🇧🇩 ভয়েস অব পলিটিক্স – Voice of Politics 🇧🇩
বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমরা তুলে ধরি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ব্রেকিং নিউজ, সমসাময়িক ইস্যু, নীতি–নির্ধারণ, নির্বাচনী পরিবেশ এবং জনগণের মতামত।
আমাদের লক্ষ্য—
✔ সঠিক তথ্য উপস্থাপন
✔ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ
✔ ইতিহাস, নীতি ও ঘটনাপুঞ্জির সহজ ব্যাখ্যা
✔ দর্শকের মতামতকে মূল্যায়ন
✔ দেশের উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে গঠনমূলক আলোচনা
যদি আপনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপডেট থাকতে চান, বিশ্লেষণ শুনতে চান বা রাজনৈতিক বাস্তবতা জানতে চান — তাহলে ভয়েস অব পলিটিক্স আপনার জন্যই।
🔔 Subscribe করে নোটিফিকেশন অন করে রাখুন।
📢 সত্য ও নিরপেক্ষ রাজনৈতিক কনটেন্টের জন্য আমাদের সাথেই থাকুন।
ভয়েস অব পলিটিক্স
বয়কট আইপিএল
1 week ago | [YT] | 6
View 0 replies
ভয়েস অব পলিটিক্স
আজ বিদায়ের বেদনায় ভারী হয়ে উঠেছে হৃদয়।
একটি অধ্যায় যেন নীরবে থেমে গেল—সংগ্রাম, সাহস আর আপসহীন নেতৃত্বের অধ্যায়।
বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন লাখো মানুষের আশা-ভরসার নাম।
ঝড়–ঝঞ্ঝার মধ্যেও যিনি মাথা নত করেননি, যিনি অন্যায়ের সামনে আপস করেননি।
তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল দেশের প্রতি গভীর মমতা।
আজ তিনি স্মৃতিতে, ইতিহাসে—কিন্তু আদর্শ হয়ে থাকবেন মানুষের হৃদয়ে চিরকাল।
বিদায় নেত্রী…
আপনি থাকবেন আমাদের দোয়ায়, আমাদের স্মরণে। 🖤
#বেগমখালেদাজিয়া
#বিদায়নেত্রী
#আপসহীননেত্রী
#শ্রদ্ধাঞ্জলি
#চিরস্মরণীয়
#বাংলাদেশরাজনীতি
#ইতিহাসেরপাতায়
#নেত্রীহয়ে_থাকবেন
#দোয়া_ও_শ্রদ্ধা
2 weeks ago | [YT] | 2
View 0 replies
ভয়েস অব পলিটিক্স
আজ জীবনের সবচেয়ে গভীর শূন্যতাটার নাম মা ও বাবা।
একজন ছিলেন স্বাধীনতার ঘোষক, আপসহীন সাহসের প্রতীক—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আরেকজন ছিলেন সংগ্রামের প্রতিচ্ছবি, সহনশীলতার প্রতিমূর্তি—বেগম খালেদা জিয়া।
ছোটবেলার হাত ধরে হাঁটা সেই মানুষ দু’জন আজ কেবল স্মৃতি হয়ে বুকের ভেতর কথা বলে।
রাজনীতি আমাকে শক্ত হতে শিখিয়েছে,
কিন্তু মা–বাবার শূন্যতা আমাকে প্রতিদিন নতুন করে ভেঙে দেয়।
বাবা শিখিয়েছিলেন দেশকে ভালোবাসতে,
মা শিখিয়েছিলেন অন্যায়ের কাছে মাথা নত না করতে।
আজ তাঁদের আদর্শই আমার একমাত্র শক্তি,
আর স্মৃতিই আমার শেষ আশ্রয়।
মা–বাবা, তোমরা নেই—
কিন্তু তোমাদের নাম, ত্যাগ আর ভালোবাসা
আমার প্রতিটি শ্বাসে বেঁচে থাকবে।
— তারেক রহমান
#তারেক_রহমান
#জিয়াউর_রহমান
#বেগম_খালেদা_জিয়া
#জিয়া_পরিবার
#আপসহীন_নেতৃত্ব
2 weeks ago | [YT] | 5
View 0 replies
ভয়েস অব পলিটিক্স
আপোষহীন নেত্রীর বিদায়।
2 weeks ago | [YT] | 4
View 0 replies
ভয়েস অব পলিটিক্স
তাসনীম জারার এনসিপি ছাড়ার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন কিনা?
2 weeks ago | [YT] | 2
View 1 reply
ভয়েস অব পলিটিক্স
আগামীর প্রধানমন্ত্রী কে হবেন?
#তারেকরহমান #শফিকুররহমান #বাংলাদেশেররাজনীতি #বিএনপি #জামায়াত
2 weeks ago | [YT] | 7
View 0 replies
ভয়েস অব পলিটিক্স
#তারেক_রহমান #বাংলাদেশ #প্রধানমন্ত্রী
3 weeks ago | [YT] | 8
View 0 replies
ভয়েস অব পলিটিক্স
নীরব রাতের আকাশে যখন তারা জ্বলে, তখন মনে হয়—কিছু নাম শুধু নাম থাকে না, তারা হয়ে ওঠে ইতিহাস, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। ওসমান হাদি, আবু সাঈদ আর আবরার ফাহাদ—তিনটি নাম, তিনটি জীবন, কিন্তু একই আর্তনাদ; অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস।
ওসমান হাদি ছিলেন কবিতার মানুষ। তাঁর কণ্ঠে ছিল আগুন, শব্দে ছিল বিদ্রোহ। তিনি বিশ্বাস করতেন—কবিতা শুধু কাগজে লেখা কিছু লাইন নয়, কবিতা মানুষের ভেতরের ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তোলার হাতিয়ার। যখন চারপাশে ভয়, নীরবতা আর আপসের দেয়াল উঠছিল, তখন ওসমান হাদি শব্দ দিয়ে সেই দেয়ালে আঘাত করেছিলেন। তাঁর কবিতায় ছিল বঞ্চিত মানুষের দীর্ঘশ্বাস, মায়ের কান্না, শ্রমিকের ঘাম আর তরুণের ক্ষোভ। তিনি জানতেন, সত্য বলার মূল্য আছে—তবু তিনি থামেননি। থেমে গেলে হয়তো তিনি বেঁচে যেতেন, কিন্তু তাঁর আত্মা বাঁচত না।
আবু সাঈদ ছিলেন সাধারণ মানুষের প্রতিচ্ছবি। খুব বেশি আলোচনায় না থেকেও তিনি ছিলেন সাহসের প্রতীক। অন্যায় দেখলে চুপ করে থাকার মানুষ তিনি নন। ভয় তাঁকে স্পর্শ করলেও দমিয়ে রাখতে পারেনি। জীবনের ঝুঁকি জেনেও তিনি দাঁড়িয়েছিলেন অন্যায়ের সামনে—একজন মানুষের মতো, একজন বিবেকবান নাগরিকের মতো। তাঁর মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, সাহস সব সময় মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলা নয়; কখনো কখনো সাহস মানে নীরবে সত্যের পাশে থাকা।
আর আবরার ফাহাদ—একটি নাম, যা আজও তরুণদের হৃদয়ে কাঁটার মতো বিঁধে আছে। তিনি ছিলেন স্বপ্ন দেখা একজন ছাত্র, দেশকে ভালোবাসা একজন তরুণ। মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করাই ছিল তাঁর “অপরাধ”। আবরার শিখিয়ে গেছেন, চিন্তা করাও যে বিপজ্জনক হতে পারে—এ কথা মানতে রাজি না হলে কী মূল্য দিতে হয়। তাঁর নির্মম পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ক্ষমতার দম্ভ কতটা অমানবিক হতে পারে।
এই তিনটি নাম একসাথে উচ্চারণ করলে বুকের ভেতর ভারী হয়ে আসে। তারা কেউই নায়ক হতে চাননি; তারা শুধু মানুষ হতে চেয়েছিলেন—সত্য বলার অধিকার নিয়ে। তাদের রক্ত, তাদের কান্না, তাদের অসমাপ্ত স্বপ্ন আমাদের কাছে একটি প্রশ্ন রেখে যায়: আমরা কি ভুলে যাব, নাকি মনে রাখব?
মনে রাখা মানে শুধু শোক প্রকাশ নয়। মনে রাখা মানে অন্যায়ের সামনে মাথা নত না করা। ওসমান হাদির কবিতা, আবু সাঈদের সাহস আর আবরার ফাহাদের আত্মত্যাগ—সব মিলিয়ে একটি দায়িত্ব আমাদের কাঁধে তুলে দেয়। যতদিন এই নামগুলো উচ্চারিত হবে, ততদিন আশা থাকবে—একদিন সত্য আর ন্যায়ই শেষ কথা বলবে।
#ওসমান_হাদি
#আবু_সাঈদ
#আবরার_ফাহাদ
#শহীদ_কথা
#ন্যায়ের_জন্য
#ভুলে_যাইনি
#প্রতিবাদের_কণ্ঠ
#মতপ্রকাশের_স্বাধীনতা
#সত্যের_পথে
#রক্তে_লেখা_ইতিহাস
#অন্যায়ের_বিরুদ্ধে
#তারুণ্যের_প্রতিবাদ
#শহীদদের_স্মরণে
#বাংলার_বিবেক
#JusticeForAbrar
3 weeks ago | [YT] | 6
View 0 replies
ভয়েস অব পলিটিক্স
উস্কানিমুলক পোষ্টের জন্য সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেইসবুক পেইজ সাসপেন্ড করা হয়েছে।
#ইলিয়াস_হোসেন
#IliasHossain
#ফেসবুক_পেইজ_সাসপেন্ড
#FacebookPageSuspended
#উস্কানিমূলক_পোস্ট
3 weeks ago | [YT] | 4
View 0 replies
ভয়েস অব পলিটিক্স
ওসমান হাদী ভাই আর নেই। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।
3 weeks ago | [YT] | 4
View 0 replies
Load more