Bangla Telegraph

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ‘গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে সরকার উদ্বিগ্ন। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে।’

2 months ago | [YT] | 1

Bangla Telegraph

চলুন, জানা যাক কীভাবে জন্ম নিয়েছিল হ্যালোইন—পৌত্তলিক যুগের উৎসব থেকে আজকের ক্যান্ডির রাতে পৌঁছানো পর্যন্ত এর যাত্রাপথ।

2 months ago | [YT] | 1

Bangla Telegraph

শুভ জন্মদিন

#banglatelegraph #football #Maradona

2 months ago | [YT] | 0

Bangla Telegraph

মহাকাশযানে করে চারটি ইঁদুর (দুটি পুরুষ ও দুটি স্ত্রী) মহাকাশ স্টেশনে পাঠানো হবে। উদ্দেশ্য হচ্ছে, মহাকাশের পরিবেশ, বিশেষ করে মাইক্রোগ্র্যাভিটি ও ছোট আবদ্ধ স্থান ইঁদুরের আচরণে কেমন প্রভাব ফেলে তা পরীক্ষা করা।

2 months ago | [YT] | 0

Bangla Telegraph

নামিয়া আমিনের জন্ম যুক্তরাষ্ট্রে এবং সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক করেছেন

2 months ago | [YT] | 0

Bangla Telegraph

প্রথমবারের মতো বাংলাদেশে ‘কার্বন–নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই এই স্বীকৃতি অর্জন করেছে রুহাব।

2 months ago | [YT] | 0

Bangla Telegraph

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন একটি বড় আয়োজন—এখানে আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। যিনি শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম, যোগ্যতার ভিত্তিতেই তাকে দায়িত্ব দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তিনিই নির্বাচনের আগের সকল প্রশাসনিক পরিবর্তন সরাসরি তদারকি করবেন।

2 months ago | [YT] | 0

Bangla Telegraph

তবে অভিযানের সময় একটি বড় ভুল করে বসে তারা—ইউজেনি ক্রাউন নামের সোনার মুকুটটি পালানোর পথে পড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় পরে উদ্ধার হয়।

2 months ago | [YT] | 0

Bangla Telegraph

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে তালিকাটি সামাজিক মাধ্যমে এসেছে, সেটি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল। এর অধিকাংশ চুক্তির বাস্তব কোনো অস্তিত্বই নেই।

2 months ago | [YT] | 0