আমি এস এ জাহিদ
আমার এই ইউটিউব চ্যানেল উদ্যোক্তা মোটিভেশন, আত্মকর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করে। আমি বিশ্বাস করি, একজন সচেতন ও পরিশ্রমী মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারে।



S A Jahid

4 months ago | [YT] | 0

S A Jahid

তুমি যদি চলতে থাকো, তুমি যদি এগিয়ে যাও, তাহলে নিশ্চিতভাবেই—
সফলতা তোমার অপেক্ষায়!

6 months ago | [YT] | 0

S A Jahid

কীভাবে প্রতিবন্ধকতাকে জ্বালানী বানাবেন?
প্রত্যেক সফল মানুষের জীবনের পেছনে রয়েছে এক বা একাধিক ব্যর্থতার গল্প। ব্যর্থতা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেটাকে কীভাবে গ্রহণ করব এবং কাজে লাগাব, সেটাই নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ।

6 months ago | [YT] | 1

S A Jahid

📌 কিভাবে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন?
✅ নিজের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন।
✅ বিভিন্ন ইভেন্ট, ওয়ার্কশপ ও উদ্যোক্তা কমিউনিটিতে যুক্ত হন।
✅ পাবলিক স্পিকিং ও লাইভ সেশন করুন।
✅ নিজের অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করুন।
👉 ব্যক্তিগত ব্র্যান্ড শক্তিশালী হলে ব্যবসার গ্রাহক ও বিনিয়োগকারী সহজেই আকৃষ্ট হবে।

6 months ago | [YT] | 0

S A Jahid

আল্লাহ তায়ালা চাই তো আগামী দিন সুন্দর হবে ইনশাআল্লাহ

7 months ago | [YT] | 2

S A Jahid

কৃষক যা খরচ করে উৎপাদন করে সেই টাকাই তারা পাইনা। সার বাকী কিনে, বীজ বাকী, পানি বাকী, তার মজুরি ধরলে কোনো কৃষক বলতে পারবে না যে তার লাভ হয়েছে।

7 months ago | [YT] | 0

S A Jahid

জয়পুরহাট জেলার কালাই উপজেলার যুবকদের উন্নয়নে কিভাবে কাজ করা যায়, সেই সকল বিষয় নিয়ে আলোচনা চলছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো যুব উন্নয়নে কাজ করার। উপস্থিত সকলের জন্য ভালোবাসা অবিরাম।

1 year ago | [YT] | 1

S A Jahid

International Day of Democracy 2024 এর আলোচনা সভায়।

1 year ago | [YT] | 1