Gane Gane Sanchari

Musical channel


Gane Gane Sanchari

সেই অফিসের কোনো একটা দিন প্রথম দেখা । খুব একটা কথা কোনোদিন ই অফিসে বলা হয়নি , তারপর একদিন ইভিনিং সিফট করে ফেরার পথে নারকেল বাগানের মোড়ে চেনা মুখ দেখে প্রথম কথা বলা । একই দিকে বাড়ি ফিরব শুনে আরও খুশি হয়ে কত গল্প ই না করেছিলাম। বেশ ভালো লেগেছিল মানুষটাকে । তারপর একসাথে বিয়ে বাড়ি যাওয়া। আরও একটু পরিচয় । আরও একটু ভালো লাগা। একসাথে বাড়ি ফিরব অফিস থেকে প্ল্যান করার পর সেই ভদ্রলোক টার বেমালুম সেটা ভুলে যাওয়া। তারপর ফোন নম্বর গ্রুপ থেকে খুঁজে খুঁজে বার করে তাকে ফোন করার পর, সেই ভদ্রলোক বলে কি না , " কে সঞ্চারী , ঠিক চিনলাম না তো " । যাই হোক এমনই একটা সহজ সরল মানুষের সাথে ফোনেও অনেক কথা হতে থাকে, একদিন অফিস ছাড়া , দেখা করার প্ল্যান করি। হয়েও যায় বেশ সুন্দর ভাবে । অনেক মানুষ দেখেছি , অনেকের সাথে আলাপ হয়েছে , কিন্তু এই মানুষটার সরলতা , সাধারণ জীবন যাপন , আমার মত গানের জগৎ কে ভালবাসা , বড় দের সম্মান দেওয়া আরও কত কিছু আমাকে ভালবাসতে বাধ্য করে। সে আমার থেকে বয়সে বেশ কিছুটা বড় বলে প্রথমে আমার প্রস্তাবে মোটেই রাজি হয়নি । পরে তাকে আশ্বাস দিই, যে আমি যাবনা ছেড়ে কোনোদিন , সারাজীবন ওর সাথেই থাকবো , ভালবাসবো । অনেক বোঝানোর পর নিজের অনুভূতি সে প্রকাশ করে আমার সামনে । বাড়িতে জানাই , কোনো আপত্তি ছিলনা কারোর ।
গোপালের কাছে চাইতাম , প্রচুর প্রতিপত্তি , কোনো রূপকথার রাজপুত্রের মত রূপ বা খুব ক্ষমতাশালী কাউকেই আমার প্রয়োজন নেই, আমার বাবার মত আগলে রাখবে , মাম্মাম এর মত বন্ধু হবে , আমার আর নিজের বাবা মা কে সম্মান করবে এই গুণ সম্পন্ন কোনো মানুষ কে আমার কাছে পাঠিও। গোপাল আমার কথা শুনেছিল ...

10 months ago | [YT] | 0