সত্যের অনুসন্ধান, যুক্তি ও বিজ্ঞানের জয়গান।
এই চ্যানেলটি মানববাদ, যুক্তিবাদ এবং বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের সমালোচনামূলক আলোচনা করে। আমাদের লক্ষ্য হলো মানুষকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, সত্যের পথে চালিত করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা।
আমরা ধর্মীয় সহিংসতা বন্ধের পক্ষে, মানবাধিকারের পক্ষে সোচ্চার এবং প্রতিটি আলোচনাকে যৌক্তিকতার ভিত্তিতে যাচাই করতে উৎসাহিত করি। অন্ধবিশ্বাস থেকে মানুষকে মুক্ত করে যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক করতে চাই।
যুক্তির আলোয় আলোকিত হতে এবং অর্থবহ বিতর্কে অংশ নিতে আমাদের সাথে যুক্ত হন।
Chintar Mukti - চিন্তার মুক্তি
তবুও কি তোমরা বিশ্বাস করবে ভূমিকম্প আল্লাহর গজব বা আল্লাহ বাল্লাহ নামক কেউ এটা দেয়? যদি তাই করো, তবে তোমরা চোখ থাকিতেও অন্ধ। এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিওর লিংক কমেন্টে।
#মানববাদ #বৈজ্ঞানিকসত্য
2 weeks ago | [YT] | 249
View 68 replies
Chintar Mukti - চিন্তার মুক্তি
ভূমিকম্প ইসলামকে ভুয়া প্রমাণ করে।
ইজরায়েলে ভূমিকম্প হয় না বললেই চলে। অন্যদিকে আফগানিস্তানে ভূমিকম্পে প্রতিবছর হাজার মানুষ মারা যায়। তবুও কি তোমরা বুঝবে না, ভূমিকম্প আল্লাহ বাল্লাহ নামক কোন সত্ত্বার পক্ষ থেকে আসে না!
এ বিষয়ে আশা করি আজ রাতেই একটি ভিডিও পোস্ট করব, যেখানে হাতে-কলমে দেখিয়ে দিব কিভাবে ভূমিকম্প ইসলামকে ভুয়া প্রমাণ করে।
2 weeks ago | [YT] | 277
View 32 replies
Chintar Mukti - চিন্তার মুক্তি
মাসুদ ভাই যে মুক্তি পেয়েছিলেন সে বিষয়টা আমাদের সবার গোপন রাখা উচিত ছিল। যখনই আমরা সবাই সে বিষয়টা নিয়ে ঢোল বাজানো শুরু করেছি, তখনই বিষয়টা ভারতের ইসলামী মৌলবাদীদের দৃষ্টিগোচর হয়। ঠিক তখনই ভারতের মুসলিম মৌলবাদীরা ক্ষেপে যায় কেন মুফতি মাসুদকে মুক্তি দেয়া হলো? অর্থাৎ, ধরিয়েছিল গোঁড়া হিন্দুরা, কিন্তু যখনই হিন্দুরা ভুল বুঝতে পারলো এবং মাসুদ ভাইকে মুক্তি দেয়া হলো। ঠিক তখনই মাসুদ ভাই সহ আমাদের অতি আবেগী সমমনারা পোস্ট ও ভিডিও করা শুরু করলো তখন মুসলিমদের চাপে, মুসলিম DIG আবেদের ফোনে মাসুদ ভাইকে থানায় ডেকে আবার গ্রেফতার করা হলো। সাধারণ পুলিশরা সত্য জানার পর মাসুদ ভাইয়ের পক্ষেই ছিল, কিন্তু ডিআইজির ফোন পেয়ে তারা আবার গ্রেফতার করতে বাধ্য হলো। আসাদ নূর আগের দিনই বলেছিলেন ভাই তোরা থাম।
অনেকেই দুই একটা লাইকের জন্য মাসুদ ভাইয়ের মুক্তির আগেই উনি মুক্তি পেয়েছেন এমন গুজব ছড়িয়ে ছিলো এবং এগুলোই মাসুদ ভাইয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো।
এখন, মাসুদ ভাই কবে মুক্তি পাবেন সেই প্রশ্নের উত্তর হলো FRRO যেদিন মাসুদ ভাইকে ভিসা রিনিউ করিয়ে দিবেন, সেদিনই উনি মুক্তি পাবেন। আরো বিস্তারিত তথ্য জানতে FRRO কে অনুরোধ করতে গ্রুপে যুক্ত হন। গ্রুপের লিংক কমেন্টে।
#FreeMuftiMasud
1 month ago | [YT] | 668
View 89 replies
Chintar Mukti - চিন্তার মুক্তি
আজ নভেম্বরের ৩ তারিখ ভারতীয় সময় সকাল দশটায় কল্যাণী থানায় ডেকে নিয়ে অফিসিয়ালি গ্রেফতার করে Foreigners Act Section 23A এর অধীনে মুফতি মাসুদ সাহেবকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই ধারায় মুফতি মাসুদের পাঁচ বছরের জেল এবং অর্থদণ্ড শেষে বাংলাদেশে deport করা হতে পারে। যদিও এক সপ্তাহ আগে সাতাশ অক্টোবর কল্যাণী পুলিশ স্টেশনের অধীন গয়েশপুর ফাঁড়িতে তাঁকে টানা চার দিন আটক করে রাখা হয়। নানাবিধ তল্লাশি অপমানের পর্ব শেষ করে পুলিশ তাঁকে শFRRO তে নিয়ে গিয়ে visa renewal এর আবেদন করিয়ে মুক্তি দেয়।
পুলিশের হাত থেকে এত সহজেই মুক্তি কী সত্যিই মেলে? না।
বরং মুফতি মাসুদকে প্ররোচিত করা হয় যে পুলিশ কত ভালো ছিল, ভারত কতটা মহান সেসব লিখতে ও বলতে। মুফতি মাসুদ সাহেবও আমাদের পরামর্শ উপেক্ষা করে পুলিশকে বন্ধু মনে করে বরং তাদের মনরক্ষায় লেখালেখি চালিয়ে যান। মুক্তির সংবাদ তাঁর নিজের ফেসবুক প্রোফাইলে জানান দেন যা তাঁর জন্য বিপদ বয়ে আনবে জানালেও আমাদের কথায় কর্ণপাত করেননি তিনি।
ফলাফল?
গতকাল দুই নভেম্বর মাসুদ সাহেবকে আবার কল্যাণী থানায় ডেকে পাঠান Debashis Panda নামের অফিসার। এবং মুফতি মাসুদ আজ থানায় উপস্থিত হলে পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়। আগামী সতেরো নভেম্বর তাঁর পরবর্তী court date রয়েছে। নদীয়া জেলার কল্যাণী কোর্টের সবাই সমবেত হন। আরো খুবই ভালো হয় আপনারা যদি কলকাতায় অথবা কল্যাণীতে একটি মানববন্ধন করেন মুফতি মাসুদের মুক্তি চেয়ে এবং বাংলাদেশের নির্যাতিত এক্স মুসলিম এক্টিভিস্টদের আশ্রয়ের দাবি তুলে।
অর্থাৎ সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তিনি ছিলেন বাঘের মুখে, তারপর বাঘের খাঁচায় এবং এখন তিনি বাঘের পেটে।
কেন্দ্র এবং মমতা সরকার উভয়ের সিদ্ধান্তেই মুফতি মাসুদের এই গ্রেফতার এবং জেল হাজত হয়েছে এবং সর্বশেষ এই গ্রেফতারের নির্দেশনায় ছিলেন কলকাতা পুলিশের DIG.
ভারত সরকার অফিসিয়ালি মনে করে বাংলাদেশি Ex Muslims ভারতে আশ্রয় পাওয়ার অধিকার রাখে না। কিন্তু আপনি যদি বাহাউদ্দিন বাহার বা এরশাদ মাহমুদের মতো করে বড় আকারে হিন্দু/বৌদ্ধদের ওপর নির্যাতন চালিয়ে ভারতে অনুপ্রবেশ ঘটাতে পারেন তবে আপনাকে অবশ্যই জামাইয়ের আদরে রাখবে কেন্দ্র ও রাজ্য সরকার। যার প্রমাণ ইতিমধ্যে সবাই দেখেছেন। রাষ্ট্র ভারতের চোখে মুফতি মাসুদদের মতো মানুষই খারাপ বাংলাদেশি। তাই কেন্দ্র এবং রাজ্য উভয়ের সিদ্ধান্তে মুফতি মাসুদ আজ জেলখানায় এবং তাঁর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
উল্লেখ্য, মুফতি মাসুদ ২০১৭ সালে অফিসিয়ালি ইসলাম ত্যাগ করে ভারতে বৈধভাবে আশ্রয় নেন এবং রাষ্ট্রের সকল নিয়ম মেনে একাধিকবার ভিসা রিনিউ করলেও এই বছর তাঁর ভিসা রিজেক্ট করে দেয় FRRO।
আমি সকল সচেতন মানুষের কাছে অনুরোধ করি মুফতি মাসুদ সাহেবের পাশে দাঁড়ানোর জন্য। ভারতের এমন অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে দ্রুত মুক্ত করার জন্য ভূমিকা রাখুন। যার যার জায়গা থেকে প্রতিবাদ জানান, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে লিখুন, মানবিক রাষ্ট্রগুলোকে লিখুন।
জেলখানায় তিনি কোনভাবেই নিরাপদ নন কারণ ভারতের জেলগুলিতে অসংখ্য জিহাদি রয়েছে যেখানে তিনি হত্যার শিকার হতে পারেন বলে আমরা চিন্তিত যদি এমন কিছু ঘটে তবে তার দায়ভার পশ্চিমবঙ্গ ও কেদ্রীয় সরকারের। তাছাড়া জেলখানাগুলোতে চরম দুর্নীতির কারণে মোটা অংকের টাকা ঘুষ না দিলে বাংলাদেশের বন্দীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।
বন্ধুগণ, আমাদের সমবেত প্রতিবাদে হয়তো মুফতি মাসুদের জীবন বেঁচে যাবে, আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
#FreeMuftiMasud
1 month ago (edited) | [YT] | 675
View 162 replies
Chintar Mukti - চিন্তার মুক্তি
নাস্তিক মুফতি মাসুদ ভাই মুক্তি পেয়েছেন। আপনারা যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানাই। তবে উনি এবং বাংলাদেশের নির্যাতিত এক্স মুসলিমরা যেন ভারতে আশ্রয় পায়, এমন একটি বিধান বা সুযোগ যেন ভারতে রাখা হয় সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর কোন মুক্তমনা যেন এমন হয়রানির শিকার না হয়।
1 month ago | [YT] | 1,719
View 228 replies
Chintar Mukti - চিন্তার মুক্তি
দেখুন! আমি কিন্তু আগেই বলেছিলাম হিন্দু ছেলেটিকে ফাঁসানো হচ্ছে। তখন অনেকেই বিশ্বাস করেনি, যদিও আমি খুবই শক্ত যুক্তি তুলে ধরেছিলাম। অনেকেই আমাকে হিন্দুদের দালাল মনে করেছিল। পোস্টের লিংক আমার ফেসবুক পেইজে পাবেন।
1 month ago | [YT] | 161
View 27 replies