আমি একজন গৃহবধূ অতি সাধারণ ঘরের বৌ ছোট পরিবার অনেক সুখ দূঃখে জড়ানো আমার জিবনে অনেক আশা নিয়ে ইউটিউবে এসছি নিজের পায়ে দাঁড়াতে চাই কতো আর স্বামীর কাছে হাত পাতবো এখান থেকে কিছু ইনকাম করতে পারলে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আজকের দিনেও ওদের পাশে দাঁড়িয়ে অন্তত এক মাসের ওসুধ ও যদি দিতে পারি তাহলে মানুষ জন্ম নেওয়া স্বার্থক হোতো আমার আমি সবার পাশে দাঁড়াতে চাই জানিনা পারবোনাকি তবে হাড় মানবোনা চালিয়ে যাবো ঈশ্বর সহায় থাকলে নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবো আর আমার মনের ইচ্ছাও পুরন হবে