This is an interactive channel dedicated to all the people . This Channel brings in all the details and current update in legal field and Court proceedings in lucid and clear language.
লিগাল ফর অল পরিবারের সকল সদস্যদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলের পুজো খুব ভালো ভাবে কাটুক। মনে রাখবেন আপনার নিজের এবং আপনার পরিবারের সুরক্ষা আপনাকেই করতে হবে।তাই বাইরে যখন বেরোবেন করা সাবধানতা অবলম্বন করবেন।
প্রতিবাদ! আর প্রতিবাদ! মেয়েদের রাত দখল! বিচার চাই। কি ভাবে হবে? কে দেবে বিচার? বিচারপতি? বিচারপতির হাতও বাঁধা, সাক্ষ্য প্রমাণের কাছে, সাক্ষ্য প্রমাণের বাইরে গিয়ে তিনি কোন বিচারই দিতে পারেন না। যখন তিনি জানেন যে ,যে প্রমাণ তার হাতে রয়েছে কিংবা যা দেখানো হচ্ছে তা সত্যি নয়, সত্যিটা অন্যরকম তবুও তার কিছু করার থাকে না। আমাদের দেশের আইন ব্যবস্থা টা এরকম। আর যে ঘটনাটা ঘটে গেছে আর জি কর মেডিকেল কলেজে, সেই ঘটনার তিনদিন পর Writ ফাইল করা হয়েছে। এই তিন দিনে যা তথ্য প্রমাণ অবশিষ্ট ছিল, তার সবটাই নষ্ট করে দেয়া হয়েছে (একজন আইনজীবী হিসেবে এটা আমার ধারণা)। তাই হাজার প্রতিবাদ করলেও কোন বিচারই পাওয়া যাবে না। কামদুনির ঘটনা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। খুব দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। তবু আজ যে প্রতিবাদের ঝড় উঠেছে তাকে নিভিয়ে না দিয়ে যাতে ভবিষ্যতে এই ধরনের অত্যাচারী বর্বর লোকেদের ঘুম উড়ে যায় ,ভয়ে বুক কাঁপে, এমন কিছু করতে হবে। যাতে আবার কোন এক কামদুনি, বা আর জি কর মেডিকেল কলেজের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সাধারণ মানুষকে জাগতে হবে তবেই দুষ্কৃতীরা ভয় পাবে। সাধারণ মানুষ ঘুমিয়ে থাকলে নিজের অধিকার না বুঝে নিলে এদের বাড়বাড়ন্ত আরো বেশি হবে।
🙏নমস্কার বন্ধুরা! প্রথমেই আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ,আমাদের পাশে এই ভাবে থাকার জন্য, এবং আমাদের চ্যানেলটি কে এতদূর এগিয়ে নিয়ে আসার জন্য। আপনাদের সহায়তা ছাড়া আমাদের এই পথ অতিক্রম করা কোনভাবেই সম্ভব ছিল না। আমাদের আইন সংক্রান্ত ভিডিওগুলি আপনারা এত পছন্দ করছেন, এবং আমাদের সঙ্গে আপনাদের সমস্যাগুলি আলোচনা করছেন এতে আমরা সত্যিই খুব আনন্দিত। কিন্তু বন্ধুরা ইউটিউব এর কোন এক টেকনিক্যাল কারণে আমাদের ভিডিওগুলি এখন আপনাদের কাছে অতখানি পৌঁছাতে পারছে না। এই সমস্যার সমাধান একমাত্র আপনাদের হাতেই রয়েছে। আপনারাই পারেন আমাদের চ্যানেলটিকে আবার সকলের কাছে পৌঁছে দিতে। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলি অনেক বেশি করে আপনাদের আত্মীয় স্বজনের, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন। এবং একমাত্র এইভাবেই এই টেকনিক্যাল সমস্যার সমাধান হতে পারে। এবং আপনাদের এই কাজের জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। 🙏🙏🙏🙏🙂↕️
আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনার অনেক অনেক শুভেচ্ছা জানাই বিচারপতি গঙ্গোপাধ্যায়। আপনি ছিলেন মানুষের পাশে, থাকবেন মানুষের পাশে ;এটাই আমাদের বড় ভরসা। এখন শুধু বাংলার নয় ,সারা ভারতের মানুষের দুঃখে তাদের সাহারা হবেন, এবং পথ দেখবেন আলোর।
আর হাইকোর্টের বিচারপতির আসনে আপনাকে দেখা যাবে না ঠিকই, কিন্তু আপনাকে দেখা যাবে জনতার আদালতে। অনেক নাগপাশ চেষ্টা করেছে আপনার হাতপা বেঁধে ফেলার, কিন্তু আপনাকে আটকানো যাবে না। তাই উচ্চ আদালতের বিচারপতির মত এত বড় পদ ও আপনি হাসি মুখে ত্যাগ করলেন, বৃহত্তর মানব স্বার্থে। আপনাকে শত কোটি প্রণাম জানাই।🙏🙏🙏🙏 ভালো থাকবেন।
Legal for All
সকল কে জানাই শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।🙏🙏🙏
মা দুর্গা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন,
আগামী দিন গুলি সকলের খুব ভালো কাটুক।
3 months ago | [YT] | 15
View 2 replies
Legal for All
শুভ রথ যাত্রা। জয় জগন্নাথ।
6 months ago | [YT] | 68
View 3 replies
Legal for All
1 year ago | [YT] | 41
View 4 replies
Legal for All
শুভ জন্মদিন প্রীতম ❤️
1 year ago | [YT] | 95
View 18 replies
Legal for All
লিগাল ফর অল পরিবারের সকল সদস্যদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
সকলের পুজো খুব ভালো ভাবে কাটুক।
মনে রাখবেন আপনার নিজের এবং আপনার পরিবারের সুরক্ষা আপনাকেই করতে হবে।তাই বাইরে যখন বেরোবেন করা সাবধানতা অবলম্বন করবেন।
মা দুর্গা আপনাদের সকলের মঙ্গল করুন।🙏🙏🙏
1 year ago (edited) | [YT] | 110
View 8 replies
Legal for All
প্রতিবাদ! আর প্রতিবাদ! মেয়েদের রাত দখল!
বিচার চাই।
কি ভাবে হবে? কে দেবে বিচার?
বিচারপতি? বিচারপতির হাতও বাঁধা, সাক্ষ্য প্রমাণের কাছে, সাক্ষ্য প্রমাণের বাইরে গিয়ে তিনি কোন বিচারই দিতে পারেন না। যখন তিনি জানেন যে ,যে প্রমাণ তার হাতে রয়েছে কিংবা যা দেখানো হচ্ছে তা সত্যি নয়, সত্যিটা অন্যরকম তবুও তার কিছু করার থাকে না। আমাদের দেশের আইন ব্যবস্থা টা এরকম। আর যে ঘটনাটা ঘটে গেছে আর জি কর মেডিকেল কলেজে, সেই ঘটনার তিনদিন পর Writ ফাইল করা হয়েছে। এই তিন দিনে যা তথ্য প্রমাণ অবশিষ্ট ছিল, তার সবটাই নষ্ট করে দেয়া হয়েছে (একজন আইনজীবী হিসেবে এটা আমার ধারণা)। তাই হাজার প্রতিবাদ করলেও কোন বিচারই পাওয়া যাবে না। কামদুনির ঘটনা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। খুব দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি।
তবু আজ যে প্রতিবাদের ঝড় উঠেছে তাকে নিভিয়ে না দিয়ে যাতে ভবিষ্যতে এই ধরনের অত্যাচারী বর্বর লোকেদের ঘুম উড়ে যায় ,ভয়ে বুক কাঁপে, এমন কিছু করতে হবে। যাতে আবার কোন এক কামদুনি, বা আর জি কর মেডিকেল কলেজের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সাধারণ মানুষকে জাগতে হবে তবেই দুষ্কৃতীরা ভয় পাবে। সাধারণ মানুষ ঘুমিয়ে থাকলে নিজের অধিকার না বুঝে নিলে এদের বাড়বাড়ন্ত আরো বেশি হবে।
1 year ago (edited) | [YT] | 33
View 1 reply
Legal for All
🙏নমস্কার বন্ধুরা!
প্রথমেই আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ,আমাদের পাশে এই ভাবে থাকার জন্য, এবং আমাদের চ্যানেলটি কে এতদূর এগিয়ে নিয়ে আসার জন্য।
আপনাদের সহায়তা ছাড়া আমাদের এই পথ অতিক্রম করা কোনভাবেই সম্ভব ছিল না। আমাদের আইন সংক্রান্ত ভিডিওগুলি আপনারা এত পছন্দ করছেন, এবং আমাদের সঙ্গে আপনাদের সমস্যাগুলি আলোচনা করছেন এতে আমরা সত্যিই খুব আনন্দিত।
কিন্তু বন্ধুরা ইউটিউব এর কোন এক টেকনিক্যাল কারণে আমাদের ভিডিওগুলি এখন আপনাদের কাছে অতখানি পৌঁছাতে পারছে না। এই সমস্যার সমাধান একমাত্র আপনাদের হাতেই রয়েছে। আপনারাই পারেন আমাদের চ্যানেলটিকে আবার সকলের কাছে পৌঁছে দিতে। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলি অনেক বেশি করে আপনাদের আত্মীয় স্বজনের, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন। এবং একমাত্র এইভাবেই এই টেকনিক্যাল সমস্যার সমাধান হতে পারে। এবং আপনাদের এই কাজের জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। 🙏🙏🙏🙏🙂↕️
1 year ago | [YT] | 57
View 6 replies
Legal for All
আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনার অনেক অনেক শুভেচ্ছা জানাই বিচারপতি গঙ্গোপাধ্যায়। আপনি ছিলেন মানুষের পাশে, থাকবেন মানুষের পাশে ;এটাই আমাদের বড় ভরসা। এখন শুধু বাংলার নয় ,সারা ভারতের মানুষের দুঃখে তাদের সাহারা হবেন, এবং পথ দেখবেন আলোর।
আর হাইকোর্টের বিচারপতির আসনে আপনাকে দেখা যাবে না ঠিকই, কিন্তু আপনাকে দেখা যাবে জনতার আদালতে।
অনেক নাগপাশ চেষ্টা করেছে আপনার হাতপা বেঁধে ফেলার, কিন্তু আপনাকে আটকানো যাবে না। তাই উচ্চ আদালতের বিচারপতির মত এত বড় পদ ও আপনি হাসি মুখে ত্যাগ করলেন, বৃহত্তর মানব স্বার্থে। আপনাকে শত কোটি প্রণাম জানাই।🙏🙏🙏🙏
ভালো থাকবেন।
1 year ago | [YT] | 3,521
View 352 replies
Legal for All
শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা সবাই কে।
2 years ago | [YT] | 69
View 10 replies
Legal for All
শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের সকল দর্শক বন্ধুদের। আপনাদের সকলের পূজা খুব ভালো এবং নিরাপদে কাটুক এই কামনা করি।
2 years ago | [YT] | 25
View 1 reply
Load more