Study & Creation

মানুষের সমালোচনা না করে সৃজনশীলতায় নিজেকে ব্যস্ত রাখায় হোক সবার লক্ষ্য।


Study & Creation

*JAIBB English version hand note available*

#যাদের ১ বিষয় দরকার তাদের জন্য ফ্রি।

#যাদের ২ বিষয় দরকার তাদেরকে ৫০ টাকা দিতে হবে।
#আর সব বিষয় মাত্র ১০০ টাকা।

বি.দ্র: আপনার এই ৫০ বা ১০০ টাকা মানবতার সেবায় ব্যয় হবে।
প্রশ্ন: কীভাবে পাবো?
উত্তর : 01771500033( WhatsApp me)

1 year ago | [YT] | 0

Study & Creation

ব্যাংকার যারা আছেন JAIBB/AIBB প্রস্তুতির জন্য জয়েন করুন:chat.whatsapp.com/K6XAXejKgywHtK8GJf1Y1w

1 year ago | [YT] | 0

Study & Creation

আলহামদুলিল্লাহ!  প্রথম প্রচেষ্টায় JAIBB ব্যাংকিং ডিপ্লোমা পাশ করলাম। পূর্বের মতোই সবার স্নেহ, ভালবাসা ও দোয়া প্রত্যাশা করি।

1 year ago | [YT] | 0

Study & Creation

আলাহামদুলিল্লাহ! খুনি হাসিনা দেশ ছেড়েছেন। নতুন প্রজন্ম এমন এক বৈষম্যহীন সমাজ গড়বে যেখানে অধিকার চাইতে গিয়ে আর কোনো মায়ের বুক খালি হবেনা।

1 year ago | [YT] | 2

Study & Creation

চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?

1 year ago | [YT] | 0

Study & Creation

আগামী ৭ তারিখ কত তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে?

2 years ago | [YT] | 1

Study & Creation

ইতিহাসের প্রথম সংবিধান কোনটি?

2 years ago | [YT] | 0

Study & Creation

ভাষা আনদোলনের উপর রচিত প্রথম গান কোনটি?

2 years ago | [YT] | 0

Study & Creation

#সৈয়দ শামসুল হক এর উপন্যাস "খেলারাম খেলে যা"
বি: দ্র: আমার মতে এই উপন্যাস প্রাপ্তবয়স্কদের জন্য।)

সব্যসাচী খ্যাত লেখকের এই উপন্যাস পড়ে মনে হয়েছে তিনি প্রচণ্ড স্পষ্টভাষী এবং সাহসী। যুগের চেয়েও অগ্রগামী। তাকে মূল্যায়ন করা আমার সাধ্যের বাহিরে। এই উপন্যাসের কিছু দর্শন বা চিন্তা আমার মতো করে শেয়ার করছি মাত্র।

তুমি কোথায়?
-অতীত ও ভবিষ্যতের মাঝখানে, যেখানে তুমি আগে ছিলে, এখনো আছ আর ভবিষ্যতে থাকবে। গল্পের নায়ক বাবরের জীবন দর্শন ছিলো এরকম। জীবন নিয়ে তার কোনো অনুতাপ,পরিতাপ ছিলনা। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না।
আর তার বর্তমান ছিলো নারীময়। টিভিতে প্রোগ্রাম করার সুবাদে তার পরিচিতি ও জনপ্রিয়তা ছিলো, অনেক তরুণী তার জন্য পাগল ছিলো। লতিফা, বাবলী ও জাহেদা সেই তরুণীদের একাংশ।
জাহেদা তাকে প্রশ্ন করেছিলো আপনি কাউকে কখনো ভালবেসেছেন? বাবর উত্তর দিয়েছে -হ্যা, নিজেকে। বাবর বাঁচে এক মুহুর্ত থেকে পরের মুহুর্তের জন্য। সে কোনো সম্পর্কে বাঁধা পড়তে চায় না। নারী শরীরের প্রতি তার তীব্র আকর্ষণ, কিন্তু শারীরিক চাহিদা মেটানোর জন্য পতিতার কাছে যেতে তার রুচিতে বাঁধে। সে চায় নারীমনে ভালবাসা সৃষ্টি করতে, ভালবেসে কাছে টানতে। এটাই তার কাছে একরকম খেলা। এই খেলা খেলতে যত আয়োজন,যত অভিনয় প্রয়োজন সব সে করে যায়। বাবর অপেক্ষায় থাকে কখন শৈলচূড়ার বরফ খন্ডের উপর সূর্যের আলো পড়বে, আর বরফখন্ড গলতে শুরু করবে। তখন সে বলবে, খেলারাম খেলে যা।
উপন্যাসের শেষটায় ফুটে উঠেছে, বাঙালি মেয়েরা অভিনয় জানেনা। যাকে তারা মন দিয়ে ভালবাসে,তাকে সবকিছু দিয়ে দেয়।তার সাথেই সারাজীবন থাকতে চায়।

আরো কিছু উক্তি-
*প্রথম দেখাতেই যদি প্রেম হয় তাহলে প্রথম দেখাতেই হত্যা করার ইচ্ছা হবেনা কেনো?
*যার ক্রোধ নেই তিনি মহাপুরুষ, কিন্তু এটা প্রকৃতির নিয়ম নয়।
*ব্যাতিক্রম নিয়মের অস্তিত্বকে প্রমাণ করে।
*মানুষ হলো পাকা অভিনেতা।
*স্বপ্ন হলো ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যৎ আসলে বর্তমানের সম্প্রসারণ।
*প্রকৃতির মূল তাগিদই বংশবিস্তার।
*বিয়ে আমরা কেন করি? আমাদের স্বার্থ রক্ষার আদর্শ উপায়।

2 years ago | [YT] | 0

Study & Creation

৪১তম বিসিএস ভাইভা প্রশ্ন : রাষ্ট্রপতির বয়স ৭৫ বা ৯৫ হলে কি তিনি রাষ্ট্রপতি হতে পারবেন?

2 years ago | [YT] | 1