I am Anil Tripura.
Anil Entertainment.
traveling, Daily Vlog, Video Tips.
I love making videos I want to make good videos in future.Which will serve for the development and good of people.


Acts of Anil

বান্দরবান জুম ঘরে আছি

3 months ago | [YT] | 0

Acts of Anil

হাওর অঞ্চল ভ্রমণ ||DIU|| department of sociology

11 months ago | [YT] | 0

Acts of Anil

​⁠​‪@diudhaka‬ ||DIU||বার্ষিক বনভোজন 😱

11 months ago | [YT] | 1

Acts of Anil

বান্দরবান গহীনে জুম চাষ পুড়ানো দৃশ্য দেখলে অবাক হয়ে যাবেন 😱😱

11 months ago | [YT] | 1

Acts of Anil

Dhaka International University

1 year ago | [YT] | 1

Acts of Anil

আজ ৯ই আগস্ট 'বিশ্ব আদিবাসী দিবস' ও বাংলাদেশের নব অভ্যুত্থানের বহুল আকাঙ্ক্ষিত শুভ সূচনা।

সময়ের ধারাবাহিকতায় ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ভাগ্যের আজও পরিবর্তন হয়নি বরং দিনদিন আমরা অস্তিত্ব সংকটে পড়ছি। নিজ বাসভূমি থেকে জোড়পূর্বক উচ্ছেদ, নিপীড়ন-শোষণ, উন্নয়নের নামে পর্যটন করে প্রথাগত জীবনযাত্রায় ব্যাঘাত, পরিবেশের ভারসাম্য নষ্ট, মৌলিক অধিকারের অনিশ্চয়তা, 'ভাগ কর, শাসন কর' নীতির প্রয়োগ, স্থানীয় রাজনৈতিক কোন্দল বা সংঘাত বৃদ্ধি, ধর্মান্তরকরণ, বিচারের নামে হয়রানি, গুম, হত্যা, নারী ধর্ষণ ও শ্লীলতাহানি, মানবাধিকার লঙ্ঘন সহ অসংখ্য সমস্যায় জর্জরিত পাহাড় ও সমতলের আদিবাসীদের জীবন।

রাষ্ট্রযন্ত্র আমাদেরকে বছরের পর বছর 'উপজাতি'/ ক্ষুদ্র- নৃগোষ্ঠী টার্ম দিয়ে বিশেষায়িত করে দমিয়ে রাখার প্রয়াস করেছে, 'বাঙালি' জাতীয়তাবাদ চাপিয়ে দিতে চেয়েছে, যেখানে আমরা নিজেরা নিজেদেরকে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, ম্রো, তঞ্চঙ্গা, খিয়াং কিংবা গারো নামে পরিচয় দিচ্ছি এবং সামগ্রিকভাবে 'আদিবাসী' বলতে ও শুনতে স্বাচ্ছন্দ বোধ করি। প্রজন্মের পর প্রজন্ম 'কল্পনা চাকমার বিচার চাই' বলে প্রতিবছর ১২ই জুন রাষ্ট্রের কাছে প্রশ্ন করে আসছে, বিচার চেয়ে আসছে আরও কত শত অবিচার, শোষণ ও বঞ্চনার।

নব্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাই সারা দেশের জনমানুষের সাথে আমরা আদিবাসীরাও প্রত্যাশা নিয়ে চেয়ে আছি।কারণ আমরা বিশ্বাস করি, তারুণ্যের বিপ্লবে যেভাবে এ ঐতিহাসিক সরকার গঠিত হয়েছে সেটা পুরো বাংলাদেশের ইতিহাসে যেমন নজিরবিহীন তেমনি আশাব্যঞ্জক ও বটে। আমরা বিশ্বাস করি, এ সরকার হবে জনমানুষের সরকার, আস্থার সরকার, বৈষম্যবিরোধী সরকার এবং নতুন বাংলাদেশ গড়ার যথোপযুক্ত সরকার যেখানে দালালী, চাটুকারিতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি প্রশ্রয় পাবে না এবং যার প্রত্যেক পদক্ষেপে আপামর সাধারণ জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার ও জোরালো আশা এবং দাবি এই তরুণ সরকারের কাছে। এছাড়াও, ঘুনেধরা, মেয়াদোত্তীর্ণ এবং রাজনৈতিক প্রভাবে কলুষিত শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ভঙ্গুর স্বাস্থ্যসেবাসহ দেশের প্রত্যেকটি সেক্টরকে গোড়া থেকে সংস্কারের ও আবেদন থাকবে। সর্বোপরি, রাষ্ট্রের এক সাধারণ নাগরিক থেকে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত যে কোনো আইনলঙ্ঘনের ক্ষেত্রে স্বচ্ছ জবাবদিহিতা ও যেন থাকে এবং সেইসাথে আইনের সুস্থ প্রয়োগ নিশ্চিত করাটাও গুরুদায়িত্ব। তাহলেই, দেশে নিয়মতন্ত্র পুণরুদ্ধার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

ভুলে গেলে চলবে না, এটা গণঅভ্যুত্থান, সাধারণ কোনো ক্ষমতা হস্তান্তর নয়।

সর্বশেষে বলতে চাই, আমরা রাষ্ট্রের এমন সংস্কার চাইছি যেখানে দেশের সর্বস্তরের জনগণের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ থাকবে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-লিঙ্গ-শ্রেণী নির্বিশেষে যাতে সত্যিকারের এক 'বৈষম্যবিহীন রাষ্ট্র' গঠন হয় সবার মেলবন্ধনে এবং বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে বাংলাদেশ যত দ্রুত সম্ভব।

মনে রাখতে হবে, এই দেশ আমাদের সবার এবং এর সংস্কারের দায়িত্ব ও আমাদের সবার। কারো অস্তিত্ব মুছে দিয়ে, কাউকে পিছনে রেখে কোনভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয়। Anil vlogs

1 year ago | [YT] | 0

Acts of Anil

কাজ করতে জানা বড়ো কথা নয়, সকল আলস্য ও বাধা ঠেলে নিজেকে কাজে নামানো ও খাটানোই সব কিছু। জানার লোকের চাইতে তাই কাজের লোকের কদর সবসময়ই বেশি।

#anilvlogs

1 year ago | [YT] | 3

Acts of Anil

He is risen 🕊️🕊️

1 year ago | [YT] | 2

Acts of Anil

DIU 8th Convocation Ceremony 🎓

"The best thing is yet to come"🎓🎓

#diu8thconvocation happening 🔜

1 year ago | [YT] | 2

Acts of Anil

১. শুদ্ধতম ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই। খাদ থাকবেই। হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, তবে একসময় ঠিকই দেখতে পাবেন।

২. নারী আর পুরুষের ভালোবাসা কখনোই একই রকম হয় না। এজন্যই যে-কোনো ক্ষেত্রে চূড়ান্ত সফলতার হিসেব করতে গেলে দেখবেন, নারী তালে তাল মিলিয়ে সব জায়গায় পুরুষের মতন সফল হচ্ছে, অথচ আজকের দিনেও নারীদের সংখ্যা পুরুষের তুলনায় কম।

৩. সময় সব সইয়ে নেয়, এমনকি পিতার কাঁধে পুত্রের লাশ বহন করার মতন যন্ত্রণাও সময় ঠিকই শুষে নেয় সময়মতো।

৪. যার জন্য সব ছেড়ে দাঁড়িয়ে থাকবেন, সে-ই সবার আগে আপনাকে ব্যবহার করবে। এটা মাথায় রেখে সব ছাড়তে হবে। আর যার জন্য সব ছাড়বেন, নিজ দায়িত্বেই ছাড়বেন, তাকে দোষ দেবেন না—সে তো আর আপনাকে এই কাজ করতে বলেনি!

৫. কারও শক্তির জায়গায় আঘাত করবেন না, কারও দুর্বলতাকে নিজের শক্তি বানাবেন না।

৬. ভালোবাসা জীবনধারণের একটি উপাদান মাত্র, এটাই জীবন নয়। কিন্তু যে ভালোবাসা পেল না, শুধু সফলতা আর দায়িত্বই পেল সারাজীবন, তার জীবন যে কতটা অসহায় আর ব্যর্থ জীবন, তা ভেবে দেখা যেতে পারে।

৭. কোনো কিছু কিংবা কোনো মানুষের প্রতি অনুভূতি তৈরির হওয়ার জন্য আপনি নিজে দায়ী। ওকে শিক্ষা দিয়ে ছাড়ব—এরকম না, মাইন্ডসেট থাকতে হবে—নিজেকে শিক্ষা দিয়ে ছাড়ব।

৮. যাকে ভালোবাসবেন, স্নেহ করবেন, তার কাছ থেকে এক হাজার হাত দূরে থাকবেন; সে যেন কিছু জানতেই না পারে। জানতে দিলে ধরা খাওয়ার প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখবেন।

1 year ago | [YT] | 1