"মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছে।
জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, চাপ ও মানসিক ক্লান্তির সময় একজন স্ত্রী তার সঙ্গীকে যে সমর্থন, সহানুভূতি ও ভালোবাসা দেন, তা অনন্য। স্ত্রী সঙ্গীর মানসিক ও আবেগগত প্রয়োজন গুলো বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন, যা জীবনের কঠিন সময়গুলো সহজ করে তোলে।
একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মমতা ও মানসিক সমর্থন, আসলে আর কেউ দিতে পারে না। জীবনের প্রতিটি চড়াই -উতরাইয়ে যখন মানসিকভাবে ক্লান্তি অনুভব হয়।
তখন একজন স্ত্রীর স্নেহময় স্পর্শ ও আন্তরিক সহানুভূতি সঙ্গীকে নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। স্ত্রী তার সঙ্গীর অনুভূতি বোঝে।
সব ব্যথা ভাগাভাগি করে নেয়, এমনকি না বললেও অনেক কিছু অনুভব করতে পারে।
জীবনের প্রতিটি ধাপে পাশে থাকা এই মানুষটি যেন এক সজীব ছায়া, যার কোমল ও মায়াবী উপস্থিতি সঙ্গীকে সব বাধা পার করার প্রেরণা জোগায়।
অশান্তি বেড়ে গেলে ভাল মানুষদেরকে বেশি বেশি সালাম দেয়া শুরু করুন। সালামের জবাবে যখন তারা বলবে- (ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ) ‘আপনার উপরও শান্তি ও রহমত বর্ষিত হোক’, অবশ্যই কারো না কারো দোয়া কবুল হবেই।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ🌸 "দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দাও। কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদাত করার মতন সময় পাবে না।"
Direction Of Light
রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।
بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।
অর্থ : আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
(তিরমিজি, হাদিস : ৩৩৮৮)
1 month ago | [YT] | 0
View 0 replies
Direction Of Light
"মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছে।
জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, চাপ ও মানসিক ক্লান্তির সময় একজন স্ত্রী তার সঙ্গীকে যে সমর্থন, সহানুভূতি ও ভালোবাসা দেন, তা অনন্য। স্ত্রী সঙ্গীর মানসিক ও আবেগগত প্রয়োজন গুলো বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন, যা জীবনের কঠিন সময়গুলো সহজ করে তোলে।
একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মমতা ও মানসিক সমর্থন, আসলে আর কেউ দিতে পারে না। জীবনের প্রতিটি চড়াই -উতরাইয়ে যখন মানসিকভাবে ক্লান্তি অনুভব হয়।
তখন একজন স্ত্রীর স্নেহময় স্পর্শ ও আন্তরিক সহানুভূতি সঙ্গীকে নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। স্ত্রী তার সঙ্গীর অনুভূতি বোঝে।
সব ব্যথা ভাগাভাগি করে নেয়, এমনকি না বললেও অনেক কিছু অনুভব করতে পারে।
জীবনের প্রতিটি ধাপে পাশে থাকা এই মানুষটি যেন এক সজীব ছায়া, যার কোমল ও মায়াবী উপস্থিতি সঙ্গীকে সব বাধা পার করার প্রেরণা জোগায়।
1 year ago | [YT] | 3
View 0 replies
Direction Of Light
অশান্তি বেড়ে গেলে ভাল মানুষদেরকে বেশি বেশি সালাম দেয়া শুরু করুন।
সালামের জবাবে যখন তারা বলবে- (ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ) ‘আপনার উপরও শান্তি ও রহমত বর্ষিত হোক’, অবশ্যই কারো না কারো দোয়া কবুল হবেই।
1 year ago | [YT] | 3
View 0 replies
Direction Of Light
"বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।"
(সহি ফাযায়েলে আমল ১৪১,
সহি তারগিব ৩১৬)
1 year ago | [YT] | 3
View 0 replies
Direction Of Light
"মনোযোগী হয়ে আযানের উত্তর দিবেন। যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উত্তর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।"
(আবু দাউদ শরীফঃ- ৫২৭)
1 year ago | [YT] | 2
View 0 replies
Direction Of Light
"নিজে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবেন। রাসুল (সাঃ) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন।"
(আবু দাউদ শরীফঃ- ৪৮০০)
1 year ago | [YT] | 2
View 0 replies
Direction Of Light
"আল্লাহর সন্তুষ্টির জন্য 'লা ইলাহা ইল্লাল্লাহ' পড়লে তার জন্য জাহান্নাম হারাম।"
(সহী বুখারী শরীফঃ-৬৪২৩)
1 year ago | [YT] | 2
View 0 replies
Direction Of Light
"অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন। তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। -"
(সুনানে ইবনে মাজাহঃ- ৪৭০)
1 year ago | [YT] | 2
View 0 replies
Direction Of Light
"প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস' পাঠ করবেন। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত।"
(মিশকাতুল মাসাবিহঃ- ২১৬০)
1 year ago | [YT] | 3
View 0 replies
Direction Of Light
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ🌸
"দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দাও। কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদাত করার মতন সময় পাবে না।"
- ইমাম শাফিঈ (রাহিঃ)
1 year ago | [YT] | 3
View 0 replies
Load more