Welcome to a channel where real stories meet deep insights. Here, you'll find personal blogs that reflect everyday life, bold analysis on Bangladesh politics, and breakdowns of major international affairs. We dive into untold stories that matter and simplify complex topics so anyone can understand what’s happening in the world and why. Alongside powerful content, we also share practical and easy life hacks to help you improve your daily routine. Our mission is to inform, inspire, and empower viewers with content that’s honest, research-based, and thought-provoking. Whether you’re curious about current events or looking for smart life solutions, you’ll find something valuable here. Join us on this journey, subscribe, and stay updated with videos that connect life, politics, and practical wisdom—all in one place.
Ovi Mirza
আপনি কাকে ভোট দিবেন?
4 weeks ago | [YT] | 0
View 0 replies
Ovi Mirza
ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (আজ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, একটি সংগঠন ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দু’দিনব্যাপী একটি অনুষ্ঠানে ড. জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছিল। এমনকি তাঁর ঢাকার বাইরের কয়েকটি স্থানে যাওয়ারও পরিকল্পনা ছিল।
তবে সাম্প্রতিক সময়ে তাঁর সফরকে ঘিরে ব্যাপক আলোচনার প্রেক্ষিতে বিষয়টি আজকের সভায় উত্থাপন করা হয়। বৈঠকে জানানো হয়, ড. নায়েক ঢাকায় এলে বিপুল জনসমাগম হওয়ার আশঙ্কা রয়েছে। এত বড় জনসমাবেশ নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রয়োজন হবে, যা জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে বর্তমানে সম্ভব নয়।
অতএব, সভায় সিদ্ধান্ত হয়—আসন্ন জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাঁর সফর অনুমোদন দেওয়া হবে না। নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি পুনরায় আলোচনায় আনা হতে পারে।
1 month ago | [YT] | 0
View 0 replies
Ovi Mirza
1 month ago | [YT] | 0
View 0 replies
Ovi Mirza
1 month ago | [YT] | 0
View 0 replies
Ovi Mirza
বাংলাদেশের সামরিক শক্তিতে নতুন অধ্যায়! 🇧🇩💥
বাংলাদেশ সেনাবাহিনী চীনের অত্যাধুনিক SY-400 মিসাইল সিস্টেম অর্ডার করেছে — যার ২৮০ কিমি রেঞ্জে রয়েছে নিখুঁত আঘাত করার ক্ষমতা। এই পদক্ষেপে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন মোড় আনল ঢাকা!
1 month ago | [YT] | 1
View 0 replies
Ovi Mirza
ইসলামি ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কিছু কথা।
ব্যাংক বের করে দিয়েছে বা পরিক্ষা নিতে চাচ্ছে সেটা নিজেকে প্রমান করুন। কারণ আপনার কোন জেলা বা উপজেলা কোটায় চাকুরি করছেন না। সেটা বুঝিয়ে দেন ব্যাংকে।
যোগ্যতা যেহেতু আছে, দেশের ৫০টিরও বেশি ব্যাংকে চেষ্টা করুন—সেখানে সুযোগ আছে, সম্ভাবনাও আছে।
গার্মেন্টস সেক্টর আর প্রাইভেট জবের বাস্তবতা একেবারেই আলাদা। প্রতিদিন সেখানে কান্না, হতাশা, অন্যায়ের গল্প জমে থাকে। এই সেক্টরগুলো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলেও, গত ৫০ বছরে একবারও কেউ গুরুত্ব দিয়ে ভাবেনি তাদের নিরাপত্তা, স্থায়িত্ব বা ন্যায্য অধিকার নিয়ে। কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত, চাকরিটা কখন থাকবে, কখন থাকবে না—এই ভয় তাদের নিত্যসঙ্গী। কিন্তু তারা যোগ্যতার লড়াই করছে। আর ব্যাংক থেকে অধিক বেতনের চাকরি করছে।
অথচ এই মানুষগুলোর পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে, রপ্তানির সাফল্য বাড়ছে, কিন্তু তাদের জীবনে নিরাপত্তা বা সম্মানের নিশ্চয়তা আসছে না। তাই এখন সময় এসেছে, যোগ্য মানুষ যেন সঠিক জায়গায় মূল্যায়ন পায়, আর কর্মীদের জন্য তৈরি হয় একটি নিরাপদ, মানবিক কর্মপরিবেশ — যেখানে পরিশ্রমই হবে সফলতার একমাত্র চাবিকাঠি, ভয় নয়।
গত দুই দশকে ব্যাংকের চাকুরি হল সোনার হরিণে মত ছিল। জেলা বা উপজেলার নাম দিয়ে যেমন একটা চাকরি মেলে পরিচয়ের জোরে, “ব্যাকডোর” দিয়ে; আবার অন্যদিকে জেলার নাম শুনে চাকুরি না পাওয়ার ঘটনা অনেক। জেলা বা উপজেলা না হওয়া যোগ্যতা অযোগ্যতা ফাঁদে পড়া অনেক কাহিনি।
আর সেই সোনার হরিণ হারিয়ে গেলে নতুন করে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। এই যুদ্ধের শুরুটা জেলা উপজেলা দিয়ে করলেও এখন সেই যুদ্ধ কঠিনও বটে।
#IslamiBank #islamibankbangladesh #jobs #jobsecurity #garmentindustry #foryouシ
2 months ago | [YT] | 0
View 0 replies
Ovi Mirza
ইসরায়েলের যুদ্ধ বিরতি কি দীর্ঘস্থায়ী হবে কি?
2 months ago | [YT] | 0
View 0 replies
Ovi Mirza
বাংলাদেশের অনেকেই হয়তো এখনও শহিদুল আলমের নাম শোনেননি। তিনি শুধু একজন বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার নন, তিনি মানবতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। তাঁর সর্বশেষ পদক্ষেপ শুনলে বোঝা যায়—এমন মানুষরা আসলেই পৃথিবীর বাতিঘর।
বিশ্বের নানা প্রান্তের সাহসী অ্যাক্টিভিস্টরা Global Su.mud নামের এক অভিযানে সমুদ্রপথে রওনা হয়েছেন গা.জা উপকূলের দিকে। তাদের লক্ষ্য একটাই—আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা এবং সেখানকার নিরীহ মানুষদের বাস্তবতা বিশ্বমিডিয়ার সামনে তুলে ধরা।
কিন্তু এই পথ মোটেও সহজ নয়। ইতিহাস সাক্ষী—২০১০ সালের এমন এক অভিযানে প্রাণ হারিয়েছিলেন অনেক অ্যাক্টিভিস্ট। আর আজও ঝুঁকি একই রকম, বরং হয়তো আরও বেশি। কিছুক্ষণ আগেই খবর এসেছে, একটি জাহাজকে টার্গেট করা হয়েছে।
এই অকুতোভয় অভিযাত্রীদের দলে রয়েছেন আমাদের বাংলাদেশি শহিদুল আলম। এক মানুষ, যিনি সবসময় সত্যের পক্ষে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে লড়েন এবং নিজের জীবনকেও মানবতার জন্য ঝুঁকিতে ফেলতে দ্বিধা করেন না।
শহিদুল আলম কেবল একজন ব্যক্তি নন—তিনি আমাদের জন্য এক অনুপ্রেরণা, এক সাহসের প্রতীক।
#israel #trandingpost #palastine
2 months ago | [YT] | 0
View 0 replies
Ovi Mirza
হিটলার, বড় মিথ্যা আর আধা সত্য: এক অমানবিক কৌশলের গল্প 🔥
ইতিহাসের ভয়ঙ্করতম একনায়ক আডলফ হিটলার তার বই Mein Kampf–এ এক বিশেষ ধারণার কথা লিখেছিলেন, যেটিকে তিনি বলেছিলেন “The Big Lie” বা “বড় মিথ্যা”। তিনি যুক্তি দেন, সাধারণ মানুষ ছোটখাটো মিথ্যা সহজেই ধরতে পারে, কিন্তু যদি একটি মিথ্যা এত বড় হয় যে তা মানুষের কল্পনার বাইরে— তখন সেটিকে অনেকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। কারণ মানুষের মন ভাবে: “কেউ এত বড় মিথ্যা বলতে পারে না!”
এই মনস্তত্ত্বকে হিটলার দক্ষভাবে ব্যবহার করেছিলেন। নাৎসি প্রচারণায় বারবার মিথ্যা প্রচার করা হতো, যেমন— জার্মানির সমস্যার জন্য ইহুদিদের দায়ী করা। এত বেশি বলা হতো যে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করত। আর এই বিশ্বাসের ভিত্তিতেই গড়ে ওঠে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা।
কিন্তু হিটলারের প্রচারণার অস্ত্র শুধু “বড় মিথ্যা” নয়, বরং আরেকটি ছিল “আধা সত্য”। আধা সত্য হচ্ছে এমন এক কৌশল, যেখানে সামান্য সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে উপস্থাপন করা হয়। এতে মানুষ বিভ্রান্ত হয় সহজেই, কারণ তথ্যের মধ্যে কিছু সত্য লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ, নাৎসিরা বলত— “ইহুদিরা অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করছে।” সত্য হলো, কিছু ইহুদি সত্যিই অর্থনীতিতে জড়িত ছিল। কিন্তু এর সঙ্গে অতিরঞ্জিত মিথ্যা যোগ করে পুরো একটি জাতিকে অপরাধী বানানো হয়েছিল।
এই দুই কৌশলের ভয়াবহতা হলো— এগুলো শুধু ইতিহাসেই সীমাবদ্ধ নয়। আজকের আধুনিক বিশ্বেও আমরা এগুলো দেখতে পাই।
👉 রাজনীতিতে, যখন প্রতিপক্ষকে দুর্বল করতে অতিরঞ্জিত মিথ্যা বারবার বলা হয়।
👉 মিডিয়ায়, যখন গুজব বা আধা সত্য খবর ছড়িয়ে দেওয়া হয়।
👉 সামাজিক মাধ্যমে, যখন ভুল তথ্য বারবার শেয়ার হয়ে ভাইরাল হয়।
💡 শিক্ষা: ইতিহাস আমাদের সতর্ক করে দেয়। সত্যকে আড়াল করতে “বড় মিথ্যা” আর “আধা সত্য”— এই দুই প্রচারণার অস্ত্র বারবার ব্যবহার হচ্ছে। তাই আমাদের দায়িত্ব হলো সচেতন থাকা। কোনো তথ্য বারবার শুনলেই বিশ্বাস নয়, বরং যাচাই করা জরুরি।
📢 মনে রাখবেন: বারবার বলা হলেও মিথ্যা কখনো সত্য হয় না। আর আধা সত্যই সবচেয়ে ভয়ংকর প্রতারণা।
#Hitler #BigLie #HalfTruth #History #Politics #Propaganda #সচেতনতা #viralpost #foryouシ
4 months ago | [YT] | 1
View 0 replies
Ovi Mirza
বাবা 🌸
যার হাসিতে ভরসা পাই, যার কাঁধে ভর দিয়ে জীবন চলার পথ শিখেছি…
যিনি নিজে অন্ধকারে থেকেও আমার জন্য আলো জ্বালিয়ে দিয়েছেন — সেই মানুষটার নাম বাবা।
আমার জীবনের নীরব নায়ক, আমার প্রথম হিরো, আর শেষ আশ্রয়। ❤️
কখনো “ভালোবাসি” বলা হয়নি… ভয় বা সংকোচে আপনার সামনে কথাটা বলার সাহস হয়নি।
কিন্তু আজ খুব বলতে ইচ্ছে করছে —
বাবা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি ❤️
4 months ago | [YT] | 0
View 0 replies
Load more