Barak10 TV Bangla

Barak10 TV বাংলা আমরা খবর খুঁজি না, খবর আমাদের খুঁজতে থাকে। আমরা ঘুরিয়ে কথা বলি না, চোখে চোখ রেখে প্রশ্ন করি। বরাক১০ টিভি বাংলা, খবর নেয়, খবর দেয় ।♥️ আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় #barak10TVবাংলা সত্য প্রকাশে এগিয়ে যাচ্ছে ♥️
আপনারা সর্বদা পাশে থাকবেন এই আশাবাদী।


Barak10 TV Bangla

নিলামবাজারে কংগ্রেসের সভার পর প্রাণঘাতী হামলার শিকার উমরপুর-রাজারটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর! ধারালো অস্ত্রের কুপে গুরুতর জখম জিল্লুর নূরকে নিয়ে যাওয়া হচ্ছে শিলচর
মেডিক্যাল কলেজে।

1 week ago | [YT] | 1

Barak10 TV Bangla

📌 গতকাল ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে পরপর তিনটি ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা - ৯

📌 আজ অর্থাৎ ১১ নভেম্বর বিহারে ২য় পর্যায়ের ভোট গ্রহণ!

দুটোই কিন্তু আলাদা আলাদা খবর!

2 months ago | [YT] | 4

Barak10 TV Bangla

রাজধানীর দিল্লিতে বিস্ফোরণ! ঘটনাস্থলে অমিত শাহ, গ্রেপ্তার গাড়ির মালিক নাদিম খান!

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল রাজধানী দিল্লি। লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে ধামাকা। অভিঘাতে মৃত ৯। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনআইএ ও এনএসজি দল।

সোমবার (আজ) রাত ১১.৩৫: আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

রাত ১১.৩০: দিল্লির লোক নায়ক হাসপাতালের বাইরে মানুষের ভিড়। রাস্তায় তুমুল উত্তেজনা!

রাত ১১.০১: দিল্লি বিস্ফোরণে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। তিনি লেখেন, 'এই ঘটনায় যাঁরা আপনজনদের হারালেন, সেই সব পরিবারের প্রতি সহানুভূতি জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা যাতে আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাঁদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। দিল্লি পুলিশের টিম, এনএসজি, এনআইএ এবং এফএসএল দল একসঙ্গে গোটা ঘটনা খতিয়ে দেখছে। দিল্লিবাসীর কাছে আমার অনুরোধ, কোনও গুজবে কান দেবেন না। শান্তি বজায় রাখুন।''

রাত ১১.০০: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে চলছে উচ্চপর্যায়ের বৈঠক।

রাত ১০.৪৬: বিস্ফোরণের ঘটনার পর শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'দিল্লির বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার এবং নিকটাত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।'

রাত ১০.৩৫: যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল ( হুন্ডাই আই ১০), সেই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম নাদিম খান।

রাত ১০.০০: ঘটনাস্থলে পৌঁছলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

রাত ০৯.৫০: ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।"

রাত ০৯.৪৮: ঘটনায় শোকপ্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

রাত ০৯.৪৫: ঘটনার নেপথ্যে হাত রয়েছে পাকিস্তানের, দাবি আপ নেতা সঞ্জয় সিং-এর।

রাত ০৯.২৭: ঘটনার পর মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "কেনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সিসিটভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে। সব দিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে। কিছুক্ষণের মধ্যে আমি ঘটনাস্থলে পৌঁছব। যাব হাসপাতালেও।"

রাত ০৯.০২: ঘটনায় ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রাত ০৯.০১: সূত্রের খবর, যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটির মডেল হুন্ডাই আই ১০।

রাত ০৯.০০: সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, "সোমবার সন্ধ্যে ৬টা ৫২ মিনিট নাগাদ সিগনালের লাল বাতি দেখে একটি গাড়ি ধীর গতিতে এসে থামে। তারপরই আচমকা গাড়িটিতে বিস্ফোরণ হয়। আশপাশে থাকা অন্যান্য গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। ঘটনাস্থলে পৌঁছছে এফএসএল, এনআইএ-র মতো এজেন্সিরা। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও।" তিনি আরও বলেন, "তদন্তে যা উঠে আসবে, তা জনসমক্ষে আনা হবে।"

রাত ০৮.৫০: ঘটনাস্থলে উপস্থিত ফরেন্সিক দল।

রাত ০৮.৪৪: ঘটনায় শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাত ০৮.২৯: অমিত শাহের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাত ০৮.২৯: বন্ধ করে দেওয়া হল উত্তরপ্রদেশ, নেপাল সীমান্ত।

রাত ০৮.০৮: আইবি প্রধান এবং দিল্লির পুলিশ কমিশানার সতীশ গোলচার সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ।

রাত ০৮.০৮: দেশের সমস্ত বড় শহরগুলিতে জারি করা হল হাই অ্যালার্ট। হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতাতেও। লাল সতর্কতা উত্তরপ্রদেশে।

রাত ০৭.৫৬: মুম্বইতে জারি করা হল হাই অ্যালার্ট।

2 months ago | [YT] | 2

Barak10 TV Bangla

ভয়াবহ বি"স্ফো"রণে কাঁপল রাজধানী দিল্লি! লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে বি"স্ফো"রণ! মৃ'ত নয়, আহতের সংখ্যা অনেক।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনআইএ দল। লাল সংকেত জারি পুরো রাজধানীজুড়ে।

2 months ago | [YT] | 1

Barak10 TV Bangla

শিশুদের ভালোবাসা স্বার্থহীন এক অদ্ভুত ভালোবাসা ❤️
কারণ! এই 'স্বার্থের' পৃথিবীতে ওদের মস্তিস্কে 'স্বার্থ' নামক বিষাক্ত শব্দটি এখনো জায়গা পায়নি।
এবারে আসি মূল কথায় :- ছবিতে আমার পাশে থাকা এই নিষ্পাপ শিশুটির নাম তাবসির আহমেদ খাঁন। বসয় আনুমানিক পাঁচ বছর, এখনো স্কুলে ভর্তি হয়নি। আমি ওদের ঘরে প্রতিনিয়ত ওর চাচাতো ভাইকে পড়াতে গেলে ওদের সঙ্গে অনেকক্ষণ গল্প করতে হয়। অনেক প্রশ্নের উত্তর দিতে হয় পাশাপাশি উনার কাছ থেকে বাড়ির অন্যান্য শিশুদের অনেক নালিশ‌ও শুনতে হয়। এই সময়গুলো আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং সুখের মনে হয়। সেদিন এই ছোট্ট তাবসির আমার চোখে কালো চশমা দেখে বলল "হুজুর এই চশমা আপনার চোখ খারাপ করে দেবে, আমার কাছে ভালো চশমা আছে, আমি আপনাকে আমার চশমা দেব" যেমন কথা তেমন কাজ। আজকালকার যুগে যেখানে দেশের তাবড় তাবড় নেতারা প্রতিশ্রুতি দিয়ে ভুলে যান, যেখানে খোদ ভালোবাসার মানুষরা একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে হাজারো সম্পর্ক মাঝপথে ভেঙে যায়! সেখানে আমার এই ছোট্ট তাবসির তাঁর দেওয়া প্রতিশ্রুতি ভুলেনি, ভুলে যায়নি তার অবুঝ মনের দেওয়া কথা 💝🥰। আজ আমি তাদের বাড়িতে পড়াতে গেলে সে আমার পড়ানোর রুমে এসে উল্লেখিত ছবিতে আমার পরণে থাকা এই চশমাটি নিয়ে এসে আমাকে দিয়ে বলল এইটা আপনি লাগাবেন চোখ নষ্ট হবে না | আমি অনেকক্ষণ অবাক হয়ে ওর মায়াবী মিষ্টি হাসিমাখা মুখের দিকে তাকিয়ে থাকলাম, আমাকে চশমাটি দিয়ে বলল হুজুর আপনি ওটা পরবেন 🥰। যদিও ওটা বাচ্চাদের চশমা অর্থাৎ তাঁর নিজের চশমা আমার পরার উপযোগী নয় কিন্তু আমি ওর দায়িত্ববোধ এবং মানসিকতা দেখে অবাক হয়েছি, এই অবুঝ শিশুটির ভালোবাসায় আপ্লুত হয়েছি। সত্যি বলতে ও আমার রক্তের কেউই-তো নয়, এমনকি কোন দুরসম্পর্কের আত্মীয় পর্যন্ত নয়। ওদের সঙ্গে পরিচয়ের আমার সর্বোচ্চ দশদিন হবে। কিন্তু এই কটা দিন ওদের ভালোবাসায় আমি সিক্ত 😘 হাজারো বেদনা ও দুঃখে ভরা মনের কষ্টগুলো ওদের কাছে থাকলে মুহুর্তেই ভুলে যাই। সত্যিই শিশুদের ভালোবাসা অসাধারণ।
Thanks My dear Tabsir Ahmed Khan.. 💝🥰

2 months ago | [YT] | 4

Barak10 TV Bangla

বাহ শাসন ব্যবস্থা! বাহ সরকার বাহাদুর! বাহ প্রশাসন!
যেখানে বেকারত্ব দূর করা সম্ভব হচ্ছে না, রাষ্ট্র যেখানে মানুষের মৌলিক অধিকার দিতে ব্যর্থ হচ্ছে সেখানে একজন বিকলাঙ্গ পুরুষ তিলে তিলে গড়ে তোলা তাঁর একমাত্র উপার্জনের প্রতিষ্ঠান উচ্ছেদের নামে ধ্বংস করে দিলেন!

করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বিকলাঙ্গ তজির আলী কি প্রতিহিংসার শিকার??!

মেঘালয়ে কয়লা খনিতে কাজ করতে গিয়ে ডান হাত হারানো বিকলাঙ্গ তজির আলীর পরিবার চালানোর একমাত্র সম্বল জনতা হোটেলটি আজ গুড়িয়ে দিলো প্রশাসন। করিমগঞ্জ জেলার আজকের চলা উচ্ছেদ অভিযানে প্রশাসন বুলডোজার চালিয়ে এই হোটেলটি ভেঙে দেয়। অভিযোগ তাঁর এই হোটেল নাকি সরকারি খাস ভূমিতে। বরাকের পিছিয়ে পড়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র পরিবারের ছেলে তজির আলি মূলত মেঘালয় কয়লা খনিতে কাজ করতো। কিন্তু কোন এক দূর্ঘটনায় ডান হাত হারিয়ে বিকলাঙ্গ হয়ে পড়ে তজির। তখন নিরুপায় হয়ে মেঘালয় ছেড়ে সে বাড়িতে চলে আসে। কিন্তু জীবন সংগ্রামে সে হার মানেনি। যথা সর্বস্ব বিক্রি করে ঘিলাইটিকর পাহাড়ের চূড়ায় গড়ে তোলে বেঁচে থাকার অবলম্বন এই জনতা হোটেল। তজির এই এলাকায় হোটেল খুলার পূর্বে এলাকাটি খুব উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত ছিলো। মানুষ ভয়ে আতঙ্কে এই এলাকা দিয়ে খুব একটা যাতায়াত করতো না। বিশেষ করে রাতে বেলা কেউ যেনো ঝুঁকি নিতে চাইতেন না। তজির আলীর হোটেল প্রতিষ্ঠার পর থেকে এলাকাটা একটা অঘোষিত পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে যায়। নির্মল প্রাকৃতিক পরিবেশ দূরদূরান্তের প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করতো। কিন্তুু তজির আজ রাজনৈতিক প্রতিহিংসার বলি। তজিরের কথায় তাঁর হোটেল খাস জমিতে নয়। কিন্তুু ভূমিটা খাস না পাট্টা সেটা প্রমাণ করার সময় বা সুযোগ কোনোটাই দেয়া হয়নি তজিরকে। তর্কের খাতিরে মেনে নিলাম তজির খাস ভূমিতে হোটেল গড়ে তুলে তাঁর সংসার চালাচ্ছেন। তাঁর হোটল তো আর ১০/২০ বিঘা জমিতে গড়ে উঠেনি। কিংবা তাঁর এই হোটেল এলাকার মানুষের কোনো ক্ষতি সাধন করছে তা ও নয়। সামান্য ছোট্ট একটা ভূমিতে একজন বিকলাঙ্গ মানুষ একটি হোটেল চালিয়ে তাঁর সংসার চালাচ্ছে। আর এই হোটেলটি গুড়িয়ে দিয়ে শক্তি দেখালো প্রশাসন। একজন বিকলাঙ্গ মানুষের প্রতি এতো অমানবিক সরকার ও প্রশাসন??! তা কিন্তুু সত্যি দুঃখজনক। যে তজিরের জন্য একটি দূর্গম এলাকা প্রাণ ফিরে পেলো সেই তজিরকে আজ অসহায় অবস্থায় ঠেলে দিলো প্রশাসন। এনিয়ে কথা বলা ও অসহায় তজিরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য বলে আমি মনে করি।

2 months ago | [YT] | 2

Barak10 TV Bangla

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বড়পুরাহুরিয়া নিবাসী (এম কে গান্ধী কলেজের নিকটস্থ) জনাব আব্দুল হাই চৌধুরী ওরফে তেরা মিঞা (চাচা) ইন্তেকাল হ‌ইয়াছেন।
মরহুমের নামাজে জানাজা, অধ্য বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় টেকি ময়দানে অনুষ্ঠিত হ‌ইবে।

3 months ago | [YT] | 1

Barak10 TV Bangla

এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি ১৯৬৫ সালে নিজের একটি ৪ চাকার গাড়ি ক্রয় করতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে মাত্র ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, জীবদ্দশায় সেই ঋণের একটি কিস্তিও উনি জমা করতে পারেননি ।

১৯৬৬ সালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ব্যাঙ্ক কতৃপক্ষ উনার বাড়িতে নোটিশ পাঠান। নোটিশ পেয়ে উনার স্ত্রী নিজের পেনশনের টাকা থেকে ঐ ঋণের সকল কিস্তি জমা করেন। যার কথা বলছি উনি আর কেউ নন, উনি লাল বাহাদুর শাস্ত্রী। উনার সহধর্মিণী ললিতা শাস্ত্রীও ঠিক উনারই মতো সৎ স্বভাবী ছিলেন এবং সারা জীবন একজন প্রকৃত জীবনসঙ্গীর মতোই পাশে ছিলেন।

শাস্ত্রীর ঐ ৪ চাকার গাড়িটি আজও রয়েছে জনপথের আবাসে (বর্তমানে সংগ্রহশালা)! এবার এখানে একটু থামুন, আর ভাবুন কিছু এমন লোকের কথা যারা ব্যাঙ্ক এর ঋণের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা। এমন আর একটি ঘটনার কথা আজ বলা খুব দরকার।

১৯৬২ সালের কথা, সেসময় শাস্ত্রীজি অখিল ভারতীয় কংগ্রেস কমিটির মহাসচিব। তখন প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু। উনার কোনো এক কাজের দরুন কাশ্মীর যাওয়ার দরকার ছিল। নেহরু উনাকে কাশ্মীর যেতে লাগাতার অনুরোধ করলেও তিনি বার বার যেতে অস্বীকার করেন। পণ্ডিত নেহরুও হতচকিত। কেন উনি যেতে রাজী হচ্ছেন না। রীতিমত অবাক নেহরু! পণ্ডিত নেহরু কিন্তু উনাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালবাসেন। তখন নেহরু উনাকে কাশ্মীর না যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। প্রথমে তো উত্তর দিতেই নারাজ। শুধু একটাই কথা আমি যাবো না। কিন্তু বহু বার অনুরোধ করার পর উনি যে উত্তর দিলেন তাতে নেহরুর চোখে জল চলে আসে। শাস্ত্রী বললেন, কাশ্মীরে খুব ঠাণ্ডা পড়ছে। আর তার কাছে গরম পোষাক-আশাক নেই।
পণ্ডিত নেহরু অত্যন্ত ভাবুক হয়ে নিজের পরিহিত একখানা গরম বস্ত্র উনাকে উপহার দেন। পণ্ডিত নেহরুও এই কথাটি আর কাউকে বলেননি। এই লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী হন তখন সেদিনের নেহরুর দেওয়া ঐ কোটটি পরিধান করেই শপথ নেন। এই একটিই কোট দেশের দুইজন প্রধানমন্ত্রী ব্যবহার করেছিলেন।

জন্মদিনে এমন একজন মহান ব্যক্তিত্বের প্রতি র‌ইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

3 months ago | [YT] | 1

Barak10 TV Bangla

I Love Muhammad ﷺ || I Love Muhammad ﷺ♥️

#IloveMuhammad #ILoveMuhammadSAW

3 months ago (edited) | [YT] | 12

Barak10 TV Bangla

শিকলি/ছিঙি তুমি/যাব নোৱাৰা…

জনসমুদ্ৰই যেন তাকেই কৈছে 🙏

#অলবিদা_জুবিনদা #ZubeenGarg

3 months ago | [YT] | 1