AR MATH TUTORIALS

30.5k subscribers # Md Ashiqur Rahman mathematics and job with lifestyle
I am a mathematician. Taking honours degree in Mathematics under National university in Bangladesh.vlog,vlogs,blog,blogs, #ashiqur rahman mathematics and job
#armathtutorials

#Assistant Teacher of Government Primary School
#বিসিএস #প্রাথমিক #বেসামরিক
#বিসিএস প্রস্তুতি
#ashiqurrahmanmathematicsandjob #প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি #অষ্টম #সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ #math #৪৬ তম বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি #এসএসসি #অডিটর নিয়োগ প্রস্তুতি #বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
#armathtutorials


AR MATH TUTORIALS

#49bcs #47bcsprli #বিজ্ঞান
🔬 বিজ্ঞানের MCQ (৩০টি প্রশ্ন সমাধানসহ)

পদার্থবিজ্ঞান

1. আলোর বেগ কত?
ক) 2.8 × 10⁸ মি/সেকেন্ড
খ) 3 × 10⁸ মি/সেকেন্ড ✅
গ) 3.8 × 10⁸ মি/সেকেন্ড
ঘ) 2.9 × 10⁷ মি/সেকেন্ড


2. প্রথম নিউক্লিয়ার রিয়্যাক্টর কে তৈরি করেন?
ক) আলবার্ট আইনস্টাইন
খ) এনরিকো ফের্মি ✅
গ) নিলস বোর
ঘ) জেমস চ্যাডউইক


3. কোন তরঙ্গকে "দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য" বলা হয়?
ক) গামা রশ্মি
খ) এক্স-রে
গ) রেডিও তরঙ্গ ✅
ঘ) ইনফ্রারেড


4. কোন যন্ত্র দিয়ে বায়ুচাপ মাপা হয়?
ক) ব্যারোমিটার ✅
খ) থার্মোমিটার
গ) হাইগ্রোমিটার
ঘ) অ্যানিমোমিটার


5. শক্তির একক কী?
ক) নিউটন
খ) জুল ✅
গ) ওয়াট
ঘ) কুলম্ব




---

রসায়ন

6. পর্যায় সারণির প্রথম মৌল কোনটি?
ক) হাইড্রোজেন ✅
খ) হিলিয়াম
গ) লিথিয়াম
ঘ) অক্সিজেন


7. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
ক) 6
খ) 7
গ) 8 ✅
ঘ) 9


8. পানির রাসায়নিক সংকেত কী?
ক) H₂O ✅
খ) H₂O₂
গ) OH
ঘ) HO₂


9. কোন গ্যাসকে "হাসির গ্যাস" বলা হয়?
ক) O₂
খ) CO₂
গ) N₂O ✅
ঘ) SO₂


10. কোনটি ক্ষার ধাতু?
ক) সোডিয়াম ✅
খ) আয়রন
গ) কপার
ঘ) জিঙ্ক




---

জীববিজ্ঞান

11. মানুষের রক্তে অক্সিজেন বহন করে কোনটি?
ক) সাদা রক্তকণিকা
খ) প্লাটিলেট
গ) হিমোগ্লোবিন ✅
ঘ) প্লাজমা


12. মানুষের দেহে সবচেয়ে শক্ত হাড় কোনটি?
ক) ফিমার ✅
খ) স্ক্যাপুলা
গ) রেডিয়াস
ঘ) ম্যান্ডিবল


13. মানুষের দেহে ইনসুলিন নিঃসরণ করে কোন অঙ্গ?
ক) লিভার
খ) কিডনি
গ) অগ্ন্যাশয় ✅
ঘ) প্লীহা


14. মানুষের দেহে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন কে?
ক) রবার্ট কখ
খ) উইলিয়াম হার্ভে ✅
গ) লুই পাস্তুর
ঘ) চার্লস ডারউইন


15. DNA এর পূর্ণরূপ কী?
ক) Deoxyribonucleic Acid ✅
খ) Dioxyribonuclear Acid
গ) Deoxyribosome Acid
ঘ) Deoxyribonitric Acid




---

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি

16. কম্পিউটারের জনক কে?
ক) চার্লস ব্যাবেজ ✅
খ) অ্যালান টিউরিং
গ) জন ভন নিউম্যান
ঘ) বিল গেটস


17. ইন্টারনেটের জনক বলা হয় কাকে?
ক) ভিন্ট সের্ফ ✅
খ) টিম বার্নার্স লি
গ) চার্লস ব্যাবেজ
ঘ) ল্যারি পেজ


18. ওয়েবসাইট ঠিকানার শুরুতে “http” এর পূর্ণরূপ কী?
ক) Hyper Text Transfer Protocol ✅
খ) High Transfer Text Protocol
গ) Hyper Type Text Protocol
ঘ) Hyper Transfer Text Page


19. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
ক) পৃথিবী
খ) শুক্র
গ) বৃহস্পতি ✅
ঘ) শনি


20. চাঁদে প্রথম পদচারণা করেন কে?
ক) ইউরি গ্যাগারিন
খ) নীল আর্মস্ট্রং ✅
গ) বাজ অলড্রিন
ঘ) জন গ্লেন




---

মিশ্র প্রশ্ন

21. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ক) ভিটামিন A ✅
খ) ভিটামিন B
গ) ভিটামিন C
ঘ) ভিটামিন D


22. রক্তে শর্করার মাত্রা পরিমাপের যন্ত্র কী?
ক) গ্লুকোমিটার ✅
খ) ব্যারোমিটার
গ) স্পাইরোমিটার
ঘ) থার্মোমিটার


23. কোন কোষকে দেহের নিয়ন্ত্রণকেন্দ্র বলা হয়?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) নিউক্লিয়াস ✅
গ) রাইবোজোম
ঘ) ক্লোরোপ্লাস্ট


24. কোন ভিটামিনকে "সূর্যের ভিটামিন" বলা হয়?
ক) ভিটামিন A
খ) ভিটামিন C
গ) ভিটামিন D ✅
ঘ) ভিটামিন K


25. শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে?
ক) বায়ু
খ) পানি
গ) লোহা ✅
ঘ) কাঠ


26. পৃথিবীর ওজোন স্তর কোন স্তরে অবস্থিত?
ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্র্যাটোস্ফিয়ার ✅
গ) মেসোস্ফিয়ার
ঘ) আয়নোস্ফিয়ার


27. মানুষ কোন শ্রেণির প্রাণী?
ক) সরীসৃপ
খ) স্তন্যপায়ী ✅
গ) উভচর
ঘ) কীট


28. পেনিসিলিন আবিষ্কার করেন কে?
ক) আলেকজান্ডার ফ্লেমিং ✅
খ) রবার্ট কখ
গ) লুই পাস্তুর
ঘ) এডওয়ার্ড জেনার


29. বিদ্যুতের প্রবাহের একক কী?
ক) ভোল্ট
খ) ওহম
গ) অ্যাম্পিয়ার ✅
ঘ) ওয়াট


30. মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত?
ক) 97°F
খ) 98.4°F ✅
গ) 100°F
ঘ) 99°F

4 months ago | [YT] | 1

AR MATH TUTORIALS

✦ ৪৭তম বিসিএস মডেল টেস্ট

(বাংলা ও ইংরেজি) #47bcsprli #English #বাংলা

উত্তর ভুল থাকলে কমেন্ট করুন

বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫

1. ‘মেঘনাদবধ কাব্য’-এর রচয়িতা কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মাইকেল মধুসূদন দত্ত ✅
c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d) কাজী নজরুল ইসলাম


2. ‘সোনার তরী’ কার কাব্যগ্রন্থ?
a) জীবনানন্দ দাশ
b) রবীন্দ্রনাথ ঠাকুর ✅
c) সুকান্ত ভট্টাচার্য
d) জসীম উদ্দীন


3. ‘নরসিংহদেব’ নাটক কার লেখা?
a) দীনবন্ধু মিত্র ✅
b) মধুসূদন দত্ত
c) শ্রীকান্ত গুপ্ত
d) বঙ্কিমচন্দ্র


4. বিদ্যাসাগরের আসল নাম কী?
a) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ✅
b) ঈশ্বরচন্দ্র গুপ্ত
c) ঈশ্বরচন্দ্র দত্ত
d) ঈশ্বরচন্দ্র পাল


5. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যে সংকলিত?
a) আগমনী ✅
b) সঞ্চিতা
c) ধূপছায়া
d) দোলনচাঁপা


6. ‘পল্লী কবি’ নামে খ্যাত—
a) আল মাহমুদ
b) জসীম উদ্দীন ✅
c) সেলিনা হোসেন
d) সেলিম আল দীন


7. জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ—
a) ধূসর পাণ্ডুলিপি
b) রূপসী বাংলা ✅
c) বনলতা সেন
d) সাতটি তারার তিমির


8. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের লেখক—
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✅
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) শরৎচন্দ্র
d) মধুসূদন


9. রবীন্দ্রনাথ কোন ভাষায় অনুবাদের জন্য নোবেল পান?
a) ইংরেজি ✅
b) ফরাসি
c) জার্মান
d) বাংলা


10. নাটক ‘নীলদর্পণ’-এর রচয়িতা—
a) দীনবন্ধু মিত্র ✅
b) মধুসূদন দত্ত
c) রবীন্দ্রনাথ
d) শরৎচন্দ্র


11. ‘ধূসর পাণ্ডুলিপি’ কার?
a) কাজী নজরুল ইসলাম
b) জীবনানন্দ দাশ ✅
c) আল মাহমুদ
d) শামসুর রাহমান


12. ‘তিতাস একটি নদীর নাম’ কার লেখা?
a) অদ্বৈত মল্লবর্মণ ✅
b) সেলিনা হোসেন
c) জসীম উদ্দীন
d) সেলিম আল দীন


13. নজরুলের বিখ্যাত উপন্যাস—
a) বাঁধনহারা ✅
b) মরুভাস্কর
c) কুহেলিকা
d) মধুমালা


14. শামসুর রাহমানকে বলা হয়—
a) আধুনিক কবিতা সম্রাট ✅
b) বিদ্রোহী কবি
c) রোমান্টিক কবি
d) প্রগতিশীল কবি


15. ‘ক্রীতদাসের হাসি’ কবিতা কার লেখা?
a) আল মাহমুদ ✅
b) জীবনানন্দ দাশ
c) জসীম উদ্দীন
d) শামসুর রাহমান


16. ‘পথের পাঁচালী’ উপন্যাসের লেখক—
a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ✅
b) শরৎচন্দ্র
c) বঙ্কিমচন্দ্র
d) মানিক বন্দ্যোপাধ্যায়


17. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস—
a) দুর্গেশনন্দিনী ✅
b) কপালকুণ্ডলা
c) আনন্দমঠ
d) রাজসিংহ


18. জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা কোন কাব্যে সংকলিত?
a) রাখালী ✅
b) মহুয়া
c) সজনি
d) নকশী কাঁথার মাঠ


19. ‘বিষাদ সিন্ধু’ রচয়িতা—
a) মীর মশাররফ হোসেন ✅
b) রবীন্দ্রনাথ
c) নজরুল
d) শরৎচন্দ্র


20. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস—
a) আলালের ঘরের দুলাল ✅
b) দুর্গেশনন্দিনী
c) কপালকুণ্ডলা
d) আনন্দমঠ


21. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ—
a) শেষ লেখা ✅
b) গীতাঞ্জলি
c) মানসী
d) কড়ি ও কোমল


22. ‘লালসালু’ উপন্যাসের লেখক—
a) সৈয়দ ওয়ালীউল্লাহ ✅
b) শওকত ওসমান
c) সেলিনা হোসেন
d) মানিক বন্দ্যোপাধ্যায়


23. রবীন্দ্রনাথের জন্ম সাল—
a) ১৮৬১ ✅
b) ১৮৭২
c) ১৮৮৫
d) ১৮৫৭


24. কাজী নজরুল ইসলামের জন্ম সাল—
a) ১৮৯৯ ✅
b) ১৮৮৮
c) ১৯০০
d) ১৯০৫


25. শরৎচন্দ্রের প্রথম উপন্যাস—
a) বড়দিদি ✅
b) শ্রীকান্ত
c) পথের দাবী
d) চণ্ডীদাস


26. জীবনানন্দ দাশকে বলা হয়—
a) নির্জনতার কবি ✅
b) বিদ্রোহী কবি
c) জাতীয় কবি
d) প্রেমের কবি


27. জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ—
a) নকশী কাঁথার মাঠ ✅
b) রূপসী বাংলা
c) শেষ লেখা
d) ধূসর পাণ্ডুলিপি


28. নজরুলের প্রথম কাব্যগ্রন্থ—
a) অগ্নিবীণা ✅
b) দোলনচাঁপা
c) সঞ্চিতা
d) ধূপছায়া


29. রবীন্দ্রনাথের প্রবন্ধগ্রন্থ—
a) সত্যের আহ্বান ✅
b) গীতাঞ্জলি
c) চিত্রা
d) নকশী কাঁথার মাঠ


30. ‘চোখের বালি’ উপন্যাসের লেখক—
a) রবীন্দ্রনাথ ঠাকুর ✅
b) শরৎচন্দ্র
c) মানিক
d) বঙ্কিমচন্দ্র


31. রবীন্দ্রনাথ কোন সালে নোবেল পান?
a) ১৯১৩ ✅
b) ১৯২১
c) ১৯০৫
d) ১৯১৫


32. আল মাহমুদের আসল নাম—
a) মীর আবদুস শকুর ✅
b) আবদুল্লাহ আল মামুন
c) মঈনুদ্দীন
d) আহসান হাবীব


33. বাংলা ভাষার প্রথম কাব্য—
a) চর্যাপদ ✅
b) গীতাঞ্জলি
c) মেঘনাদবধ
d) নকশী কাঁথার মাঠ


34. ‘গণনাট্য’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন—
a) সেলিম আল দীন ✅
b) শামসুর রাহমান
c) নজরুল
d) সেলিনা হোসেন


35. বাংলাদেশের জাতীয় কবি—
a) কাজী নজরুল ইসলাম ✅
b) রবীন্দ্রনাথ
c) জীবনানন্দ
d) শামসুর রাহমান




---

ইংরেজি ভাষা ও সাহিত্য – ৩৫

36. Who wrote Paradise Lost?
a) William Wordsworth
b) John Milton ✅
c) Geoffrey Chaucer
d) Shakespeare


37. Synonym of “Obsolete”:
a) Modern
b) Outdated ✅
c) Fashionable
d) Current


38. Antonym of “Benevolent”:
a) Cruel ✅
b) Kind
c) Generous
d) Noble


39. Shakespeare is known as—
a) Poet of Nature
b) Bard of Avon ✅
c) Poet of Beauty
d) Prince of Poets


40. “The Waste Land” is written by—
a) T. S. Eliot ✅
b) Ezra Pound
c) Keats
d) Wordsworth


41. “Pride and Prejudice” author—
a) Jane Austen ✅
b) Charlotte Brontë
c) Dickens
d) Hardy


42. Synonym of “Commence”—
a) End
b) Begin ✅
c) Stop
d) Quit


43. Antonym of “Artificial”—
a) Natural ✅
b) False
c) Fake
d) Unreal


44. “Romeo and Juliet” is a—
a) Comedy
b) Tragedy ✅
c) History
d) Epic


45. “Ode to a Nightingale” poet—
a) John Keats ✅
b) Shelley
c) Byron
d) Coleridge


46. Father of English Novel—
a) Daniel Defoe ✅
b) Dickens
c) Hardy
d) Fielding


47. “The Old Man and the Sea” author—
a) Hemingway ✅
b) Mark Twain
c) Steinbeck
d) Faulkner


48. Antonym of “Hostile”—
a) Friendly ✅
b) Enemy
c) Fierce
d) Aggressive


49. Who wrote Canterbury Tales?
a) Chaucer ✅
b) Shakespeare
c) Spenser
d) Milton


50. Synonym of “Lucid”—
a) Clear ✅
b) Dark
c) Confused
d) Unclear


51. Antonym of “Ancient”—
a) Modern ✅
b) Old
c) Historical
d) Past


52. “To be, or not to be” is from—
a) Macbeth
b) Hamlet ✅
c) King Lear
d) Othello


53. “Kubla Khan” poet—
a) Coleridge ✅
b) Shelley
c) Byron
d) Keats


54. Synonym of “Erroneous”—
a) Wrong ✅
b) Right
c) Correct
d) True


55. Antonym of “Expand”—
a) Contract ✅
b) Enlarge
c) Extend
d) Stretch


56. “Wuthering Heights” author—
a) Emily Brontë ✅
b) Jane Austen
c) Dickens
d) George Eliot


57. Synonym of “Frugal”—
a) Economical ✅
b) Wasteful
c) Extravagant
d) Lavish


58. Antonym of “Victory”—
a) Defeat ✅
b) Success
c) Triumph
d) Win


59. “Macbeth” was written by—
a) Shakespeare ✅
b) Milton
c) Marlowe
d) Dryden


60. Synonym of “Genuine”—
a) Authentic ✅
b) Fake
c) False
d) Unreal


61. Antonym of “Unity”—
a) Division ✅
b) Union
c) Together
d) Group


62. “Paradise Regained” author—
a) Milton ✅
b) Spenser
c) Swift
d) Chaucer


63. Synonym of “Rapid”—
a) Fast ✅
b) Slow
c) Steady
d) Weak


64. Antonym of “Permanent”—
a) Temporary ✅
b) Lasting
c) Stable
d) Durable


65. “Animal Farm” author—
a) George Orwell ✅
b) Charles Dickens
c) Swift
d) Hardy


66. Synonym of “Courage”—
a) Bravery ✅
b) Fear
c) Weakness
d) Panic


67. Antonym of “Expand”—
a) Shrink ✅
b) Grow
c) Spread
d) Rise


68. “Othello” is a—
a) Tragedy ✅
b) Comedy
c) Epic
d) Romance


69. Synonym of “Brief”—
a) Short ✅
b) Long
c) Extended
d) Prolonged


70. Antonym of “Wealthy”—
a) Poor ✅
b) Rich
c) Prosperous
d) Affluent

4 months ago | [YT] | 3

AR MATH TUTORIALS

কাজী নজরুল ইসলাম থেকে ৫০টি MCQ (উত্তরসহ) #49bcs #47BcsPreli

১. কাজী নজরুল ইসলামের জন্ম কবে?
ক) ১৮৯৫ খ্রি.
খ) ✔️ ১৮৯৯ খ্রি.
গ) ১৯০০ খ্রি.
ঘ) ১৯০২ খ্রি.

২. কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়?
ক) বর্ধমান
খ) ✔️ চুরুলিয়া
গ) ময়মনসিংহ
ঘ) কুমিল্লা

৩. কাজী নজরুল ইসলামের বাবার নাম—
ক) ✔️ কাজী ফকির আহমদ
খ) কাজী মোসলেম উদ্দিন
গ) কাজী কাজম আলী
ঘ) কাজী রফিকুল

৪. নজরুলের ডাক নাম কী ছিল?
ক) ✔️ দুখু মিয়া
খ) কিশোর
গ) গাজী
ঘ) দুখুলাল

৫. নজরুল কোন সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন?
ক) ১৯১৪ খ্রি.
খ) ✔️ ১৯১৭ খ্রি.
গ) ১৯১৯ খ্রি.
ঘ) ১৯২১ খ্রি.

৬. নজরুল কোন রেজিমেন্টে যোগ দিয়েছিলেন?
ক) ✔️ রাজপুতানা রেজিমেন্ট
খ) বেঙ্গল রেজিমেন্ট
গ) ৪৯তম বাঙালি রেজিমেন্ট
ঘ) পাঞ্জাব রেজিমেন্ট

৭. নজরুলের প্রথম কবিতা কোনটি?
ক) বিদ্রোহী
খ) মুক্তি
গ) ✔️ বধূর প্রত্যাবর্তন
ঘ) ধূমকেতু

৮. নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) আগমনী
খ) ✔️ অগ্নিবীণা
গ) দোলনচাঁপা
ঘ) বিষের বাঁশি

৯. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত?
ক) ✔️ অগ্নিবীণা
খ) বিষের বাঁশি
গ) দোলনচাঁপা
ঘ) সঞ্চিতা

১০. নজরুল কোন বছরে ‘বিদ্রোহী’ কবিতা লিখেন?
ক) ১৯২০ খ্রি.
খ) ১৯২১ খ্রি.
গ) ✔️ ১৯২২ খ্রি.
ঘ) ১৯২৩ খ্রি.

১১. ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত—
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) ✔️ কাজী নজরুল ইসলাম
ঘ) জসীম উদ্দিন

১২. নজরুলের প্রথম উপন্যাস—
ক) ✔️ বাঁধনহারা
খ) মৃত্যুক্ষুধা
গ) কুহেলিকা
ঘ) ব্যথার দান

১৩. নজরুলের একমাত্র নাটক—
ক) জোনাকী
খ) ঝিলিমিলি
গ) ✔️ ঝড়
ঘ) জীবনবাণী

১৪. নজরুলের প্রথম সংগীত রচনা গ্রন্থ—
ক) দোলনচাঁপা
খ) সঞ্চিতা
গ) ✔️ সুরের ধারা
ঘ) ভাঙার গান

১৫. নজরুল কোন সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করতেন?
ক) ✔️ ধূমকেতু
খ) নবযুগ
গ) নবজীবন
ঘ) প্রবাসী

১৬. কোন লেখার জন্য নজরুল জেলে যান?
ক) বিদ্রোহী
খ) ✔️ ধূমকেতু
গ) অনন্ত প্রেম
ঘ) সমর

১৭. নজরুল কয়বার কারাবরণ করেন?
ক) একবার
খ) দু’বার
গ) ✔️ তিনবার
ঘ) একাধিকবার

১৮. নজরুলের বিখ্যাত রাজনৈতিক কবিতা—
ক) বিদ্রোহী
খ) সমর
গ) প্রলয়োল্লাস
ঘ) ✔️ সবগুলোই

১৯. ‘চল চল চল’ কোন গ্রন্থের কবিতা?
ক) ✔️ সঞ্চিতা
খ) অগ্নিবীণা
গ) বিষের বাঁশি
ঘ) দোলনচাঁপা

২০. বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নজরুলের ‘চল চল চল’কে কী মর্যাদা দিয়েছে?
ক) জাতীয় সংগীত
খ) জাতীয় কবিতা
গ) জাতীয় সঙ্গীত
ঘ) ✔️ জাতীয় সামরিক সংগীত

২১. নজরুল ইসলাম কবে জ্ঞান হারান?
ক) ✔️ ১৯৪২ খ্রি.
খ) ১৯৪৫ খ্রি.
গ) ১৯৫০ খ্রি.
ঘ) ১৯৫২ খ্রি.

২২. নজরুলকে বাংলাদেশে আনা হয় কবে?
ক) ✔️ ১৯৭২ খ্রি.
খ) ১৯৭৪ খ্রি.
গ) ১৯৭৫ খ্রি.
ঘ) ১৯৭৬ খ্রি.

২৩. নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণা করা হয় কোন দেশে?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) ✔️ বাংলাদেশ
ঘ) পশ্চিমবঙ্গ

২৪. নজরুল কবে মৃত্যু বরণ করেন?
ক) ২৯ আগস্ট ১৯৭৫ খ্রি.
খ) ✔️ ২৯ আগস্ট ১৯৭৬ খ্রি.
গ) ৩০ আগস্ট ১৯৭৬ খ্রি.
ঘ) ২৭ আগস্ট ১৯৭৭ খ্রি.

২৫. নজরুলের মৃত্যু হলে তাঁকে কোথায় দাফন করা হয়?
ক) কবি ভবন, কলকাতা
খ) ✔️ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণ
গ) ধানমন্ডি, ঢাকা
ঘ) কুমিল্লা

২৬. নজরুলের স্ত্রীর নাম কী?
ক) ✔️ প্রমীলা দেবী
খ) পদ্মাবতী
গ) রাণু দেবী
ঘ) ফুলবিবি

২৭. নজরুলের কোন গ্রন্থের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল?
ক) ✔️ বিষের বাঁশি
খ) ধূমকেতু
গ) সমর
ঘ) ভাঙার গান

২৮. নজরুল কোন ধর্মীয় সংগীতে বিশেষ অবদান রাখেন?
ক) ইসলামী গান
খ) শ্যামাসঙ্গীত
গ) কীর্তন
ঘ) ✔️ সবগুলো

২৯. নজরুল রচিত বিখ্যাত ইসলামী গানসংকলন—
ক) ✔️ আল্লাহর গান
খ) ইসলামী গান
গ) রণসংগীত
ঘ) গণসংগীত

৩০. নজরুলের সংগীতকে কী নামে অভিহিত করা হয়?
ক) ✔️ নজরুল সঙ্গীত
খ) দেশাত্মবোধক গান
গ) ইসলামী গান
ঘ) রণসংগীত

৩১. নজরুল কতটি গান রচনা করেছিলেন বলে ধারণা করা হয়?
ক) প্রায় ২০০০
খ) প্রায় ৩০০০
গ) ✔️ প্রায় ৪০০০
ঘ) প্রায় ৫০০০

৩২. নজরুলের প্রথম প্রকাশিত গল্প—
ক) ✔️ বধূর প্রত্যাবর্তন
খ) মৃত্যুক্ষুধা
গ) ব্যথার দান
ঘ) সমর

৩৩. নজরুলের উপন্যাস কুহেলিকা কোন সালে প্রকাশিত হয়?
ক) ✔️ ১৯২২ খ্রি.
খ) ১৯২৭ খ্রি.
গ) ১৯৩১ খ্রি.
ঘ) ১৯৩৫ খ্রি.

৩৪. নজরুলের কোন কাব্যগ্রন্থটি কারাগারে রচিত?
ক) সঞ্চিতা
খ) অগ্নিবীণা
গ) ✔️ বিষের বাঁশি
ঘ) দোলনচাঁপা

৩৫. নজরুলের লেখা ‘সাম্যবাদী’ কবিতা প্রকাশিত হয়—
ক) ✔️ ধূমকেতু পত্রিকায়
খ) নবযুগে
গ) নবজীবনে
ঘ) প্রবাসীতে

৩৬. ‘আমার কৈফিয়ত’ গ্রন্থটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ
খ) ✔️ নজরুল
গ) জীবনানন্দ
ঘ) মধুসূদন

৩৭. নজরুলের গান কোন যন্ত্রে বিশেষভাবে সুরারোপিত?
ক) বেহালা
খ) ✔️ হারমোনিয়াম
গ) তবলা
ঘ) সেতার

৩৮. নজরুল কত সন্তানসন্ততি রেখে গেছেন?
ক) ২ জন
খ) ৩ জন
গ) ✔️ ৪ জন
ঘ) ৫ জন

৩৯. নজরুলের কোন সন্তান পরবর্তীতে খ্যাতিমান সংগীতশিল্পী হন?
ক) কাজী সবিতা
খ) ✔️ কাজী সবির
গ) কাজী সবার
ঘ) কাজী অনিরুদ্ধ

৪০. নজরুলের আত্মজীবনীমূলক রচনা—
ক) ✔️ বাঁধনহারা
খ) ব্যথার দান
গ) মৃত্যুঞ্জয়ী
ঘ) দুখুর দিনলিপি

৪১. নজরুলের রচিত শিশুতোষ কবিতা—
ক) ✔️ লিচু চোর
খ) হিজল তলা
গ) খোকা ঘুমাল
ঘ) সবগুলো

৪২. নজরুলের উপাধি ‘বিদ্রোহী কবি’ দিয়েছিলেন—
ক) রবীন্দ্রনাথ
খ) মধুসূদন
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) ✔️ মোহিতলাল মজুমদার

৪৩. নজরুলের প্রথম গান কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) নবযুগ
খ) নবজীবন
গ) ✔️ প্রবাসী
ঘ) ধূমকেতু

৪৪. নজরুলের সংগীতে কোন দুই ধারার প্রভাব বেশি?
ক) কীর্তন ও ইসলামী
খ) ✔️ হিন্দু ও মুসলিম
গ) ফার্সি ও আরবি
ঘ) হিন্দুস্তানি ও বাংলা

৪৫. নজরুলের কবিতা প্রধানত কোন ধারার অন্তর্ভুক্ত?
ক) দেশাত্মবোধক
খ) সাম্যবাদী
গ) বিদ্রোহী
ঘ) ✔️ সবগুলোই

৪৬. নজরুল কোন পুরস্কার পান?
ক) ✔️ একুশে পদক
খ) স্বাধীনতা পদক
গ) একাডেমি পুরস্কার (ভারত)
ঘ) সবগুলোই

৪৭. নজরুলকে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি.লিট. উপাধি দেয়?
ক) ✔️ ১৯৭৪ খ্রি.
খ) ১৯৭২ খ্রি.
গ) ১৯৭৫ খ্রি.
ঘ) ১৯৭৬ খ্রি.

৪৮. নজরুল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
ক) অসহযোগ আন্দোলন
খ) স্বদেশি আন্দোলন
গ) খেলাফত আন্দোলন
ঘ) ✔️ সবগুলোই

৪৯. নজরুলের রচিত রণসংগীত কোন আন্দোলনে ব্যবহৃত হয়?
ক) ভাষা আন্দোলন
খ) ✔️ স্বাধীনতা আন্দোলন
গ) বঙ্গভঙ্গ আন্দোলন
ঘ) সিপাহী বিদ্রোহ

৫০. নজরুলকে কোন বছরে "জাতীয় কবি" হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয়?
ক) ✔️ ১৯৭২ খ্রি.
খ) ১৯৭৪ খ্রি.
গ) ১৯৭৬ খ্রি.
ঘ) ১৯৭৮ খ্রি.

5 months ago | [YT] | 0

AR MATH TUTORIALS

🧮 ভগ্নাংশ থেকে ৫০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন (MCQ)

1. ½ + ⅓ = ?
A. ⅚
B. ⅔
C. ⅗
D. ⅘
✅ উত্তর: A

2. ¾ - ⅖ = ?
A. 7/20
B. 3/10
C. 11/20
D. 1/2
✅ উত্তর: C

3. ⅔ × ¾ = ?
A. ⅓
B. ½
C. ⅝
D. ½
✅ উত্তর: D

4. ⅗ ÷ ⅖ = ?
A. 1
B. 1½
C. 1¾
D. 1⅔
✅ উত্তর: D

5. 1½ + 2⅓ = ?
A. 3⅚
B. 3⅔
C. 3¾
D. 4¼
✅ উত্তর: A

6. 2¼ - 1⅓ = ?
A. ⅞
B. ⅘
C. 1
D. 1¼
✅ উত্তর: A

7. কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
A. ⅗
B. ⅝
C. ¾
D. ⅘
✅ উত্তর: D

8. ⅘ অংশের 25% = ?
A. ⅕
B. ¼
C. 1
D. 1⅕
✅ উত্তর: A

9. ⅜ অংশের দ্বিগুণ = ?
A. ¾
B. ⅔
C. ⅝
D. ½
✅ উত্তর: A

10. কোন ভগ্নাংশটি 0.5 এর সমান?
A. ⅖
B. ½
C. ⅗
D. ⅛
✅ উত্তর: B


---

(আরও ৪০টি প্রশ্ন)

11. 3/4 × 2/3 = ? → ½
12. 5/6 - 1/2 = ? → 1/3
13. 2⅓ + 1⅔ = ? → 4
14. ⅞ ÷ ⅛ = ? → 7
15. কোন ভগ্নাংশটি দশমিক ০.৭৫ এর সমান? → ¾
16. 1/3 এর শতকরা মান কত? → 33.33%
17. 3/5 অংশের 40% কত? → 12/25
18. 7/8 - 3/4 = ? → 1/8
19. 2/3 এর বিপরীত ভগ্নাংশ → 3/2
20. 0.2 কে ভগ্নাংশে প্রকাশ → 1/5

21. 1/6 + 1/3 = ? → ½
22. 4/5 এর শতকরা মান → 80%
23. 1 - 2/3 = ? → 1/3
24. 3 ½ × 2 = ? → 7
25. ⅓ ÷ ⅙ = ? → 2
26. 1⅔ = কত ভগ্নাংশ? → 5/3
27. ⅘ এর শতকরা মান → 80%
28. 7/10 এর দ্বিগুণ → 14/10 বা 1.4
29. 1½ ÷ ¾ = ? → 2
30. কোনটি অনুপাতে লেখা ভগ্নাংশ নয়? → 3/0

31. কোন দুটি ভগ্নাংশ সমান?
→ A. 2/4 ও 1/2 ✅
32. 0.25 = কত ভগ্নাংশ? → 1/4
33. 1.75 কে ভগ্নাংশে প্রকাশ → 7/4
34. 1/5 + 1/10 = ? → 3/10
35. 2/3 অংশের 60% = ? → 2/5
36. 3/4 অংশের ⅓ = ? → ¼
37. ⅘ এর তৃতীয় অংশ → 4/15
38. ⅚ এর বর্গ = ? → 25/36
39. 1¾ × 2 = ? → 3½
40. 3/8 + 5/8 = ? → 1

41. ⅖ + ⅗ = ? → 1
42. 4½ - 2¼ = ? → 2¼
43. 1/10 এর শতকরা মান → 10%
44. ⅖ এর দ্বিগুণ = ? → 4/5
45. ⅚ + 1/6 = ? → 1
46. 5/6 - 1/3 = ? → ½
47. ⅗ এর অর্ধেক → 3/10
48. ⅜ অংশের শতকরা মান → 37.5%
49. 1¼ + 2¾ = ? → 4
50. 0.125 = কত ভগ্নাংশ? → 1/8

7 months ago | [YT] | 0

AR MATH TUTORIALS

ইসরায়েল

🕰️ প্রাচীন ইতিহাস (খ্রিস্টপূর্ব)

1. হিব্রুদের উত্থান:

প্রাচীন কালে (খ্রিস্টপূর্ব ১৩০০-১০০০), হিব্রু জাতি কনান দেশে (বর্তমান ইসরায়েল-ফিলিস্তিন অঞ্চল) বসতি স্থাপন করে।

বর্ণিত আছে যে, নবী মূসা (আ.) ও নবী দাউদ (আ.) এর নেতৃত্বে হিব্রুরা মিশর থেকে বের হয়ে এখানে আসে।



2. ইসরায়েল ও ইয়াহুদা রাজ্য:

খ্রিস্টপূর্ব ১০০০ সালের দিকে নবী দাউদ (আ.) এবং তার পুত্র সুলাইমান (আ.) জেরুজালেমকে রাজধানী করে রাজত্ব গড়েন।

পরে রাজ্য বিভক্ত হয়ে যায়: উত্তরে ইসরায়েল ও দক্ষিণে ইয়াহুদা।



3. বিচ্ছিন্নতা ও বন্দিত্ব:

খ্রিস্টপূর্ব ৭২২ সালে অ্যাসিরিয়ানরা উত্তর রাজ্য দখল করে।

খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে বাবেলীয়রা দক্ষিণ রাজ্য ইয়াহুদা দখল করে এবং অনেক ইহুদীকে বন্দী করে নেয় (Babylonian Captivity)।





---

🏛️ রোমান ও বাইজেন্টাইন যুগ

খ্রিস্টপূর্ব ৬৩ সালে রোমান সাম্রাজ্য এই অঞ্চল দখল করে।

৭০ খ্রিস্টাব্দে ইহুদীদের বিদ্রোহের জবাবে রোমানরা দ্বিতীয় মন্দির ধ্বংস করে।

এরপর অনেক ইহুদি অঞ্চল থেকে বিতাড়িত হয় (যাকে বলা হয় "ডায়াসপোরা")।



---

🕌 ইসলামী শাসন (৬৩৮ – ১৫১৭)

৬৩৮ সালে খলিফা উমর (রা.) এর সময় মুসলিম বাহিনী জেরুজালেম জয় করে।

এর পরপরই এই অঞ্চল উমাইয়া, আব্বাসীয় ও ফাতিমিদের অধীনে আসে।

১১শ শতকে ক্রুসেডাররা কিছু সময়ের জন্য দখল নেয়, পরে সালাহউদ্দিন আইয়ুবি তা পুনরুদ্ধার করেন।



---

👑 অটোমান শাসন (১৫১৭ – ১৯১৭)

১৫১৭ সালে তুর্কি অটোমান সাম্রাজ্য এই অঞ্চল দখল করে।

প্রায় ৪০০ বছর ইহুদী, খ্রিস্টান ও মুসলমানেরা এখানে বসবাস করতো তুলনামূলক শান্তিপূর্ণভাবে।



---

🇬🇧 ব্রিটিশ শাসন ও ইহুদি অভিবাসন (১৯১৭ – ১৯৪৮)

প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পতনের পর ব্রিটিশরা প্যালেস্টাইন অঞ্চল নিয়ন্ত্রণ করে (Balfour Declaration, ১৯১৭)।

তারা ইহুদিদের জন্য "জাতিগত ঘর" গঠনের প্রতিশ্রুতি দেয়, ফলে ইহুদিদের অভিবাসন বাড়ে।

মুসলমান আরবদের সঙ্গে ইহুদিদের দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে।



---

🇮🇱 ইসরায়েল রাষ্ট্রের জন্ম (১৯৪৮)

১৪ মে ১৯৪৮: ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে।

এরপরই আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয় (১৯৪৮) — প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো আক্রমণ করে কিন্তু ইসরায়েল টিকে যায় এবং আরও জমি দখল করে।



---

🔥 যুদ্ধ ও দখল (১৯৪۸ – বর্তমান)

1. ১৯৬৭ সালের যুদ্ধ (ছয় দিনের যুদ্ধ):

ইসরায়েল মিশর, জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এবং গাজা, পশ্চিম তীর, গোলান হাইটস ও পূর্ব জেরুজালেম দখল করে।



2. ১৯৭৩ সালের যুদ্ধ (Yom Kippur War):

মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সফল হয়নি।



3. ফিলিস্তিনি প্রতিরোধ ও ইন্তিফাদা (Intifada):

১৯৮৭ ও ২০০০ সালে ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলের বিরুদ্ধে গণআন্দোলন শুরু করে।



4. গাজা ও হামাস:

২০০৬ সালে হামাস গাজায় ক্ষমতা নেয়। গাজা এখন হামাসের নিয়ন্ত্রণে, ইসরায়েলের অবরোধে রয়েছে।



5. বর্তমান অবস্থা (২০২৪ – ২০২৫):

ফিলিস্তিনি অঞ্চল বিশেষ করে গাজা ও পশ্চিম তীরে যুদ্ধ, দখল, বোমা হামলা ও মানবিক সংকট অব্যাহত রয়েছে।





---

🕊️ ইসরায়েল ইতিহাসের মূল প্রতিপাদ্য:

ধর্মীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু

ভূরাজনৈতিক সংঘর্ষের ক্ষেত্র

ইহুদি, মুসলিম, খ্রিস্টান—তিন ধর্মের জন্যই পবিত্র ভূমি

শতাব্দীব্যাপী আরব-ইসরায়েল দ্বন্দ্ব

7 months ago | [YT] | 0

AR MATH TUTORIALS

৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত

8 months ago | [YT] | 0

AR MATH TUTORIALS

স্কুল নিবন্ধন গণিত প্রশ্ন

1 year ago | [YT] | 0

AR MATH TUTORIALS

Bangladesh land port authority math solution

https://youtu.be/ti40ZZD7Diw

1 year ago (edited) | [YT] | 0

AR MATH TUTORIALS

'মা দিবস আজ'

"এক মা তাঁর সন্তানের অপেক্ষায় টিফিন নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে।তাঁর ছেলেটা আজ স্কুলে আসার সময় টিফিন নিয়ে আসেনি। তাই মা টিফিন নিয়ে এসেছে।
ছেলে টিফিন নিয়ে না আসার কারণ হয়তো মনে হতে পারে ভুল করে ছেড়ে আসা কিন্তু বাস্তবতা ভিন্ন। দরিদ্রতার কষাঘাতে জর্জরিত
পরিবার জানে বাস্তবতা কত কঠিন। দুপুরের খাবার কি হবে এমন প্রশ্ন যখন মাথায় ঘুরপাক খায় তখন সন্তানের টিফিন সাজিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা অনাহারী মায়ের, সন্তান মানুষ করার স্বপ্ন হাতছানি দেয়। তাঁর সেই বুকে বাধা স্বপ্ন সত্যি হতে বাধ্য।
*** তাঁরপরেও সেই মা কেন আজ বৃদ্ধাশ্রমে?
(সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা রইল)

1 year ago | [YT] | 0

AR MATH TUTORIALS

শতকরা নির্ণয় পদ্ধতি ও যারা শতকরার অংক পারেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ।

2 years ago | [YT] | 0