— আজকের যুগে সোশ্যাল মিডিয়া এক অদ্ভুত আসক্তির নাম। অনেক বোন, আলহামদুলিল্লাহ, বাহ্যিকভাবে সুন্দর পর্দা করে চলেন। কিন্তু দুঃখজনকভাবে, সেই একই বোনেরা কখনো নিজের ছবি, কখনো ভিডিও,
— কখনো আবার অন্য কোনো বোনের ছবি/ভিডিও – “পর্দাযুক্ত” অবস্থায় হলেও – সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
— কিন্তু আমরা কি ভেবেছি...? আসলেই এর প্রয়োজন কতটুকু...? একটি ছবি বা ভিডিও যখন প্রকাশ্যে চলে যায়, তখন সেটা কার চোখে, কার মনে, কার আবেগে কী প্রভাব ফেলবে – তা আমরা কোনোদিনই নিয়ন্ত্রণ করতে পারব না।
— পর্দা কেবল শরীর ঢাকার নাম নয়। বরং এটি হলো— 🔹 দৃষ্টি সংযমের নাম 🔹 অনুভূতি ও আবেগকে নিয়ন্ত্রণের নাম 🔹 পরিচয় ও মর্যাদাকে হিফাযতের নাম
— সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করার ফিতনাগুলো:
— পুরুষের দৃষ্টি ও কল্পনার ফিতনা...! পর্দাযুক্ত হলেও একজন নারী যখন ছবি/ভিডিও প্রকাশ করেন, তখন বহু পুরুষের চোখে সেটি চলে যায়। তাদের কল্পনা, আবেগ ও শয়তানি চিন্তাকে উসকে দেয়। ➡️ আল্লাহ বলেন: وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ “মুমিন নারীদের বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে।” (সুরা নূর: ৩১)
— আত্মপ্রদর্শন ও রিয়ার ফিতনা...! পর্দাযুক্ত ছবি পোস্টের পেছনে অনেক সময় ‘লাইক, কমেন্ট, প্রশংসা’ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। এটা ধীরে ধীরে রিয়ার দিকে টেনে নেয়, অন্তরের খালিসিয়াত নষ্ট করে দেয়।
— অন্য বোনদের জন্য ভুল দৃষ্টান্ত...! যখন একজন পর্দানশীন বোন ছবি পোস্ট করেন, তখন অন্যরা ভাবে: “যেহেতু উনিও করছেন, তাহলে আমিও করতে পারি।” এভাবে ধীরে ধীরে ফিতনা সমাজজুড়ে ছড়িয়ে পড়ে।
— গীবত, পরনিন্দা ও কটুক্তির দরজা খোলে...! ছবি বা ভিডিও পোস্ট করলে কেউ প্রশংসা করে, কেউ আবার নিন্দা করে। ফলাফল: গীবত, বিদ্বেষ, পরনিন্দা—যা সওয়াবের ভাণ্ডার শূন্য করে দেয়।
— হায়া ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়...! প্রথমে সামান্য ছবি, পরে ভিডিও, তারপর হয়তো কণ্ঠ— এভাবে ধাপে ধাপে হায়া দুর্বল হতে থাকে।
রাসূল ﷺ বলেছেন: “হায়া ঈমানের একটি শাখা।” (বুখারি, মুসলিম)
---
— নারীর জন্য সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার কী...?
— ইসলামের দৃষ্টিতে নারীর সোশ্যাল মিডিয়ায় আসার মূল উদ্দেশ্য কখনোই ছবি প্রদর্শন নয়। বরং, আল্লাহ নারীদের জন্য দাওয়াহর সুন্দর ও নিরাপদ দরজা রেখেছেন: 🔹 হিকমতের সাথে দ্বীনের কথা প্রচার করা 🔹 কুরআন-হাদীসের আলোকে পরামর্শ ও উপদেশ শেয়ার করা 🔹 জ্ঞান, শিক্ষা ও কল্যাণ ছড়িয়ে দেওয়া 🔹 অন্য বোনদের ঈমানি দৃঢ়তা বাড়াতে সাহায্য করা
এগুলোই হতে পারে নারীর জন্য সওয়াবের পথ, হায়ার পথ, তাকওয়ার পথ।
---
— তাই আজ প্রয়োজন আমাদের একটু সচেতন হওয়া। কারণ, ছবির মাধ্যমে না হোক, কণ্ঠের মাধ্যমে না হোক— যদি কোনো অজানা মানুষ প্রভাবিত হয়, তবে আমরাও তার ফিতনার অংশীদার হবো।
— আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের সকল বোনকে হায়ার জামানত দান করুন, সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ্ আমাদের ভাইদেরও দৃষ্টিকে সংযত করার তাওফীক দিন, আর সবাইকে দ্বীনের আলো দিয়ে জীবনকে সাজানোর সৌভাগ্য দান করুন। . — আমীন...!🍂 — ইয়া রব্বাল আলামীন..! 🍂 .
হুম..!! মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাঁসে না, আর ছেলেদের কান্না খুব দুঃখের,, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না......!!
দুই টাকার চকলেটের মাঝেও একটি পর্দা দেওয়া থাকে যাতে ভেতরে অংশ টুকু না দেখা যায়। ওহে খোলা মেলা পোশাকের নারীরা, তোমরা কি সেই দুই টাকার চকলেটের চেয়েও বেশি সস্তা..!!
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
!...সোশ্যাল মিডিয়া ও আমাদের পর্দা...!
— আজকের যুগে সোশ্যাল মিডিয়া এক অদ্ভুত আসক্তির নাম।
অনেক বোন, আলহামদুলিল্লাহ, বাহ্যিকভাবে সুন্দর পর্দা করে চলেন।
কিন্তু দুঃখজনকভাবে, সেই একই বোনেরা কখনো নিজের ছবি, কখনো ভিডিও,
— কখনো আবার অন্য কোনো বোনের ছবি/ভিডিও – “পর্দাযুক্ত” অবস্থায় হলেও – সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
— কিন্তু আমরা কি ভেবেছি...?
আসলেই এর প্রয়োজন কতটুকু...?
একটি ছবি বা ভিডিও যখন প্রকাশ্যে চলে যায়, তখন সেটা কার চোখে, কার মনে, কার আবেগে কী প্রভাব ফেলবে – তা আমরা কোনোদিনই নিয়ন্ত্রণ করতে পারব না।
— পর্দা কেবল শরীর ঢাকার নাম নয়।
বরং এটি হলো—
🔹 দৃষ্টি সংযমের নাম
🔹 অনুভূতি ও আবেগকে নিয়ন্ত্রণের নাম
🔹 পরিচয় ও মর্যাদাকে হিফাযতের নাম
— সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করার ফিতনাগুলো:
— পুরুষের দৃষ্টি ও কল্পনার ফিতনা...!
পর্দাযুক্ত হলেও একজন নারী যখন ছবি/ভিডিও প্রকাশ করেন, তখন বহু পুরুষের চোখে সেটি চলে যায়।
তাদের কল্পনা, আবেগ ও শয়তানি চিন্তাকে উসকে দেয়।
➡️ আল্লাহ বলেন:
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
“মুমিন নারীদের বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে।” (সুরা নূর: ৩১)
— আত্মপ্রদর্শন ও রিয়ার ফিতনা...!
পর্দাযুক্ত ছবি পোস্টের পেছনে অনেক সময় ‘লাইক, কমেন্ট, প্রশংসা’ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে।
এটা ধীরে ধীরে রিয়ার দিকে টেনে নেয়, অন্তরের খালিসিয়াত নষ্ট করে দেয়।
— অন্য বোনদের জন্য ভুল দৃষ্টান্ত...!
যখন একজন পর্দানশীন বোন ছবি পোস্ট করেন, তখন অন্যরা ভাবে:
“যেহেতু উনিও করছেন, তাহলে আমিও করতে পারি।”
এভাবে ধীরে ধীরে ফিতনা সমাজজুড়ে ছড়িয়ে পড়ে।
— গীবত, পরনিন্দা ও কটুক্তির দরজা খোলে...!
ছবি বা ভিডিও পোস্ট করলে কেউ প্রশংসা করে, কেউ আবার নিন্দা করে।
ফলাফল: গীবত, বিদ্বেষ, পরনিন্দা—যা সওয়াবের ভাণ্ডার শূন্য করে দেয়।
— হায়া ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়...!
প্রথমে সামান্য ছবি, পরে ভিডিও, তারপর হয়তো কণ্ঠ—
এভাবে ধাপে ধাপে হায়া দুর্বল হতে থাকে।
রাসূল ﷺ বলেছেন:
“হায়া ঈমানের একটি শাখা।” (বুখারি, মুসলিম)
---
— নারীর জন্য সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার কী...?
— ইসলামের দৃষ্টিতে নারীর সোশ্যাল মিডিয়ায় আসার মূল উদ্দেশ্য কখনোই ছবি প্রদর্শন নয়।
বরং, আল্লাহ নারীদের জন্য দাওয়াহর সুন্দর ও নিরাপদ দরজা রেখেছেন:
🔹 হিকমতের সাথে দ্বীনের কথা প্রচার করা
🔹 কুরআন-হাদীসের আলোকে পরামর্শ ও উপদেশ শেয়ার করা
🔹 জ্ঞান, শিক্ষা ও কল্যাণ ছড়িয়ে দেওয়া
🔹 অন্য বোনদের ঈমানি দৃঢ়তা বাড়াতে সাহায্য করা
এগুলোই হতে পারে নারীর জন্য সওয়াবের পথ, হায়ার পথ, তাকওয়ার পথ।
---
— তাই আজ প্রয়োজন আমাদের একটু সচেতন হওয়া।
কারণ, ছবির মাধ্যমে না হোক, কণ্ঠের মাধ্যমে না হোক—
যদি কোনো অজানা মানুষ প্রভাবিত হয়, তবে আমরাও তার ফিতনার অংশীদার হবো।
— আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের সকল বোনকে হায়ার জামানত দান করুন,
সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে হেফাজত করুন।
আল্লাহ্ আমাদের ভাইদেরও দৃষ্টিকে সংযত করার তাওফীক দিন,
আর সবাইকে দ্বীনের আলো দিয়ে জীবনকে সাজানোর সৌভাগ্য দান করুন।
.
— আমীন...!🍂
— ইয়া রব্বাল আলামীন..! 🍂
.
লেখা ~ গুরাবা উম্মাহ্
3 months ago | [YT] | 3
View 7 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
𝙰𝚂𝚂𝙰𝙻𝙰𝙼𝚄𝙰𝙻𝙰𝙸𝙺𝚄𝙼 🌷
𝙷𝙰𝙿𝙿𝚃 𝙸𝙽𝙳𝙴𝙿𝙴𝙽𝙳𝙴𝙽𝙲𝙴 𝙳𝙰𝚈 ¡! 🧡🤍💚 🫡 🕊️
4 months ago (edited) | [YT] | 6
View 7 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
🌙 জুম'আর দিন ও রাত:
🕋❤️ মনপ্রাণ উজাড় করে রাসূল ﷺ এর উপর দুরুদ পাঠ করি।
🤲 সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ
5 months ago | [YT] | 6
View 16 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
হুম..!!
মেয়েদের হাসি খুব সুন্দর
কারণ তারা মন থেকে খুশি না হলে হাঁসে না,
আর ছেলেদের কান্না
খুব দুঃখের,, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে
কাঁদে না......!!
6 months ago | [YT] | 11
View 10 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
ইয়া আল্লাহ
তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি
কিয়ামতের দিন তুমিও আমলনামা না
দেখে ক্ষমা করে দিও 🖤
আমিন
7 months ago | [YT] | 10
View 21 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
কথা গুলো মন দিয়ে পড়েন,
দুই টাকার চকলেটের মাঝেও
একটি পর্দা দেওয়া থাকে
যাতে ভেতরে অংশ টুকু না দেখা যায়।
ওহে
খোলা মেলা পোশাকের নারীরা,
তোমরা কি সেই দুই টাকার চকলেটের
চেয়েও বেশি সস্তা..!!
7 months ago | [YT] | 7
View 10 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও,
আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না,
গভীর রাতে যখন মন ভেঙে যায়,
তখন শুধু আল্লাহর রহমতই শান্তি
দিতে পারে।
7 months ago | [YT] | 6
View 8 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
ভাগ্য
কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়,
আল্লাহ ছাড়া কেউ জানেন না,
অতএবং ধৈর্য ধরুন সফলতা একদিন
আসবেই । ইনশা'আল্লাহ..!!
7 months ago | [YT] | 6
View 8 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
কথায় আছে নদীর এপার
ভাঙে ওপার গড়ে আজ যারা
তোমাকে ভেঙে নিজেদের গড়েছে
একদিন দেখো সময় তাদের ভাঙবে
আর তোমাকে গড়ে তুলবে।
7 months ago | [YT] | 6
View 8 replies
♡..𝐒𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐒𝐚𝐧𝐚..♡
কি সুন্দর উক্তি - "ফী আমানিল্লাহ"
অর্থ: আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম,
তিনি যেন আপনাকে নিরাপদে রাখেন ।
7 months ago | [YT] | 5
View 2 replies
Load more