Hi, I'm Salman Habib a Bangladeshi Poetry Writer, Social Media Influencer on Facebook & YouTube, RJ of Capital FM, Host of Moddho Rater Uthon, and Founder of Punoscho Publication.
আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, আজ এবং আগামীকাল মঙ্গল ও বুধবার এই দুদিন আমরা থাকবো চট্টগ্রাম বইমেলায় দাঁড়িকমার স্টলে। দেখা হবে ইনশাআল্লাহ ৭, ৮ নাম্বার স্টলে।
স্যোশাল মিডিয়া লাইফটা আমার কখনোই সুখকর ছিল না। জীবনে কারো কোনো ক্ষতি তো দূরে থাক- মন খারাপ হতে পারে পারতপক্ষে এমন কোনো কথাও বলি না। অথচ আমার পেছনে লাগার মানুষের অভাব নাই! যার ফলশ্রুতিতে ফেসবুকে এখন আমার ৪৩ নাম্বার আইডি চলে। মানে এর আগে ৪২টা ফেসবুক আইডি নষ্ট করে দিছে।
তো শুরু থেকে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল আমার। নিজের এক্টিভিটির পাশাপাশি কবিতা আপলোড দিতাম। ফেসবুকের চাইতে ইউটিউবে সাবস্ক্রাইব গেইন করা কঠিন। একটু একটু করে সেই ইউটিউব চ্যানেলটা ১৬ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল। গতকাল হুট করে দেখি আমার সেই ইউটিউব চ্যানেলটাই গায়েব! কে বা কারা রিপোর্ট দিয়ে এসব করেছে। অনেকদিন পর স্যোসাল মিডিয়া কেন্দ্রিক মন খারাপ হইলো। ফ্ল্যাশব্যাকে অনেক স্মৃতি মনে পড়ছিল। একটু একটু করে কীভাবে এইপর্যন্ত এসেছিলাম, কত শো, কত স্মৃতি; যেগুলোর কিছুই আর অবশিষ্ট নাই। সব মনে পড়ছিল। যে বা যারা এমনটা করেছেন তাদের প্রতি দোয়া।
আমি আরেকটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। যারা আমার কবিতা, কথা বলা পছন্দ করেন তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ, আপনারা পাশে থাকলে একদিন এরচেয়েও দ্বিগুণ হবো ইনশাল্লাহ! ভালোবাসা জানবেন।
Salman Habib
কে কে 'জেগে আছো নক্ষত্র' শোনেন?
প্রতিদিন রাত ১২টার পর আমার ফেসবুকে পেইজ থেকে লাইভ হয়।
2 months ago | [YT] | 105
View 49 replies
Salman Habib
আমার নতুন বই;
"দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না"।
পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে।
প্রি-অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন-
rkmri.co/yMS0Eyel22A2/
4 months ago | [YT] | 114
View 13 replies
Salman Habib
কবিতায় গল্প বলা মানুষ
6 months ago | [YT] | 115
View 8 replies
Salman Habib
আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী,
আজ এবং আগামীকাল মঙ্গল ও বুধবার এই দুদিন
আমরা থাকবো চট্টগ্রাম বইমেলায় দাঁড়িকমার স্টলে।
দেখা হবে ইনশাআল্লাহ ৭, ৮ নাম্বার স্টলে।
চট্টগ্রাম বইমেলায় স্টল নাম্বার : ৭, ৮ [দাঁড়িকমা]
11 months ago | [YT] | 55
View 1 reply
Salman Habib
স্যোশাল মিডিয়া লাইফটা আমার কখনোই সুখকর ছিল না। জীবনে কারো কোনো ক্ষতি তো দূরে থাক- মন খারাপ হতে পারে পারতপক্ষে এমন কোনো কথাও বলি না। অথচ আমার পেছনে লাগার মানুষের অভাব নাই! যার ফলশ্রুতিতে ফেসবুকে এখন আমার ৪৩ নাম্বার আইডি চলে। মানে এর আগে ৪২টা ফেসবুক আইডি নষ্ট করে দিছে।
তো শুরু থেকে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল আমার। নিজের এক্টিভিটির পাশাপাশি কবিতা আপলোড দিতাম। ফেসবুকের চাইতে ইউটিউবে সাবস্ক্রাইব গেইন করা কঠিন। একটু একটু করে সেই ইউটিউব চ্যানেলটা ১৬ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল। গতকাল হুট করে দেখি আমার সেই ইউটিউব চ্যানেলটাই গায়েব! কে বা কারা রিপোর্ট দিয়ে এসব করেছে। অনেকদিন পর স্যোসাল মিডিয়া কেন্দ্রিক মন খারাপ হইলো। ফ্ল্যাশব্যাকে অনেক স্মৃতি মনে পড়ছিল। একটু একটু করে কীভাবে এইপর্যন্ত এসেছিলাম, কত শো, কত স্মৃতি; যেগুলোর কিছুই আর অবশিষ্ট নাই। সব মনে পড়ছিল। যে বা যারা এমনটা করেছেন তাদের প্রতি দোয়া।
আমি আরেকটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। যারা আমার কবিতা, কথা বলা পছন্দ করেন তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ, আপনারা পাশে থাকলে একদিন এরচেয়েও দ্বিগুণ হবো ইনশাল্লাহ! ভালোবাসা জানবেন।
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ
1 year ago | [YT] | 46
View 9 replies