্গী, আমার আশ্রয়, আমার চিরন্তন ভালোবাসা।
I ♥️you My Dear Hasband
1 month ago | [YT] | 33
View 31 replies
রুমানার সংসার
প্রিয় বন্ধুরা,
আসসালামুয়ালাইকুম ,আজকে আমার বাবার বাড়ি থেকে মা, চাচা, বড় বোন, দুলাভাই, ভাগনা-ভাগ্নিরা আমার বাসায় এসেছেন। পরিবারকে নিয়ে ব্যস্ত সময় পারকরতেছি,তাই আজ রাতের লাইভে আসতে পারছি না। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনাদের সবার প্রতি রইলো শুভেচ্ছা ও ভালোবাসা। আগামী লাইভে দেখা হবে ইনশাআল্লাহ! Stay connected! ❤️
1 month ago | [YT] | 10
View 8 replies
রুমানার সংসার
ঈদ মোবারক 🌙
1 month ago | [YT] | 31
View 48 replies
রুমানার সংসার
আসসালামুয়ালাইকুম আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন জানাবেন ? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা সংসারের কাজের চাপের কারণে আজকের সকালের লাইভ টি আমি করতে পারি নাই । বন্ধুরা চেষ্টা করব দুপুরের পরে লাইভে আসার জন্য, আপনারা সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ।
1 month ago | [YT] | 12
View 9 replies
রুমানার সংসার
1 month ago | [YT] | 28
View 47 replies