Study with Ajarul

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস, সাজেশন, নোটস্ ইত্যাদি দেওয়া হয়।


Study with Ajarul

প্রশ্ন : কর্মরত প্রাইমারি শিক্ষকরা নতুন নিয়োগে অংশগ্রহণ নিয়ে অর্ডার শুধু 2022 নিয়োগ না পরবর্তী নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য?

উত্তর :

🔵 সরাসরি অর্ডারে যা বলা হয়েছে:

পুরো নির্দেশটি বারবার “present selection process of 2022”–এর কথাই বলছে।
অর্থাৎ আদালতের ইন্টারিম আদেশটি শুধুমাত্র ২০২২ সালের প্রাইমারি টিচার নিয়োগ প্রক্রিয়ার ওপরেই প্রযোজ্য।

🔵 বিচারপতির বক্তব্যের মূল পয়েন্ট:

বিচারপতি স্পষ্ট বলেছেন—

ইন-সার্ভিস শিক্ষকদের ২০২২ সালের নিয়োগে অংশগ্রহণ থেকে আপাতত বিরত রাখা হচ্ছে।

কারণ তাদের বিরুদ্ধে বিভিন্ন অবৈধ নিয়োগ মামলার বিচার চলছে, যা ২০২২ নিয়োগকে প্রভাবিত করতে পারে।

তাই ২০২২ নিয়োগ প্রক্রিয়া সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত।

এখানে কোথাও ভবিষ্যতের (পরবর্তী) নিয়োগ নিয়ে কোনও স্থায়ী বা সাধারণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

---

📌 তাহলে ভবিষ্যতের নিয়োগে কি ইন-সার্ভিস শিক্ষকরা অংশ নিতে পারবেন?

✔ আদালত কোনও সাধারণ বা স্থায়ী নিষেধাজ্ঞা দেয়নি

অর্থাৎ, এই অর্ডার ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে না।


✔ ভবিষ্যতের নিয়োগে অংশগ্রহণ নতুন পরিস্থিতি, নতুন নোটিফিকেশন, এবং নতুন আইনি অবস্থানের ওপর নির্ভর করবে

২০২২-এর মতো একই সমস্যা থাকলে আবার মামলা হতে পারে, আদালত নতুন করে সিদ্ধান্ত নিতে পারে — কিন্তু এই অর্ডারটি ভবিষ্যতের নিয়োগের জন্য প্রযোজ্য নয়।

2 months ago | [YT] | 4

Study with Ajarul

১৫২ ভোটে জয়, উপরাষ্ট্রপতি হলেন NDA প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ

4 months ago | [YT] | 4

Study with Ajarul

আজকের নবম - দশম শ্রেণির শিক্ষক শিক্ষিকা নিয়োগের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ।
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

নবম দশম শ্রেণির শিক্ষক শিক্ষিকা নিয়োগের আজকের পরীক্ষার রেজাল্ট অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে প্রকাশিত হবে।
তবে তার আগে SSC আজকের পরীক্ষার preliminary Anskey ওয়েবসাইটে upload করবে, যদি SSC র দেওয়া উত্তর নিয়ে কারো ভিন্ন মত থাকে তা 5 দিনের মধ্যে online e objection করতে পারবেন । (উপযুক্ত প্রমাণ সহ)
তারপর ফাইনাল Anskey আসবে। সেই Final Anskey এর ভিত্তিতে আজকের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে।

প্রশ্নপত্র যেহেতু খুব সহজ সরল হয়েছে তাই কাট অফ খুব হাই হবে এটা স্বাভাবিক।
1.6 : 1 অর্থাৎ 10 টা শূন্যপদের জন্য 16 জন ইন্টারভিউ তে ডাক পাবেন।
নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তিন সপ্তাহ ধরে চলবে ইন্টারভিউ।

এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে আমার timeline follow করতে পারেন।

4 months ago | [YT] | 12

Study with Ajarul

High Madrasah Isalm Parichaya

5 months ago | [YT] | 2

Study with Ajarul

#WBCSSC #Group_C_D #লাইব্রেরিয়ান #গ্যাজেট নোটিফিকেশন।
এক্সপেরিয়েন্সে সর্বোচ্চ ৫ নম্বর। এক্সপেরিয়েন্সের নম্বর যোগ করে ইন্টারভিউতে ডাকবে।

#লাইব্রেরিয়ান: ৭৫ নম্বরের MCQ, ১০ নম্বর অ্যাকাডেমিক, ৫ নম্বর এক্সপেরিয়েন্স,ইন্টারভিউ ১০ নম্বর। মোট ১০০ নম্বর।

#ক্লার্ক: ৬০ নম্বরের MCQ, ১০ নম্বর অ্যাকাডেমিক, ৫ নম্বর এক্সপেরিয়েন্স,ইন্টারভিউ ১০ নম্বর,টাইপিং ও কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ১৫ নম্বর। মোট ১০০ নম্বর।

#গ্রুপ_ডি: ৪০ নম্বরের MCQ,এক্সপেরিয়েন্স ৫ নম্বর, ইন্টারভিউ ৫ নম্বর। মোট ৫০ নম্বর।

সর্বোচ্চ বয়স: ৪০ বছর। যাদের চাকরি গেছে,not specifically tainted তারা এবং বাকী রিজার্ভড ক্যাটাগরি বয়সের ছাড় পাবে। লাইব্রেরিয়ানের সর্বনিম্ন বয়স ২০ বছর,ক্লার্ক ও গ্রুপ ডি ১৮ বছর।
লাইব্রেরিয়ান; B.Lib.Sc
ক্লার্ক: মাধ্যমিক
গ্রুপ ডি: ৮ম পাশ

5 months ago | [YT] | 3

Study with Ajarul

5 months ago | [YT] | 8

Study with Ajarul

উচ্চমাধ্যমিকের (2025)তৃতীয় সেমিস্টারের রুটিন।।

6 months ago | [YT] | 8

Study with Ajarul

87)💥সম্প্রতি নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডার নারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো

8 months ago | [YT] | 5