W.B.B.S.E এর সপ্তম থেকে ও দশম শ্রেণী পর্যন্ত গণিত,ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান বিষয়ের উপর ভিডিও আপলোড করা হয়।
মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য উপযুক্ত প্রশ্নপত্র ও টেস্ট পেপার সমাধান করা হবে।
সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইল।
Hello all aspirants.. Welcome to WB ASPIRANTS .The aim of the channel is helping students (school ) improve their knowledge by sharing online classes. Study with me.
Wb Aspirants
সকলকে বসন্ত পঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা 🙏
5 days ago | [YT] | 2
View 0 replies
Wb Aspirants
মহান দেশপ্রেমিক, শতকোটির বীরপুত্র, যুব সমাজের অনুপ্রেরণা যাই বলে সম্মোধন করা হোক না কেন তা যেন অনেক কম হয়ে যায়। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান, নেতাজি সুভাষচন্দ্র বসু।
ভারতের মহান স্বতন্ত্র মনীষীদের মধ্যে নেতাজি ছিলেন একজন, যিনি শুধু অতীতে কিংবা বর্তমানে নয়, ভবিষ্যতের যুব সমাজকেও তিনি প্রেরণা জোগাবেন।
আজ তাঁর জন্মদিনে তাঁকে অসংখ্য শ্রদ্ধার্ঘ্য জানাই। তার বাণী যেন আমরা জীবন দিয়ে সফল করে তুলতে পারি।
5 days ago | [YT] | 2
View 0 replies
Wb Aspirants
শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস।
বিবেকানন্দ ছিলেন এক মহান ধর্মগুরু, দার্শনিক, সমাজসংস্কারক এবং ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রধান প্রচারক। তাঁর জীবন ও দর্শন আজও মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগায় এবং আত্মবিশ্বাসের এক নতুন দিশা দেখায়।
বিবেকানন্দের শিক্ষা ছিল সমস্ত মানুষের মধ্যে একতা এবং সমানাধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বিশ্বাস করতেন যে, "তোমরা যতদিন না নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে, ততদিন সত্যিকার উন্নতি সম্ভব নয়।" তিনি ধর্ম, জাতি, ভাষা, রং নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে এক অদৃশ্য সংযোগ অনুভব করতেন। তাঁর সবচেয়ে বড় শিক্ষা ছিল আত্মবিশ্বাস এবং আত্মশক্তিতে বিশ্বাস রাখা। তিনি বিশ্বাস করতেন যে, "আপনি যা কিছু হতে চান, তা হতে পারেন।"
বিশ্ব ধর্ম মহাসভায় তাঁর বক্তৃতা, "আপনি যদি নিজের জীবনকে প্রকৃত অর্থে পূর্ণ করতে চান, তবে আপনাকে অন্যের সেবা করতে হবে," এই বক্তব্যটি এখনো মানুষকে প্রেরণা দেয়। তাঁর উদ্যোগে "ইউথ কল" এবং "রাজযোগ" বহু মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। বিবেকানন্দের চিন্তা-ধারা, তাঁর মানবিকতা এবং তাঁর কর্মব্যস্ত জীবন আজও আমাদের সামনে একটি মডেল হিসেবে দাঁড়িয়ে আছে।
বিবেকানন্দের এই মহামূল্যবান শিক্ষা এবং তাঁর জীবনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা একসাথে তাঁর পথ অনুসরণ করার অঙ্গীকার করি 🙏🙏🙏🙏🙏
2 weeks ago | [YT] | 5
View 0 replies
Wb Aspirants
নিচের কোনটি অষ্টক সূত্র লঙ্ঘন করে)
1 month ago | [YT] | 0
View 0 replies
Wb Aspirants
*সরলতম অ্যালকেন কোনটি?
2 months ago | [YT] | 0
View 0 replies
Wb Aspirants
সকলকে শুভ দীপাবলীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
জীবনের সমস্ত অন্ধকার মুহূর্ত দূরে চলে যাক, সবার জীবনে সব সময় আসুক আনন্দের ঝর্ণা।জীবন হয়ে উঠুক আলোকময়। 😊
3 months ago | [YT] | 3
View 1 reply
Wb Aspirants
সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়। 😊
3 months ago | [YT] | 1
View 0 replies
Wb Aspirants
*বাবা-মাই হলেন আমাদের প্রথম শিক্ষক। কারণ, জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিনিয়ত ছেলে-মেয়েরা বাবা-মায়ের কাছ থেকে কিছু না কিছু শিখে চলেছেন, যা তাঁদের প্রতি মুহূর্তে অনুপ্রণিত করছে। তাই তাঁদেরও জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা😊🙏
১| মনে রাখবেন একটা বই, একটা পেন, একজন বাচ্চা এবং একজন শিক্ষক সারা বিশ্বের ছবিটাই বদলে দিতে পারে – মালালা ইউসুফজাই
২| একজন সাধারণ শিক্ষক যেখানে শুধু চোখ-কান বন্ধ করে পড়িয়ে যান, সেখানে একজন আদর্শ শিক্ষক ছাত্রা-ছাত্রীদের নানা ভাবে অনুপ্রাণিত করেন। শুধু তাই নয়, পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাও একজন প্রকৃত শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ – উইলিয়াম আর্থার ওয়ার্ড
৩| একজন প্রকৃত শিক্ষক সেই, যিনি ছাত্র-ছাত্রীদের ভালবেসে পড়াশোনা করতে অনুপ্রাণিত করেন। ব্যর্থতার দিনে পাশে থাকেন এবং পড়াতে পড়াতে ছাত্রদের কাল্পনিক শক্তিকে বাড়িয়ে তোলেন – ব্র্যাড হেনরি রিড
৪| খুব ছোট বয়স থেকেই শিক্ষক-শিক্ষিকারা বাচ্চাদের ঠিক পথে এগিয়ে নিয়ে যান বলেই সমাজ ভুল পথে যাওয়ার সুযোগ পায় না। বাচ্চারা, বড়দের সম্মান করতে শেখে। সমাজ এবং দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেই জ্ঞান লাভ করে। তাই তো এত যুদ্ধ এবং দাঙ্গার পরে এই পৃথিবী শেষ হয়ে যায়নি – সক্রেটিস
৫| শিক্ষকতা আর পাঁচটা পেশার মতো নয়। কারণ, একজন শিক্ষক শুধু পড়ান না, সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের ক্ষমতার বিকাশ ঘটান এবং তাঁদের একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই এই দেশের মানুষ যদি আমাকে একজন শিক্ষক হিসেবে মনে রাখে, তাহলে সেটাই হবে আমার জীবনের সবথেকে বড় সম্মান – এ পি জে আবদুল কালাম
৬| শিক্ষাই যেহেতু সাফল্যের চাবিকাঠি, তাই ছাত্র-ছাত্রীদের মনে তাঁদের শিক্ষক-শিক্ষিকারা চিরস্থায়ী ছাপ রেখে যান, যা না ভোলা স্মৃতির মতো – সলোমন আর্টিজ
৭| শিক্ষক-শিক্ষিকারা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেন। নানা মজার মজার উদাহরণ দিয়ে এমনভাবে আমাদের গড়ে তোলেন যে নিমেষেই এই অচেনা পৃথিবীর অনেক কিছুই চেনা ঠেকতে শুরু করে – নিকোলাস স্পার্ক
৮| শিক্ষক-শিক্ষিকারাই আমাদের উপলব্ধি করতে শেখান যে সাফল্যই জীবনের অন্তিম স্টেশান নয়। কারণ, সাফল্য অনেক সময়ই মানুষকেই উদ্ধত্য করে তোলে। ফলে যে মুহূর্তে সে নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করে, তখনই সে যুদ্ধে হেরে যায়। তাই ব্যর্থতা থেকে শিক্ষা নিন, আর সাফল্যকে ভুলেও গুরুত্ব দেবেন না – বিল গেটস
৯| মহান শিক্ষকদের জীবনী পাঠ করলে তা থেকে এত কিছু শেখার সুযোগ মেলে যে মনের ধোঁয়াশা কেটে যেতে সময় লাগে না – উইলিয়াম গ্লাসার
১০| প্রযুক্তি হল সেই মাধ্যম, যা অনেককে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। কিন্তু একজন শিক্ষক প্রকৃত মানুষ গড়ে তোলেন – বিল গেটস
১১|একজন প্রকৃত শিক্ষক হলেন সেই, যিনি প্রতি সেকেন্ডে নতুন কিছু শিখে চলেছেন এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আরও অনেককে অনুপ্রাণিত করছেন।
১২। প্রতিটি বাড়িই এক একটা বিশ্ববিদ্যালয়। কারণ, প্রত্যেক বাবা-মাই এক একজন প্রকৃত শিক্ষক – মহাত্মা গান্ধী
১৩| আমার মনে হয় একজন শিক্ষক হিসেবে আমি প্রতি মুহূর্তে দেশ গঠনের কাজ করে চলেছি – এ পি জে আবদুল কালাম
একজন গুণী শিক্ষক, ছাত্রী-ছাত্রীদের জ্ঞানের চাহিদা যেমন মেটান, তেমনই মানুষষের মতো মানুষ হয়ে ওঠার শিক্ষাও দেন। মন থেকে সকল শিক্ষক-শিক্ষিকাদের জানাতে চাই ধন্যবাদ ও অনেক অনেক শিক্ষক দিবসের শুভেচ্ছা!🙏🙏🙏🙏😊😊😊
4 months ago | [YT] | 6
View 0 replies
Wb Aspirants
স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট (১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ, শুক্রবার) ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে । দেশ মাতৃকার শৃংখল-মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল।স্বাধীনতার ঠিক পূর্ব-মুহুর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অনেক মানুষ প্রাণ হারান এবং ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হন। ১৯৪৭ সালের ১৫ আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
5 months ago | [YT] | 1
View 0 replies
Wb Aspirants
* ফিউজ তার রোধের কোন সমবায়ে যুক্ত থাকে?
6 months ago | [YT] | 1
View 0 replies
Load more