আমিও বাঙালি তুমিও বাঙালি আর বাঙালি মানেই ১২ মাসে ১৩ বার পার্বন অর্থাৎ ১৩ পুজো, তাই এরকম সব পুজোর ব্লগ নিয়ে আসতে চলেছে ডি এ এস পি ব্লগস। সব ধরনের থিম এবং ঠাকুর এর ভিডিও এই সমস্ত জিনিস দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এই চ্যানেলে আসতে চলেছে অনেক নতুনত্ব প্যান্ডেল বা থিম ভিডিও। তাই বাঙালি বন্ধুদের তথা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বন্ধুদের আমাদের ডি এ এস পি চ্যানেলটি সঙ্গে জুড়ে থাকার জন্য অনুরোধ করিতেছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন।


এরই সঙ্গে বাঙালি সহ গোটা বিশ্বের পছন্দ হলো বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সেরকমই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও এবং যাবেন কিভাবে কতটা ভালো জায়গা কতটা খরচা হবে ভালো ভালো ভিউ এই সমস্ত ভিডিও নিয়ে আসতে চলেছে ডি এ এস পি ব্লগস ।

তোমাদেরকে আরো ভালোভাবে ভিডিও দেখাবার জন্য আমরা ব্যবহার করছি ড্রোন। প্যান্ডেল এবং বিভিন্ন জায়গার ড্রোন ভিউ পাবেন আপনারা এই চ্যানেলে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন।





DASP Vlogs

Kolyani iti more durga puja pandal 2025
কে কে আসছো কমেন্টে করে জানাবেন 😍😍

3 months ago | [YT] | 66

DASP Vlogs

কোথায় হচ্ছে কিভাবে আসবেন ? লং ভিডিও আসতে চলেছে 😱😱

3 months ago | [YT] | 8

DASP Vlogs

💥পাওয়ার মিউজিক 💥 হরিদ্বার থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুর মহিষদা তে এন্ট্রি নিল 🥰 মহিষদা তে জল ঢালা উপলক্ষে 🛕 কালকে Power music VS Barman music খতরনাক রানিং কম্পিটিশন হতে চলেছে 😱 তুমি কার সাপোর্টার কমেন্ট করে বলো.....?

4 months ago | [YT] | 9

DASP Vlogs

জয় জগন্নাথ শুভঃ সকাল ⭕❗⭕ 🥰
🚩 যে কখনো কাউকে ফেরায় না , তিনিই আমাদের জগন্নাথ !
শুধু একবার ডেকেই দেখো 🙏
তিনি তোমার ডাকে সাড়া দেবেন 🙏
🛕রথ শুধু একদিনের উৎসব নয় .., এ এক বিশ্বাসের পথ..
তাকে মন দিয়ে ডাকলে 🥰 সে কখনো কাউকে খালি হাতে ফিরায় না
তাই সবাই বলো জয় জগন্নাথ 🙏🚩🥰 🛕

5 months ago | [YT] | 24

DASP Vlogs

আর কয়েক ঘন্টার অপেক্ষা 🙏🌺

5 months ago | [YT] | 12

DASP Vlogs

#পুরীর_সমস্ত_হোটেল_ও_ফোন_নাম্বার :-( (যে করেছে তাকে ধন্যবাদ জানাই) DASP Vlogs

পুরী মানেই বাঙালীর কাছে এক আবেগের নাম। ভ্রমণের(দিঘা-পুরী-দার্জিলিং) এর মধ্যেই আছে এই পুরি। গোটা পুরী পর্যটনকে যদি ভালো ভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে ৭০% পর্যটকই বাংলার। যুগ ধরে চলে আসা বাঙালির এই পুরীর প্রতি ভালোবাসা কোনোদিনই অমলীন হওয়ার নয়। পুরির স্বর্গদ্বার রোড, নিউ মেরিন ড্রাইভ রোড বা চক্রতীর্থ এই তিন প্রধান রোড সংলগ্ন এলাকা বলতে গেলে একদম ছোটো খাটো বাংলা, সমস্ত হোটেল, দোকান, রাস্তার বিভিন্ন সাইনবোর্ড থেকে শুরু করে প্রতি টা জায়গায় বাংলা ভাষার ব্যবহার, বাঙালিকে একদম তার নিজের দেশকে অনুভব করায়। তাই বাঙ্গালির প্রিয় গন্তব্যস্থল হয়ে এখনো আছে এই পুরী
এরপর পুরীর যাওয়ার পরেই বাঙ্গালির সবচেয়ে বড় চিন্তার কারণ থাকে ভালো হোটেল বেছে নেওয়া, এমনিতেই পুরিতে হোটেলের কোনো অভাব নেই তাও একটা খুতখুতে ভাব থেকেই যায় এই হোটেলের ব্যাপারটা যতক্ষন না সমাধান হয়। বিভিন্ন গ্রুপে দেখা যায় বিভিন্ন পর্যটকদের কাছ থেকে প্রতিদিন একটা প্রশ্ন অন্তত থাকেই যে পুরি তে ভালো হোটেলের সন্ধান দিন এই এত দামের মধ্যে, পুরি তে ভালো সি-ফেসিং হোটেলের সন্ধান দিলে ভালো হয়, পুরিতে স্বর্গদ্বারের কাছে ভালো এসি হোটেল বা হলিডে হোমের সন্ধান দিন এই সমস্ত প্রশ্ন।

#পুরী_বাঙালিদের_হোটেল

1.Oyster Hotel & holiday home/Shiv niwas guest houses. স্বর্গদার Iscon মন্দিরের পাশে। যোগাযোগ - ৯৩৩০২৮৪০৮৩/৭২৭৮২৪৫১৬৭
2. আশা লজ- স্বর্গদ্বার গৌরাঙ্গ চক। যোগাযোগ -৯৮৩১৬৫৭৮০৭/৭৫০১৮৫৭১৫৭
3. সুদূরের পিয়াসি - যোগাযোগ - ৭০০৩৪২৯৪৫২/৮৯১০৫৪৭০৮০
4. Strategic inn স্বর্গদ্বার বাজার। যোগাযোগ - ৮৩৩৪৯৯৫৯৯৫
5.Sree Krishna lodge. মেরিন ড্রাইভ সি বিচ থেকে দু মিনিটের হাঁটা পথ। যোগাযোগ - ৭০০৩৬৮৬৪৭৩
6. SS Bhaban - চৈতন্য মূর্তির ঠিক পাশে। যোগাযোগ -৯০৫১৮৩০২১২/৬২৯০৪৮৯৬৯৩
7. নীল মাধব নিবাস, স্বর্গদ্বার বাজার। - যোগাযোগ - ৯৮৩১৬৫৭৮০৭/৮০১৬৪৬০০০৭
স্বর্গদ্বার পুরী সি-বীচ রোড, মেরিন ড্রাইভ রোড,বা চক্রতীর্থ রোড বরাবর সারিবদ্ধ একের পর এক হোটেলের সন্ধান দেওয়া হল - মহাত্মা গান্ধী পার্ককে পিছনে রেখে সি-বীচ রোডের প্রথমেই সেন্ট্রাল এক্সাইজের হলিডে হোম (বুকিং করতে যোগাযোগ করতে হবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও সুপারিন্টেনডেন্ট – ভুবনেশ্বর কমিশনারেট – জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ হলিডে হোম, ইমেলঃ ccbbsr@rediffmail.com, ফোন – ০৬৭৪-২৫৮৯১৬০) আর তার পাশে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম (যোগাযোগ ০৬৭৫২-২২৮৭২৭)-এর বাড়ি দুটি। আর তারপর হোটেল শকুন্তলা (যোগাযোগ ৯৪৩৮৬৫১৮৬৩; ৯২৩৮৬৮৭০২৬), দীপ রিসর্ট (যোগাযোগ ৯৮৩০৮৮৭৯৫৭; ৯৮৩০৮৫২০৬৫), পার্ক বিচ রিসর্ট (যোগাযোগ ৯০০৭৬৬৫৮৮৮), পুরী হোটেল (যোগাযোগ ৮২৮০২৫৯৯৯৯), হোটেল সোনা ইন্টারন্যাশনাল (যোগাযোগ ৯৯৩৭১৫৯৩৭৩; ৯৫৩৪১২৬৯১০), ভিক্টরিয়া ক্লাব হোটেল (যোগাযোগ ৯০৭৮৮০২০০৫; ৮৪৮০৪৯৯৮২২), হোটেল গোল্ডেন ট্রি (যোগাযোগ ৭৬০৬০০০৭১০; ৭৬০৬০০০৭১৬), হোটেল স্বপ্নপুরী (যোগাযোগ ৯৪৩৭৭০৮৮৮৮; ৯৪৩৭০২৫৮৫৫), হোটেল মহোদধি প্যালেস (যোগাযোগ ৯০৯০০৯৩৪১৪; ৯১৬৯১৬৬৭৮৯), সি ভিউ হোটেল (যোগাযোগ ৭৮৫৫০২৯১১৭; ৯৯৩৮১৩৮১৮৫), সাগরিকা হোটেল (৯২৩১৬২৫৮৭৮; ৯০০৭৯৯৫৮৮৮), হোটেল ক্রিস্টাল বে (যোগাযোগ ৯৪৩৭২৮১২৫৬), হোটেল ওশন ভিউ (যোগাযোগ ৮২৬০২৬৭৭২৯; ৮৮৯৫৪৯১৪০৮), হোটেল পার্ক (যোগাযোগ ৯০০৭১৮১৫৮৪; ৮১৯১৯০০৭২), হোটেল পুলিন পুরী (যোগাযোগ ৭৬৫৩০১৮৫৪৩), সোনালি হোটেল (যোগাযোগ ৯৯৩৮৮১২৮৭৭; ৯৯০৩৭৯৫৩৭৭)। এরপর লিলি কটেজ নামের পুরনো হলদে বাড়িটা যেখানে রয়েছে শিপিং কর্পোরেশনের হলিডে হোম (বুকিং করতে যোগাযোগ করতে হবে কলকাতায় শিপিং হাউস, ১৩ স্ট্র্যান্ড রোড কলকাতা – ১, ফোন – ০৩৩ ২২৫৪ ৩৪০০) আর জেসপ কম্পানির শিলালি হলিডে হোম (বুকিং করতে যোগাযোগ করতে হবে ২৪ নেতাজী সুভাষ রোড, কলকাতা – ১, প্রথম তল, ১৪ নং ঘর, ফোন – ০৩৩ ২২৩০৪৪৫৪; হোয়াটসঅ্যাপ যোগাযোগ ৭২৭৮৩২২৪৮৭)। এরপর কাঞ্চি শঙ্করাচার্য মঠের বাড়িটির পরে রয়েছে হোটেল সিগল (যোগাযোগ ০৬৭৫২-২২৩৬১৮; ৯১৭৮৭৯৫৯২৫)। এরপর ঠিক স্বর্গদ্বার তিনমাথার মোড়ে চৈতন্য মূর্তি ছাড়িয়ে, জগন্নাথ টেম্পল রোডের মুখে হোটেল নীলাচল (যোগাযোগ ৯৭৭৬২৩১৭৩৩)। আর সেখান থেকে এগিয়ে নিউ মেরিন রোডের পথে স্বর্গদ্বার মার্কেটের মাঝে এরপর রয়েছে বিদেশঘর রেস্টুরেন্টের পাশে হোটেল সাঁই (যোগাযোগ ৭০০৮৬৮০৫৫২; ৮৯১৭৪৫৪৮৪৩)। পরের পাশাপাশি দুটি হোটেল হল হোটেল ওম (যোগাযোগ ৯৮৬১২৩৩৯৪৪; ০৬৭৫২-২৩৩৩৪৭) আর হোটেল হেভেন (যোগাযোগ ৯৮৩১৪৩২২৮; ৯২৩০৫৪৪৪৯৭)।এরপর মহাশ্মশান পার করে সমুদ্র সৈকতে একের পর এক রয়েছে হোটেল অম্বর (যোগাযোগ ৯৭৭৮৫০৮৭৯৭), হোটেল ত্রিমূর্তি (যোগাযোগ ৭৮৭৩২৪৬১৪৩), রাম-লক্ষণ বা আর এল হোটেল (যোগাযোগ ৯৮৬১৭২৮৮৫৮)। এর একটু পিছনেই আছে মা আনন্দময়ী আশ্রম (যোগাযোগ করতে হবে আগরপাড়ার আশ্রম হেড অফিসে ০৩৩-২৫৫৩১২০৮; স্থানীয় ফোন – ০৬৭৫২-২২৩২৫৮)। আর সামনের দিকে আর এল হোটেলের পাশে রয়েছে হোটেল অন্নপূর্ণা প্যালেস (যোগাযোগ ৮৯১৭৬৩৩৯৪০), হোটেল মহাসুয়ার প্যালেস (যোগাযোগ ৮৪৮০০৫০৯০০)। তারপর রয়েছে হোটেল বঙ্গলক্ষ্মী (যোগাযোগ ০৬৭৫২-২৩০৭১১; ৮২৪৯৮৮৩৫০৬), হোটেল বেলাভূমি নিবাস (যোগাযোগ ৭২০৫৩৯৩০৯০; ৯৪৩২৩৫৩৩০৬), হোটেল অতিথি হেরিটেজ (যোগাযোগ ৭০৬৪৪৫৯২০৪; ৯৭৭৮৪৯৮৩১৩), গোচ্চিকর হাউস (যোগাযোগ ৯৫৮৬৫৯৬৬০০; ০৬৭৫২-২৩১০৬৪) ও এদেরই দ্বিতীয় হোটেল নিউ হরাইজোন (যোগাযোগ ৭৭৯০০০৮০৯০; ০৬৭৫২-২৯৭২২৭), হোটেল নিউ সি হক (যোগাযোগ ৮৮৯৫২৯৫২৩৮; ৯০০৭৮৫৭৬২৭)। এরপর শ্রীজগন্নাথ লজ (যোগাযোগ ৮৯৮৪২০০৭৫৬, ৭৯৪৭৪১৭০২৩। তারপর বেশ কিছুটা দোকানবাজার এলাকা পেরিয়ে পড়বে ক্যামেলিয়া রিসর্ট (যোগাযোগ ০৬৭৫২-২৫৪১৩১; ২৩১৪২৪), এরপর দ্য ফিঞ্চ হোটেল (যোগাযোগ ৯৮২৭০৩৯৪৭৮; ৯৯৩৭১৫৭৪৭৯), লারিকা হোটেল (যোগাযোগ ৮৫৯৬০৯১১১৩; ৭০৫৩০৫৮৪৮৪)। এরপর মেরিনা বীচ হোটেলের পরিত্যক্ত বাড়িটি বর্তমানে ভগ্নস্তূপ হয়ে রয়েছে। তারপর হোটেল ডায়মন্ড প্যালেস (যোগাযোগ ৯৪৩৯৩৬১৮৪০; ৯২৩৮৬৪৮২৮৩), হোটেল স্যুইমিং (যোগাযোগ ০৬৭৫২-২৫৪৪৪৫/৬), হোটেল শুভ প্যালেস (যোগাযোগ ৮৮৯৫৩৪৫৪৮৫; ০৬৭৫২-২৫৪৩৪১), হোটেল নীলদীপ (যোগাযোগ ৯৮৩০০০৭০৮৪; ৮১৯১৯০০০৭২), হোটেল এশিয়া ইন (যোগাযোগ ০৬৭৫২-২৩১৩০৭; ২৩১৩৪৭), হোটেল শ্যামাজ্যোতি (যোগাযোগ ০৬৭৫২-২৩১১২৯), অয়েস্টার-বে বীচ হোটেল (যোগাযোগ ৮৯১৭৪০৪৭৩৪; ৮৬৫৮৬৮২০৩৭), হোটেল তারা প্যালেস (যোগাযোগ ৯৮৬১০৫৮১৭২; ৯৫৫৬৮৩৬৮২১)। এরপর বড়ো এলাকা জুড়ে রয়েছে বিড়লা গেস্ট হাউস (যোগাযোগ ৯৮৬১৩৩৫৯৩১)। আর তারপর লক্ষ্মী রিসর্ট (যোগাযোগ ৭০৬৫০০৯১৮৯; ৯৬৯২৫৪৯৫৮৮)। তারপরে রয়েছে হোটেল শ্রীহরি (যোগাযোগ ৭০৭৭৫৮১১৪১; ৯৫৮৩০০২৯৭১), হোটেল নিলাদ্রি (যোগাযোগ ৯৫৮৩০০৩৭১০; ০৬৭৫২-২৩০৭৯৯), হোটেল প্রভুপাদ (যোগাযোগ ৯৫৮৩০০২৯৫১/৫২/৫৩), পুরী বীচ রিসর্ট (যোগাযোগ ৯৯৩৭২৩১৮৮৮; ০৬৭৫২-২৩১৮৮৮)। এরপর একদম পুরীর লাইট হাউসের গায়ে রয়েছে হোটেল লক্ষ্মীজ্যোতি (যোগাযোগ ৮৭৬৩৩২৯৭২৯)। এরপর পাইকপারা রাজার এস্টেটের গায়েই সুবিশাল হংস কোকো পাম রিসর্ট (যোগাযোগ ৯০৪০০৩০৯৫৪; ৯০৪০০৩০৯৫২), তারপর হোটেল সোনার বাংলা (যোগাযোগ ৯৭৭৭১৮৪৩১৪; ৬৩৭১৮৭৩৬৬৫), তারপর হোটেল ড্রিমল্যান্ড (যোগাযোগ ৯৭৭৬২৩৯৩৪৩; ৯৮৩১১৮৮৯৫৯)। এরপর নিউ মেরিন ড্রাইভ রোডের থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে ব্লু বে রিসর্ট (যোগাযোগ ৯২৩৮১৩১৩১২; ৯০৪০১৪৭০৪৭), লাইটহাউস ইন (৯৮৩৬১১৭৭৩৩; ৯৮৩০২৫৬৫০৩)। আর সামনের দিকে আছে রাজকীয় এন আর এস রয়্যাল প্যালেস (যোগাযোগ ৮৯১৭৪০০৮৫০/৬০; ০৬৭৫২-২৯৬৩৬০), বালাজি ইন্টারন্যাশনাল হোটেল (যোগাযোগ ৮৫৯৯৮০৮৪১৫; ৯৯৩৮০০৯৭৩৭), হোটেল নিলাদ্রি প্রিমিয়াম (যোগাযোগ ৭৪৩৬৯০১২৩৪), হোটেল গোল্ডেন ডাস্ট (যোগাযোগ ৯৫৮৩০০০৬১১), এবং হোটেল বে স্যুইট সি ফেসিং (যোগাযোগ ৮৪৮০৮৮৬৭৭৯; ৬২৯০৯৯৩০২৮)। পাশেই আছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেখানে রাত্রিবাসের পরিচ্ছন্ন বন্দোবস্ত রয়েছে (যোগাযোগ ৯৪৩৩২৪৬৫৪৮)। আরেকটু এগোলে আছে ইস্ট-ওয়েস্ট হোটেল (যোগাযোগ ৯৫৮৩০০৯০১০/১২)। তার পাশে শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা সেবাশ্রম আর তার পিছনে ব্লু লিলি বীচ রিসর্ট (যোগাযোগ ৯৫৮৩০০৩৭৫১)। সেবাশ্রমের পাশে এম্পায়ারর্স হোটেল (যোগাযোগ ৮৩৪২৮০৫৩০৭; ৭৩৮১৮৯১০০৭) এবং হোটেল জীবন সন্ধ্যা (যোগাযোগ ৭৭৩৫৭৪৭৯৭০; ০৬৭৫২-২৯৭৭৪২)। তারপাশে হোটেল আশিয়ানা লেগুন (যোগাযোগ ৭২০৫৮৫৪৬৭৬; ৮২৬০১৯৪৬৭৬)।
এবার নিউ মেরিন ড্রাইভ রোড শেষে ধৌদিয়া নদীর মোহোনার ধারেই আছে সুবিস্তৃত স্টারলিং হলিডে বীচ রিসর্ট (যোগাযোগ ৯০০৩৩০২৭২৭; ০৬৭৪২-৬০২৪৪৪)। হোটেল গুণে ফেরার পথ ধরি ফের মহাত্মা গান্ধী পার্কের দিকে। মহাত্মা গান্ধী এরপর সুবিখ্যাত সোনার গৌরাঙ্গ মন্দিরের কাছেই হোটেল নিউ শঙ্কর ইন্টারন্যাশনাল (যোগাযোগ ৯৪৩৯৪৬৬৬৬৬; ৭৬৫৩০১১১১১), হোটেল ব্লু ওয়েভস (যোগাযোগ ৯৪৩৯৯৩০০৪১; ৭৯৭৮১৩৪৩৬৮), হোটেল লোটাস (যোগাযোগ ৯৪৩৭৭৫৩৬৭৫; ০৬৭৫২-২২৭০৩৩), হোটেল সি প্যালেস (যোগাযোগ ৬৩৭২৫২৩৬৯৯), হোটেল পিঙ্ক হাউস (যোগাযোগ ৯৪৩৭২০৪৮৫০), হোটেল স্যাফায়ার ইন্টারন্যাশনাল (যোগাযোগ ৯৭৭৬১০১১১৬), ডালমিয়া অতিথি বিহার (যোগাযোগ ০৬৭৫২-২২৫৫৫৭/ ২২৬৮৬১), গার্ডেন রিসর্ট (যোগাযোগ ৯৭৭৬২৪০৫০১; ৯৪৩৭১৩৩৩৯৫), হোটেল কলিঙ্গ (যোগাযোগ ৯৩৩৭৫৬০০৭১; ০৬৭৫২-২২৫১০২) ইত্যাদি রয়েছে।
এবার চক্রতীর্থ রোড ধরে কিছু হোটেলের নাম থাকলো। এদিকটায় হোটেল অনেক থাকলেও চক্রতীর্থ রোড কিন্তু সমুদ্রের তীরবর্তী নয়, বরং এই রাস্তা থেকে অনেক ছোট ছোট গলিপথ গিয়েছে সমুদ্রের ধারে দুশো-তিনশো মিটার দূরে দূরে। চক্রতীর্থ রোডের শুরু গভর্নর হাউস রোডের শেষে, আকাশবাণী ভবনের সামনে সুভাষ বসু চৌমাথা থেকে। এখানে প্রথমেই উড়িষ্যা রাজ্য পর্যটনের পান্থনিবাস (যোগাযোগ ০৬৭৫২-২২২৫৬২; puri.panthanivas@gmail.com)। তারপরেই হোটেল জমিদার প্যালেস (যোগাযোগ ৭৬৮২৮৩০৯১৭/১৮)। এখানেই পুরীর নতুন ভাবে সেজে ওঠা ব্লু ফ্ল্যাগ বীচ। এরপর চক্রতীর্থ রোড যেমন যেমন এগিয়েছে সেদিকে সমুদ্রের পাড় বরাবর এগোলে রয়েছে বিলাস বহুল হোটেল মে-ফেয়ার ওয়েভ (যোগাযোগ ০৬৭৪২-৬১০১০১)। তার পাশে হোটেল বিজয়া ইন্টারন্যাশনাল (যোগাযোগ ০৬৭৫২-২২২৭০২), নায়েক বীচ রিসর্ট (যোগাযোগ ৭৬৮২৮২২২০৪), হোটেল সমুদ্র (যোগাযোগ ৯৭৭৬৩৬০১০৫)। এরপর আছে পুরী ইউথ হোস্টেল (যোগাযোগ ০৬৭৫২-২২২৪২৪; ২২৫৪২৪;
youthhostelpuri@rediffmail.com)। পাশেই আছে হোটেল সাগর তরঙ্গ রেসিডেন্সি (যোগাযোগ ৯৭৭৮২২৭০০০; ০৬৭৫২-২২৭০০০)। আর তার পাশে ঐতিহ্যশালী বি এন আর চাণক্য হোটেল (যোগাযোগ ৯৭৭৮৩৭৩৩৭৩; ০৬৭৫২-২২৩০০৬)। এর থেকে একটু এগিয়ে আছে হোটেল হলিডে রিসর্ট (যোগাযোগ ০৬৭৫২-২২২৪৪০), হোটেল মহাবীর শেরাটন (যোগাযোগ ০৬৭৫২-২৩২৮৩১)। এর পাশেই আছে পুরীর রামকৃষ্ণ মঠ, যেখানে রাত্রিবাসের জন্য ভক্তনিবাস রয়েছে (যোগাযোগ ০৬৭৫২-২২২৪৭৯; ৭৮৫৫৯৯৭৬৩১; rkmpuri@rediffmail.com)।এরপর সুবিখ্যাত সোনার গৌরাঙ্গ মন্দিরের কাছেই হোটেল নিউ শঙ্কর ইন্টারন্যাশনাল (যোগাযোগ ৯৪৩৯৪৬৬৬৬৬; ৭৬৫৩০১১১১১), হোটেল ব্লু ওয়েভস (যোগাযোগ ৯৪৩৯৯৩০০৪১; ৭৯৭৮১৩৪৩৬৮), হোটেল লোটাস (যোগাযোগ ৯৪৩৭৭৫৩৬৭৫; ০৬৭৫২-২২৭০৩৩), হোটেল সি প্যালেস (যোগাযোগ ৬৩৭২৫২৩৬৯৯), হোটেল পিঙ্ক হাউস (যোগাযোগ ৯৪৩৭২০৪৮৫০), হোটেল স্যাফায়ার ইন্টারন্যাশনাল (যোগাযোগ ৯৭৭৬১০১১১৬), ডালমিয়া অতিথি বিহার (যোগাযোগ ০৬৭৫২-২২৫৫৫৭/ ২২৬৮৬১), গার্ডেন রিসর্ট (যোগাযোগ ৯৭৭৬২৪০৫০১; ৯৪৩৭১৩৩৩৯৫), হোটেল কলিঙ্গ (যোগাযোগ ৯৩৩৭৫৬০০৭১; ০৬৭৫২-২২৫১০২) ইত্যাদি রয়েছে।
#puri #PuriHotels

6 months ago | [YT] | 14

DASP Vlogs

কোথায় সত্যিকারের জগন্নাথের উপস্থিতি!

6 months ago | [YT] | 6

DASP Vlogs

কোন কুম্ভ মেলায় যেতে তোমরা ইচ্ছুক ❤️❤️
সনাতনী বাঙালি হলে অবশ্যই লাইক করুন 👍

10 months ago | [YT] | 11

DASP Vlogs

Which is best drone 🧐🧐

1 year ago | [YT] | 9

DASP Vlogs

DJI Mini 2 SE unboxing video

1 year ago | [YT] | 12