Rafsan The Developer

Hi, I'm Rafsan Jane as known as Rafsan The Developer a Full-Stack Web Developer, from Bangladesh. Learn Web Design, Web development, and other programming languages in Bangla and English. This channel covers all of web development's latest techniques with solid examples.

I also share my Tech experiences and Secret tricks here.

I love to inspire the world through my entrepreneurial initiatives.
I want everyone to become an entrepreneur.


My Outsourcing Website:
Portfolio Site: www.rafsanjane.com



Rafsan The Developer

মাইগভ / mygov এর আরেক প্রব্লেম নিয়ে ভিডিও করব ভাবছি।
আসলেই কি আর ভিডিও লাগবে?

5 days ago | [YT] | 0

Rafsan The Developer

যারা বিদেশ থাকেন,
পরিবারের চলা-ফেরার দিকে খবর রাখতে চান (পরিবারের সেফটির জন্য)।
যেমন কখন কোথায় যায়। কোন কোন নাম্বারে কথা বলে।
এই নিয়ে ছোট কোর্স এবং সার্ভিস বের করলে কেমন হয়?

6 months ago | [YT] | 3

Rafsan The Developer

আপনার সাথেও কি এই রকম কিছু হয়েছে?

আজ একজনকে পাসপোর্ট দিল, সে খুলে দেখল ভিতরে ভিসা দেয়া।
আবার তার কাছ থেকে পাসপোর্ট দেখতে চেয়ে পাসপোর্ট রেখে দিল।
দিল না তো দিলোই না




.
.
.
.
#VFS #VisaUpdate #VFSUpdate

7 months ago | [YT] | 9

Rafsan The Developer

এক ভাই প্রশ্ন করেছিলেন,
আমি সোদি থাকি, এখন এপোয়েন্টমেন্ট ডেট নিতে এবং ডেট পেলে আমাকে ভিসার আগ পর্যন্ত কি বাংলাদেশে থাকতে হবে?
নাকি বিদেশ চলে যেতে পারব? বা আমার ডকুমেন্ট কি অন্য কেউ জময দিতে পারবে?


উত্তরঃ এপোয়েন্টমেন্ট ডেট পাওয়ার আগ পর্যন্ত দেশে আপনার কাজ নেই, ডেট পাওয়ার পর দেশে এসে নিজে উপস্থিত থেকে ডকুমেন্ট জমা দিতে হবে। এবং জমা দিয়ে সেদিন ই চলে যেতে পারবেন। মেইল আর নাম্বারে মেসেজ আসার পর আবার দেশে এসে সেগুলো সংগ্রহ করবেন।


আশা করি এইটা অন্য ৮/১০ জন ভাইয়ের ও থাকতে পারে তাই লিখলাম।

10 months ago | [YT] | 10

Rafsan The Developer

Vfs Global ৩১ মার্চের কিছু মেইল মিস গিয়ে ছিল, আমি বলে ছিলাম ভিডিওতে সেগুলা থেকে ২ টা এওপোয়েন্টমেন্ট আসছে।
বিস্তারিত ভিডিও তে এসে বলব ইনশা আল্লাহ।

10 months ago | [YT] | 5

Rafsan The Developer

Vfs Global এ পাসপোর্ট জমা করতে সাথে যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে লাগবে।


১. এপয়েন্টমেন্ট লেটার (চেক করে ভিতরে নিবে)
২. অরিজিনাল পাসপোর্ট (সাথে রাখবেন)

৩. পাসপোর্ট এর প্রথম পেইজের কালার ফটোকপি দুইটা
৪. ৪ কপি ছবি,ছবির সাইজ 4*3.5 ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হবে(লম্বা 4 cm এবং চওড়া 3.5 cm)
৫. নুলুস্তা কপি
৬. D-Type Form কালার প্রিন্ট
৭. অভিজ্ঞতা সার্টিফিকেট
৮. এম্বাসি ফি

ভি-আইপি সার্ভিসের কোন বেনিফিট নেই ২০০ টাকার খাবার ছাড়া এক্সট্রা সাপোর্ট শুধু একটা ফর্ম ফিলাপ করে দেয় যার জন্য গুনতে হয় এরাউন্ড ৫ হাজার টাকা। যা নরমালি অনেকেই করে দেয় নাম মাত্র মূল্যে।


সার্টিফিকেট, ম্যান-পাওয়ার এবং D-Type Form ফিলাপের জন্য, যদি সাহায্য প্রয়োজন হয় আমাকে হোয়াটস্যাপ এ নক দিবেন।
আমি ট্রাস্টেড এগুলা নিয়ে যারা কাজ করে তাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দিব।


WhatsApp: wa.me/+8801601701933

11 months ago (edited) | [YT] | 3

Rafsan The Developer

সবাই তো ধিরে ধিরে VFS এপোয়েন্টমেন্ট ইমেইল পাওয়া শুরু করেছেন এখনো কি কারো সেম প্রশ্ন আছে?
যে কবে পাবো এপোয়েন্টমেন্ট? অবে পাব মেইল?

নেক্সট ভিডীও কি নিয়ে বানালে ভাল হয় জানাবেন।

Regards
Rafsan The Developer

11 months ago | [YT] | 3

Rafsan The Developer

Lead Generation Freelancer দের জন্য ৩ টি টুলস আমি নিয়ে আসছি।
যারা Local Business Leads নিয়ে কাজ করেন তারা এর থেকে উপকার পাবেন ।
মজা ব্যাপার হল টুল গুলো কিনে আপনি Unlimited Leads Scrap করতে পারবেন।
বিভিন্ন মার্কেট প্লেসে এই টুল গুলো দিয়ে সার্ভিস দেয়া হচ্ছে ।
বিস্তারিত জানতে মেসেজ দিন আমার ফেসবুক পেজে।

ভিডিও দেখে নিন
https://www.youtube.com/watch?v=xb64s...

1 year ago | [YT] | 0