আলহামদুলিল্লাহ, শাইখ Abdul Hi Saifullah হাফিজাহুল্লাহর চোখের অপারেশন সাকসেসফুলি শেষ হয়েছে,এবং সাইফুল্লাহ ভাইকে পূর্ণ বিশ্রামের জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
ভয় পাওয়ার কিছু নেই,অল্প একটুর জন্য আল্লাহ বড় ধরনের বিপদ থেকে হিফাজত করেছেন। চোখ ভালো আছে,বড় ধরনের কোনো বিপদ হয়নি, আলহামদুলিল্লাহ।
আমাদের সকলের প্রিয় দাঈ , বর্তমান সময়ের সাহসী কন্ঠস্বর, রাষ্ট্র চিন্তক, জনপ্রিয় ও নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন। টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়। তিনি বুকে,চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় জ্ঞান ফিরেছে। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে শেষে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশংকামুক্ত আছেন।পূর্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরেছে অনেকেই আতংকিত হচ্ছেন। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ। সংগ্রহীত পোষ্ট
বয়কট "India ". যারা মুখে বলে বন্ধু মনে মনে শত্রু । তাদের সাথে বাঙালীদের আগেও বন্ধুত্ব ছিল এখন হবে। আল্লাহ বাংলাদেশ সহ সকল মুজলুম মানুষকে হফেজত কর। (আমিন)
ইউরোপের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কোম্পানি নিয়ে আসবো স্বাধীন বাংলাদেশের বর্ডারের নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে, দেশের মানুষকে রক্ষা করতে, দেখি কে আসে বাঁধা দিতে!!
রাসেল ভাইপারঃ এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে। আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই। আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করি না,, ভাইরাল না হলে প্রশাসনের নজরে আসে না,
BEYOND BORDERS ARIF
আলহামদুলিল্লাহ, শাইখ Abdul Hi Saifullah হাফিজাহুল্লাহর চোখের অপারেশন সাকসেসফুলি শেষ হয়েছে,এবং সাইফুল্লাহ ভাইকে পূর্ণ বিশ্রামের জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
ভয় পাওয়ার কিছু নেই,অল্প একটুর জন্য আল্লাহ বড় ধরনের বিপদ থেকে হিফাজত করেছেন। চোখ ভালো আছে,বড় ধরনের কোনো বিপদ হয়নি, আলহামদুলিল্লাহ।
শায়খের জন্য দোয়ার আবেদন রইল।
সংগ্রহীত পোস্ট
1 year ago | [YT] | 19
View 0 replies
BEYOND BORDERS ARIF
আমাদের সকলের প্রিয় দাঈ , বর্তমান সময়ের সাহসী কন্ঠস্বর, রাষ্ট্র চিন্তক, জনপ্রিয় ও নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন। টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়।
তিনি বুকে,চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় জ্ঞান ফিরেছে। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে শেষে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশংকামুক্ত আছেন।পূর্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরেছে অনেকেই আতংকিত হচ্ছেন। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।
সংগ্রহীত পোষ্ট
1 year ago | [YT] | 14
View 0 replies
BEYOND BORDERS ARIF
প্রিয় হুজুর বিষণ অসুস্থ। সবাই দোয়া করবেন।
1 year ago | [YT] | 15
View 0 replies
BEYOND BORDERS ARIF
বয়কট "India ". যারা মুখে বলে বন্ধু মনে মনে শত্রু । তাদের সাথে বাঙালীদের আগেও বন্ধুত্ব ছিল এখন হবে। আল্লাহ বাংলাদেশ সহ সকল মুজলুম মানুষকে হফেজত কর। (আমিন)
1 year ago | [YT] | 7
View 0 replies
BEYOND BORDERS ARIF
হে আমাদের পালনকর্তা! আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।’
(সুরা দুখান : আয়াত ১২)
1 year ago | [YT] | 16
View 1 reply
BEYOND BORDERS ARIF
ইউরোপের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কোম্পানি নিয়ে আসবো
স্বাধীন বাংলাদেশের বর্ডারের নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে,
দেশের মানুষকে রক্ষা করতে,
দেখি কে আসে বাঁধা দিতে!!
©cpoy post
1 year ago | [YT] | 9
View 1 reply
BEYOND BORDERS ARIF
রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আমরা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করি না,, ভাইরাল না হলে প্রশাসনের নজরে আসে না,
জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।
(কপি )
1 year ago | [YT] | 3
View 0 replies
BEYOND BORDERS ARIF
সকলের কেরবানীকে আল্লাহ কবুল করুন (আমিন)
1 year ago | [YT] | 10
View 2 replies
BEYOND BORDERS ARIF
আলহামদুলিল্লাহ!!! আলহামদুলিল্লাহ!!!
হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আল্লাহ যাদের হজ্ব কবুল হবে তাদের উছিলা করে সকলকে মাফ করে দেন। (আমিন)
1 year ago | [YT] | 63
View 1 reply
BEYOND BORDERS ARIF
ইরানের প্রেসিডেন্ট রাইসী সহ সকল আরোহির মৃত্যু । সবাইকে আল্লাহ মাফ করুক। (আমিন)
1 year ago (edited) | [YT] | 15
View 2 replies
Load more