“চাঁদের আয়নায় এক ঝলক স্বর্গ—চন্দ্রতাল” 🌌💙 স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশ
লাহুল উপত্যকা ও স্পিতি উপত্যকার মধ্যে সংযোগ স্থাপনকারী প্রায় 15000 ফুট উচ্চতায় অবস্থিত কুমজুম পাস বেয়ে এগিয়ে গেলাম চন্দ্রতাল এর উদ্দেশ্যে। একটা সময় রাস্তা দুই ভাগ হয়ে গেল । একটি রাস্তা গেল মানালির দিকে, আরেকটি রাস্তা বেঁকে গেলো চন্দ্রতাল এর দিকে। রাস্তা আরো সরু হতে থাকলো। অদ্ভুত সে রাস্তা। ভয়ংকর সুন্দর বলতে যা বোঝায়। একদিকে রুক্ষ পাহাড় আর একদিক দিয়ে গভীর খাদে বয়ে গেছে চন্দ্র নদী। প্রতিটি বাঁকে অপরূপ রূপের ডালি সাজানো। প্রতিটা মুহূর্তে ক্লিক করছি। কিন্তু সে সৌন্দর্য কী ক্যামেরায় ধরা যায়। দুচোখ ভরে উপভোগ করতে হয় সে নীরবতা, সেই অপার্থিব সৌন্দর্য, সেই শিহরন। সব বিপত্তি পেরিয়ে দুপুরের দিকে গাড়ি এসে দাঁড়ালো পাহাড়ের কোলে, পৌঁছে গেলাম চন্দ্রতালের ক্যাম্প সাইট।
এরপর দেড় - দুই কিলোমিটার হাঁটা পথ। সম্মোহিতের মতো এগিয়ে চলেছি। একটা বাঁক পেরিয়েই সামনে পাহাড়ের কোলে চির আকাঙ্ক্ষিত সে স্থান - চন্দ্র তাল। সবুজ জলে হওয়া তুলছে শিহরন। চারদিকের পাহাড় মুখ দেখছে সেই জলে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্র নদী। পরিক্রমা করলে একেক প্রান্ত থেকে একেক রং এর দেখতে লাগছে এই চন্দ্রতালকে। অসাধারণ সৌন্দর্য মনকে মোহিত করে। বারবার প্রণাম জানালাম প্রকৃতিকে। কথিত আছে, যুধিষ্ঠির এইখান থেকেই স্বর্গারোহণ করেছিলেন। রাত্রে পরীরা নাকি এই জলাশয় এর উপর নেমে আসে। সত্য মিথ্যা জানি না, কিন্তু জলাশয়ের পবিত্র পরিবেশ আপনার মন ছুয়ে যাবে। উপভোগের মাত্রা যেন কিছুতেই পূরণ হয়না।
বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে চললাম গাড়ির দিকে। পিছনে পড়ে রইলো অসাধারণ সেই চন্দ্র তাল। মন জুড়ে রইলো সারাজীবনের সম্পদ মুগ্ধ করা স্মৃতি।
Vlog With Chanchal
“চাঁদের আয়নায় এক ঝলক স্বর্গ—চন্দ্রতাল” 🌌💙 স্পিতি ভ্যালি
হিমাচল প্রদেশ
লাহুল উপত্যকা ও স্পিতি উপত্যকার মধ্যে সংযোগ স্থাপনকারী প্রায় 15000 ফুট উচ্চতায় অবস্থিত কুমজুম পাস বেয়ে এগিয়ে গেলাম চন্দ্রতাল এর উদ্দেশ্যে। একটা সময় রাস্তা দুই ভাগ হয়ে গেল । একটি রাস্তা গেল মানালির দিকে, আরেকটি রাস্তা বেঁকে গেলো চন্দ্রতাল এর দিকে। রাস্তা আরো সরু হতে থাকলো। অদ্ভুত সে রাস্তা। ভয়ংকর সুন্দর বলতে যা বোঝায়। একদিকে রুক্ষ পাহাড় আর একদিক দিয়ে গভীর খাদে বয়ে গেছে চন্দ্র নদী। প্রতিটি বাঁকে অপরূপ রূপের ডালি সাজানো। প্রতিটা মুহূর্তে ক্লিক করছি। কিন্তু সে সৌন্দর্য কী ক্যামেরায় ধরা যায়। দুচোখ ভরে উপভোগ করতে হয় সে নীরবতা, সেই অপার্থিব সৌন্দর্য, সেই শিহরন।
সব বিপত্তি পেরিয়ে দুপুরের দিকে গাড়ি এসে দাঁড়ালো পাহাড়ের কোলে, পৌঁছে গেলাম চন্দ্রতালের ক্যাম্প সাইট।
এরপর দেড় - দুই কিলোমিটার হাঁটা পথ। সম্মোহিতের মতো এগিয়ে চলেছি। একটা বাঁক পেরিয়েই সামনে পাহাড়ের কোলে চির আকাঙ্ক্ষিত সে স্থান - চন্দ্র তাল। সবুজ জলে হওয়া তুলছে শিহরন। চারদিকের পাহাড় মুখ দেখছে সেই জলে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্র নদী। পরিক্রমা করলে একেক প্রান্ত থেকে একেক রং এর দেখতে লাগছে এই চন্দ্রতালকে।
অসাধারণ সৌন্দর্য মনকে মোহিত করে। বারবার প্রণাম জানালাম প্রকৃতিকে।
কথিত আছে, যুধিষ্ঠির এইখান থেকেই স্বর্গারোহণ করেছিলেন। রাত্রে পরীরা নাকি এই জলাশয় এর উপর নেমে আসে। সত্য মিথ্যা জানি না, কিন্তু জলাশয়ের পবিত্র পরিবেশ আপনার মন ছুয়ে যাবে। উপভোগের মাত্রা যেন কিছুতেই পূরণ হয়না।
বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে চললাম গাড়ির দিকে। পিছনে পড়ে রইলো অসাধারণ সেই চন্দ্র তাল। মন জুড়ে রইলো সারাজীবনের সম্পদ মুগ্ধ করা স্মৃতি।
#Chandratal #MoonLake #চন্দ্রতাল #লাহুল_স্পিতি
4 months ago | [YT] | 10
View 0 replies
Vlog With Chanchal
জগদ্ধাত্রী পুজোর থিম
1 year ago | [YT] | 12
View 0 replies
Vlog With Chanchal
শুভ জন্মাষ্টমী
1 year ago | [YT] | 13
View 0 replies
Vlog With Chanchal
অনেক অনেক ধন্যবাদ সবাইকে 😍😍
https://youtu.be/Q_708wdFdhc
3 years ago (edited) | [YT] | 8
View 0 replies