সবাইকে সহিশুদ্ধ্ব ভাবে কোরআন শরিফ শিখিয়ে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী(সফলতা) আমাদের উদ্দেশ্য।
দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর-নারী মুসলমানের উপর ফরজ।
ব্যক্তিগত ভাবে কুরআন শিখতে চাইলে নিজের পরিচয়সহ ইমেইল করুন- WhatsApp +8801746224606 quranermonzil@gmail.com
আল্লাহপাক আমাদের বেশি করে নেক কাজ করার তাওফীক দান করুন। আমীন!
Quraner Monzil bangla
মানুষের বদনজরের লক্ষণ
হঠাৎ করে অসুস্থ বা দুর্বল লাগা, কিন্তু ডাক্তারি পরীক্ষায় বড় কোনো রোগ ধরা না পড়া।
হঠাৎ মাথাব্যথা বা শরীর ভারী হয়ে যাওয়া।
ব্যবসা বা চাকরিতে অকারণ বাধা আসা।
পড়াশোনায় মন না বসা, হঠাৎ ভুলে যাওয়া।
ছোট বাচ্চাদের ক্ষেত্রে – কাঁদতে থাকা, দুধ না খাওয়া, ঘুম না হওয়া।
ঘরে অকারণে জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া।
সৌন্দর্য, সুখ বা সফলতার কারণে কারো দৃষ্টি বা প্রশংসা পাওয়ার পরপরই অস্বাভাবিক বিপদে পড়া।
2 days ago | [YT] | 21
View 3 replies
Quraner Monzil bangla
জিনের বদনজরের লক্ষণ
শরীরে হঠাৎ তীব্র ব্যথা শুরু হওয়া (বিশেষ করে মাথা, কোমর, পিঠ বা পেট)।
হঠাৎ আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়া, যদিও আশেপাশে ভয় পাওয়ার মতো কিছু নেই।
রাতে ঘুমাতে না পারা, দুঃস্বপ্ন বা ভয়ংকর স্বপ্ন দেখা (যেমন সাপ, কুকুর, অন্ধকার ইত্যাদি)।
নামাজে মনোযোগ রাখতে না পারা বা কুরআন শুনলেই বিরক্তি লাগা।
শরীর ঝিমঝিম করা, জ্বালা-পোড়া লাগা বা পেট ফাঁপা থাকা।
হঠাৎ করে রাগ বেড়ে যাওয়া বা মানসিক অস্থিরতা সৃষ্টি হওয়া।
কারো চোখে চোখ রাখতে কষ্ট হওয়া বা হঠাৎ চমকে ওঠা।
কিছু সময় ভালো থাকা আবার হঠাৎ খুব খারাপ হয়ে যাওয়া (উত্থান-পতন টাইপের অবস্থা)।
2 days ago | [YT] | 23
View 0 replies
Quraner Monzil bangla
পৃথিবীর কোনো বিপ্লবই একবারে হয়নি,
কয়েক ধাপে হয়েছে।
আমাদের এই বিপ্লবেরও কিছু ধাপ
এখনো বাকী রয়ে গিয়েছে।
তাই, প্রস্তুত থাকুন।
4 days ago | [YT] | 34
View 1 reply
Quraner Monzil bangla
আজ ২১-০৮-২০২৫ তারিখ। আজকের এই নতুন দিনে নতুন একটা যাত্রার শুরু হতে যাচ্ছে আমার জীবনে। সবাই দুয়া করবেন আল্লাহ তায়ালা যেন ভরপুর কামিয়াবি দান করেন। আমীন
2 weeks ago | [YT] | 43
View 8 replies
Quraner Monzil bangla
জরুরি সতর্কবার্তা!!
আগামী দু’তিন দিনের মধ্যে পূজা শুরু হতে যাচ্ছে। পূজায় পাঠা বলি দেওয়ার প্রথা রয়েছে। এ কারণে বাজারে প্রচুর ছাগলের মাথা ও মাংসের অংশবিশেষ বিক্রি হতে পারে।
প্রিয় মুসলিম ভাই-বোন,
এই কয়েকদিন ছাগলের মাংস বা মাথা কেনা থেকে বিরত থাকুন।
মূর্তির নামে জবাই করা সকল পশু-পাখি আমাদের জন্য হারাম— কুরআন ও সুন্নাহ দ্বারা তা স্পষ্ট!
কুরআনের দলিল
﴿ حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ﴾
অর্থ: “তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়।”
— সূরা আল-মায়িদাহ ৫:৩
হাদিসের দলিল
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
«لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ»
অর্থ: “যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ তার উপর লা‘নত করেছেন।”
— [সহিহ মুসলিম, হাদিস: ১৯৭৮]
তাই আপনার পরিবার ও পরিচিতজনদেরও সতর্ক করুন, যেন কেউ অজান্তে হারাম খাদ্য গ্রহণ না করে।
সতর্ক থাকুন, ঈমান বাঁচান!
2 weeks ago | [YT] | 50
View 7 replies
Quraner Monzil bangla
আমি মৌলবাদী তাই আমি গর্বিত।
2 weeks ago | [YT] | 21
View 3 replies
Quraner Monzil bangla
রোগী পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণ: ইসলামী দৃষ্টিভঙ্গি
রোগীকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেওয়াটা বিনিময়যোগ্য কাজ নয়। তাই কারো জন্য কোনো রোগীকে ডাক্তারের কাছে পাঠিয়ে বিনিময়ে কোনো কমিশন বা অন্য কিছু গ্রহণ করা জায়েয নয়, বরং তা ঘুষের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, মুসলমান পরস্পর ভাই ভাই। প্রত্যেক মুসলমানের মধ্যে তার ভাইয়ের জন্য কল্যাণকামিতা থাকা ইসলামের শিক্ষা ও দ্বীনের পরিচায়ক।
রদ্দুল মুহতার ৬/৯৫; আলমুহীতুল বুরহানী ১১/৩৫৩, শরহুল আশবাহ, হামাবী ৩/১২৯; ফাতাওয়া বায্যাযিয়াহ ৫/৪৮,
3 weeks ago | [YT] | 19
View 2 replies
Quraner Monzil bangla
হেদায়েত কেন হারিয়ে যায়?
আল্লাহ তায়ালা কেবল তাঁর বাছাইকৃত বান্দাদেরই হেদায়েত দান করেন। হেদায়েত আল্লাহ তায়ালার অনুগ্রহ। হেদায়েত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে, আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ খুব ইবাদত বন্দেগী করছেন। কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়েত হারিয়ে ফেলেন, ইবাদতে আগের মত স্পৃহা পান না। এর উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নরূপ:
(১) ফিতনা:
হেদায়েত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয়। হেদায়েতপ্রাপ্তকে আল্লাহ তায়ালা বিভিন্নভাবে পরীক্ষা করেন। নানারকম ফিতনা তার সামনে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হলো বিপরীত লিঙ্গের ফিতনা। এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হিফাজত করা ও ফিতনায় পড়লে আল্লাহর দেওয়া শিক্ষার অনুযায়ী আচরণ করা জরুরি।
(২) দ্বীনদারদের সান্নিধ্যে না থাকা:
অনেকে হেদায়েত পাওয়ার পর ব্যক্তিজীবনে কেবল নামাজকে ধরে রাখেন। ইসলামের ফরজ জ্ঞানার্জনের চেষ্টা করেন না, দ্বীনি মাজলিসগুলোতে যান না, আলেমদের সাথে থাকেন না। সরাসরি আলেমদের থেকে জ্ঞানার্জন করতে না পারলে অনলাইনে বিষয়ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে।
(৩) সঠিক পদ্ধতিতে জ্ঞানার্জন না করা:
সদ্য হিদায়াতপ্রাপ্ত অনেককে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর বা ইখতিলাফি বিষয় নিয়ে পড়ে আছেন যেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই। কেউ হয়তো নাস্তিকদের সাথে তর্কে জড়াচ্ছে, কেউ বা শিয়া রাফেজিদের নিয়ে পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে। অথচ প্রত্যেকের জন্য জরুরি হলো দ্বীনের মৌলিক বিষয় যেমন : ঈমান, আকীদা, সালাত, পবিত্রতা, কুরআন, হাদীস, আখলাক ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জন করা।
(৪) অহংকার করা:
অনেকেই হিদায়াত পেয়ে অহংকারী হয়ে ওঠেন, অন্য মুসলিম ভাইবোনকে তুচ্ছতাচ্ছিল্য করেন। পোশাক, চলাফেরা, গুনাহ কিংবা ইবাদতের দৈন্যতা নিয়ে তাদের সমালোচনা করেন, খাটো চোখে দেখেন, জাহান্নামী বলে কটাক্ষ করেন। কে হাফপ্যান্ট পরে মসজিদে এলো, কে কানে দুল পরে মসজিদে এলো, কার হিজাব পরিপূর্ণ না ইত্যাদি দোষত্রুটি ধরা শুরু করেন। এতেও হেদায়েত হারিয়ে যায়।
(৫) দুআ না করা:
অনেকেই ভাবেন হেদায়েত চিরস্থায়ী। কিন্তু আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে দোয়া শিখিয়েছেন,
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
অর্থ: হে আমাদের প্রতিপালক, হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে পুনরায় বাঁকা করে দেবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান, আয়াত ৮)
নবীজী সাঃ ও হেদায়েত ধরে রাখার জন্য অনেক দোয়া করতেন যেমন: يا مقلب القلوب ثبت قلبي على دينك
অর্থাৎ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন।
সুতরাং হেদায়েত ধরে রাখতে অধিক পরিমাণে দোয়া করা জরুরি।
(৬) নিয়মিত তাওবাহ ইস্তিগফার না করা:
মানুষ হিসেবে নিজের অজান্তেই আমাদের অনেক গুনাহ হয়ে যায়। এসব গুনাহ থেকে বাঁচতে ও নিজের হেদায়েতকে নবায়ন করতে নিয়মিত তাওবাহ ইস্তিগফার করা জরুরি। গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গুনাহ জমতে জমতে মানুষ একসময় হেদায়েত থেকে ছিটকে পড়ে।
হারিকেনের মৃদু আলোকে যেমন বাতাস থেকে রক্ষা করতে হয়, চিমনির ভেতর অনেক যত্ন আগলে রাখতে হয়, তেমনি হেদায়েত ধরে রাখার জন্য এর যত্ন ও পরিচর্যা করা জরুরি।
©
3 weeks ago | [YT] | 42
View 3 replies
Quraner Monzil bangla
দেখবেন সারাবছর যাদের থাকে ধর্ম নিয়ে চুলকানি। নির্বাচন এলে তারাই হয় প্রকৃত ধর্ম ব্যবসায়ী।
3 weeks ago | [YT] | 22
View 0 replies
Load more