If you enjoyed my video please subscribe. Otherwise no need to do that.


tAn pRi

বেশি পাকলে যা হয়...

3 months ago | [YT] | 1

tAn pRi

মানিকে মাগে হিথে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি গান। এর অর্থ জানতে কার না ইচ্ছা করে। (যাদের গানটি ভালো লাগেনি, তাদের কথা আলাদা)। গানটির অর্থ জানতে আমিও সার্চ দিয়েছিলাম। অনেক ভিডিও আছে এ নিয়ে। কিন্তু আমার দেখা দেখির ভাগ ভিডিও ই মনগড়া কথা নিয়ে তৈরি। যেটা দেখে খারাপ লেগেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, Translator এর মাধ্যমেও প্রকৃত অর্থ জানা যাচ্ছেনা।
আমার এই ভিডিও তে গানের অর্থ শতভাগ নির্ভুল এটা বলতে পারছিনা। কিন্তু এটা তৈরি করতে আমি যেসব কিছুর সাহায্য নিয়েছি তা হলো -
১. মানিকে মাগে হিথে গানের সিংহলী লিরিক্স
২. সিংহলী টু ইংলিশ ডিকশনারী
৩. Google Translator
৪. একটি বাংলা সংবাদপত্রের প্রতিবেদন
৫. গানটির ইংরেজি অর্থ নিয়ে লেখা একটি ব্লগ
৬. গানটির বাংলা অর্থ নিয়ে লেখা একটি ব্লগ

এরপরও অনেক ভুল থাকতে পারে। কিন্তু চেষ্টা করেছি ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত কোন ভুল না রাখার। যেটার অর্থ খুঁজে পাইনি, সেটার শব্দার্থ দেইনি। অনেক সময় ভাবগত অর্থ প্রকৃত শব্দার্থ থেকে আলাদা হয়। কেউ যদি কোন ভুল খুঁজে পান, অনুগ্রহ করে কমেন্টে জানান।
https://youtu.be/xL19ddeL_2o

4 years ago | [YT] | 0

tAn pRi

ছোটবেলা থেকেই শুনে এসেছি সন্ধ্যায় সূর্য ডুবে যায়। প্রায়ই মনে হত সূর্য ডোবে কিভাবে? আকাশে পানি কই যে সূর্য ডুবে যাবে? বরং বলা ভালো পশ্চিম আকাশে সূর্য মিলিয়ে যায়। কিন্তু সেন্ট মার্টিনে গিয়ে মনে হল সূর্য আসলেই ডোবে। এটা আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সূর্যাস্ত। সূর্য যেন আসলেই পানিতে টুপ করে ডুবে গেল। সাথে ট্র্বাইপড থাকলে ভিডিওটা আরো সুন্দর হত।

সেন্ট মার্টিনে আমি কয়েকবার গিয়েছি। কিন্তু এমন সুন্দর সূর্যাস্ত দেখার সৌভাগ্য আমার একবারই হয়েছে। বাকী সববারেই আকাশে মেঘ বা কুয়াশা থাকায় সূর্য ডুবেছে গগনরেখার অনেক উপরে।

এমন সূর্যাস্ত দেখতে হলে আপনাকে যেতে হবে সেন্টমার্টিনের পশ্চিম বিচে। এই পয়েন্টেই হুমায়ূন আহমেদের "সমূদ্র বিলাস"। আর সাথে সাথে প্রার্থনা করতে হবে যেন আকাশ পরিষ্কার থাকে।

সেন্টমার্টিনের সূর্যোদয়ও সুন্দর। জাহাজঘাট থেকে দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন সাগরের পিছনে দাঁড়িয়ে থাকা মিয়ানমারের পাহাড়গুলোর বুক চিড়ে বেরিয়ে আসছে জ্বলজ্বলে কমলা সূর্য। দূর্ভাগ্য! আমার ক্যামেরা চার্জ না থাকায় তা ধারণ করতে পারিনি।

সূর্যাস্তের ভিডিও দেখতে চাইলেঃ https://youtu.be/LRvCRJggtCw

4 years ago | [YT] | 0