Spandan's kitchen

Hi, I am popy.
Hello friends, welcome to my channel "Spandan' kitchen". I always try to show simple and easy way to cook special and delicious dishes at home. For example ,various fish items, chicken and mutton item, dry fish, pakora, vegetables, pulses these recipes will be shown very easily with the spices available at hand. Which will be very beneficial for the new radhuni . Every cooking will be in simple home style.
I hope you will be like all the recipes and support me.
Thank you so much.


Spandan's kitchen

আগুনে পোড়া রোগীদের যদি একটু ক্যান্থারিস ঔষধ দেয়া যায়, অন্তত কিছুটা হলেও অসহ্য কষ্ট / মৃত্যুহার কমে আসবে। এমনকি পরবর্তীতে দ্রুত সুস্থ করে দিবে। কেউ আছেন কথাটা পৌছে দিতে?

বিশ্বাস করবেন কিনা জানিনা? সামান্য আগুনে চ্যাকা লাগলে অনেক কষ্ট হয়। এই শিশু বাচ্চাগুলো ঝলসে গেছে, কল্পনা করেই চোখের পানি থামাতে পারছি না।

আমি একজন নগন্য অবহেলিত DHMS হোমিওপ্যাথ, আমার কথা কেউ শুনবে না। দেশে অন্তত প্রতিষ্ঠিত অনেক BHMS হোমিওপ্যাথ আছেন। আপনারা একটু বার্ণ ইউনিটে কথা বলে, একটু ঔষধ দিয়ে আসুন।

ক্যান্থারিস ঔষধটি M2, Q, 30 যে কোন শক্তিতে সেবনে খুব দ্রুত জ্বালা কমে যাবে এবং মৃত্যুহার কমে যাবে।
যার অধিক পুড়ে গেছে, সে মরার আগে একটু হলেও কষ্ট কম পাবে।

এলোপ্যাথি তে এন্টিবায়োটিক স্যালাইন আর ক্রীম ছাড়া ভিতরের জ্বালা প্রশমনের তেমন কোন ঔষধ নাই।
কম্বাইন্ড চিকিৎসায় এলোপ্যাথি যে চিকিৎসাই দেয়া হোক পাশাপাশি ক্যান্থারিস সেবন করিয়ে রোগির কষ্ট ও মৃত্যুহার কমানো সম্ভব। এমনকি পরবর্তীতে দ্রুত সুস্থ করে দিবে। এটা আমার মুখের কথা নয়, দেশ বিদেশের অসংখ্য চিকিৎসক এর অভিজ্ঞতা লব্দ তথ্য।

প্লীজ, এই তথ্য টি শেয়ার করুন, আর সম্ভব হলে, উপযুক্ত কোন প্রতিনিধির কাছে পৌছে দিন।

আমার পোস্টে কমেন্ট করা আরেকজন চিকিৎসক এর অভিজ্ঞা যুক্ত করে দিলাম।

বিদ্র: ক্যান্থারিস ঔষধটি - গ্রীন হোমিও শান্তিনগর, ম্যাক্স ফেয়ার, নিউলাইফ, যে কোন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে, মাদার থেকে ৩x পোটেন্সিতে ব্যবহার করা যাবে। কোন হাসপাতাল প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করলে, আমি নিজে স্বশরীরে গিয়ে ঔষধ প্রস্তুত করে রোগীকে খাওয়ানো দেখিয়ে দিতে চাই।
আমি কম্বাইন্ড চিকিৎসায় সহযোগিতা করতে চাই। করোনার সময়, অনেক ICU রোগীকে কম্বাইন্ড চিকিৎসা দেয়া রোগী এখনো বেচে আছেন।
রাষ্ট্রীয় দুর্যোগে আমার দ্বারা অন্তত একটা জীবন বাচানো সম্ভব হলে, আমার শিক্ষা সার্থক।

হাসপাতাল ছাড়াও, এই দুর্ঘটনায় আহত রোগীর যে কোন স্বজন, আমার কাছ থেকে ঔষধটি সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে রোগীকে খাওয়াতে পারবেন।

যোগাযোগ -
হোমিও ডা. মো: জাকির হোসেন মাসুদ।
গ্রীন হোমিও হল, শান্তিনগর, ঢাকা।
01533038886
01711201018
#Milestone

5 months ago | [YT] | 0