Assalamoalaykom,
Welcome to #katatar_production.
WE are of about law and history.
Ignorance of Law is not an excuse, and history is the story of time, and katatar production is the place of their engagement.
Know Law, Know YOUR History know yourself.
And katatar production will help you to do that.
So LET'S SUBSCRIBE
আসসালামুয়ালাইকুম, কাটাতার প্রোডাকশন চ্যানেলে আপনাকে স্বাগতম।আপনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন এবং ইতিহাস জানার প্রচন্ড আগ্রহ থেকে থাকে তাহলে ,আপনি সঠিক জায়গায় এসেছেন। কাটাতার প্রোডাকশন আপনার জন্যই।
সোহানুর রহমান
Suhanur Rahaman (LL.M.) (BUP)
CEO of Katatar Production.
Katatar Production
এখন পর্যন্ত ৭২ জনের প্রান হানি।।
1 year ago | [YT] | 1
View 0 replies
Katatar Production
আগামীকাল ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবীতে মার্চ টু ঢাকা কর্মসূচি দিলেন সাধারণ ছাত্ররা।
1 year ago | [YT] | 1
View 0 replies
Katatar Production
সেনাবাহিনী একাধিক জায়গায় ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে।।
1 year ago | [YT] | 0
View 0 replies
Katatar Production
ন্যায়সংগত কোটা আন্দোলনের পক্ষে
আমি এডভোকেট সোহানুর রহমান দৃঢ়ভাবে, স্পষ্টভাবে অবস্থান প্রকাশ করছি।।
ঢাকা জেলায় কোটা আন্দোলনে অংশগ্রহণকৃত যে সকল ভাই বোনেরা আইনী ঝামেলায় পরবেন, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দেয়া হবে, তাদের সকলের জন্য বিনা ফিসে, বিনা খরচে সর্বোচ্চ আইনী লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।।
প্রয়োজনে:- 01786599124
#ReForme_quota
1 year ago | [YT] | 0
View 0 replies
Katatar Production
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের গান জুলমাত হেরি!
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে,
দরিয়া- অথই ভ্রান্তি- নিয়াছি ভুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী।
মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি।
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী।
সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি,
ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি আওয়াজ শুনছি তারি।
ওকি বাতাসের হাহাকার,- ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।
পাঞ্জেরি!
জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি!
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি!!
1 year ago | [YT] | 0
View 0 replies
Katatar Production
কোটা সংস্কার আন্দোলন আপনার আমার দৃষ্টি ভারতকে দেয়া রেল ট্রানজিট থেকে দূরে সরানোর জন্যই করা হয়েছে।
এবং আমাদের সুবোধ তরুন চাকুরী প্রার্থী তরুন সমাজ সে ফাদে পাও দিয়েছে। অবুঝের দল।।
গনতন্ত্রের যাচ্ছেতাই অবস্থা,
দ্রব্যমূল্যের দাম লাগামহীন,
ঘুম খুন বিচার বহির্ভুত হত্যাকাণ্ড এসবের বিরুদ্ধে কোন কথা নেই। কোনো মুভমেন্ট নেই।।
আশ্চর্য হতে হয়!!
কি অসাধারণ স্বার্থবাদী তরুন সমাজ, আহা! ১-২% সরকারী চাকরি প্রত্যাশী, শুধুমাত্র তাদের স্বার্থেই এই আন্দোলন।।
আন্দোলন অবশ্যই সফল হোক।
সেই সাথে তরুনদের বিবেক জাগ্রত হোক।।
ঘুম ভাংগুক।।
গনতন্ত্র মুক্তি পাক।
স্বৈরাচার নিপাত যাক।।
স্লোগানে প্রকম্পিত হোক রাজপথ।।
1 year ago | [YT] | 0
View 0 replies
Katatar Production
Ebar vinno kichu hok | Audiobook | Arif azad
Link➡️https://youtu.be/H4B9fNduk-o
3 years ago | [YT] | 1
View 0 replies
Katatar Production
কোন টাইপের ভিডিও দেখতে চান?
3 years ago | [YT] | 1
View 0 replies
Katatar Production
ইউক্রেনের উপর রাশিয়ার হামলা কি সঠিক সিদ্ধান্ত?
3 years ago | [YT] | 0
View 0 replies