Bangladesh Film Institute is a non-commercial organization dedicated to teach the art of cinema and film-making to the young aspiring film-makers of Bangladesh.
সুধী
আপনারা জেনে খুশি হবেন যে বাংলার প্রান্তিক মানুষদের এক বিশেষ মানবিক সম্প্রদায় মতুয়া ধর্মাবলম্বীদেরকে নিয়ে তানভীর মোকাম্মেল “মতুয়ামঙ্গল” নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। মতুয়া ধর্ম ও দর্শনের উপরে নির্মিত ১০৮ মিনিট দৈর্ঘ্যরে এ প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী আগামী ১২ জুলাই ২০২৫ (শনিবার) সন্ধ্যা ৬-০০ টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে (প্লট: ১১/এ-বি, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭) অনুষ্ঠিত হবে।
ছবির প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। আপনি সবান্ধব আমন্ত্রিত।
যোগাযোগ: ০১৭৩৫-৯০১৩২৮, ০১৯২৭-৫২৫৩৬৪
চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল (Tanvir Mokammel) ওঁর মৃত্যুর পর ওঁর মরদেহের যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষা-প্রশিক্ষণ, গবেষণা অথবা চিকিৎসায় ব্যবহারের জন্যে অনুমতি প্রদান করেছেন। তানভীর মোকাম্মেলের এ বিষয়ের অঙ্গীকার সংক্রান্ত সকল কাগজপত্র বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগ কৃতজ্ঞতা সঙ্গে গ্রহণ করেছেন।
গতকাল (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠারতাকে নিয়ে সন্দীপ মিস্ত্রীর নির্মিত “জ্যোতির্ময়” (The Professor) প্রমাণ্যচিত্রের প্রিমিয়ার শো। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছবিটির প্রযোজক ও জ্যোতির্ময় গুহঠাকুরতার একমাত্র কন্যা মেঘনা গুহঠাকুরতা, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, পারিবারিক সদস্য কৃষ্ণা দত্ত, ছবিটির নির্মাতা সন্দীপ মিস্ত্রী ও ছবিটির তত্ত্বাবধায়ক তানভীর মোকাম্মেল।
এছাড়াও অনুষ্ঠানটিতে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে নির্মিত মুক্তিযুদ্ধের উপর ছয়টি প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘরকে হস্তান্তর করেন ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল ও প্রামাণ্যচিত্রগুলোর নির্মাতারা। প্রামাণ্যচিত্রগুলো হচ্ছে “মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার”, “জনযুদ্ধ ’৭১”, “একাত্তরের নৌ-কমান্ডো”, “আকাশে মুক্তিযুদ্ধ”, “বীর চট্টলার প্রতিরোধ যুদ্ধ: ১৯৭১” ও “বিলোনিয়ার যুদ্ধ”।
Bangladesh Film Institute - Official
2 months ago | [YT] | 2
View 1 reply
Bangladesh Film Institute - Official
সুধী
আপনারা জেনে খুশি হবেন যে বাংলার প্রান্তিক মানুষদের এক বিশেষ মানবিক সম্প্রদায় মতুয়া ধর্মাবলম্বীদেরকে নিয়ে তানভীর মোকাম্মেল “মতুয়ামঙ্গল” নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। মতুয়া ধর্ম ও দর্শনের উপরে নির্মিত ১০৮ মিনিট দৈর্ঘ্যরে এ প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী আগামী ১২ জুলাই ২০২৫ (শনিবার) সন্ধ্যা ৬-০০ টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে (প্লট: ১১/এ-বি, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭) অনুষ্ঠিত হবে।
ছবির প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। আপনি সবান্ধব আমন্ত্রিত।
যোগাযোগ: ০১৭৩৫-৯০১৩২৮, ০১৯২৭-৫২৫৩৬৪
6 months ago | [YT] | 2
View 0 replies
Bangladesh Film Institute - Official
চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল (Tanvir Mokammel) ওঁর মৃত্যুর পর ওঁর মরদেহের যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষা-প্রশিক্ষণ, গবেষণা অথবা চিকিৎসায় ব্যবহারের জন্যে অনুমতি প্রদান করেছেন। তানভীর মোকাম্মেলের এ বিষয়ের অঙ্গীকার সংক্রান্ত সকল কাগজপত্র বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগ কৃতজ্ঞতা সঙ্গে গ্রহণ করেছেন।
6 months ago | [YT] | 2
View 0 replies
Bangladesh Film Institute - Official
1 year ago | [YT] | 1
View 2 replies
Bangladesh Film Institute - Official
গতকাল (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠারতাকে নিয়ে সন্দীপ মিস্ত্রীর নির্মিত “জ্যোতির্ময়” (The Professor) প্রমাণ্যচিত্রের প্রিমিয়ার শো। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছবিটির প্রযোজক ও জ্যোতির্ময় গুহঠাকুরতার একমাত্র কন্যা মেঘনা গুহঠাকুরতা, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, পারিবারিক সদস্য কৃষ্ণা দত্ত, ছবিটির নির্মাতা সন্দীপ মিস্ত্রী ও ছবিটির তত্ত্বাবধায়ক তানভীর মোকাম্মেল।
এছাড়াও অনুষ্ঠানটিতে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে নির্মিত মুক্তিযুদ্ধের উপর ছয়টি প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘরকে হস্তান্তর করেন ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল ও প্রামাণ্যচিত্রগুলোর নির্মাতারা। প্রামাণ্যচিত্রগুলো হচ্ছে “মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার”, “জনযুদ্ধ ’৭১”, “একাত্তরের নৌ-কমান্ডো”, “আকাশে মুক্তিযুদ্ধ”, “বীর চট্টলার প্রতিরোধ যুদ্ধ: ১৯৭১” ও “বিলোনিয়ার যুদ্ধ”।
2 years ago | [YT] | 7
View 0 replies