MISUN Academy is a channel where you can learn a lot about graphic design and freelancing and You will get ideas in the field of information and technology.Our aim is to take Bangladesh one step further in the field of information and technology.In this journey
I urge you to stay with us.
If you like our videos, be sure to like, comment and subscribe .
Thank you all very much
MISUN Academy
খাবার কিন্তু তখনই ভালো হবে যখন আপনি সঠিক ভাবে রান্না শিখতে পারবেন। মার্কেটে শেফ অনেক আছে, কেউ বেগুন ভাজি করে লাখ টাকা ইনকাম এর স্বপ্ন দেখায় তো কেউ ৩০ টাকায় তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, সাথে সবজি, সেদ্ধ ডিম, পেঁয়াজ আর কাঁচালঙ্কা.........
MISUN Academy সবসময় ভিন্ন পথে ছিল এবং ভিন্ন পথেই থাকবে। আমরা মিথ্যা কোন স্বপ্ন দেখাই না , যারা কষ্ট করে লেগে থাকতে পারে তাদের সফলতার জায়গায় পৌঁছানই আমাদের দায়িত্ব।
যারা লেগে ছিল তাদের ভিতর থেকে শুধুমাত্র ব্যাচ ৫ থেকেই লাস্ট ৪ মাসে জব পেয়েছে ৩০+ ...
লোকাল, ইন্টারন্যাশনাল , এজেন্সি তো আছেই। যার কিছু প্রমান আপনারা দেখেছেন এবং সামনে আরও আসছে।
সিদ্ধান্ত সবসময় আপনার হাতে, এইদিক সেইদিক টাকা নষ্ট করে যেন আবার না বলেন যে ভাইয়া আমি তো ডিজাইন শিখে কিছু করতে পারছি না।
ফেব্রুয়ারি এর ১ তারিখে ব্যাচ ৬ এর ভর্তি শুরু হবে, যদি আপনি জয়েন করেই ফেলেন আর যদি লেগে থাকেন ৪ মাস, তাহলে পরের সফলতার গল্প আপনারই হবে, এবং খাতায় লিখে রাখেন সফল আপনি অবশ্যই হবেন।
যে কোন প্রয়োজনে সাপোর্ট নাম্বার এ কথা বলুন
👉 01778371211
——————————
👉 WhatsApp : +8801331024530
👉 WhatsApp : +8801871952212
8 hours ago | [YT] | 41
View 2 replies
MISUN Academy
এই মেসেজ পেলে আর কি লাগে। আপনি কবে দিবেন এমন মেসেজ আমাদেরকে?
আমাদের নুসরাত আপু যিনি এই মাত্র ৪ মাস আগে জয়েন করেছেন ব্যাচ ৫ এ। সবাইকে কথা দিয়েছিলাম যদি গাইডলাইন মেনে লেগে থাকতে পারেন তাহলে বাকিটা আপনারা আমাদের উপরে ছেড়ে দিয়েন। উনি দিন রাত এক করে কাজ করেছেন, রাত ২-৩ টার সাপোর্ট ক্লাস এও দেখতাম উনি এক্টিভ। আর আজ এই কষ্টের ফল হলো এই খবর।
অনেকে যেখানে ২ বছর ধরে ডিজাইন সেক্টর এ কিছু করতে পারে না। সেইখানে উনি সহ আমাদের সকল স্টুডেন্ট (সবার গল্প খুব তাড়াতাড়ি আসছে) যারা লেগে ছিল তারা সবাই অলমোস্ট জব পেয়ে গেছে। কেউ কেউ ক্লাইন্ট এর সাথে এখনো কাজ করছেন, তাদের ওই জায়গায় নিতে আমরা দিন রাত এক করে কাজ করছি, আপনি এই জায়গায় না এলে বুজতে পারবেন না।
ব্যাচ ৬ এর ভর্তি শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে, যাদের সিদ্ধান্ত সঠিক হবে তাদের সফলতার গল্প লেখার জন্য আমরা চেষ্টা করার জন্য তৈরি থাকলাম। দেখা হবে লাইভ ক্লাস এ।
3 days ago | [YT] | 37
View 1 reply
MISUN Academy
এভাবে আর কতদিন শুধু ভাববেন?
চিন্তা করবেন, দুশ্চিন্তায় রাত কাটাবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না?
প্রতিদিন একই প্রশ্ন, একই ভয়, একই অনিশ্চয়তা। কিন্তু উত্তর খোঁজার সাহস নেই। আপনি জানেন, এই জীবনটা শুধু ভাবার জন্য না। শুধু “একদিন করবো” বলার জন্যও না।কিন্তু আপনি সেইটাই করেন। আপনার সময় নীরবে চলে যায়, আর আপনি দাঁড়িয়ে থাকেন এবং শুধু ভেবেই বসে থাকেন।
আচ্ছা এইভাবে কি সারা জীবন ভাববেন? নাকি একদিন নিজেকেই প্রশ্ন করবেন “আর কতদিন পিছিয়ে থাকবো?”
দেখুন সঠিক সিদ্ধান্ত সবসময় সহজ হয় না, ভয় লাগে, সন্দেহ আসে, মানুষ কী বলবে সেই চিন্তাও আসে। কিন্তু সত্যিটা হলো ভয়কে জয় না করলে, জীবন কখনো বদলায় না। আজ যদি সিদ্ধান্ত না নেন, আগামীকাল আফসোস হবেই। কারণ সুযোগ একবার আসে, বারবার দরজায় কড়া নাড়ে না।
মনে রাখবেন এটা আপনার জীবন। আপনার সময়। আপনার ভবিষ্যৎ। তাই নিজেকে প্রশ্ন করুন এভাবে কি সারা জীবন ভাববেন? নাকি আজই সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের গল্পটা নতুন করে লিখবেন?
সিদ্ধান্ত আপনার হাতে। সময় তখনই ভালো হবে যখন আপনার সিদ্ধান্ত সঠিক হবে। যদি ডিজাইন সেক্টর এ ভালো কিছু করতে চান তাহলে আপনার জন্য ব্যাচ ৬ আসছে ফেব্রুয়ারি মাসে। তৈরি হয়ে নিন , সবাই হয়তো ভাববে কিন্তু আপনার সঠিক সিদ্ধান্তে আপনি জয়ী হবেন
4 days ago | [YT] | 45
View 3 replies
MISUN Academy
শেষ তখনই ভালো হবে যখন শুরু থেকে আপনি সঠিক একটা রাস্তা ধরে এগিয়ে যাবেন।
স্বপ্ন তখনই সত্যি হবে যখন আপনি সেই স্বপ্নের জন্য দিন রাত এক করে কাজ করে যাবেন। আর এই স্বপ্নের সাথে যদি গ্রাফিক ডিজাইন এর কোন কানেকশন থাকে তাহলে আপনার জন্য আসছে ব্যাচ ৬।
প্রিমিয়াম ডিজাইন - আনলিমিটেড সাপোর্ট - জব এর জন্য সরাসরি হেল্প - ৪ মাস লেগে থাকলে ডিজাইন সেক্টর সফল হবার ফুল গ্যারান্টি , MISUN Academy বাদে আর কেউ আপনাকে দিতে পারবে না। দিন রাত এক করে আপনার জন্য পরে থাকা, আপনাকে সফল করার জন্য রাত ৪ টা পর্যন্ত সাপোর্ট দেয়া, ক্লাইন্ট এর কাজে সরাসরি হেল্প করা সব থাকছে আপনার কাছে।
শুধু আপনার জয়েন করে ৪ মাস গাইডলাইন মেইনটেইন করে লেগে থাকতে হবে। একটু কষ্ট করতে হবে। সবকিছু ভুলে ডিজাইন কে ভালবাসতে হবে, যদি করতে পারেন তাহলে তৈরি হয়ে নিন। ভর্তি শুরু হতে আর বাকী মাত্র ২৫ দিন।
এই ডিজাইন কিন্তু Gemini দিয়ে বানানো। এই পোস্ট ১০০ শেয়ার হলেই ফুল টিউটোরিয়াল চলে আসবে । 😎
5 days ago | [YT] | 48
View 5 replies
MISUN Academy
আসিতেছে ১ ফেব্রুয়ারি ২০২৬ এ।
ব্যাচ ৬ এর জন্য আপনি তৈরি তো ?
এইবার যে ধামাকা আসবে তা আপনার চিন্তাকে বদলে দিবে , প্রতি ব্যাচে আমাদের স্টুডেন্টরা প্রামান করেছে যে একদম শূন্য থেকেও ৪ মাসের ভিতরে জব পাওয়া যায়, সফলতার রাস্তা খুজে পাওয়া যায়। আর আমরা প্রমান করেছি , তারা লেগে থাকলে রাত ২ টা হোক কিংবা ভোর ৫ টা সাপোর্ট এর জন্য আমরা পাশে আছি সব সময় , হ্যাঁ আমরা ২৪/৭ বলে থেমে থাকি নি, বরং প্রমান করেছি, যে কথা দিয়ে আমরা কথা রাখতে জানি। এবং আমাদের এইখানে ৬০% স্টুডেন্ট ঠকে আসে , তাদের সাথে হওয়া প্রতারণার কথা যখন শুনি তখন চোখ দিয়ে কান্না চলে আসে। আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা ছেলে বা মেয়ের কষ্ট বুঝি তাই তার জন্য সব উজার করে দেবার চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যৎ এও যাবো।
SSS এও ম্যাসিভ আপডেট ও আসছে । খুব তাড়াতাড়ি জানতে পারবেন, এখন আপাতত আমাকে এই অক্টোপাস থেকে রক্ষা করুন।
6 days ago | [YT] | 43
View 0 replies
MISUN Academy
নতুন বছরে এমন মেসেজ হলে কেমন হয়? হোক জব কিংবা ক্লাইন্ট যদি আপনার স্কিল ভালো থাকে আর যদি আপনি সঠিক ভাবে মার্কেটিং করতে পারেন তাহলে কাজ কে পাবে বা না পাবে আমি জানি না, কিন্তু মিসান একাডেমী তে যারা আসবে তারা অবশ্যই পাবে।
Congrats Anny apu and Arif Khan Vai (More Story Loading..........)
আমাদের ব্যাচ ৫ মাত্র ৩ মাস হয়েছে চলছে, এখনো এক মাস ক্লাস বাকী আছে।
না আবার কেউ ডলার দেখেই কোর্সে চলে আইসেন না, এনারা এসে কষ্ট করে গাইডলাইন মেনে লেগে ছিলো তাই তারা আজ কাজ করতে পারছে। এই অর্জন শুধুমাত্র তাদের। আমরা শুধুমাত্র সঠিক রাস্তা আর সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এই শীতেও রাত ২-৩ টা পর্যন্ত আমাদের সাপোর্ট চলে। অবিশ্বাস্য মনে হলেও এইটাই সত্যি। আমরা চাই যারা এইখানে জয়েন করবে, সে আজ করুক বা কাল, কিন্তু যখন সে করবে আর করে লেগে থাকবে সে সফল হয়ে অবশ্যই বের হবে।
ব্যাচ ৬ এর ভর্তি শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে। সিদ্ধান্ত সবসময় আপনার যে আপনি জয়েন করবেন কি করবেন না, কারন সিদ্ধান্ত সঠিক হলেই কেউ মিসান একাডেমী তে আসতে পারে। আর যখন আসবেন তখন বুজবেন আসলে শেখানো কেমন হয়, আসলে সাপোর্ট কেমন হয়। তাই আপনার সিদ্ধান্ত সঠিক হলেই দেখা হচ্ছে লাইভ ক্লাস এ।
1 week ago | [YT] | 20
View 0 replies
MISUN Academy
শুরুর জার্নি ভালো না হলেও যখন আপনি লেগে থাকবেন তখন শেষের জার্নি অবশ্যই ভালো হবে। এই নতুন বছরে হয়তো সবাই রাত ১২ টার সময় অনেক আনন্দ উল্লাসে ব্যাস্ত থাকবে, কিন্তু আপনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে যাবেন। মনে রাখবেন অলস ব্যাক্তিরা হয়তো লাখ এ একজন কপাল গুনে সফল হয়ে যায়, কিন্তু পরিশ্রমী ব্যাক্তিরা কেউ অসফল হয় না।
আর ১০ দিনে পয়সা ডাবল, এইসব বাদ দিয়ে যদি নিজের একটা ভালো স্কিল বিল্ড করতে পারেন, এই স্কিলই আপনাকে একদিন ১০০ গুন টাকা এনে দিবে। তাই সময় থাকতে স্কিল গড়ুন। যেইটা ভালো লাগে যদি মনে হয় ভিডিও এডিট শিখবেন, শিখুন মন দিয়ে, যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, তাহলে শিখুন মন দিয়ে। সব সেক্টর এ অনেক ভালো ক্যারিয়ার আছে যদি আপনি শেখার মত শিখতে পারেন।
আর যদি ডিজাইন সেক্টর আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে MISUN Academy সর্বদা আপনার পাশে আছে। আর এই সেক্টর যে কত বড় তা আপনি আর কিছুদিন পরেই টের পাবেন। আপনার যদি মনে হয় আমার ৬ মাসের ভিতরে সফল হতে হবে একটা ভালো আর্নিং সোর্স ক্রিট করতে হবে তাহলে আপনার সাথে দেখা হচ্ছে ব্যাচ ৬ এ। ফেব্রুয়ারি এর ১ তারিখ থেকে ভর্তি শুরু।
একটা কথা বলে দেই আমাদের এইখানে জয়েন করে যারা গাইডলাইন মেনে শেষ পর্যন্ত লেগে ছিল তারা সবাই এখন ডিজাইন সেক্টর কে তার ক্যারিয়ার হিসাবে নিতে পেরেছে। এখন সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত সঠিক হলেই দেখা হবে লাইভ ক্লাস এ সফল হবার মিশন এ।
1 week ago | [YT] | 67
View 6 replies
MISUN Academy
অনেকে দুই তিন বছর ধরে ডিজাইন সেক্টর এ কাজ করে কোন ক্লাইন্ট না পেয়ে হতাশায় ভোগে, আবার কেউ ৩ মাসের ভিতরে একটা জব মেনেজ করে ফেলে। না এইটা কাকতালীয় কোন বিষয় বা কোন ম্যাজিক না। এইটা হলো সঠিক গাইডলাইন মেনে কঠোর পরিশ্রম করার ফল।
আমরা একজনকে এমন ভাবে তৈরি করার চেষ্টা করি যাতে সে সব বাঁধা গুলো পার করে ফেলতে পারে। গত ৬ মাসে ২ ব্যাচ মিলিয়ে শুধুমাত্র জব ই পেয়েছে ৫০+ স্টুডেন্ট যাদের পোস্টার খুব তারাতারি দেখতে পারবেন। আর ক্লাইন্ট এইসব তো আছেই।
দিনে ফিক্স ৩ বেলা ঘণ্টা করে সাপোর্ট এর কথা বললেও আমাদের সাপোর্ট চলে সবসময়, এই শীতে যেইখানে ঠাণ্ডায় সবার অবস্থা খারাপ হয়ে যায়, সেইখানে রাত ৩ টা কখনও ৫ টা পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের সাপোর্ট টিম।
এইখানে আসলে শুধু যদি আপনি একটু কষ্ট করে লেগে থাকতে পারেন ৪ মাস তাহলে আমরা আপনাকে কথা দিতে পারি ডিজাইন সেক্টর এ ক্যারিয়ার নিয়ে আপনার কোন চিন্তা করতে হবে না।
ব্যাচ ৬ এর ভর্তি শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে। সিদ্ধান্ত সঠিক হলেই দেখা হবে সফল হবার মিশন এ ।
1 week ago | [YT] | 22
View 2 replies
MISUN Academy
আমরা বলবো না যে আপনি এই ব্যাচ এর জন্য অপেক্ষা করুন। কারন আমরা চাই আপনি আগে একটা জায়গায় ঠকে আসুন তাহলে আপনি MISUN Academy এর ভ্যালু বুজতে পারবেন। এবং এইখানে যখন আসবেন তখন আপনি যে স্টেজ এই থাকুন না কেন, শুধুমাত্র ৪ মাস সবকিছু ভুলে যদি লেগে থাকতে পারেন তাহলে ডিজাইন সেক্টর এ আপনি সফল অবশ্যই হবেন। হ্যাঁ এইটা আমরা জোর দিয়েই বলি, কারন স্টুডেন্ট রা এইটা কাজের মাধ্যমে প্রমান করে।
আমাদের এইখান থেকে লাস্ট ৬ মাসেই শুধু জব ই পেয়েছে ৫০+ স্টুডেন্ট। এবং ক্লাইন্ট থেকে শুরু করে এইসব তো আছেই।
কেন পেয়েছে জানেন? কারন তারা দিন রাত এক করে শুধু এই ৪ মাসে ডিজাইন এ সময় দিয়েছে। আমরা শুধু সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেছি। তাই আপনি যদি মনে করেন যে ঘুমিয়ে, ঘুরে বেরিয়ে লাইফ এ ভালো কিছু করতে পারবেন তাহলে আপনার জন্য MISUN Academy না।
কিন্তু আপনি যদি ৪ মাস সব ভুলে আমাদের সাথে লেগে থাকতে পারেন তাহলে ব্যাচ ৬ এর জন্য তৈরি হয়ে নিন। ডিজাইন সেক্টর এ কীভাবে আপনি সফল না হন সেইটা আমরা দেখতে চাই। আর যখন এইখানে জয়েন করবেন তখন শুধু এইটাই মনে হবে আগে কেন আসলেন না। সাপোর্ট নিতে নিতে আপনি বলবেন ভাই আমাকে একটু শান্তি দিন, তাও আপনাকে পাগল করা হবে, কারন ৪ মাস পর আপনি নিজের পাশে দাঁড়াবেন, দাঁড়াবেন আপনার পরিবারের পাশে।
তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়ে থাকুন, দেখা হবে সরাসরি লাইভ ক্লাস এ।
2 weeks ago | [YT] | 64
View 6 replies
MISUN Academy
এইবার যা আসবে তা কল্পনারও বাইরে থাকবে ।
তৈরি হয়ে নিন
2 weeks ago | [YT] | 16
View 2 replies
Load more