তিনি একাধারে একজন নৃত্যশিল্পি, মডেল, অভিনেত্রী, ও উপস্থাপক। ছোটবেলা থেকেই অনেক নাচ,গান অভিনয় করে এসেছেন BTV ইর অনেক অনুষ্টানে। সেইসাথে ATN bangla, Channel I NTV , ETV, RTV, Bangla vision সহ বিভিন্ন চেনেলে তিনি নাচ, উপস্হাপনা করে থাকেন এবং সেইসাথে অনেক নাটকেও অভিনয় করে থাকেন। তার জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে NTV ইর টিফিনের ফাঁকে। ২০০৪ সালের school magazine program টিফিনের ফাঁকে NTV তে শুরুহয়। প্রায় ২০০টি স্কুলে তিনি যান এবং ২০০পর্ব কাজ করেন এবং প্রায় ৫বছর পযর্ন্ত NTV সাথে জরিত থাকেন এই অনুষ্ঠান নিয়ে। তারপর ২০০৯ সালে তিনি America চলে আসেন সপরিবার স্বামী টনি ডায়েস ও মেয়ে অহনা ডায়েসের সাথে। তিনি New York এর বাসিন্দা, বর্তমানে এখানে তার একটি নাচের স্কুল আছে “ প্রিয়া ডান্স একাডেমি “ নামে। স্কুলটি বেশ জনপ্রিয়।এখানেও তিনি বিভিন্ন স্টেটে বাঙ্গালী কমিউনিটিতে প্রোগ্রাম করে থাকেন।তার মুল উদ্দেশ্য হচ্ছে বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তাছাড়া তিনি New York এর বিভিন্ন bangla channelও কাজ করেন, যেমন NTV, Time television, TBN , channel I সহ বিভিন্ন চেনেলে।


Priya Dias

“সে যে কেন এলো না .. কিছু ভালো লাগে না.. এবার আসুক তারে আমি মজা দেখাবো..।”
https://youtu.be/BuiNXMcW-88

5 years ago (edited) | [YT] | 9

Priya Dias

ফিরে যেতে চাই..সাদাকালোই..Coming soon 🖤🤍🖤

5 years ago | [YT] | 8