শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি একঝলক; শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এতো রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।
সমৃদ্ধ হোক আগামী, কবিতার ভাষা নিয়ে আসুক শান্তি ও সম্প্রীতির বাণী।দৃঢ় হোক কন্ঠ । #rjtabashyum#WorldPoetryDay
কোনো ছবি, কোনো নতুন জামা,কোনো ঠাকুর দেখা ছাড়া একটা দুর্গা পুজো কাটিয়ে ফেললাম জীবনে প্রথম। দুর্গা পুজো বছরে একবার আসে,বাঙালির সমস্ত ইমোশন ,সারা বছরের ক্লান্তি দূর করে দেওয়ার উৎসব।কিন্তু একটা বছর একটা দুর্গা পুজো পালন না করার দুঃখের থেকে অনেক বেশি দুঃখ কষ্ট বহন করতে হলো এ বছর। কারণ আমার রাজ্যটা,আমার শহরটা,শহরের মানুষগুলো ভালো নেই। বাড়ি থেকে কুড়ি পা দূরত্বেই পুজো, গান হচ্ছে সকাল থেকে মাইকে,চাইলে পাঁচটা দিনের কোনো একটা বেলায় ঘুরে আসতেই পারতাম। কিন্তু ওই আনন্দ টুকুও এ বছর যেন কেমন নকল লাগছে, ভিতর থেকে আসছে না, নিউজ দেখার পর তো কেমন একটা জায়গায় সিঁটিয়ে যাচ্ছি। কিসের আনন্দ পালন করব !যেখানে এত প্রতিবাদ,এত আন্দোলন ,এত রাত জেগে লড়াই হলো ? হ্যাঁ পালন করতাম পুজো , হ্যাঁ ফিরতাম উৎসবে যদি অপরাধীরা চিহ্নিত হতো পুজোর আগে, শাস্তি ঘোষণা হত পুজোর আগে, সবাই একটা সুরক্ষিত পরিবেশে ফিরতে পারত ন্যায্য দাবি নিয়ে পুজোর আগে,তখন হতো আমার উৎসব উদযাপন। ভিড় ঠেলে ছবি তুলে ঠাকুর দেখার হৈ চৈ করতে পারলাম না এ বছর। মা চলে গেলেন এই অসুস্থ মর্ত্যলোকের থেকে। সিঁদুর খেলা হলো না, নাড়ু নিমকি খাওয়ানো হলো না, আলিঙ্গন হলো না,শুভ বিজয়া জানাতে পারলাম না কাউকে, কারণ চারপাশে সবকিছু শুভ হওয়ার অপেক্ষায় এখনো আছি। আর সেদিন সমস্ত সুখ ,আনন্দ ভাগ করে নেবো।আবার হৈ হৈ করে ফিরব। ততদিন নিজের ভালো থাকা ,সুখ গুলো আড়ালেই থাক। আগামী বছর মা দুর্গা আসার আগে যেন সবকিছু শুভ হয় এই প্রার্থনা করি। সবাই ভালো থাকার চেষ্টা করবেন । #rjtabashyum#DurgaPuja2024
এই সময়ে যারা মণ্ডপে গিয়ে সেলফি তুলছেন , কিংবা ফুচকার দোকানে লাইনে দাঁড়িয়ে আছেন ,তাদের জন্য সত্যিই করুণা হচ্ছে। নীচের ছবির এই মানুষগুলোরও পরিবার আছে, এদেরও দুর্গা পুজোয় আনন্দ করার কথা ছিল, এদেরও প্রিয় জনের সাথে সময় কাটানোর প্ল্যান ছিল, সেসব ছেড়ে এরা অনশন করছে শুধু জল খেয়ে,আজ প্রায় ৯০ ঘণ্টা অতিক্রান্ত ! কিসের জন্য বলে মনে হয়?? আদৌ কি জানেন আপনারা? প্রতিবাদের ভাষা ,আন্দোলন এসবের গুরুত্ব জানেন?? ও আপনারা কীকরে জানবেন ,আপনারা তো উৎসবে আছেন ,বিবেকহীন উৎসবে। কি করে পারেন আপনারা?! #justiceforrgkar#wewantjustice
যারা রাতের পর রাত জাগলো, যারা আন্দোলন করলো, যারা প্রতিবাদে গলা ফাটালো, যাদের রাতের ঘুম চলে গিয়েছিল গত এক মাসের বেশি সময়ে,তারা সবাই কি ঠাকুর দেখতে আবার লাইনে দাঁড়াবেন?? জানতে ইচ্ছা করছে.. কারণ বিচারটা আমরা এখনো পাইনি,অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাদের সব প্রতিবাদ পুজোর আলোয় মিলিয়ে গেলো কি?! ঠাকুর দেখতে যাওয়ার জন্য যে সাজগোজ, যে তোড়জোড় করতে হয়,সেটা করতে গিয়ে একবারও মনে হচ্ছে ,যে মেয়েটা ওই রাত্রে কিভাবে যন্ত্রণা পেয়ে মারা গেছে?! নাকি ভাবছেন আমার বাড়ির মেয়ের সাথে তো হয়নি আমার কিসের এত দুঃখযাপন! যারা কখনোই প্রতিবাদ করেননি,কষ্ট পাননি, রাত্রে ঘুমোতে গিয়ে ঘুমোতে পেরেছেন নিশ্চিন্তে তাদের কাছে কোনো প্রশ্ন নেই। #wedemandjustice#justiceforrgkar
RJ TABASHYUM
পঞ্চমীর রাত্রে পুজোর কবিতার ভিডিও নিয়ে আসছি 😊
3 months ago (edited) | [YT] | 1
View 0 replies
RJ TABASHYUM
পুজোর নতুন কাজ আসছে🥰
#rjtabashyum #pujorecording
3 months ago | [YT] | 4
View 0 replies
RJ TABASHYUM
আজ সন্ধ্যা ৭.৩০ টায় আমার একক আবৃত্তি এই চ্যানেলে।
#rjtabashyum #banglakobita #kobita
4 months ago | [YT] | 1
View 0 replies
RJ TABASHYUM
এ আমার পরিবার ... এ আমাদের উৎসব আয়োজন 🥰
#kabyankur #rjtabashyum #bengalipoetry
4 months ago | [YT] | 4
View 0 replies
RJ TABASHYUM
কাব্যাঙ্কুর আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ । অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১০ই আগষ্ট। অবশ্যই আসুন। আমন্ত্রণ জানাই।
#kabyankur #culturalprogramme #students
5 months ago | [YT] | 2
View 1 reply
RJ TABASHYUM
বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা জানাই সকলকে 🙏🙏
শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার
জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা
ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য
অপলক মুখশ্রীর শান্তি একঝলক;
শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু
কবিতার জন্য এতো রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত
শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়।
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু
কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।
সমৃদ্ধ হোক আগামী, কবিতার ভাষা নিয়ে আসুক শান্তি ও সম্প্রীতির বাণী।দৃঢ় হোক কন্ঠ ।
#rjtabashyum #WorldPoetryDay
9 months ago | [YT] | 13
View 3 replies
RJ TABASHYUM
অনেক মাস পর আবার নিজের কাজে ফেরা।
ইন্ডিয়ান ব্যাংকের আমন্ত্রণে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালিকার ভূমিকায়🥰
#anchoring #rjtabashyum #backtowork
10 months ago | [YT] | 5
View 1 reply
RJ TABASHYUM
কোনো ছবি, কোনো নতুন জামা,কোনো ঠাকুর দেখা ছাড়া একটা দুর্গা পুজো কাটিয়ে ফেললাম জীবনে প্রথম। দুর্গা পুজো বছরে একবার আসে,বাঙালির সমস্ত ইমোশন ,সারা বছরের ক্লান্তি দূর করে দেওয়ার উৎসব।কিন্তু একটা বছর একটা দুর্গা পুজো পালন না করার দুঃখের থেকে অনেক বেশি দুঃখ কষ্ট বহন করতে হলো এ বছর। কারণ আমার রাজ্যটা,আমার শহরটা,শহরের মানুষগুলো ভালো নেই।
বাড়ি থেকে কুড়ি পা দূরত্বেই পুজো, গান হচ্ছে সকাল থেকে মাইকে,চাইলে পাঁচটা দিনের কোনো একটা বেলায় ঘুরে আসতেই পারতাম। কিন্তু ওই আনন্দ টুকুও এ বছর যেন কেমন নকল লাগছে, ভিতর থেকে আসছে না, নিউজ দেখার পর তো কেমন একটা জায়গায় সিঁটিয়ে যাচ্ছি। কিসের আনন্দ পালন করব !যেখানে এত প্রতিবাদ,এত আন্দোলন ,এত রাত জেগে লড়াই হলো ? হ্যাঁ পালন করতাম পুজো , হ্যাঁ ফিরতাম উৎসবে যদি অপরাধীরা চিহ্নিত হতো পুজোর আগে, শাস্তি ঘোষণা হত পুজোর আগে, সবাই একটা সুরক্ষিত পরিবেশে ফিরতে পারত ন্যায্য দাবি নিয়ে পুজোর আগে,তখন হতো আমার উৎসব উদযাপন। ভিড় ঠেলে ছবি তুলে ঠাকুর দেখার হৈ চৈ করতে পারলাম না এ বছর। মা চলে গেলেন এই অসুস্থ মর্ত্যলোকের থেকে। সিঁদুর খেলা হলো না, নাড়ু নিমকি খাওয়ানো হলো না, আলিঙ্গন হলো না,শুভ বিজয়া জানাতে পারলাম না কাউকে, কারণ চারপাশে সবকিছু শুভ হওয়ার অপেক্ষায় এখনো আছি। আর সেদিন সমস্ত সুখ ,আনন্দ ভাগ করে নেবো।আবার হৈ হৈ করে ফিরব। ততদিন নিজের ভালো থাকা ,সুখ গুলো আড়ালেই থাক।
আগামী বছর মা দুর্গা আসার আগে যেন সবকিছু শুভ হয় এই প্রার্থনা করি।
সবাই ভালো থাকার চেষ্টা করবেন ।
#rjtabashyum #DurgaPuja2024
1 year ago | [YT] | 5
View 0 replies
RJ TABASHYUM
এই সময়ে যারা মণ্ডপে গিয়ে সেলফি তুলছেন , কিংবা ফুচকার দোকানে লাইনে দাঁড়িয়ে আছেন ,তাদের জন্য সত্যিই করুণা হচ্ছে।
নীচের ছবির এই মানুষগুলোরও পরিবার আছে, এদেরও দুর্গা পুজোয় আনন্দ করার কথা ছিল, এদেরও প্রিয় জনের সাথে সময় কাটানোর প্ল্যান ছিল, সেসব ছেড়ে এরা অনশন করছে শুধু জল খেয়ে,আজ প্রায় ৯০ ঘণ্টা অতিক্রান্ত ! কিসের জন্য বলে মনে হয়?? আদৌ কি জানেন আপনারা? প্রতিবাদের ভাষা ,আন্দোলন এসবের গুরুত্ব জানেন??
ও আপনারা কীকরে জানবেন ,আপনারা তো উৎসবে আছেন ,বিবেকহীন উৎসবে। কি করে পারেন আপনারা?!
#justiceforrgkar #wewantjustice
1 year ago | [YT] | 12
View 0 replies
RJ TABASHYUM
যারা রাতের পর রাত জাগলো, যারা আন্দোলন করলো, যারা প্রতিবাদে গলা ফাটালো, যাদের রাতের ঘুম চলে গিয়েছিল গত এক মাসের বেশি সময়ে,তারা সবাই কি ঠাকুর দেখতে আবার লাইনে দাঁড়াবেন?? জানতে ইচ্ছা করছে.. কারণ বিচারটা আমরা এখনো পাইনি,অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাদের সব প্রতিবাদ পুজোর আলোয় মিলিয়ে গেলো কি?!
ঠাকুর দেখতে যাওয়ার জন্য যে সাজগোজ, যে তোড়জোড় করতে হয়,সেটা করতে গিয়ে একবারও মনে হচ্ছে ,যে মেয়েটা ওই রাত্রে কিভাবে যন্ত্রণা পেয়ে মারা গেছে?!
নাকি ভাবছেন আমার বাড়ির মেয়ের সাথে তো হয়নি আমার কিসের এত দুঃখযাপন!
যারা কখনোই প্রতিবাদ করেননি,কষ্ট পাননি, রাত্রে ঘুমোতে গিয়ে ঘুমোতে পেরেছেন নিশ্চিন্তে তাদের কাছে কোনো প্রশ্ন নেই।
#wedemandjustice #justiceforrgkar
1 year ago | [YT] | 4
View 0 replies
Load more