Sabbir Ahmed Jesan

If you are a government job seeker this channel might offer you something great. Keep watching. Hopefully, this is going to be a great experience for you.


Sabbir Ahmed Jesan

ইংরেজি ভাষায় বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা কোনো বই দিয়ে শুরু করা উচিত। Paulo Coleho এর The Alchemist এমনই একটি বই যা সহজ ভাষায় লেখা এবং বইটি পড়তে পড়তে আপনার জীবনে ঘটে যাওয়া সাধারণ ঘটনাগুলোই অনন্যসাধারণ হয়ে ধরা দেবে। জীবন নিয়ে দারুণ কিছু উক্তি এবং দর্শন লাভ করে কিছুটা হলেও সমৃদ্ধ করতে পারবেন নিজেকে। হ্যাপি রিডিং....

5 months ago | [YT] | 113

Sabbir Ahmed Jesan

একাকীত্বকে যে জয় করিতে পারিয়াছে, জঞ্জাল আকীর্ণ পথ হইতে যে আপনার পথ আলাদা করিয়াছে, অনাসৃষ্টির পরশ হইতে যে আত্মসংবরণ করিতে এতটুকু কুন্ঠিত হয় নাই তাহার মুক্তির পথ খুব দূরে নাই।

5 months ago | [YT] | 228

Sabbir Ahmed Jesan

6 months ago | [YT] | 56

Sabbir Ahmed Jesan

ঘরটি মাটির তৈরি....
২৪.০৬.২০২৫ | নওগাঁ

6 months ago | [YT] | 59

Sabbir Ahmed Jesan

- জীবনে সবচাইতে মূল্যবান যে উপহারটি আপনি পেতে চান, সেটি কেবল আপনি নিজেই নিজেকে দিতে পারেন।

- আজ আপনার যে দুর্দশা চলছে, তার অবসান ঘটবে কেবল আপনারই প্রচেষ্টায়।

- বাবা-মায়ের অপূর্ণ ইচ্ছেগুলো হাতের মুঠোয় এনে দিতে শুধু আপনিই পারেন।

- আপনার জীবনে সবচাইতে সুন্দর যে ঘটনাটি ঘটতে চলেছে, আপনার একাগ্র পরিশ্রমই তা সম্ভব করে তুলবে।

- জীবনের সকল সংকট ও সমস্যার সমাধান একদিন আপনার হাত দিয়েই রচিত হবে।

- আগামীকাল সকালে পূর্ব আকাশে যে সূর্যটা ওঠবে, তা আপনি নিজের চোখেই দেখবেন।

তাই নিজেকেই সবচাইতে বেশি ভালোবাসুন। নিজের চিন্তা ও সিদ্ধান্তকেই সবচাইতে বেশি গুরুত্ব দিন। জীবনটা নিজের চোখ দিয়ে দেখে, নিজের মস্তিষ্কে কল্পনা করে, নিজের সিন্ধান্তে কাটিয়ে দিতে পারাটাও কম সফলতা নয়।

Sabbir Ahmed Jesan

7 months ago | [YT] | 233

Sabbir Ahmed Jesan

- জীবনে সবচাইতে মূল্যবান যে উপহারটি আপনি পেতে চান, সেটি কেবল আপনি নিজেই নিজেকে দিতে পারেন।

- আজ আপনার যে দুর্দশা চলছে, তার অবসান ঘটবে কেবল আপনারই প্রচেষ্টায়।

- বাবা-মায়ের অপূর্ণ ইচ্ছেগুলো হাতের মুঠোয় এনে দিতে শুধু আপনিই পারেন।

- আপনার জীবনে সবচাইতে সুন্দর যে ঘটনাটি ঘটতে চলেছে, আপনার একাগ্র পরিশ্রমই তা সম্ভব করে তুলবে।

- জীবনের সকল সংকট ও সমস্যার সমাধান একদিন আপনার হাত দিয়েই রচিত হবে।

- আগামীকাল সকালে পূর্ব আকাশে যে সূর্যটা ওঠবে, তা আপনি নিজের চোখেই দেখবেন।

তাই নিজেকেই সবচাইতে বেশি ভালোবাসুন। নিজের চিন্তা ও সিদ্ধান্তকেই সবচাইতে বেশি গুরুত্ব দিন। জীবনটা নিজের চোখ দিয়ে দেখে, নিজের মস্তিষ্কে কল্পনা করে, নিজের সিন্ধান্তে কাটিয়ে দিতে পারাটাও কম সফলতা নয়।

Sabbir Ahmed Jesan

9 months ago | [YT] | 260

Sabbir Ahmed Jesan

রামাদানে যেমন হতে পারে আপনার পড়ার রুটিন-

★ যারা রাত জেগে পড়তে পছন্দ করেন সেহেরি পর্যন্ত টানা পড়তে পারেন। যাদের ঘুম পছন্দ তারাবীহ পড়ে রাতের খাবার অল্প পরিমাণে খেয়ে আধ ঘণ্টা সাম্প্রতিক খবর অথবা সাধারণ জ্ঞান পড়ে ঘুমিয়ে যেতে পারেন।

★ রাতে না ঘুমালে সেহেরির পর ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যেতে পারেন। যারা রাতে ঘুমিয়েছেন নামাজের পর অন্তত দুই ঘন্টা পড়ে তবেই ঘুমান। এই সময়ের পড়াটা খুব কাজে দেয়। বিশেষ করে গণিত, ইংরেজি, মানচিত্র আঁকাআঁকি, বিজ্ঞান, আইসিটি এই সময়ে পড়লে কাজে দেয় ভালো। ভোকাবিউলারিও মুখস্থ করতে পারেন। যাদের হাতের লেখা ভালো নয় এই সময়টা লেখার উন্নতিতে কাজে লাগাতে পারেন।

★ সকাল ১০.০০টা থেকে ১১.০০টার মধ্যে ঘুম থেকে ওঠে পড়ুন। মাথা ঝিম ঝিম করতে পারে, কিংবা ঘুম ঘুম লাগতে পারে। ঠান্ডা জলে স্নান করে নিলে বেশ স্বস্তি লাগবে। এরপর পড়তে বসুন। দিনের বেলায় জানালার পাশে বসে দিনের আলো কাজে লাগিয়ে পড়লে ভালো হয়। যোহর নামাজ পর্যন্ত টানা পড়ুন। মাঝে মাঝে অল্প বিরতি নিতে পারেন তথ্য মনে রাখার স্বার্থে। বিরতির সময় চোখ বন্ধ করে বা হাঁটতে হাঁটতে যা পড়েছেন তা মনে করার চেষ্টা করুন।

★ নামাজের পর ঘুম অথবা পড়াশোনা যা ভালো লাগে করতে পারেন। এতো চাপ নেয়ার কিছু নেই। সকাল বেলার পড়াটা ভালো হলে সারাদিন বই-পত্র, পত্রিকা, কারেন্ট এফেয়ার্স নাড়াচাড়া করে কাটিয়ে দিন। পড়া হলে তো হলোই, না-হলে নেই।

★ ইফতারের সময়টা বেশ চ্যালেঞ্জিং। ক্ষুধা আছে বলে সামনে যা পান তাই গিলে ফেলবেন না। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। অন্তত দুটি খেজুর, কলা, কিসমিস, বাদাম, দুধ, লেবুর শরবত, ছোলা, পায়েস, ক্ষীর, তরমুজ, বেলের শরবত, পেয়ারা ইত্যাদি খাবার মেন্যুতে রাখুন। অযথাই ভাজাপোড়া খেয়ে পাকস্থলীর বারোটা বাজাবেন না। তৃষ্ণার্ত হলেও ইফতারের সাথে পেট ফাটিয়ে পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই। এতে আপনি বিছানায় নেতিয়ে পড়বেন। পড়ার এনার্জি আর পাবেন না। তাই অল্প পানি খান। ইফতার এর ৩০ মিনিট পর থেকে কিছুক্ষণ পর পর পানি খেতে থাকুন। তারাবীহ পর্যন্ত যদি পড়তে একেবারেই আর ইচ্ছে না হয় বাদ দিন। শুয়ে শুয়ে ইউটিউব থেকে কিছু নিউজ দেখুন। এই ফাঁকে আন্তর্জাতিক কিছু নিউজ দেখে নিতে পারেন। এভাবেই বিছানায় গড়াগড়ি করতে করতে আযান হলে তারাবীহ পড়তে চলে যান।

রামাদান মাসে সিয়াম সাধনা আর ইবাদতকে প্রাধান্য দিন। পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যান। অন্যান্য সময়ের চাইতে পড়ায় কম সময় দিলেও আউটপুট বেশি হবে, ইন শা আল্লাহ। পেটে ক্ষুধা থাকলে পড়া মনে থাকে বেশি। আর রোজায় স্মরণশক্তি এমনিতেই বাড়ে। আল্লাহ ভরসা।

© সাব্বির আহমেদ জিসান

#jesanwritesforyou #BCS #bcspreparation #47BcsPreli

10 months ago | [YT] | 192

Sabbir Ahmed Jesan

ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন?

10 months ago | [YT] | 80

Sabbir Ahmed Jesan

হতাশা আর বিষণ্ণতায় ডুবে থাকতে থাকতে যদি হেঁয়ালি জীবন ছেড়ে কর্মমুখর সফল জীবনের পথে এগিয়ে যাওয়ার মৃদু ইচ্ছে মনের কোণে উঁকি দেয়, তাতে মন্দ কী? বেঘোরে জীবন থেকে যাচ্ছেতাই সময় খরচ করতে করতে যদি কোনো এক একাকী মুহূর্তে আপনার মনে হয়, “এ আমি কী করছি! কোথায় যাচ্ছে আমার জীবন?” পরিবারের প্রতি দায়িত্ববোধের কথা যদি স্মরণে আসে তবে এমন হতাশার মুহূর্ত জীবনে যতো তাড়াতাড়ি আসে ততোই ভালো। নীড় হারা পাখির মতন উদভ্রান্ত জীবন আপনার নয়। একটু একটু করে অকালে ক্ষয়ে যাওয়া জীবনও আপনার নয়। আপনার মনে যে অমিত সম্ভাবনার ঘুমন্ত স্বপ্ন কেবল অবহেলায় পড়ে আছে, তাকে আলতো ছুঁয়ে জাগিয়ে তুলুন। কয়েক বছর পর নিজেকে যেখানে দেখতে চান, সেই পরিকল্পনার শুরু হোক আজ থেকেই। আজ নিজের সক্ষমতা নেই তাই এই স্বপ্ন মনে হবে সুদূর পরাহত, কিন্তু দিনের পর দিন অধ্যবসায় আর অভ্যাস পরিবর্তনের মধ্য দিয়ে আপনার যোগ্যতা বাড়তে বাড়তে একদিন স্বপ্ন ছোঁয়ার অভিজ্ঞতা আপনারও হবে।

আজকের হতাশা আপনার কাছে দুর্বিষহ মনে হতে পারে কিন্তু এটা আপনার জীবনে আশীর্বাদ। হতাশ না হলে মানুষ নিজের খোঁজ নিজে নেয় না, নিজের সাথে নিজে কথা বলে না। নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে না। জলমলে আলোয় ভরা উপভোগ্য জলসাঘর থেকে হতাশা এবং বিষণ্ণতা হয়তো আপনাকে নিয়ে যাবে অন্ধকার প্রকোষ্ঠে, একাকী নির্জনে। কিন্তু এই অন্ধকারটাই আপনার নিজস্ব, জীবনে সফল না-হলে এই একাকী জীবনই আপনার নিয়তি। “……পৃথিবীতে কে কাহার?”

#jesanwritesforyou

10 months ago | [YT] | 177

Sabbir Ahmed Jesan

বিসিএস প্রিলি পাশ করার একটা সিক্রেট বলি....

প্রস্তুতি চলাকালে কমপক্ষে দুইশো মডেল টেস্ট দিন।
অবশ্যই পাশ করবেন।

মডেল টেস্ট দেয়ার পদ্ধতি আগে বহুবার বলেছি।

10 months ago | [YT] | 227