MindGrid

বাংলাদেশের সবচাইতে ভালো শিল্পী কে?

1 year ago | [YT] | 0

MindGrid

What is Corporate or Corporation?

The easy and general words to mean the word Corporate are:
"
Combined, Associated, Collaborative
"
So according to the synonyms above, a corporate (adjective) or a Corporation (noun) can be defined by the following characteristics:
1. It is legal entity formed by a group of individuals
2. The ownership in a corporation is based on the number of shares owned.
3. The goals, objectives and values are common, clearly defined and are communicated to the professionals.
4. Shares in a corporation are easily transferable, which allows shareholders to buy, sell, or transfer their ownership. So, the corporation continues to exist regardless of changes in its ownership or management structure.
5. A corporation is considered to be an entirely separate operating and legal entity. It operates separately from its owners, and has many of the rights and responsibilities of a person.
6. As owners, the shareholders are entitled to receive the profits of the company, usually in the form of dividends.
7. In many cases, the investors who own a company are not actively engaged in its management. The organizational structure of a corporation enables a company to hire professional managers to run the business.
8. And most importantly, no individual interest rules the organization. The employees follow the organization vision.



Video here youtube.com/shorts/mYkkzWDF5fE

#Definitions #definitionofcorporate #corporate #corporatelife #corporatevideo

monisheeBD.com/
alphabetsoftware.net/
www.facebook.com/AlphabetSoftware

#alphabetsoftware #alphabetsoftwarenet #shikkharthi
#monisheeBD #monisheeBDcom #alphabetschool #shikkharthinet

1 year ago | [YT] | 0

MindGrid

What is the median for the given set of data 40, 20, 20, 50, 70 and 75?

1 year ago | [YT] | 1

MindGrid

রুনা লায়লা

Runa Laila Official Youtube Channel youtube.com/@TheRunaLaila

গানের কিংবদন্তি, বহু ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন জীবন্ত কিংবদন্তি এই সংগীতশিল্পী। শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্ব সংগীতাঙ্গনের গর্ব রুনা লায়লা।

- ছয় দশকের সঙ্গীত জীবনে বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, ইতালীয় ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় কালজয়ী ১০ হাজারেরও বেশি গান করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা।
- বাবা-মায়ের সঙ্গে রুনা লায়লা বাংলাদেশে আসেন ১৯৭৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।
- গানে তাঁর শিক্ষক ছিলেন আবদুল কাদের, হাবিব উদ্দিন আহমেদ। পরে গজলের গায়কি শিখেছেন মেহেদী হাসানের বড় ভাই ওস্তাদ গোলাম কাদিরের কাছে। - রুনা লায়লা প্রথম বাংলা গান রেকর্ডিং করেন পাকিস্তান রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিসে। দেবু ভট্টাচার্যের সুর করা গান দুটি ছিল ‘নোটন নোটন পায়রাগুলো’ আর ‘আমি নদীর মতো পথ ঘুরে’।
- মঞ্চে রুনা লায়লার গান গাওয়ার শুরুটা একদম হঠাৎ করেই। করাচিতে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন। এখানে গান করবেন দিনা (রুনার বড় বোন)। কিন্তু অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়েন দিনা। বিপদে পড়েন আয়োজকেরা। শেষে বড় বোনের জায়গায় ছোট বোনকে দিয়ে গান গাওয়ানোর সিদ্ধান্ত হয়। রুনা বললেন, ‘ওই অনুষ্ঠানে শাস্ত্রীয়সংগীত করেছিলাম। তখন আমার বয়স ছিল ছয়। পরে মায়ের কাছে শুনেছি, আমি নাকি সেদিন ধুমধাম গেয়ে মাত করেছিলাম। তানপুরা নিয়ে গান করেছিলাম। আর ওই তানপুরা ছিল আমার চেয়ে দুই গুণ বড়। সবাই আমার গানে মুগ্ধ হন। খুশি হয়ে সেদিন অনেকেই আমার জন্য পুরস্কার ঘোষণা করেন।

- ষাটের দশকে বাংলা ছবিতে গান করার জন্য আমন্ত্রণ পান রুনা। চিত্রপরিচালক নজরুল ইসলাম আর সংগীত পরিচালক সুবল দাস ‘স্বরলিপি’ ছবির গান রেকর্ডিং করতে যান লাহোরে। লাহোরের বারী স্টুডিওতে রেকর্ডিং করা হয় গানটি। গানটির শিরোনাম, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’। একই গানে আরও কণ্ঠ দিয়েছিলেন মাহমুদুননবী।
- বাংলাদেশে আসার পর প্রথম গান করেন সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে।
- উপমহাদেশের খ্যাতিমান সব সুরকার আর কণ্ঠশিল্পীদের সাথে গান করেছেন, তিনি সুরকার হিসাবেও অনবদ্য। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, হরিহরণ, রাহাত ফাতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীরসহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী।


- তাঁর প্লেব্যাক করা প্রথম হিন্দি ছবি ‘এক সে বড়কার এক’। কল্যাণজি-আনন্দজির সুরে তিনি ছবির টাইটেল গানে কণ্ঠ দেন। পর্দায় এই গানের সঙ্গে অভিনয় করেন হেলেন।
- পাকিস্তানে নিসার বাজমির সুর করা অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন রুনা। রুনাকে দিয়ে নানা ধরনের গান করিয়েছেন এই সুরকার ও সংগীত পরিচালক। পরে মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান রুনাকে দিয়ে নিসার বাজমির সুর করা গান গাওয়ানোর পরিকল্পনা করে। প্রতিদিন একই সুরকারের ১০টি করে ৩ দিনে মোট ৩০টি গান রেকর্ড করেন রুনা। পরে তা বিশ্বরেকর্ড হিসেবে স্থান পায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
- ক্যারিয়ারে গান গাওয়ার পাশাপাশি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন রুনা লায়লা।
- গান গাওয়ার পাশাপাশি আর্তের সেবায়ও নিজেকে নিয়োজিত করেছেন রুনা লায়লা। বাড়িয়েছেন সহযোগিতার হাত। শারীরিক প্রতিবন্ধীদের সহায়তার জন্য সুইড বাংলাদেশের হয়ে কাজ করছেন। সার্কের শুভেচ্ছাদূতও তিনি। ইউএনএইডসের শুভেচ্ছাদূত হয়ে এইচআইভি/এইডসের ব্যাপারে সবাইকে সচেতন করছেন। বড় বোন দিনার মৃত্যুর পর ঢাকায় শিশু হাসপাতালে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একটি ওয়ার্ড গড়েছেন। এখন স্বপ্ন দেখেন ক্যানসার হাসপাতাল গড়ার।
লোকজ, পপ, রক, গজল, আধুনিক- সব ধাঁচের গানই গেয়েছেন তিনি।
- মাত্র ১২ বছর বয়সে রুনা লায়লার কাছে লাহোর থেকে একটি ছবিতে গান করার প্রস্তাব আসে। কিন্তু তাঁর বাবা শুনেই না করেন। গান গাওয়া নিয়ে কোনো আপত্তি ছিল না, কিন্তু চলচ্চিত্রের ব্যাপারে তখন অনেকেই নেতিবাচক ধারণা পোষণ করতেন। রুনা জানালেন, তাঁর খুব ইচ্ছা হলো। তখন সব বড় বড় শিল্পী রেডিওতে গান করতেন। বললেন, ‘ভাবতাম, একদিন রেডিওতে আমার নামও বলবে। সবাই আমার গান শুনবে। বাবাকে আমার ইচ্ছার কথা জানান মা। অনেক কষ্ট করে তিনি আব্বাকে রাজি করালেন। আমি ছবিতে গান গাওয়ার সুযোগ পেলাম। ছবির নাম ‘জুগনু’। উর্দু ছবি। গানটি ছিল ‘গুড়িয়া সি মুন্নি মেরি’। পর্দায় ১২ বছরের একটি ছেলের ঠোঁটে ছিল গানটি। পুরো এক মাস চর্চা করি। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে দুই ঘণ্টা আর স্কুল থেকে ফেরার পর দুই ঘণ্টা। ছবির সংগীত পরিচালক ছিলেন মনজুর হোসেন। তিনিই প্রশিক্ষণ দিয়েছেন।’

- শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে ৭ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর ২০১৮ সালে পান শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার।
- নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের নানাভাবে সহযোগিতা করেন রুনা লায়লা। তিনি এটা কাউকে দেখানোর জন্য করেন না, এটা করেন মন থেকে। তিনি বলেন, ‘এক সময় আমরা কেউ থাকব না। এই তরুণরাই বড় হবে। ওদের গান ভালো লাগলে ফোন করি, প্রশংসা করি। সরাসরি গান ভালো লাগার কথা জানিয়ে দেই। ওরাও খুশি হয়। উৎসাহ পায়। তরুণদের উৎসাহ দিতে হবে।’

- রুনা লায়লাকে বন্ধু হিসেবে সম্বোধন করে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী হরি হরণ বলেন, ‘যখন থেকে আপনার সঙ্গে আমার পরিচয়, তখন থেকেই আপনার ভক্ত। আপনার একজন বন্ধুও। আমাদের এই বন্ধুত্বও চমৎকার। অনেক অনেক শুভকামনা রুনাজি।’

- পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসও উপমহাদেশীয় সংগীতের কিংবদন্তি রুনা লায়লাকে একজন ভালো বন্ধু অভিহিত করে বলেন, ‘আমার খুব ভালো ও প্রিয় একজন বন্ধু, পাকিস্তান ও বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাজি, আপনার গায়কি এভাবেই ধরে রাখুন। পৃথিবীকে আপনার জাদুকরী কণ্ঠ দিয়ে সুন্দর করে তুলুন। পাকিস্তান থেকে আপনাকে জানাই অনেক অনেক ভালোবাসা। আবারও বলছি, আমরা আপনাকে খুব ভালোবাসি।’

- জন্মদিনের অনুষ্ঠানে রুনা লায়লাকে নিয়ে কথা বলেছেন খুরশিদ আলম, লীনু বিল্লাহ, কাজী হায়াৎ, মতিন রহমান, অঞ্জনা, মনিরুজ্জামান মনির, ফোয়াদ নাসের বাবু, অরুণা বিশ্বাস, ওমর সানী, আঁখি আলমগীর, মানাম আহমেদ, শওকত আলী ইমন প্রমুখ।

- রুনা লায়লার মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী। তার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে, তার বাবার বাড়ি রাজশাহীতে।


জন্মঃ
নভেম্বর ১৭, ১৯৫২

১৯৬৪
বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলীর অনুমতি নিয়ে সাড়ে ১১ বছর বয়সে পাকিস্তানের জুগনু সিনেমায় প্রথম প্লেব্যাক করেন রুনা লায়লা। সিনেমাটির ‘গুড়িয়াসি মুন্নী মেরি ভাইয়া কি পেয়ারি’ গানটি কণ্ঠে তোলার জন্য একটানা দুই মাস প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

১৯৬০-এর দশক
তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন।

১৯৬৬
লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে “উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা” গান দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন।

১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন।

১৯৭২ থেকে ১৯৭৪
তিনি জিয়া মহিউদ্দিন শো-তে গান পরিবেশন করতেন।

১৯৭৪
বাবা-মায়ের সঙ্গে রুনা লায়লা বাংলাদেশে আসেন ১৯৭৪ সালে।
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) আমন্ত্রণে প্রথম ভারত সফর করেন রুনা।
কলকাতায় ‘সাধের লাউ’ গানের রেকর্ড করেন।
এসময়ে দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন।
"এক সে বাড়কার এক" সিনেমার গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন।
ভারতে প্রথম গান করেন দিল্লি বিজ্ঞান ভবনে, এরপর মুম্বাইয়ে শান মুখআনন্দ মিলনায়তনে।
তিনি "ও মেরা বাবু চেল চাবিলা" ও "দামা দম মাস্ত কালান্দার" গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৮২ সালের ১ ডিসেম্বর
এদিন রুনার গাওয়া বাপ্পী লাহিড়ীর সুর করা গান নিয়ে ইএমআই মিউজিক কোম্পানি প্রকাশ করে ‘সুপার রুনা’ অ্যালবাম। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রথম দিনেই অ্যালবামটির এক লাখ কপি বিক্রি হয়। উপহার হিসেবে রুনাকে দেওয়া হয় গোল্ড ডিস্ক। রুনা বললেন, ‘অ্যালবামটির কাজ করেছিলাম লন্ডনে। লন্ডনের এবি রোডেস, যেখানে বিটলস গান রেকর্ডিং করত।

স্টুডিও অ্যালবামঃ

আই লাভ টু সিং ফর ইউ
১৯৭৩- সিনসিয়ারলি ইয়োরস রুনা লায়লা
ডিসেম্বর ০১, ১৯৮০ - আই লাভ টু সিং ফর ইউ
১৯৭৬ - গীত/গজলস
১৯৮০ - রুনা ইন পাকিস্তান গীত
১৯৮০ - রুনা ইন পাকিস্তান গজল
১৯৮২ - রুনা গোজ ডিসকো
১৯৮২ - রুনা সিংস শাহবাজ কালান্দার
১৯৮২ - সুপার রুনা - গঙ্গা আমার মা পদ্মা আমার মা
১৯৮৪ - দ্য লাভস অব রুনা লায়লা ভঃ০২ - বাজম-এ-লায়লা
২০০৮ - - রুনা লায়লা-মুডস অ্যান্ড ইমোশনস
২০১০ - রুনা লায়লা-কালা শাহ কালা
পুরস্কার ও সম্মাননা

বাংলাদেশ

স্বাধীনতা দিবস পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - দি রেইন (১৯৭৬)
বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - যাদুর বাঁশি (১৯৭৭)
বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - অ্যাক্সিডেন্ট (১৯৮৯)
বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - অন্তরে অন্তরে (১৯৯৪)
বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - তুমি আসবে বলে (২০১২)
বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - দেবদাস (২০১৩)
বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - প্রিয়া তুমি সুখী হও (২০১৪)
বিজয়ী: শ্রেষ্ঠ সুরকার - একটি সিনেমার গল্প (২০১৭)
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার - আজীবন সম্মাননা।
জয়া আলোকিত নারী সম্মাননা(২০১৬)
দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড জীবনের জয়গান - আজীবন সম্মাননা(২০১৮)
মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার ২০২২
ভারত

সায়গল পুরস্কার
সংগীত মহাসম্মান পুরস্কার - ২০১৩
তুমি অনন্যা সম্মাননা - ২০১৩
দাদা সাহেব ফালকে সম্মাননা - ২০১৬
আজীবন সম্মাননা - টেলিসিনে অ্যাওয়ার্ড - ২০২২, কলকাতা।
পাকিস্তান

নিগার পুরস্কার (১৯৬৮, ১৯৭০)
ক্রিটিক্স পুরস্কার
গ্র্যাজুয়েট পুরস্কার (২ বার)
জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক




#RunaLaila #RunaLailaSongs #BangladeshMusic #BangladeshiLegend #LegendarySinger #LegendarySingerRunaLaila #RunaLailaHits #RunaLailaClassicHits #GoldenVoiceofRunaLaila #RunaLailaFans #MusicIconRunaLaila #MusicIcon

https://youtu.be/jzqNRhL0TdE

monisheeBD.com/

alphabetsoftware.net/

www.facebook.com/AlphabetSoftware

#alphabetsoftware #alphabetsoftwarenet #monisheeBD #monisheeBDcom #alphabetschool #shikkharthinet

1 year ago | [YT] | 0

MindGrid

Ronnie James Dio | Who cried for the children | The king of Rock & Roll

Ronnie James Dio was an American heavy metal singer, songwriter, and musician. He was known for his powerful voice and is considered one of the greatest vocalists in heavy metal history.

Ronald James Padavona was born on July 10, 1942 in Portsmouth, NH , Professionally known as Ronnie James Dio.
- Member of Dio, Elf, Heaven & Hell, Rainbow, Black Sabbath
- He has a street named after him in Cortland, New York.
- Dio studied pharmacy at the University at Buffalo, New York, in 1960/61.
- Ronnie James Dio started The Hear 'N Aid single "Stars" project raised over $1 Million Dollars that year for famine relief in Africa. It was recorded at A&M Studios in Los Angeles in 1985 on May 20 & 21.

Awards and Legacies:
2004
He was inducted into the Cortland City Hall of Fame in 2004 and has a street named after him there called Dio Way.

2006 "Metal Guru Award"
Classic Rock Magazine awarded Dio the "Metal Guru Award" at their yearly "Roll of Honour" awards ceremony in 2006.

2007
On January 17, 2007, Dio was inducted into Guitar Center's Rock Walk of Fame in Hollywood.

2010 Best Metal Singer
Dio was named "Best Metal Singer" at the Revolver Golden Gods Awards in April 2010 for his work on The Devil You Know, making him the oldest recipient of this award at age 67. He accepted the award in person at what was to be his final public appearance, just one month before his death.

2010
A Dio monument has been unveiled in Kavarna, Bulgaria.
On Oct 23, 2010, the city of Kavarna, Bulgaria unveiled this amazing statue & tribute to Ronnie James Dio!

2011
On July 10, 2011, in parallel to Dio's birthday, his hometown of Cortland, New York held a day-long event featuring many central New York local bands and talent for a benefit to the Stand Up and Shout Cancer foundation for cancer research and Dio Memorial concert.

2014
On March 31, 2014, the tribute album Ronnie James Dio This Is Your Life was released. It was organized and produced by Wendy Gaxiola, with album proceeds benefitting the Ronnie James Dio Stand Up and Shout Cancer Fund

2017
On January 18, 2017, Dio was inducted into the Hall of Heavy Metal History

#ronniejamesdio #dio #heavymetal #blacksabbath #s #metal #tonyiommi #hardrock #geezerbutler #ozzyosbourne #holydiver #rocknroll #rainbow #rock #heavenandhell #vinnyappice #metalhead #jimmybain #billward #blacksabbathfans #viviancampbell #vinyl #thelastinline #ritchieblackmore #music #heavymetalmusic #iangillan #dioband #randyrhoads #vinylcollection

monisheeBD.com/
alphabetsoftware.net/
www.facebook.com/AlphabetSoftware

#alphabetsoftware #alphabetsoftwarenet
#monisheeBD #monisheeBDcom #alphabetschool #shikkharthinet

1 year ago | [YT] | 0

MindGrid

Roles and responsibilities of a Project Manager:

A Project Manager (PM) is responsible for overseeing and managing a project from inception to completion. Their roles and responsibilities typically include the following:

1. Project Planning and Initiation
. Define project goals and objectives: Ensure the project aligns with organizational goals and defines clear, measurable objectives.
. Develop project plan: Create a detailed roadmap that outlines timelines, milestones, budget, resources, and scope.
. Stakeholder Identification: Identify key stakeholders and understand their expectations.

2. Team Management
. Assemble project team: Select team members based on skills and project needs.
. Delegate tasks: Assign roles and responsibilities to team members based on their strengths and expertise.
. Provide guidance and support: Offer mentorship and support to team members throughout the project lifecycle.

3. Budgeting and Resource Allocation
. Budget management: Estimate costs, allocate resources efficiently, and track expenses to ensure the project remains within budget.
. Resource management: Ensure the appropriate resources (human, financial, technical) are available and utilized effectively.

4. Risk Management

. Identify risks: Anticipate potential issues that could impact the project timeline or success.
. Mitigate risks: Develop strategies to minimize or avoid risks, and have contingency plans in place.

5. Timeline Management
. Set deadlines and milestones: Establish timelines for key deliverables and track progress against them.
. Monitor progress: Ensure that tasks are completed on time and take corrective action if necessary to stay on schedule.

6. Communication
. Stakeholder communication: Keep stakeholders informed about project progress, risks, changes, and successes.
. Team communication: Facilitate regular meetings and ensure transparent communication within the team.
. Reporting: Provide regular updates to stakeholders through reports, presentations, or dashboards.

7. Quality Control
. Define quality standards: Ensure that deliverables meet the required standards and expectations.
. Conduct reviews and testing: Implement quality assurance processes throughout the project lifecycle.

8. Problem Solving
. Address issues: Handle unforeseen problems and obstacles that arise, adjusting plans as necessary.
. Conflict resolution: Resolve conflicts within the team or with stakeholders to maintain project momentum.

9. Project Execution and Monitoring
. Track project performance: Use tools like Gantt charts, Agile frameworks, or project management software to monitor progress.
. Adjust plans as necessary: Be flexible and adjust schedules, resources, or project scope to stay on track.

10. Project Closure
. Final deliverables: Ensure the project meets all objectives and the deliverables are completed and approved.
. Close project: Complete all administrative tasks, ensure proper documentation, and officially close the project.
. Post-project review: Analyze the project's success, lessons learned, and areas for improvement for future projects.

These responsibilities can vary depending on the project's size, industry, and methodology (e.g., Agile, Waterfall), but these tasks are common across most project management roles.

learnprojectmanagement.net/ #learnprojectmanagement #rolesandresponsibilities
#rolesofprojectmanagers #responsibilitiesofprojectmanagers

youtube.com/shorts/4ogkZFFcwtI

1 year ago (edited) | [YT] | 0

MindGrid

আইয়ুব বাচ্চু | Ayub Bachchu | AB | এ বি | রূপালি গীটার যার হাতে ধরা দিয়েছিল । যার ছিল নীল মলাট, যার ছিল কষ্ট, ছিল সুখ, ছিল এবি কিচেন, যে শুনিয়েছিল গান আমি ক্লান্তিবিহীন।

আইয়ুব বাচ্চু:

আকাশের মত বড় যার হৃদয়, যার অনুপ্রেরণায় তৈরি হয়েছে হাজার হাজার সংগীতশিল্পী, গিটারিস্ট, যিনি অক্লান্তভাবে করে গেছেন সংগীত চর্চা এবং দিয়েছেন দিকনির্দেশনা।

একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক হিসেবে জনপ্রিয় ছিলেন আইয়ুব বাচ্চু। তার হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ডজগৎ। বাংলা চলচ্চিত্রের গতানুগতিক ধারার গানগুলোর মধ্যে তিনি এনে দিয়েছিলেন তারুণ্যের ছোঁয়া, এ দেশের চলচ্চিত্রও পেয়েছে অনেক শ্রোতাপ্রিয় গান।

তার প্রথম গান 'হারানো বিকেলের গল্প', শহীদ মাহমুদ জঙ্গী।

এলআরবি বাংলাদেশের প্রথম ব্যান্ড যারা নিউইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে শো করেছে।
ভারতীয় উপমহাদেশের রক গিটারিস্টদের মধ্যেও অন্যতম এক নাম আইয়ুব বাচ্চু। তিনি ভারতের ‘আইআইএম জোকা রকফেস্ট’, ‘বেনসন এন্ড হেজেস স্টার সার্চ’, ‘ডি’রকস্টার’ এবং আরও অনেক আঞ্চলিক কম্পিটিশনে বিচারক হবার সম্মান লাভ করেন।

১৯৯১ সালের এপ্রিল মাসে, এলআরবি বামবা পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রথম কনসার্ট করে।
আইয়ুব বাচ্চু এবং এলআরবি দেশে ও বিদেশে ৫০০টিরও বেশি আউটডোর এবং ২০০০টিরও বেশি ইনডোর কনসার্ট করেছেন। তারা তাদের প্রথম আন্তর্জাতিক সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে ৭টি রাজ্যে পারফর্ম করেছিল।

পারফর্ম করেছেন ভারতের বিভিন্ন মঞ্চে, যেমন সল্ট লেক স্টেডিয়াম (রক জুগলবন্দি পার্ট ১ ও ২), সায়েন্স সিটি থিয়েটার, গুরু নানক ইউনিভার্সিটি (যোধপুর ), হলদিয়া উৎসব, দুর্গাপুর বিশ্ববিদ্যালয়।

ইউরোপে, ব্যান্ডটি তাদের প্রথম শো ২০০২ সালে অস্ট্রিয়াতে পরিবেশন করে। এছাড়াও তারা লন্ডনের ওয়েম্বলি অ্যারেনা, অ্যালান গার্ডেন (লন্ডন), জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং সিঙ্গাপুরের ফোর্ট ক্যানিয়ন পার্ক স্টেজে পারফর্ম করেছে। তাছাড়া কাতার, দুবাই, হংকং, সাইপ্রাসসহ আরো অনেক দেশে পারফর্ম করেছে।

তিনি পারফর্ম করেছেন রিচার্ড এবং লে গ্যাং, রেমো ফার্নান্দেস, ভারতের নন্দন বাগচী এবং বিক্রম ঘোষের সঙ্গে, এবং আজম খান, ফিলিংস, মাইলস, ওয়ারফেজের সঙ্গে। মৃত্যুর সময় তার কাছে ৬৫টি গিটারের একটি বিশাল সংগ্রহ ছিল। তিনি মূলত আইবানেজ গিটার বাজাতেন, বিশেষ করে কারভিন ব্র্যান্ডের গিটার। তিনি কারভিন কিসেল, ডিন রাস্টি কুলি আরসি৬ এবং মাইকেল অ্যাঞ্জেলো বাটিও গিটারও ব্যবহার করতেন। তার সংগ্রহে প্রিয় গিটারিস্টদের স্বাক্ষরিত গিটারও ছিল, যেমন স্টিভ ভাইয়ের জেম জুনিয়র হোয়াইট এবং জেসন বেকারের জেবি২০০সি। তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে আজম খান, নিলয় দাস, খালিদ হাসান মিলু, তপন চৌধুরী, রুপম ইসলাম হাসান, হাফিজুর রেজা জুয়েল, আলম আরাম মিনু, জোলো এবং আরো অনেকের সাথে কাজ করেছেন। বাচ্চু টেলিভিশন বিজ্ঞাপনে মিউজিক্যাল স্কোরিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। তিনি গ্রামীণফোনের জন্য গান লিখেছেন , ফিফা বিশ্বকাপ 2014 উপলক্ষ্যে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলির জন্য "দোল লাগে দোল" গানটির সুর ও সঙ্গীত ব্যবস্থা প্রদান করেছেন ।

১৯৯৮ সালে আইয়ুব বাচ্চু অডিও রেকর্ডিং স্টুডিও এবং প্রযোজনা সংস্থা এবি কিচেন প্রতিষ্ঠা করেন। স্টুডিওতে 40 টিরও বেশি স্টুডিও অ্যালবাম, অসংখ্য এডি জিঙ্গেল, টিভি নাটক, চলচ্চিত্র ইত্যাদি রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় গানঃ
অপরিচিতা, আজ থেকে আর কখনো বলবো না, আমার আর কিছু নেই, আমি যে কার, উড়াল দেবো আকাশে, এই রুপালি গিটার ফেলে, এক আকাশের তারা তুই একা গুনিস নে, একটাই মন যখন তখন, একদিন ঘুম ভাঙা শহরে, এখন অনেক রাত, কতদিন দেখেনি দু চোখ, কষ্ট কাকে বলে, কষ্ট পেতে ভালোবাসি, কার কাছে যাব, কেউ সুখী নয়, গতকাল রাতে, চলো বদলে যাই, জেগে আছি একা, দরজার ওপাশে, নিহত নারীকে, পথ থেকে পথে, পেনশন, ফেরারি এই মনটা আমার, বদলে গিয়েছে সময়, বহুদূরে, বাংলাদেশ, মন চাইলে মন পাবে, মনে আছে নাকি নাই, মাকে বলিস, মেয়ে তুমি কি দুঃখ চেন, যত বেশি, রিটায়ার্ড ফাঁদার, লোকজন কমে গেছে, সাড়ে তিন হাত মাটি, সুখী ছেলে, সেই তারা ভরা রাতে, হকার, হাসতে দেখো গাইতে দেখো, হাসপাতালে, হ্যাপী ও আরও অনেক।

চলচ্চিত্রের গানঃ
সাগরিকা ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, লুটতরাজ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, আম্মাজান ছবির ‘আম্মাজান’, ‘স্বামী আর স্ত্রী’, ব্যাচেলর ছবির ‘আমি তো প্রেমে পড়িনি’, লাল বাদশা ছবির ‘আরো আগে কেনো তুমি এলে না’, তেজী ছবিতে ‘এই জগৎ সংসারে তুমি এমনই একজন’, ‘তোমার আমার প্রেম এক জনমের নয়’, মেয়েরা মাস্তান ছবিতে ‘ঘড়ির কাঁটা থেমে থাক’, চোরাবালি ছবিতে ‘ভুলে গেছি জুতোটার ফিতেটাও বাঁধতে’। এর মধ্যে ‘আম্মাজান’ গানটি বাংলা ছবির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি হিসেবে বিবেচিত।

অর্জনঃ
মেরিল প্রথম আলো পুরস্কারঃ

১৯৯৮ এল আর বি- বছরের সেরা ব্যান্ড
১৯৯৯ এল আর বি- বছরের সেরা ব্যান্ড
২০০০ এল আর বি- বছরের সেরা ব্যান্ড
২০০১ মন চাইলে মন পাবে- বছরের সেরা অ্যালবাম
২০০৫ এল আর বি- বছরের সেরা ব্যান্ড
২০০৭ স্পর্শ- বছরের সেরা অ্যালবাম
২০০৯ বলিনী তোমায়- বছরের সেরা পুরুষ ভোকাল

৩২তম বাচসাস পুরস্কারঃ
২০০৪ আইয়ুব বাচ্চু- সেরা পুরুষ কণ্ঠ

সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
২০০৭ স্পর্শ- বছরের সেরা অ্যালবাম

১৬তম টেলিসিনে পুরস্কারঃ
২০১৭
আইয়ুব বাচ্চু- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

স্বীকৃতি:
আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ে স্টিলের পাত দিয়ে তৈরি ১৮ ফুট উচ্চতার একটি গিটারের ভাস্কর্য স্থাপন করা হয়। গিটারটিতে রয়েছে ছয়টি তার। নগরীর গোল পাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার পথে গিটারটির সামনের অংশ চোখে পড়ে।
রূপালী গিটার আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গানের শিরোনাম অনুসারে এই ভাস্কর্যের নাম রাখা হয় রূপালী গিটার।

১৯৭৩ বা ’৭৪
জীবনের প্রথম অ্যাকোস্টিক গিটারটি পেয়েছিলেন বাবার কাছ থেকে।
চট্টগ্রামেই বার্মার একজন গিটার শিক্ষক জ্যাকব ডায়াজ এর কাছে মূলত শেখার শুরু, তার কাছেই কর্ড তোলা শেখেন।

অনুপ্রেরনাঃ গিটার ঈশ্বর-খ্যাত জিমি হেনড্রিক্সের বাজানো দেখে। তাঁর মতই আবেগ অনুসারে বাজাতে চেয়েছেন সবসময়। এছাড়াও প্রিয় গিটারিস্ট ছিলেন স্টিভ ভাই, জো সাত্রিয়ানি, রাস্টি কুলি, অ্যান্ডি জেমস।

১৯৭৫
বাংলাদেশের চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানায় অবস্থিত গভ. মুসলিম হাই স্কুল ভর্তি ।

১৯৭৯
সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি।

১৯৭৬
চট্টগ্রামে কলেজ জীবনে "গোল্ডেন বয়েজ" নামক ব্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিল। পরে নাম বদলে করা হয় "আগলি বয়েজ"। সেই ব্যান্ডের গায়ক ছিল কুমার বিশ্বজিৎ এবং বাচ্চু ছিল গিটারিস্ট। সেই সময়ে তারা মূলত পটিয়ায় বিভিন্ন অনুষ্ঠান এবং শহরের বিভিন্ন ক্লাবে গান করতো।

১৯৭৭ - ১৯৮০
"ফিলিংস" (বর্তমান "নগর বাউল" নামে পরিচিত) এ যোগদান করে ১৯৮০ সাল পর্যন্ত কাজ করেছিলেন।
জেমস বলেছিল, সে বাচ্চুকে একটি চায়ের দোকানে বাচ্চুর গিটার বাজানো দেখেই সে তাকে ফিলিংসে যোগ করতে বলেন। বাচ্চু তার কথায় রাজি হয়ে যান এবং পরবর্তী তিন বছর, ১৯৮০ সাল পর্যন্ত ওই ব্যান্ডে কাজ করেন।

১৯৮০
সোলসের গিটার বাদক সাজেদ উল আলম উচ্চশিক্ষার জন্যে আমেরিকায় চলে গেলে সোলস ব্যান্ডের নকীব খান চট্টগ্রামের একটি ক্লাবে ফিলিংস এর সাথে বাচ্চুর গিটার বাজানো দেখে মুগ্ধ হয়ে সোলসের গায়ক তপন চৌধুরী কে বাচ্চুর ব্যপারে বলেন। পরদিন রাতে তারা ফিলিংস এর অনুষ্ঠান দেখতে আসে এবং বাচ্চুকে সোলসে যোগ দেওয়ার ব্যাপারে বললে তিনি সোলস এর মূল গিটার বাদক, গীতিকার এবং গায়ক হিসেবে কাজ করা শুরু করে। তিনি সোলসের সাথে চারটি অ্যালবামে কাজ করেছিলেন:

১৯৮২
সোলস এর সাথে- সুপার সোলস ছিল বাংলাদেশের প্রথম অ্যালবাম।

১৯৮৫
সোলস এর সাথে- কলেজের করিডোরে।

১৯৮৬ সাল - সেপ্টেম্বর
প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ বের হয় সোলসে থাকার সময়ই জাহেদ ইলেকট্রনিক্স থেকে।

ফিলিংস ব্যান্ডের ড্রামার এহসান এলাহি ফান্টি ড্রাম এবং মাইলস ব্যান্ডের মানাম আহমেদ কীবোর্ড বাজিয়েছিলেন। বাচ্চু ইলেকট্রিক গিটার এবং বেজ গিটার উভয়ই বাজিয়েছেন। অ্যালবামটিতে প্রথম হার্ড রক গান ছিল, "অনামিকা"।

১৯৮৭
সোলস এর সাথে- "মানুষ মাটির কাছাকাছি" । এই অ্যালবামটিতেই বাচ্চুর সোলসের হয়ে গাওয়া প্রথম গান "হারানো বিকেলের গল্প" প্রকাশ পায়।

১৯৮৮
'ইস্ট অ্যান্ড ওয়েস্ট', সোলসের সাথে তার শেষ অ্যালবাম।

১৯৮৯

দ্বিতীয় একক অ্যালবাম।‘ময়না’ মুক্তি পায়।
নাসিম আলি খানের একক অ্যালবামে সুর ও সংগীত পরিচালনা করেন।

বাচ্চু ফেরদৌস চন্দনাকে বিয়ে করেছিলেন ১৯৯১ সালের ৩১শে জানুয়ারিতে। তাদের দু'টি সন্তান, মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব এবং ছেলে আহনাফ তাজওযার আইয়ুব। ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় তার নিজ বাসভবনে মারা যান।

তার সম্পর্কে আরও জানতে:
monisheebd.com/post/আইয়ুব-বাচ্চু-%7C-Ayub/63

monisheeBD.com/ | alphabetsoftware.net | shikkharthi.net | monisheeBD.com
#alphabetsoftware | alphabetsoftware.net/ | #alphabetsoftwarenet
#alphabetschool #shikkharthinet
#monisheeBD #monisheeBDcom
monisheebd.com বাংলা

আর গান শুনতে:
https://youtu.be/EfZzjCCLbok?si=lX2M6...

1 year ago (edited) | [YT] | 14

MindGrid

নিলয় দাশ

“নয়নে-স্বপনে দেখি শুধু তোমায়
বিরহ বরষায় মেঘেরই ছায়ায়”

আহমেদ ইউসুফ সাবেরের লেখা ও ফোয়াদ নাসের বাবুর সুরারোপে করা নীলয় দাশের সঙ্গীতায়োজনে ‘কত যে খুঁজেছি তোমায়’ অ্যালবামে ‘যখনই নিবিড় করে’ শিরোনামে সংকলিত গান।

গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক, প্রতিভাবান গিটারিস্ট, শিক্ষক এবং দিক নির্দেশক। বাংলাদেশের এক গিটার জাদুকর। আশির দশকে নিও ক্লাসিক্যাল, ফ্ল্যামেনকো, জ্যাজ, ব্লুজ, এবং রক ধারার বাংলা সংগীতে তিনি এমন কিছু সুরের সম্মিলন ঘটিয়েছিলেন, যা সে সময়ে এক বিস্ময়!

নিলয় দাশ যে কেবল একজন বড় মাপের গিটারিস্ট ছিলেন তা নয়, তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও একজন জনপ্রিয় গিটার–শিক্ষক। গত শতকের আশির দশকে যাঁরা গিটার শিখেছেন এবং পরবর্তীকালে অনেক বিখ্যাত হয়েছেন, তাঁদের অনেকেই নিলয় দাশের সরাসরি ছাত্র কিংবা তাঁর সঙ্গে বাজিয়ে শিখেছেন এমন। এর মধ্যে ‘অর্থহীন’ এর সুমন, ‘ওয়ারফেজ’ এর কমল, ‘দলছুট’ এর বাপ্পা মজুমদার, ‘সোলস’ এর পার্থ বড়ুয়া অন্যতম। তাই বলা যায়, এখনকার সময়ের প্রথম সারির ব্যান্ড হিসেবে যাঁদের ধরা হয়, সেসব ব্যান্ডের অনেক গিটারিস্টই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিলয় দাশের হাত ধরে উঠে এসেছেন।

১৯৮৫ - গজল সম্রাট মেহদী হাসান সাহেব প্রথম বাংলাদেশ ভ্রমনে আসেন, ওনার সাথে গীটার বাজানোর জন্য বাংলাদেশের সেরা গিটারিস্টদের আমন্ত্রন জানানো হয়েছিল। কয়েকজন গিটারিস্ট এর বাজানো শোনার পর মেহেদী হাসান সাহেব পছন্দ করেছিলেন নিলয় দাশকেই। ঢাকায় মেহদী হাসান সাহেবের প্রথম অনুষ্ঠানে ওনার সাথে গীটার বাজাচ্ছেন নিলয় দাস।

নিলয় দাশ সম্পর্কে লিজেন্ডদের মন্তব্য:

“নিলয় আসলে গিটার বাদক নয়, সত্যিকার অর্থে এক গিটার সাধক”- নিলয় দাশের সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে এভাবেই বলেছিলেন বাংলাদেশের গুণী সংগীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী।"

মার্চ ২৪, ২০১৭ মঞ্চে নিলয় দাশকে স্মরণ করলেন আইয়ুব বাচ্চু:

‘আমি আজকে খুব খুশি হতাম যদি আমার পাশে বন্ধু থাকতো, নিলয়, তাহলে হয়তো আপনারা আরেকটু কিছু দেখতে পেতেন। …ওর মতো করে এখনো পর্যন্ত বাংলাদেশে আর কেউ গিটার বাজাতে পারে না।"
‘বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স’-এর মঞ্চে নতুন প্রজন্মের বাজিয়েদের উৎসাহ দিয়ে আইয়ুব বাচ্চু বলেন,
‘যারা মিউজিক শিখতে চাইছেন, ইউটিউবে যান, দেখে নেন কিভাবে নিউ ক্ল্যাসিক্যাল বাজাতে হয়। আপনাদের দেখে যেন নিলয়কে বারবার মনে করতে হয়।


"…ও অদ্ভুত স্টাইলে গিটার বাজাতো। আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, কীভাবে সেটা। হি ওয়াজ মিরাকল। হ্যাপি (আখন্দ) ওয়ান এনাদার জিনিয়াস। ’ এরপর বাচ্চু যোগ করে বলেন, ‘এগুলো (নিলয় ও হ্যাপি) বাংলাদেশে আর আসবেনা, শেষ। এগুলো সব চলে গেছে। আর আমরাও কেউ কেউ যাওয়ার পথে…’।
প্রয়াত লিজেন্ড আইয়ুব বাচ্চু নিলয় দাস সম্পর্কে একটি মন্তব্য করেন

‘ওর (নিলয় দাশ) মতো করে এখন পর্যন্ত বাংলাদেশে আর কেউ গিটার বাজাতে পারে না। হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি নিউ ক্ল্যাসিক্যাল গিটারিস্ট, গিটার প্লেয়ার। আনফরচুনেটলি বাংলাদেশ ওকে হারিয়েছে বা আমরা হারিয়ে ফেলেছি। ওর অভিমান থেকে ও চলে গেছে।’

তার সম্পর্কে আরও জানতে নিলয় দাশ (monisheebd.com/post/নিলয়-দাশ-%7C-বাংলাদেশের/61

আর গান শুনতে https://youtu.be/9gjnHBhEgB0?si=zFFzZ...


#গিটারসাধক #niloydas #নিলয়দাশ #নিলয়দা #গিটারজাদুকরনিলয়দা #আমাদেরএকজননিলয়দাশছিলেন

monisheeBD.com/ | alphabetsoftware.net | shikkharthi.net | monisheeBD.com
#alphabetsoftware | alphabetsoftware.net/ | #alphabetsoftwarenet
#alphabetschool #shikkharthinet
#monisheeBD #monisheeBDcom
monisheebd.com বাংলা

1 year ago (edited) | [YT] | 1

MindGrid

MonisheeBD একটি বাংলা ওয়েবসাইট, যা বাংলাদেশ ও বিশ্বের সঙ্গীতশিল্পী, লেখক, নেতা এবং সাংস্কৃতিক আইকনসহ প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবনী নিয়ে কাজ করে। এই প্ল্যাটফর্মে তাদের ব্যক্তিগত তথ্য, উল্লেখযোগ্য কাজ এবং শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়। এখানে জন্মদিন, প্রিয় গান এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে আলাদা বিভাগও রয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের গল্পের মাধ্যমে পাঠকদের অনুপ্রাণিত করতে চায়।



MonisheeBD is a Bengali website dedicated to biographies of influential personalities, including musicians, authors, leaders, and cultural icons from Bangladesh and around the world. The platform features personal information, notable works, and highlights the excellence of these individuals. It also includes categories on birthdays, favorite songs, and influential figures, aiming to inspire readers through stories of significant contributions in various fields.


For more details, visit monisheebd.com/

1 year ago | [YT] | 1