Welcome to the "Legal UP Bangla"

Let’s take a look for knowing about our channel.

Question 1. What is the purpose of this channel?

A: our purpose is to present the law in a simple way.

I usually read the "English version" of the law in my varsity, but I am requesting you to go to court one day and realize how important it is to know the "Bengali of law" in order to practice law in Bangladesh.

In the "Hebrew-Bangla" language of the Bengali law books, it would not take even a second for any ordinary person to have 32 teeth and 30 teeth.

We will take responsibility for protecting your "teeth".

No one will rely on the lectures given in our video. Of course you must see the original book of every law. If there is any inconsistency in our lectures, please let us know. We will try to correct.


Legal Up Bangla

প্রশ্ন :
🎯🎯🎯
এডভোকেট হবার যোগ্যতা, কিভাবে আইনজীবী হব, কিভাবে এলএলবি সম্পূর্ণ করব। ?????





♦️ক্যারিয়ার হিসেবে : আদালতভিত্তিক কাজে আইনজীবীদের পদোন্নতির ধারা সুনির্দিষ্ট। ধাপে ধাপে নিম্ন আদালত থেকে আপিল বিভাগে কাজ করার যোগ্যতা অর্জন করবেন আপনি। সরকারি পর্যায়ে সহকারী জজ হিসেবে শুরু হবে আপনার ক্যারিয়ার। এরপর সিনিয়র জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে।

♦️কাদের জন্য এ পেশা ; যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী বা পেশাজীবীর আইন পড়ার সুযোগ আছে। সে বিজ্ঞানের ছাত্র হোক, মানবিক, বাণিজ্য কিংবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হোক না কেন। প্রথমে আপনাকে এইচএসসি পাসের পর যে কোনো সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হতে হবে। এখানে আপনাকে চার বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্স শেষ করতে হবে। এক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আপনি ইচ্ছা করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। বাংলাদেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স ও মাস্টার্স কোর্স রয়েছে।

♦️কাজকর্ম : ক্লায়েন্ট ও কাজের জায়গার ভিত্তিতে আইনজীবীদের কাজ আলাদা হয়। সাধারণত তাদের কাজের মধ্যে মামলা পরিচালনার ক্ষেত্রে ক্লায়েন্ট, সহকর্মী ও বিচারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, আইনি সমস্যা নিয়ে গবেষণা করা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আইনকানুন ও নীতিমালা অনুধাবন করা, বিভিন্ন আইনি নথি (আপিল, দলিল, চুক্তি) তৈরি করা, ক্লায়েন্টের পক্ষে যুক্তি সরবরাহ করা ও যথাযথ আইনি পরামর্শ দেওয়াসহ বিভিন্ন কাজ আইনজীবীরা করেন।

♦️যোগ্যতা : আমাদের দেশে আইনজীবী হওয়ার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। প্রাথমিক দুটি শর্ত হলো বাংলাদেশের নাগরিক হওয়া ও বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। এ দুটি শর্ত পূরণ হলে বাকি ধাপগুলো প্রযোজ্য হবে।

♦️শিক্ষাগত যোগ্যতা : আইন বিষয়ে পড়াশোনা বাধ্যতামূলক। এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বা বার কাউন্সিল স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণযোগ্য। আপনার গ্র্যাজুয়েশন যদি আইন ছাড়া অন্য কোনো বিষয়ে হয়ে থাকে, তাহলে এলএলবি কোর্স সম্পন্ন করা প্রয়োজন।

♦️বাংলাদেশ বার কাউন্সিলের সনদ : আবেদন ফর্ম জমা দেওয়ার পর কমপক্ষে ৬ মাস একজন শিক্ষানবিশ হিসেবে সিনিয়র কোনো অ্যাডভোকেটের অধীনে কাজ করতে হবে। এরপর মৌখিক, লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা অর্জন করবেন।

♦️কোথায় পড়বেন : দেশের সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অনার্স-মাস্টার্স ডিগ্রি রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন কলেজগুলোতেও পড়াশোনার সুযোগ আছে।


♦️পড়ার খরচ : চার বছর মেয়াদি কোর্সের মোট খরচ তিন লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে নির্ভর করবে আপনি কেমন বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের কোর্স করবেন তার ওপর। দুই বছর মেয়াদি এই কোর্সের খরচ ৯০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

♦️সুযোগ-সুবিধা : আইন পড়ে কেউ আইনজীবী হতে না চাইলেও তার জন্য সরকারি-বেসরকারি চাকরির দুয়ার খোলা। আইন পড়ার আরেকটি মজার বিষয় হলো আপনি স্বাস্থ্য, প্রকৌশলী, আইটিসহ অনেক সেক্টরে কাজ করার সুযোগ পাবেন। ছোট-বড় সব ধরনের কোম্পানিতেই লিগ্যাল সেক্টরে চাকরি বা পরামর্শক হিসেবে আইনের ছাত্রছাত্রীরা ক্যারিয়ার গড়তে পারেন।

♦️আয়-রোজগার : একজন আইনজীবীর আয় কাজের ধরন ও অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। বার সনদ নেওয়ার শুরুতে হয়তো আপনি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন। সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে আয় কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে।

1 year ago | [YT] | 4

Legal Up Bangla

🎯কেও যদি বলে আইন শুধু বুঝবার বিষয় তবে সে আপনাকে ঠকাচ্ছে!

🎯কেও যদি বলে শুধু বেয়ার এ্যাক্ট পড়েন তবে বুঝে নিবেন সেও আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

*সঠিকটা হলো*
১/আইন বুঝে মুখস্থ করতে হবে,
২/ গাইডের সাহায্য নিয়ে বা কোন শিক্ষকের তাত্বাবধানে পড়তে হবে।
৩/ গাইড বা শিক্ষক ঠিক বলেছে কিনা সেটা দেখার জন্য মূল বই এর সহযোগিতা নিতে হবে।

#foryou #barexam.

1 year ago | [YT] | 5

Legal Up Bangla

আমাদের সমাজে প্রচলিত ধারণা হচ্ছে, যদি কোনো মা-বাবা তাঁর সন্তানকে ত্যাজ্য হিসেবে ঘোষণা করেন তবে সেই সন্তান চিরতরে তাঁর মা-বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেন।

অনেক সময় দেখা যায় যে বাবা তাঁর সন্তানকে ত্যাজ্য হিসেবে ঘোষণা করেন এবং হলফনামা করে লিখে দেন যে তাঁর মৃত্যুর পর সেই সন্তান সম্পত্তির কোনো অংশীদার হবেন না।

এ ধরনের ঘোষণার আদৌ কোনো আইনি ভিত্তি নেই। মুসলিম পারিবারিক আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কারা সম্পত্তির উত্তরাধিকার হবেন এবং তাঁদের অংশ কতটুকু হবে। মুসলিম আইন অনুযায়ী জন্মসূত্রেই কোনো সন্তান তাঁর পরিবারের সম্পত্তিতে উত্তরাধিকার অর্জন করেন এবং তাঁদের এ অধিকার কোনোভাবেই খর্ব করা যায় না।



মুসলিম আইন অনুযায়ী :
অবাধ্যতার কারণে সন্তানকে বঞ্চিত করার উদ্দেশ্যে মৃত্যুর আগে পুরো সম্পদ অন্য কারও নামে লিখে দেওয়া ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়। কারণ, সম্ভাব্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করার কৌশল অবলম্বন করা ইসলাম সমর্থন করে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩১৬৮৮; খুলাসাতুল ফাতাওয়া: ৪ / ৪০০; ফাতাওয়া বাযযাযিয়া: ৬ / ২৩৭)

একইভাবে এক সন্তানকে বঞ্চিত করার জন্য অন্য সন্তানের নামে সব সম্পদ বা বেশির ভাগ সম্পদ লিখে দেওয়াও ইসলামসম্মত নয়। মহানবী (সা.) এমনটি করতে নিষেধ করেছেন।


তবে কোনো মা-বাবা দান, উইল বা বিক্রয়ের মাধ্যমে তাঁদের সম্পত্তি যে কারও কাছে হস্তান্তর করতে পারেন। এখানে মনে রাখতে হবে মুসলিম আইনে উইলের দ্বারা এক-তৃতীয়াংশের বেশি হস্তান্তর করা যায় না এবং ওই ব্যক্তির মৃত্যুর পর তা কার্যকর হবে। জীবিতকালে কোনো মা-বাবা তাঁদের সম্পত্তি অন্য কাউকে যথাযথ উপায়ে দান না করে গেলে কিংবা বিক্রয় করে না গেলে মৃত্যুর পর তাঁদের সন্তানেরা অবধারিতভাবেই উত্তরাধিকারী হিসেবে সেই রেখে যাওয়া সম্পত্তির অংশীদার হবেন।

কিন্তু জীবিতকালে শুধু ত্যাজ্যপুত্র বলে ঘোষণা করে ভবিষ্যতে সন্তানেরা সম্পত্তি থেকে বঞ্চিত হবেন বলে দিলেই সন্তানেরা ত্যাজ্য হয়ে যাবেন না।






প্রতিকার :
যদি এমন হয় বাবা-মা ত্যাজ্যপুত্র বলে সন্তানদের ঘোষণা দিয়ে গেছেন এবং এ জন্য অন্য অংশীদারেরা তাঁদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন তাহলে সন্তানেরা আইনের আশ্রয় নিতে পারেন।
চাইলে দেওয়ানি আদালতে বাবা-মায়ের করা দলিলটি বাতিল চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারেন। কোনো বাবা-মা যদি তাঁদের অবাধ্য সন্তানকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করতে চান তাহলে জীবিতাবস্থায় ওই সম্পত্তি অন্য কাউকে দান করে কিংবা বিক্রি করে সম্পত্তির দখল ছেড়ে দিয়ে যেতে হবে।


মনে রাখতে হবে যেটুকু সম্পত্তিই বাবা-মা নিজের নামে রেখে যান না কেন তাঁদের মৃত্যুর পর তাঁর বৈধ উত্তরাধিকারীরা এ সম্পত্তির অংশীদার হবেন। এ থেকে জীবিত অবস্থায় কাউকে বঞ্চিত করার ঘোষণা মুসলিম আইন অনুযায়ী করা যাবে না।

সন্তানেরা অবশ্যই বাবা-মায়ের সম্পত্তির অংশীদার হবেন। যেকোনো দলিল সম্পাদন কিংবা হলফনামার মাধ্যমে ত্যাজ্য করার ঘোষণা আইনের চোখে অচল এবং আদালতের মাধ্যমে বলবৎ করার সুযোগ নেই।

1 year ago | [YT] | 3

Legal Up Bangla

দত্তক নেওয়া কন্যা সন্তান কি বাবার সম্পত্তির ভাগ পায়?

উত্তর :
দত্তক সন্তান কখনো সম্পত্তির অংশীদারিত্ব পাবে না, তবে যদি পালিত পিতা তার সম্পত্তির অংশ দলিল করে দিতে পারবে।

আইনি বিশ্লেষণ :

১৮৭৫ সালের মাইনরিটি অ্যাক্টের ৩ ধারা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো শিশুর কাস্টডি ১৮৯০ সালের অভিভাবকত্ব ও পোষ্য (গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট) আইনের ৭ ধারায় নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে ১৯৮৫ সালের ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের অধীন এখতিয়ারভুক্ত পারিবারিক আদালতে আবেদন করতে হবে। কিন্তু এই আইন উক্ত উপায়ে অভিভাবকত্ব পাওয়া সন্তানকে অভিভাবকের সম্পত্তির উত্তরাধিকারী করার অধিকার দেয় না।

ইসলামে দত্তক নেওয়া কন্যা সন্তান বাবার সম্পত্তির ভাগ পায় না। ইসলামী আইন অনুযায়ী, দত্তক সন্তানের সম্পত্তির অধিকার নেই, কারণ তারা জৈবিক সন্তান নয়।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায় হিন্দু আইন দ্বারা নির্ধারিত সীমাবদ্ধতা অনুসারে শুধু ছেলে শিশু দত্তক নিতে সক্ষম। উত্তরাধিকারের ক্ষেত্রে হিন্দু আইন প্রাকৃতিক পুত্র এবং দত্তক পুত্রের মধ্যে কোনো পার্থক্য করে না।

তবে ছেলে সন্তান দত্তক নেওয়ার পর তার পুরোনো পরিবারের সঙ্গে সম্পর্ক এমনভাবে ছিন্ন করা হয় যেন তাকে নতুন পরিবারের মধ্যে জন্ম নেওয়া হলো। একটি সামাজিক আনুষ্ঠানিক রেওয়াজের মাধ্যমে দত্তক পুত্রসন্তান তার নতুন পরিবারের উপর অধিকার, কর্তব্য এবং দায়িত্ববোধের অংশীদার হয়।

সমাধান :

দত্তক নেওয়া সন্তান দত্তক পিতামাতার উত্তরাধিকার হয় না, তবে চাইলে দত্তক পিতা-মাতা তাদের মোট সম্পত্তির এক-তৃতীয়াংশ দত্তক সন্তানের জন্য দান হিসেবে দিতে পারেন। সে জন্য পালক ব্যক্তিকে হয় জীবদ্দশায় হেবা করে সম্পত্তি দিতে হবে বা অসিয়ত করে যেতে হবে, যাতে পালকের মৃত্যুর পর সম্পত্তির অনধিক তিনের এক অংশ পেতে পারে।

------------------ Adv Taniya Akter Prova
(Collected)

1 year ago | [YT] | 0

Legal Up Bangla

বিচারক হয়েও কাঠ গড়ায় দাঁড়াতে হয় !! নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী!
"আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?''
মানিক আমাদের শিখালো 'ক্ষমতা,অহংকার অতি ক্ষুদ্র জিনিস! এই আছে তো এই নাই!
আল্লাহ ই দেয়, আল্লাহ ই নিয়ে নেন, চিরকালের জন্য কিছুই নেই!❤️

(c)

1 year ago | [YT] | 3

Legal Up Bangla

দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে যে যেভাবে পারেন দেশের মানুষের পাশে এসে দাঁড়ান।দেশটা আমাদের আমাদেরই গড়ে তুলতে হবে।সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।

1 year ago | [YT] | 1

Legal Up Bangla

🎯আমরা স্বাধীন বলে চিৎকার করি কিন্তু নারীরা স্বাধীন দেশে কি আদৌ স্বাধীন!!!

🙂🙂🙂
কলকাতার পাশের একটি মেডিকেল কলেজ। আরজিকর।পূর্ব ভারতের একসময়ের সবচেয়ে নামী মেডিকেল কলেজ।
সেই মেডিকেল কলেজের একজন মেয়ে ডাক্তার মৌমিতা দেবনাথ। টানা ৩৬ ঘন্টা নাইট ডিউটি দেওয়ার পর সেমিনার রুমে রেস্ট নেয়ার সময় কিছু পশুর দ্বারা নির্মমভাবে রেইপড হয়েছেন।কতবার হিসেবে নেই।শুধু জীবিত অবস্থায় নয়,মৃত্যুর পরও অসংখ্যবার। এই ঘটনার বর্ণনা পড়তে গিয়ে আমার গা গুলিয়ে ওঠেছে। ত্রিশ সেকেন্ডের বেশি তার গলা সর্বশক্তিতে চেপে ধরে রাখা হয়েছে যতোক্ষণ পর্যন্ত তার চোখ দিয়ে রক্ত আসতে থাকে,যতক্ষণ পর্যন্ত না, মুখ দিয়ে অনবরত রক্ত না আসতে থাকে। চেপে ধরে রাখার জন্য কোনো শব্দ করতে পারে নি সে,অসীম যন্ত্রনা সহ্য করেছে সে।তার সারা শরীরে ১১৩ টি কামড়ের দাগ!১১৩ টি ইনজুরি করতে ঠিক কি পরিমাণ অত্যাচার করতে হয় আমি জানি না।তার শরীর থেকে প্রায় ১৫০ গ্রাম রক্ত ও সিমেন মিশ্রিত ফ্লুইড পাওয়া গেছে। যার এক তৃতীয়াংশ মেয়েটির নিজের রক্ত হলেও অবশিষ্ট এমাউন্ড থেকে স্পষ্ট মেয়েটিকে অন্তত দশ থেকে পনেরো বার রেইপ করা হয়েছে। এতোটাই তার পায়ে ফোর্সফুলি করা হয়েছে যে তার কোমড়ের অস্থি - হিপ বোন ফ্রেকচার হয়ে গেছে, গলার উপরের হায়অয়েড বোন ফ্রেকচার হয়ে গেছে।কতবার তা ডাক্তাররা পরীক্ষার পরও নিশ্চিত হয়ে এখনো বলতে পারেন নি। অন্তত দশ থেকে পনেরো বার?এই ইনসিডেন্ট কয়বার তার জীবন দশায় হয়েছে, কয়বার তার মারা যাবার পর সেটাও বলা যায় নি।কতোটা পশু হলে মৃত্যুর পরও অনবরত রেইপ করা যায় আমি ভাবতে পারি না। মেয়েটার অপরাধ কি ছিলো? মেয়েটি একটা হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে নাইট ডিউটি দিচ্ছিলো।যেখানে একটা ডাক্তার নিরাপদ না, সেই হসপিটালের রোগীরাও কি আদৌ নিরাপদ?

সেই কলেজের প্রিন্সিপাল ডা. সন্দ্বীপ ঘোষ এর থ্রোতে এই ঘটনাটি ঘটবার পর বাসায় জানানো হয়েছে, 'আপনার মেয়ে আত্মহত্যা করেছে।' ডা. সন্দ্বীপ ঘোষ একজন ডাক্তার হয়ে দেখেই বোঝার কথা কোনটা আত্মহত্যা আর কোনটা রেইপ!গায়ে শ খানেক ইনজুরি,কোনো কাপড় নেই, এভাবে মানুষ আত্মহত্যা করে?কার প্রশ্রয়ে উনি মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন পরিষ্কার নয়।কেউ তো আছেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার সেই ঘটনার তিনদিন হয়ে যাবার পরও পুলিশ নাকি বুঝতে পারছে না এটা একজনের কাজ নাকি একাধিক জনের কাজ! উচ্চমহলের হাত ছাড়া একজন পুলিশ এই কথা কিভাবে বলেন? এই ঘটনার প্রতিবাদে ভারতে গতকাল চলেছে,'মেয়েরা রাত দখল করো!' আন্দোলন, সমাবেশ। যে যে জায়গা থেকে প্রতিবাদ করেছে একত্রে জড়ো হয়ে।একই কমিউনিটির মানুষ হিসেবে এর প্রতিবাদ করছি ও একাত্মতা প্রকাশ করছি।

বর্ণনাটা এখনো চোখে ভাসছে...
'A broken hyoid bone, blood spilled from eyes, black mark all over the body, blood from the private part, seminal fluid of multiple persons inside the body...'

#justiceformoumita
#justiceforRGKar
#DhakatoKolkata
#collected

1 year ago | [YT] | 0

Legal Up Bangla

Welcome to my new YouTube Channel ( Prova's dairy) :

Channellink:
youtube.com/@provasdairy-f6t?si=eO9KX7MeB-xqwc5y
Facebook page link : www.facebook.com/profile.php?id=61563809165436&mib…

. My favorite flower is Bakul, That's why I have added this image to welcome my beloved friends and family . By visiting my page you can watch many of my lifestyle videos. Hope that will bring smile on your face, on the other hand you may Learn many think. Coz life is all about learning. As we know, we all learn from each other.
So,yeah Again Welcome to my channel .

Stay with me and keep supporting me. Thank You.

স্বাগতম সবাইকে । আমার প্রিয় ফুল বকুল, তাই আমার প্রিয় অনুসারীদের স্বাগত জানাতে এই ছবিটি যুক্ত করেছি। আমার youtube ভিজিট করে আপনি আমার লাইফস্টাইলের অনেক ভিডিও উপভোগ করতে পারবেন। আমার সাথে থাকুন এবং আমাকে সমর্থন করুন।

ধন্যবাদ।
প্রভা।

রাত:২টা বেজে ৩২ মিনিট।
০৭.০৮.২০২৪.

1 year ago | [YT] | 1

Legal Up Bangla

এই বছরের বাজেট ঘোষণা হবে কিছু দিনের মধ্যএ।
আগের বছরের মতোই কর ছাড় ৩৫০০০০ টাকা থাকলেও যাদের আয় মাসে ১৫০০০০ টাকার বেশি তাদের ক্ষেত্রে কর এই বছর বেশি দিতে হবে কারণ ২৫ লক্ষ টাকার বেশি যাদের ইনকাম তাদের আগে ২৫% আয় কর দিতে হতো যা বর্তমান বাজেটে ৩০% করা হয়েছে।
আয় কর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিও লিংকে ক্লিক করে দেখতে পারেন।
#badget2024 #incometax

https://youtu.be/2GnBKPZRA0w?si=BJDkn...

1 year ago | [YT] | 0

Legal Up Bangla

এলএলবি পাশ করলে আপনি লইয়ার হয়ে যাবেন। লইয়ার এবং এডভোকেটের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যারা ল ডিগ্রী পাস করে তারা সবাই লইয়ার। আর লইয়ারদের মধ্য থেকে যারা বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত হয় তারাই কেবলমাত্র অ্যাডভোকেট। অর্থাৎ সকল এডভোকেট ই লয়ের কিন্তু সকল লইয়ারই এডভোকেট নন।

1 year ago | [YT] | 3