✨ Welcome to Glow With Care! ✨
Your go-to source for natural remedies, holistic skincare, and haircare tips — inspired by nature and proven by science.
Glow naturally, live confidently. 🌿

👉 Don’t forget to subscribe for daily tips and self-care inspiration! 🌸



Glow With Care

❄️ শীতে চুল ভালো রাখার সহজ টিপস | Winter Hair Care DIY ❄️

শীতকালে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে চুল রুক্ষ, শুষ্ক আর ঝরে পড়ে। তাই শীতে চুলের বাড়তি যত্ন খুব জরুরি ❣️

✨ কিছু কার্যকর টিপস ও DIY রেমেডি:

🌿 ১. নারকেল তেল + অলিভ অয়েল ম্যাসাজ
সপ্তাহে ২ দিন হালকা গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। চুল নরম ও মজবুত হবে।

🌿 ২. দই + মধু হেয়ার মাস্ক
২০–৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। শুষ্কতা কমে, চুলে শাইন আসে।

🌿 ৩. ডিম + অলিভ অয়েল প্যাক
চুল পড়া কমাতে ও চুল ঘন করতে খুব উপকারী। সপ্তাহে ১ বার যথেষ্ট।

🌿 ৪. হালকা শ্যাম্পু ব্যবহার করুন
শীতে অতিরিক্ত শ্যাম্পু নয়, সপ্তাহে ২ বারই যথেষ্ট।

🌿 ৫. পানি ও পুষ্টিকর খাবার
শীতেও পর্যাপ্ত পানি পান করুন এবং বাদাম, ফল ও সবজি খান 🥗

💬 আপনার শীতে চুলের সবচেয়ে বড় সমস্যা কী?
কমেন্টে জানাতে ভুলবেন না 💖

#WinterHairCare #HairCareTips #DIYHairMask #NaturalHairCare #GlowWithCare

1 month ago | [YT] | 3

Glow With Care

গ্লোয়িং স্কিনের জন্য কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করো?

2 months ago | [YT] | 3

Glow With Care

তুমি সপ্তাহে কতবার ফেস প্যাক ইউজ করো?

2 months ago | [YT] | 2

Glow With Care

কোন হোমমেড ফেস প্যাকটা তোমার প্রিয়?

2 months ago | [YT] | 2

Glow With Care

Banana & Honey Glow Pack

½ পাকা কলা

১ চা চামচ মধু

কলা ত্বকে natural collagen boost দেয়, আর মধু ত্বককে নরম ও উজ্জ্বল রাখে।
#GlowingSkin #NaturalRemedy #DIYFacePack #SkincareTips

2 months ago | [YT] | 2

Glow With Care

অযথায় হাজার হাজার টাকা নষ্ট করে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনছেন — কিন্তু আসলেই কি পাচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল? 🤔 বাজারের দামি প্রোডাক্টগুলোর চকচকে প্যাকেজিং আর বিজ্ঞাপন দেখে অনেকেই মনে করেন এগুলোই সুন্দর ত্বক বা চুলের গোপন রহস্য, কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় এগুলোতে থাকা কেমিক্যাল ত্বক বা চুলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়।

তাই যতটা পারেন, ন্যাচারাল উপায়েই নিজের স্কিন ও হেয়ারের যত্ন নিন 🌿। ঘরোয়া উপাদানগুলো যেমন অ্যালোভেরা, মধু, দই, লেবু, কাঁচা হলুদ বা নারকেল তেল — এগুলো আপনার ত্বক ও চুলের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দীর্ঘস্থায়ী ফল দেয়।

আজ চলুন দেখি একটি সহজ ন্যাচারাল গ্লো প্যাক —
উপকরণ:

১ চা চামচ কাঁচা হলুদ গুঁড়ো

১ চা চামচ মধু

১ চা চামচ দই

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন প্রায় ১৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ত্বক উজ্জ্বল, মসৃণ ও দাগমুক্ত হবে ✨
ন্যাচারাল ভাবে স্কিন কেয়ার করলে আপনি শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, ভেতর থেকেও পাবেন এক ধরনের উজ্জ্বলতা ও আত্মবিশ্বাস।

👉চাইলে “Glow With Care” চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন

2 months ago | [YT] | 2

Glow With Care

🌿 ব্রণ কমানোর সহজ উপায় | প্রাকৃতিক ও কার্যকর টিপস 🌿

✨ পরিষ্কার, উজ্জ্বল ও ব্রণমুক্ত ত্বক — এটা স্বপ্ন নয়, সম্ভব!
আজকাল ধুলো, দূষণ, ফাস্টফুড আর টেনশনের কারণে ব্রণ আমাদের নিত্যসঙ্গী 😞
কিন্তু চিন্তা কোরো না — কয়েকটা ছোট পরিবর্তনেই তুমি পেতে পারো সুন্দর, ব্রণমুক্ত ত্বক 💚

💧 ১️⃣ ত্বক সবসময় পরিষ্কার রাখো

দিনে অন্তত ২ বার মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাও।
চুলের তেল বা ময়লা যেন মুখে না লাগে — এতে পোর বন্ধ হয়ে ব্রণ বেড়ে যায়।

🥗 ২️⃣ খাদ্যাভ্যাসে যত্ন নাও

তেল-ঝাল খাবার কমাও, ফাস্টফুড এড়িয়ে চলো।
ফল, সবজি, লেবুজল আর প্রচুর পানি খাও — ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকবে।

😴 ৩️⃣ পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি রাখো

রাতে ৭-৮ ঘণ্টা ঘুম দরকার।
স্ট্রেস আর দুশ্চিন্তা ব্রণ বাড়ায় — তাই মনটা রাখো রিল্যাক্স ❤️

🌸 ৪️⃣ প্রাকৃতিক ফেসমাস্ক ব্যবহার করো

🌼 মধু + দারচিনি পাউডার: ব্যাকটেরিয়া কমায়
🌼 অ্যালোভেরা জেল: ত্বক ঠান্ডা রাখে
🌼 নিমপাতা পেস্ট: পুরনো ব্রণ শুকিয়ে দেয়

🚫 ৫️⃣ মুখে হাত দিও না

ব্রণ চেপে ধরো না ❌
এতে দাগ পড়ে আর ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়।

🌿 নিজেকে ভালোবাসো, ত্বকের যত্ন নাও — ব্রণ হার মানবেই! 🌿
👉 যদি টিপসগুলো কাজে লাগে, একটা ❤️ দিয়ে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো!

2 months ago | [YT] | 2

Glow With Care

🌸 গাছ কে যেমন যতোই পরিষ্কার করে রাখেন না কেনো, দিনশেষে যদি ভিতর থেকে খাবার না দেন তার প্রাণ হারাবে!
আমাদের ত্বকের ক্ষেত্রেও ঠিক তাই — বাহিরে যতই #Skincare করি না কেনো, যদি শরীর ভেতর থেকে পুষ্টি না পায়, তাহলে সেই #Glow টা কখনও আসবে না। 🌿

✨ তাই আজ থেকেই নিজের স্কিনকে ভেতর থেকে ভালো রাখার জন্য খান-

🥦 সবুজ_সবজি — ভিটামিন A ও E ত্বককে রাখে উজ্জ্বল ও টানটান

🍊 ফলমূল — অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা স্কিনের ডার্কস্পট ও রিঙ্কেল কমায়।

🥜 নাটস_ও_বীজ — স্কিনে কোলাজেন তৈরিতে সহায়তা করে

🐟 ওমেগা3_সমৃদ্ধ_খাবার — স্কিনের ড্রাইনেস দূর করে ভেতর থেকে হাইড্রেট রাখে।

🌿 মনে রাখবেন, ত্বকের যত্ন শুধু বাইরে নয়, ভেতর থেকেও শুরু হয়।
ভালো খাবারই আপনার স্কিনকে এনে দিতে পারে সেই কাঙ্ক্ষিত প্রাকৃতিক উজ্জ্বলতা ✨

#HealthySkin #InnerGlow #NaturalBeauty #GlowWithCare #SkincareTips #EatForSkin #BeautyFromWithin #SkinHealth

3 months ago | [YT] | 3

Glow With Care

🌿 গরমে ত্বক উজ্জ্বল করতে ঠক দই + মধু ফেস প্যাক 🌿

গরমের দিনে ত্বক শুষ্ক, ক্লান্ত এবং ম্লান হয়ে যেতে পারে। ঠক দই এবং মধু দিয়ে তৈরি ফেস প্যাক আপনার ত্বককে নরম, সতেজ ও উজ্জ্বল রাখার একদম প্রাকৃতিক উপায়। ✨

✅ কিভাবে ব্যবহার করবেন:

উপাদান: ২ চামচ ঠক দই + ১ চামচ প্রাকৃতিক মধু

2. ভালো করে মিশিয়ে নিন।

3: ত্বকে সমানভাবে লাগিয়ে ১৫–২০ মিনিট রাখুন।

4: হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, কোমল ও হাইড্রেটেড।

ছোট ছোট যত্নেই গরমে ত্বক হবে ফ্রেশ এবং প্রাকৃতিকভাবে ব্রাইট। 🌸

#SkinCare #CurdMask #HoneyMask #SummerSkinCare #NaturalGlow #ত্বকযত্ন #ঠকদই #মধু #গরমেরযত্ন #প্রাকৃতিকত্বক

3 months ago | [YT] | 4