Poroma Prakriti Official

@poromaprakritiofficial
#devotional#gardening#festival#excursion#cultivation#stage#program
www.facebook.com/profile.php?id=100078111824639&am…


Poroma Prakriti Official

শ্রী শ্রীমা সারদার জন্মতিথি উপলক্ষে বিশেষ নিবেদন। সবার শোনার জ‍ন‍্য অনুরোধ রইল 🙏

6 hours ago (edited) | [YT] | 1

Poroma Prakriti Official

আজ সন্ধে 6 টায় আমার চ‍্যানেলে শ্রী শ্রী সারদার সুধা সঙ্গীত শুনুন, মন জুড়ানো গান

1 week ago | [YT] | 6

Poroma Prakriti Official

জয় মা 🙏(নিচের অংশটি পুরো পড়ার অনুরোধ রইল )
সবার অবগতির জন‍্য জানাই - আমি সময়াভাবে কম ভিডিও দিচ্ছি, রোজ যাঁরা ভিডিও দিচ্ছেন চেষ্টা করি তাঁদের ভিডিওগুলি দেখার, তাঁরাও আমার নতুন ভিডিও না পেলে পুরোনো ভিডিও দেখুন। আমি কারো একটা ভিডিও দেখলে তাঁকেও আমার একটা ভিডিও দেখতে হবে -সে আমার নতুন বা পুরোনো ভিডিও হোক, এটা মানবিক কর্তব‍্য মনে করি। 1:1 অনুপাতে ভিডিও দেখা উচিত। অবশ‍্যই সৎভাবে।
এরপর আমি রোজ যাঁদের কমেন্ট পাব কেবল তাঁদের ভিডিও দেখব। বনের মোষ তাড়ানোর দিন শেষ। যাদের দায়িত্ব নিয়ে মনি করাতে সাহায্য করলাম তাঁদের কাছে কোন প্রত‍্যাশা আমার নেই।
আর এরপরেও কেউ আমার ভিডিও না দেখলেও কোন অসুবিধা নেই, কারন শুধু কিছু বন্ধুদের দেখার আশা নিয়ে কেউ ভিডিও বানায় না, কিছু মানুষ দীর্ঘদিন তাদের ভিডিও দেখতে নানান প্রলোভন দেয়, তারা অন্ত‍্যত এখন থেকে আমার কাছ থেকে নিরাশ হবে। এখন থেকে গাঁটের কড়ি আর সময় খরচ করে আর কোন সাপোর্ট আমি করছি না। yt তে এসে যে গুটিকতক সুন্দর হৃদয়ের মানুষ পেয়েছি - তাঁদের সাথে সম্পর্ক সম্পূর্ন আলাদা, সেটা শুধু পরস্পরের ভিডিও দেখাদেখির মধ‍্যে সীমাবদ্ধ নয়, আমার উপরোক্ত কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত‍্যি। সবশেষে বলি - "আমি ভালোর খুব ভালো, মন্দের পাশে একদম নেই।। @poroma prakriti official

2 months ago (edited) | [YT] | 28

Poroma Prakriti Official

বিজয়ার মধ‍্যে দিয়ে মা চলে যায় না, - মা মৃন্ময়ী প্রতিমা থেকে বিসর্জিত হয়ে সবার হৃদয়মন্দিয়ে থাকেন, সবার হৃদয়ের অন্ধকার দূর হোক,মায়ের কৃপায় সবাই ভাল থাকুন 🙏

2 months ago (edited) | [YT] | 12

Poroma Prakriti Official

পিতৃপক্ষের অবসানে শরতের শুভ দেবীপক্ষের সৃচনা হোল। আজকের এই বিশেষদিনে গতাসু সকল বাবা ও মায়েদের শ্রদ্ধার্ঘ নিবেদন করি। আগামী দেবী আরাধনার দিনগুলি সবার জন‍্য নিয়ে আসুক অসীম আনন্দ,অনাবিল শান্তি আর সৌভাগ‍্যের শুভ বন্ধন 🏵🙏🏵

2 months ago | [YT] | 8

Poroma Prakriti Official

সবাইকে শারদীয়া দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ❤🙏❤ আগামী এই মহাপূজায় আমি ভীষনভাবে ব‍্যাস্ত থাকব, সেকারনে এইসময়ে আমি কাউকেই বিশেষভাবে সময় দিতে পারব না, তাছাড়া এখনথেকে ঢালাও সাপোর্ট আমি আর না করার জন‍্য মনস্থ করলাম। অল্প কিছু সংখ‍্যক মানুষছাড়া যারা আমার ID গুলোকে এতদিন ভালবেসেছো তাদের নিরাশ করার জন‍্য দুঃখিত। yt তে কেউই অনিবার্য নয় - এটা ভাল করে অনুভব করি বলেই - এটাও জানি একদিন না একদিন আমি তো কেবলই ছবি হয়েই যাব, তাই সময় থাকতে একটু সচেতন হওয়ার চেষ্টা করছি মাত্র। কোন একজন মানুষের জন‍্য yt তে কারোরই কিছু যায় আসবে না, সবাই চেষ্টা করলে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে, সেই শুভকামনা রইল সবার প্রতি।
আমার Youtube jurney তে youtube এর সম্পর্ক ছাড়াও যে কতিপয় মানুষ তাদের অকৃত্রিম ভালবাসার বাঁধনে আমাকে আবদ্ধ করে রেখেছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল থাকলাম।
আমার এই কথাগুলো কাউকে আহত করার জন‍্য নয়, নিজের কাছে পরিস্কার থাকার অঙ্গীকার মাত্র।
সবার সুস্থ জীবন ও সুস্থ মানসিকতা প্রার্থনা করি ❤🙏❤

2 months ago | [YT] | 15

Poroma Prakriti Official

জয় সর্বদেবদেবী স্বরূপিন‍্যৈ মা সারদা 🙏
মায়ের অপার কৃপায় সবার শুভ শক্তির উন্মেষ হোক, বিশ্বজননী জগতে অসহায়,দুর্বল- দরিদ্র, নিরন্ন- নিরাশ্রয়, শোকসন্তপ্ত, রোগগ্রস্থ মানুষের সহায় হোন।

3 months ago | [YT] | 16