Adivasi Entertainment



Adivasi Entertainment

দুই বাংলার দুই আদিবাসী জনপ্রিয় খেলোয়াড়
রাফায়েল টুডু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাঁওতাল সম্প্রদায়ের গ্রাম আমতলী। বেশির ভাগ মানুষেরই পেশা কৃষিকাজ। তবে নিজেদের জমিতে নয়, ভূস্বামীদের জমিতে বর্গা খেটেই পেট চলে তাঁদের।
কিন্তু মানিক টুডু নিজে ফুটবল খেলতেন, ছেলে রাফায়েল টুডুকেও পরিচয় করিয়ে দিয়েছিলেন খেলাটির সঙ্গে। অসুখে ভুগে মানিক টুডু অনন্তলোকে চলে গেছেন রাফায়েলকে সেই ছোট্টটি রেখেই। কিন্তু তিনি কি জানতেন, তাঁর ছেলেই একদিন ঢাকায় এসে গোলের ঝড় তুলবেন?
দেশের ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরে ফিরছে ইয়াংমেন্স ফকিরেরপুল ক্লাব। তাদের শিরোপা জয়ে দারুণ অবদান রাফায়েল টুডুর। লিগের সর্বোচ্চ গোলদাতা তিনিই। ৯ ম্যাচে ১২ গোল তাঁর। রাফায়েল পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়েরও পুরস্কার।
এই প্রথম ইয়াংমেন্স ক্লাবে সুযোগ মেলা রাফায়েলকে লিগের প্রথম পাঁচ ম্যাচে খেলানোই হয়নি। পরের ম্যাচে নেমেই বাজিমাত। হ্যাটট্রিকসহ করে ফেললেন ৪ গোল।
রাফায়েল টুডু বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মুশারু গ্রামের এক অতি দরিদ্র পরিবারের ছেলে রবি। ওর বাবা-মা দিনমজুরি করে রবিকে বড় করে তুলেছেন। তার খেলার খরচ জুগিয়েছেন। সেই রবি হাঁসদা আজ সবার নয়নের মণি। ওর করা একমাত্র গোলেই হায়দরাবাদে কেরলকে হারিয়ে এবার সন্তোষ ট্রফি জয় করেছে বাংলা। শুধু চাম্পিয়ান করাই নয়, বারোটি গোল করে সন্তোষ ট্রফির সেরা গোলদাতা রবি।
কলকাতায় দল ফিরতেই তাঁকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। এবার জেলার পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হল। খুবই দরিদ্র পরিবারের বড় হয়ে ওঠা রবির। দুবেলা দু মুঠো খাবার জোগাড় করতেও একসময় হিমশিম খেতে হয়েছে রবির পরিবারকে। পরের জমিতে কাজ করে ছেলের খেলার খরচ জুগিয়েছেন রবির বাবা।
মাটির ঘর। সেখানেই থরে থরে সাজানো নানান পুরস্কার। দশ বছর বয়স থেকেই ফুটবল খেলার তীব্র ঝোঁক দেখা যায় রবির মধ্যে। আজ রবির নাম সকলের মুখে মুখে ফিরছে। সন্তোষ ট্রফি জিতে কলকাতা হয়ে বাড়ি ফিরেছেন রবি। তাঁকে হাসিমুখে অভ্যর্থনা জানিয়েছেন গ্রামের সকলে। রবির সাফল্যে গর্বিত তাঁরাও। রবি জানান, কলকাতায় মোহনবাগানের হয়ে খেলতে চান তিনি। সেইসঙ্গে খেলতে চান ভারতীয় দলে।
এআইএফএফ- এর শীতকালীন ট্রান্সফার সেশনে হাঁসদাকে ধারে দলে নেয় ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মহামেডান এসসি।

#adivasi #adivasinews #football #footballnews #santali

10 months ago | [YT] | 5