আসসালামু আলাইকুম।
Deen Life BD একটি ইসলামিক ও সমাজ সচেতনতামূলক ইউটিউব চ্যানেল।

এই চ্যানেলে সম্পূর্ণ নিজস্ব কণ্ঠ, নিজস্ব লেখা ও নিজস্ব এডিটিংয়ের মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করা হয়। যেমন— নামাজ, রোজা, ইসলামী আদর্শ, কুরআনের শিক্ষা, হাদিসের বার্তা, ইসলামী ইতিহাস, নৈতিকতা ও সমাজ সচেতনতা।

এই চ্যানেলের সকল কনটেন্ট ইউটিউবের কপিরাইট ও কমিউনিটি গাইডলাইন সম্পূর্ণভাবে অনুসরণ করে তৈরি করা হয়।

ইসলামিক ও উপকারী ভিডিও পেতে Deen Life BD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Deen Life BD is an Islamic and social awareness YouTube channel.

This channel publishes original Islamic content created with original scripts, original voice narration, and self-made editing. The videos focus on Quranic teachings, Hadith lessons, Islamic values, moral guidance, Islamic history, and social awareness.

All content on this channel strictly follows YouTube Community Guidelines and Copyright Policies. We do not upload reused or unauthorized copyrighted content.



Deen Life BD

আপনার মতে আগামীতে বিজয়ী হয়ে সরকার গঠন কে করবে ?

4 days ago | [YT] | 182

Deen Life BD

চরমোনাই একা নির্বাচন করলে কতটি আসন পাবে?

2 weeks ago | [YT] | 46

Deen Life BD

ঋণের ভারে যিনি আত্মহত্যা করলেন, ঋণ করে তার চল্লিশা করা হলো।

দীনি শিক্ষার অভাব এবং দীন সম্পর্কে অজ্ঞতা যে কতটা নির্মম হতে পারে, এই ঘটনা থেকে তা আমরা নতুন করে উপলব্ধি করলাম।

ইসলাম অত্যন্ত যৌক্তিক ও প্রাকৃতিক ধর্ম। ইসলাম যতগুলো আর্থিক ইবাদত আবশ্যক করেছে, সবই সামর্থ্যবানদের জন্য।

কিন্তু ইসলামের ভেতর চল্লিশা নামের যে কুসংস্কার আমরা ঢুকিয়েছি, অনেক এলাকায় সেটা সবার ওপর আবশ্যক। এমনকি ঋণ কিংবা জমি বিক্রি করে হলেও তা পালন করতে হয়।

অন্যান্য দলিল-প্রমাণ একপাশে সরিয়ে রেখে শুধু এটুকু দেখেই চল্লিশার অযৌক্তিকতা ও অন্তঃসারশূন্যতা উপলব্ধি করা যায়।

আল্লাহ-প্রদত্ত বিধান আর মানুষের তৈরি নিয়মের মৌলিক পার্থক্য এখানেই।

লোকটি ঋণে জর্জরিত হয়ে মারা গেছেন। আর আজকাল সুদবিহীন ঋণ সোনার হরিণে পরিণত হয়েছে।

অভিশপ্ত সুদ কীভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দরিদ্রকে আরো নিঃস্ব বানাচ্ছে আর সুদি মহাজনদের বানাচ্ছে আরো বিত্তশালী, আলোচ্য ঘটনা তার একটি উদাহরণ।

ঋণের ছোবলে জীবনের ওপর কতটা অন্ধকার নামলে কোনো মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে—আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।

এই জাতীয় ঘটনা দুদিন পরপর ঘটে আর আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলে যায়, দীনের চর্চা এবং ইসলামি অনুশাসন ও মূল্যবোধ ছাড়া প্রকৃত সুখের ঠিকানা আমরা কোনোদিন খুঁজে পাব না।

শায়খ আহমাদুল্লাহ

4 months ago | [YT] | 4

Deen Life BD

আলহামদুলিল্লাহ

5 months ago | [YT] | 30

Deen Life BD

9 months ago | [YT] | 0

Deen Life BD

যখন কেউ কল্পনাও করতে পারতো না যে, মাত্র হাতেগোনা কয়েকজন লোক যে-ব্যক্তির সঙ্গী-সাথী হয়েছে, তাঁর আওয়াজ ছড়িয়ে পড়বে সারা দুনিয়ায়। ঠিক তখনই আল্লাহ তাআলা সূরা আল ইনশিরাহে ঘোষণা দিলেন—“আর তোমার জন্য তোমার খ্যাতি আমি সমুন্নত করে দিয়েছি।” তারপর বিশ্ববাসী দেখেছে, আল্লাহ‌ তাআলা কী অনন্য সব পদ্ধতিতে তা বাস্তবায়ন করলেন।
সর্বপ্রথম তিনি রাসূল ﷺ-এর নামডাক ও চর্চা ব্যাপক করার কাজ করালেন তাঁর শত্রুদের দিয়েই। কীভাবে? রাসূলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার অংশ হিসেবে মক্কার কাফিররা একটি ‘বুদ্ধি’ এঁটেছিল—হজ্জের সময় আরবের বিভিন্ন এলাকা থেকে বিপুল-সংখ্যক লোক মক্কায় জমা হতো। তখন তারা হাজীদের প্রত্যেকটি তাঁবুতে গিয়ে বলতো, এখানে ‘মুহাম্মাদ’ নামে এক ভয়ংকর লোকের আবির্ভাব হয়েছে। সে লোকদের ওপর জাদু করে। ফলে পিতা-পুত্র, ভাই-ভাই ও স্বামী-স্ত্রীর মধ্যে ফাটল ধরে, বিচ্ছেদ হয়। কাজেই তাঁর সংস্পর্শ থেকে আপনারা দূরে থাকবেন। তখন লোকদের মনে প্রশ্ন জাগলো, লোকটি কে? কী তাঁর পরিচয়? তিনি কেন এমনটা করেন? তারপর অনুসন্ধানে নেমে লোকেরা তাঁকে জেনেছে। যতোই জেনেছে, ততোই মুগ্ধ হয়েছে। দুর্নামের বদলে হয়েছে সুনাম। এভাবে দিন-দিন আরবের প্রত্যন্ত অঞ্চলেও তাঁর চর্চা হতে লাগলো। এরপর নবিজি ﷺ মদীনায় হিজরত করলেন। সেখানে এমন অনন্য এক জীবন-ব্যবস্থা পেশ করলেন, যা মানুষের হৃদয় জয় করে নিলো।
মাত্র দশ বছরের মধ্যেই নবি ﷺ-এর খ্যাতির কথা সমগ্র আরবে সমুন্নত হয়ে গেল। চারিদিকে “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ”-এর ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল।
তারপর খোলাফায়ে রাশেদার শাসনামল থেকে নবিজির মুবারক নাম উচ্চারিত হতে লাগল সারা দুনিয়ায়। এই সিলসিলাটি আজও পর্যন্ত বেড়েই চলছে। ইন শা আল্লাহ, কিয়ামাত পর্যন্ত বাড়তেই থাকবে। এখন দিন-রাতের এমন একটুখানি সময়ও ফাঁকা পাওয়া যাবে না, যখন সারা দুনিয়ার কোথাও-না-কোথাও তাঁর মুবারক নাম পাঠ করা হচ্ছে না!
— ২০২৫ এর একুশে বইমেলায় প্রকাশিতব্য আমার নতুন বই থেকে নেয়া টুকরো অংশ।


__মিজানুর রহমান আজহারী

1 year ago | [YT] | 4

Deen Life BD

সুপ্রিয় বন্ধুরা, গতরাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে, স্টেজে উঠতে প্রায় ঘন্টা খানেক সময় লেগেছিল। প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না।

আমি কুরআনের একজন নগন্য ছাত্র। আপনাদের দ্বীনি ভাই। দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সর্বশেষ দেশে ২০১৯-২০২০ সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফাহা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলাকালীন সময়ে স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

প্রতিটি প্রোগ্রামেই মূল প‍্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। সেইফ এন্ট্রি এবং সেইফ এক্সিট নিশ্চিতকরণে, আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন।

অতি আবেগী হয়ে কুরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কুরআন-প্রেমীরা স্মার্টলি সবকিছু হ‍্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এতো বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা অসম্ভব।

আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি, নিশ্চই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালোলাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি, কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফাহা করতে চাই, কথা বলতে চাই, ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকবো এই প্রত্যাশা রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে ইনশাআল্লাহ।

ড. মিজানুর রহমান আজহারী

1 year ago | [YT] | 0

Deen Life BD

তিন কুলের এই আমলটি করলে কি উপকার হবে তা শুনলে অবাক হয়ে যাবেন https://youtu.be/igpaMRzwSwo?si=lqpHw...

1 year ago | [YT] | 2

Deen Life BD

ভিডিও লিংক : https://youtu.be/jf6eqOoAFuA?si=TSSyk...

1 year ago | [YT] | 1