Online Smart Solution

Hello Bangladesh Friends

Welcome to Online Smart Solution YouTube channel

and Facebook page Please Subscribe and Follow

Thanks you so much.. Content by tutorial


Online Smart Solution

সম্পূর্ণ ভিডিও লিংক: https://youtu.be/bBxQk_tN7Y4

5 months ago | [YT] | 2

Online Smart Solution

মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন..
টাইম লাইনে রেখে দিতে পারেন--
♦️১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।
♦️২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
♦️৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
♦️৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৮০ টাকা।
♦️৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৭০ টাকা।
♦️৬) #মিরপুর_১০ (Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
♦️৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
♦️৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
♦️৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
♦️(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
♦️(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
♦️(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
♦️(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭
#metro #MetroRail #online_smart_solution

11 months ago | [YT] | 13

Online Smart Solution

ব্যাংকের পুরো টাকায় ঋণ, বিক্ষোভে ফার্স্ট সিকিউরিটির কর্মকর্তারা

Online Smart Solution
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৪, ০১:০০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গ্রাহকের মোট আমানতের পরিমাণ প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এর পুরোটাই ঋণ হিসেবে দেওয়া হয়েছে দেশের বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমকে। এছাড়া নামে-বেনামে আরও ২০ হাজার টাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে ব্যাংকটি। এসব টাকা কল মানি তথা অন্য ব্যাংক থেকে এনে ঋণ দিয়েছে ব্যাংকটি।
ব্যাংক কর্মকর্তারা জানান, নিয়মানুযায়ী ইসলামী ব্যাংকগুলো মোট আমানতের ৯২ শতাংশ ঋণ দিতে পারে। বাকি ৮ শতাংশ কেন্দ্রিয় ব্যাংকে (ঋণ আমানত অনুপাত-এডিআর) জমা রাখতে হয়। এ হিসেবে ৪৫ হাজার কোটি টাকার ৯২ শতাংশ ঋণ দিতে পারে ব্যাংক। এখন ৪৫ হাজার কোটি টাকা দিয়েছেই, এর বাইরে আরও ২০ হাজার কোটি টাকা ধার নিয়ে বিনিয়োগ তথা ঋণ দিয়েছে ব্যাংকটি। এখন এসব ঋণ যথাযথভাবে আদায় করতে পারছে না ব্যাংকটি। ফলে গ্রাহকের আমানত চাহিদা মোতাবেক দিতে পারছে না।

সংশ্লিষ্টরা জানান, একটি ব্যাংকের মোট আমানতের পুরোটাই ঋণ হিসেবে এসআলম গ্রুপকে দেওয়ার সময় কোনো নিয়মনীতিরই তোয়াক্কা করা হয়নি। ঋণগুলো বিতরণের সময় মুখ খোলেননি কোনো কর্মকর্তা। এখন শিল্পগ্রুপটি দেওলিয়া হওয়ার পথে। গ্রুপটির শীর্ষ কর্মকর্তারা পলাতক। একে একে বিভিন্ন ব্যাংক ঋণখেলাপি ঘোষিত হতে শুরু করেছে শিল্পগ্রুপটি। গত ১ ডিসেম্বর শিল্পগ্রুপটির বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা করেছে জনতা ব্যাংক।
প্রায় ২ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে ব্যাংকটি আগ্রাবাদ চৌমুহনী জীবন বীমা শাখা মামলাটি দায়ের করে। আদালত ওইদিনই মামলাটি আমলে নিয়ে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি করেছে। এমতাবস্থায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তারা এস আলম গ্রুপের টাকা আদায়ে সাইফুল আলম মাসুদের চট্টগ্রাম নগরের সুগন্ধা ভবনে অবস্থান কর্মসূচি পালন করে।

ওই এলাকার বাসিন্দা জাবেদ চৌধুরী বলেন, “একসময় এই ভবনের সামনে এস আলম নিয়ন্ত্রিত ব্যাংকগুলোতে কোনো প্রকার পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ পেতে চাকরি প্রার্থীদের ভিড় লেগেই থাকত। চাকরি প্রার্থীরা রাতদিন সেখানে অবস্থান করতেন। ফজরের নামাজের সময়ও চাকরি প্রার্থীদের দেখা যেত। যারা মাসুদ সাহেবের সাক্ষাৎ পেতে অপেক্ষমাণ থাকতেন। কথিত ছিল, যাদেরকে ফজরের নামাজের সময় দেখতেন মাসুদ সাহেব তাদেরকেই ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতেন। একটি ব্যাংকের পুরো টাকা একটি শিল্পগ্রুপকে অনৈতিক পন্থায় দিয়ে এখন ব্যাংক কর্মকর্তাদের সেই টাকা আদায়ে কর্মসূচি পালন করা রীতিমতো হাস্যকর।”

খোঁজ নিয়ে জানা গেছে, অবস্থান কর্মসূচীতে ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা, আগ্রাবাদ শাখার মোশারফ হোসেন, জুবলি রোড শাখার মোহাম্মদ আনোয়ার উল আলমসহ চট্টগ্রামের দুটি জোন ও নগরের ২১ টি শাখার ব্যবস্থাপকসহ শতাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে এমন কর্মকর্তাও রয়েছেন, যারা ৫ আগস্টের আগ পর্য়ন্ত এস আলমের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। এস আলম গ্রুপকে এসব ঋণ দিতে তারা এতদিন কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি। সাবেক ব্যবস্থাপকদের মধ্যে খাতুনগঞ্জ শাখার মো. হেলাল উদ্দিন, আগ্রাবাদ শাখার মো. নোমান, জুবলি রোড শাখার আমির হোসেন, পাঁচলাইশ শাখার মাহবুব আলম, চকবাজার শাখার আবু হেনা মোস্তফা কামাল, রাহাত্তারপুল শাখার হারুনুর রশিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ঋণ বিতরণসহ নানা অনিয়মের অভিযোগে এদের ইতোমধ্যে শাখা থেকে প্রত্যাহার করে প্রধান কার্য়ালয় ও আঞ্চলিক কার্য়ালয়ে বদলি করেছে ব্যাংকটি।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গ্রাহকের আমানত নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। যেই ব্যাংকটিতে শুরু থেকে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণ ছিল। সরকার পরিবর্তনের পরপরই গ্রাহক ব্যাংকটি থেকে টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়ছে। যদিও ৬ আগস্ট থেকে গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতে পারছে না ব্যাংকটি। গ্রাহকের চাপে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপিয়ে ধার দিলেও এখনো গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে ব্যাংকটি।

মুশফিকুর রহমান নামের এক গ্রাহক অভিযোগ করেন, “ফার্স্ট সিকিউরিটি ব্যাংক রাহাত্তারপুল শাখায় আমাদের একটি সমিতির প্রায় ৫০ লাখ টাকা জমা ছিল। গত পাঁচ মাস ধরে সেই টাকা ফেরত দিচ্ছে না ব্যাংকটি। সমিতির প্রতিনিধি প্রতিদিন শাখায় গিয়ে টাকা না পেয়ে বরং হয়রানির শিকার হচ্ছেন।”

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা বলেন, “জনগণের আমানত গ্রহণ করে আমরা বিনিয়োগ করে থাকি। বিনিয়োগের টাকা আদায় না হওয়ায় এখন সংকট সৃষ্টি হয়েছে। টাকা আদায়ের জন্য এ কর্মসুচি পালন করা হয়েছে। ব্যাংকের বিনিয়োগ করা ৬৫ হাজার কোটি টাকার মধ্যে নামে-বেনামে ৪৫ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম। এরমধ্যে চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে নিয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। যেই ঋণগুলোর মান এখন খারাপ হয়ে যাচ্ছে।”

একটি গ্রুপকে কেন এত টাকা বিনিয়োগ করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতির সাথে আগের পরিস্থিতি এক ছিল না। যার কারণে বিনিয়োগগুলো সঠিক যাচাই বাছাই করা তাদের পক্ষে সম্ভব ছিল না।

এমআর/এসএমডব্লিউ

1 year ago | [YT] | 15

Online Smart Solution

ট্রেনে তো অনেকেই ভ্রমণ করেন
আপনি কি জানেন বাংলাদেশে
রেলওয়ে কারখানা কোথায়?🤔

1 year ago | [YT] | 12

Online Smart Solution

আপনি কতটুকু বিশ্বাস করেন
অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব কি না ?

1 year ago | [YT] | 13

Online Smart Solution

আপনি কোথায় active থাকেন বেশি ?

1 year ago | [YT] | 12

Online Smart Solution

how to Online BTC Earing | অনলাইন থেকে টাকা ইনকাম করার সঠিক নিয়ম বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন| Video Link: https://youtu.be/TMwd5wrCdrE

1 year ago | [YT] | 14

Online Smart Solution

EBI Exchange Listing time for Hamster Kombat
How to EBI Exchange Listing time ,
Hamster Kombat Update

1 year ago | [YT] | 11

Online Smart Solution

Hamster Kombat coin Update
Total Hamster |
Hamster Kombat
থেকে আপনি কত টোকেন পেয়েছেন
দেখুন?
Hamster Kombat
Airport see

1 year ago | [YT] | 15