Hey, I’m Kabir, a filmmaker and passionate movie lover. This channel is dedicated to exploring the world of cinema, from timeless classics to the latest releases.
Here, we dive deep into films, web series, documentaries, music videos, and even commercials through reviews, interviews, video essays, and cinematic discussions.
My goal is simple: to create authentic, thoughtful, and engaging conversations about storytelling and visual art. You’ll often see curated clips and visuals that help us appreciate cinema in all its forms.
So, if you love movies that make you think, feel, and question, you’re in the right place.
#moviereview #cinemakabirsrecipe #movieexplainedbangla #moviereviewbangla #latestmoviereviews
cinema kabir's recipe
আমরা যদি সাম্প্রতিক ভারতীয় সিনেমার দিকে তাকাই, তাহলে দেখবো গত কয়েক বছরে মেইনস্ট্রীম সিনেমায় 'আলফা-মেল' বা 'টক্সিক ম্যাসকুলিনিটি'-কে গ্লোরিফাই করা হইছে, যা একটা ব্যালেন্স সোসাইটির জন্য ভালো না। এই সিনেমাগুলো পুরুষতান্ত্রিক ইগোকে হিরোইজম-এর মোড়কে প্রেজেন্ট করেছে। 'দ্য গার্লফ্রেন্ড' ঠিক সেই ট্রেন্ডের বিপরীতে দাঁড়িয়ে এক জরুরি ডায়ালগ তৈরি করেতে চেষ্টা করেছে। পরিচালক রাহুল রবীন্দ্রন খুবই সচেতনভাবে এই ছবির মাধ্যমে সেইসব নারীদের নীরব সংগ্রামকে তুলে ধরে, যারা সম্পর্কের নামে নিজেদের ব্যক্তিত্বকে বিসর্জন দিতে বাধ্য হয়। ভিডিও... https://youtu.be/rRbGMDdbi5U
2 weeks ago | [YT] | 4
View 0 replies
cinema kabir's recipe
কখনো কি মনে হয়েছে, ভালোবাসার নামে কেউ আপনাকে বেঁধে ফেলছে? আপনার সব পছন্দ, আপনার স্বাধীনতা, আপনার চিন্তাভাবনা- সবকিছু যেন অন্য কারও হাতে? একটা সম্পর্কের জন্য, সম্পর্কটাকে টিকেয়ে রাখার জন্য আপনাকে সব কিছু জলাঞ্জলি দিতে হচ্ছে? আজকের যে সিনেমাটা নিয়ে কথা বলেছি সেই সিনেমাটা ঠিক এই প্রশ্নগুলিই তুলবে। নেটফ্লিক্সে চলে এসেছে তেলেগু সিনেমা 'দ্য গার্লফ্রেন্ড'। রাশমিকা ম্যান্ডানার এই নতুন সিনেমাটা কেমন ছিল? গল্পটা কতটা রিলেটেবল? আর আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স কী ছিল? সব জানাব আজকের এই ভিডিওতে...
2 weeks ago | [YT] | 1
View 0 replies
cinema kabir's recipe
আচ্ছা, ভাবেন তো, একজন লেখক যার বই কেউ ছাপাইতে চায় না। আবার ছাপাইলেও সেটা কেউ পড়ে না। তার কারন এমন না যে সে খারাপ লিখে। তার মেধা আছে, যথেষ্ট পরিশ্রম করে কিন্তু লেখালেখিতে কোন ভাবেই সাকসেস পাচ্ছে না। শেষে সেই ব্যর্থ লেখকটা এতটাই ডেসপারেট হয়ে যায় যে লাইভ টিভিতে এসে ঘোষণা দেয়- সে একটা পারফেক্ট ক্রাইম করবে, আর সেটার মাধ্যমে পাঁচজনকে খুন করবে? শুনতেই কেমন গা ছমছমে লাগছে, তাই না? ঠিক এই হুক নিয়েই নেটফ্লিক্সে এসেছে তামিল সিনেমা 'আরিয়ান'। বিষ্ণু বিশাল আর সেলভারাঘবনের এই ক্যাট-অ্যান্ড-মাউস থ্রিলার আপনার সময় নষ্ট করবে, নাকি আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে- আজকে সেটাই জানাবো। ভিডিও... https://youtu.be/oQfNwl9t-f4
2 weeks ago (edited) | [YT] | 3
View 0 replies
cinema kabir's recipe
আজকে কথা বলেছি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তামিল সিনেমা 'আরিয়ান' নিয়ে। সিনেমাটা পরিচালনা করেছেন প্রভীন কে। এটা তার ডিরেকশনে প্রথম ছবি। থিয়েটারে রিলিজ হয়েছিলো ২০২৫ সালের ৩১ অক্টোবর। আর নেটফ্লিক্সে এসেছে ২৮ নভেম্বর থেকে। নেটফ্লিক্সে সিনেমাটি শুধু তামিল না, হিন্দি ভার্শনেও পেয়ে যাবেন। এই রিভিউতে আমি সিনেমাটার গল্প, অ্যাক্টিং, ডিরেকশন, টেকনিক্যান নানান দিক নিয়ে বিস্তারিত কথা বলেছি।
2 weeks ago | [YT] | 2
View 0 replies
cinema kabir's recipe
ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন, একজন মেধাবী কিন্তু অহংকারী বিজ্ঞানী। তাঁর জীবনের একটাই লক্ষ্য- মৃত্যুকে জয় করা, জীবন সৃষ্টির রহস্য উন্মোচন করা। তাঁর এই পাগলামি শুরু হয় তাঁর মায়ের অকাল মৃত্যুতে শোকাহত হয়ে। স্কটল্যান্ডের এডিনবার্গে তাঁর ল্যাবরেটরিতে তিনি বিভিন্ন মৃতদেহের অংশ জোড়া লাগিয়ে এক নতুন জীবন সৃষ্টি করেন।
কিন্তু এই সৃষ্টির পরিণতি হয় ভয়াবহ। যখন সেই দানব চোখ খোলে, ভিক্টর তাকে দেখে আতঙ্কিত হন এবং নিজের সৃষ্টিকে প্রত্যাখ্যান করে পালিয়ে যান। এরপর গল্পটা মোড় নেয় ক্রিয়েচার-এর জার্নিতে। সে একাকী, পরিত্যক্ত এবং মানুষের কাছ থেকে শুধু ঘৃণা আর প্রত্যাখ্যানই পায়। তার এই একাকীত্ব, তার প্রতি হওয়া অবিচার, ধীরে ধীরে তাকে প্রতিশোধের পথে ঠেলে দেয়।
1 month ago | [YT] | 2
View 0 replies
cinema kabir's recipe
নেটফ্লিক্সে এ মাসে মুক্তি পেয়েছে বছরের অন্যতম হাইপড মুভি 'ফ্রাঙ্কেনস্টাইন'। পরিচালনায় আছেন অস্কারজয়ী দেল তোরো, যিনি 'প্যান'স ল্যাবিরিন্থ', 'দ্য শেপ অফ ওয়াটার'-এর মতো ডার্ক ফ্যান্টাসি ছবি বানিয়েছেন। মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসটা ছিল ক্লাসিক। কিন্তু দেল তোরো এই ক্লাসিককে নিজের মতো করে রি-ইমাজিন করেছেন। আজকের এই রিভিউতে আমরা দেখব- দেল তোরো কীভাবে এই ক্লাসিক গল্পটাকে নিজের মতো করে সাজিয়েছেন, উপন্যাসের সাথে এর মূল পার্থক্যগুলো কোথায়, এ্যাক্টররা কেমন অভিনয় করেছে? আর এর টেকনিক্যাল নানা দিক নিয়ে। ভিডিও...https://youtu.be/3iZCGb808sY
1 month ago | [YT] | 1
View 0 replies
cinema kabir's recipe
আজকে এমন একটা সিনেমা নিয়ে কথা বলেছি, যেটা শুধু একটা সিনেমা না, এটা আমাদের সময়ের একটা আয়না।
আমরা সবাই জানি, আমাদের এই বাংলাদেশ হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী ভিত্তিক ডেলটা। এই নদীই আমাদের জীবন, আবার এই নদীই আমাদের মরণ। তো, এই নদীমাতৃক ভূগোল আর পলিটিক্যাল হিস্টোরি-তে একটা 'বাঁধ'-এর গুরুত্ব কিন্তু অনেক বেশি।
আর মোহাম্মদ তাওকীর ইসলাম-এর নতুন সিনেমা 'দেলুপি' ঠিক এই 'অনেক বেশি গুরত্বপূর্ণ কিছু' নিয়েই কথা বলেছে।
তাওকীর ইসলামের নামটা শুনলেই আমাদের মনে আসে 'শাটিকাপ' বা 'সিনপাট'-এর মতো দুর্দান্ত কাজের কথা। ওয়েব প্ল্যাটফর্ম-এ তিনি যে বেঞ্চমার্ক সেট করেছিলেন, তাতে তার প্রথম ফিচার ফিল্ম নিয়ে এক্সপেক্টেশন ছিল আকাশছোঁয়া।
তো, প্রশ্ন হলো: 'দেলুপি' কি সেই প্রত্যাশা পূরণ করতে পারলো?
কী আছে এই দেলুপি-তে? কী আছে এই পলিটিক্যাল স্যাটায়ার আর সোশ্যাল রিয়ালিজম-জোনরার সিনেমায়?
আজকের রিভিউ-তে আমি 'দেলুপি'-র গল্প, মেটাফোর, চরিত্র আর টেকনিক্যাল দিক নিয়ে কথা বলেছি।
1 month ago | [YT] | 3
View 0 replies
cinema kabir's recipe
'দেলুপি' ২০২৪ সালের জুলাই আন্দোলনের একটা মেটাফোরিক প্রেজেন্টেশন। পরিচালক যে সাহস দেখিয়েছেন, সেটা স্যালুট করার মতো!
যাত্রা পালার শিল্পীদের দিয়ে 'কংসবধ পালা' করানো- এটা যেন সরাসরি একটা সিম্বলিক বার্তা। মিথোলজি আর রিয়েলিটি-কে এমনভাবে মেশানো, এটা ব্রিলিয়ান্ট!
'দেলুপি'-র থিম্যাটিক আলোচনা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। মিহির চরিত্রটি যেন নতুন প্রজন্মের প্রতীক, যারা শুধু সরকার পরিবর্তন চায় না, তারা চায় একটা স্থায়ী সমাধান। তাদের স্লোগান- "ত্রাণ চাই না, বাঁধ চাই"- এটা যেন রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষারই প্রতিধ্বনি। ভিডিও- https://youtu.be/Qh8teoxLZmQ
1 month ago | [YT] | 1
View 0 replies
cinema kabir's recipe
এই ভিডিওতে এমন একটা শো নিয়ে কথা বলেছি, যার জন্য আমি পার্সোনালি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার কারন ভিন্স গিলিগান। যিনি "Breaking Bad" এবং "Better Call Saul"-এর মতো মাস্টারপিসের ক্রিয়েটর ছিলেন, সেই ভিন্স গিলিগান যখন সায়েন্স ফিকশন বানান, তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? যখন তিনি পোস্ট-অ্যাপোক্যালিপটিক দুনিয়ায় তার সিগনেচার মোরাল গ্রেইনেস ক্যারেক্টারের গল্প বলেন, তখন সেটা কী লেভেলের জিনিস হতে পারে?
আজকে কথা বলেছি Apple TV+ এর ব্র্যান্ড নিউ, হাইলি অ্যান্টিসিপেটেড সিরিজ "Pluribus" নিয়ে।
1 month ago | [YT] | 2
View 0 replies
cinema kabir's recipe
সায়েন্স ফিকশন হলো আমার সবচেয়ে পছন্দের জোনরা, কিন্তু Pluribus আমাকে এই জোনরায় একটা নতুন অভিজ্ঞতা দিয়েছে। এটা শুধু বিনোদন নয়, এটা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ । এটা শুধু সারভাইভাল হররর না, বরং এটা একটা থট প্রভোকিং ড্রামা, যেটা আপনাকেও ভাবতে বাধ্য করবে। আপনার কল্পনা শক্তির আরো বিস্তার ঘটাবে। এই সিরিজটি আপনার বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে সম্মান করতে জানে। ক্রিয়েটিভলি আর ইন্টেলেকচুয়ালি আপনাকে উস্কে দিবে। লিংক... https://youtu.be/awh1517Q50k
1 month ago | [YT] | 3
View 0 replies
Load more