আমি উম্মেহানি সম্পা আমার জন্ম বাংলাদেশের স্বনামধন্য মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়৷ মধুমতি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা সুন্দর একটি গ্রামে আমার জন্ম, গ্রামেই বেড়ে ওঠা এরই মাঝে জীবনের ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠা আমাদের এই জীবন, প্রতিদিনের এই কাজকর্ম জীবনধারণের ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সাথে থাকবেন।
sompa with daily life
পবিত্র জুম্মার দিনে রইল হৃদয় ছোঁয়া শুভেচ্ছা 🌿
আল্লাহ তায়ালা যেন আমাদের অন্তরকে পবিত্র করেন,
দোয়াগুলো কবুল করেন, জীবনকে ভরে দেন রহমত ও বরকতে।
শান্তি, সবর আর নেক আমলের আলোয় আলোকিত হোক প্রতিটি মুহূর্ত।
জুম্মা মোবারক 🤍🤲
1 day ago | [YT] | 69
View 5 replies
sompa with daily life
শীতের আনন্দে পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই
মেঘ ছোঁয়া সকাল, কুয়াশার চাদরে ঢাকা পথ
ঠান্ডা হাওয়ায় মনটা হালকা হয়ে যায় আপনাআপনি।
3 days ago | [YT] | 94
View 8 replies
sompa with daily life
লাল-সবুজের পতাকায় মোড়া এই মহান দিনে
শহীদের রক্তে কেনা স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা।
বিজয়ের গৌরবে মাথা উঁচু করে বলি—
আমরা গর্বিত, আমরা বাংলাদেশি।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
4 days ago | [YT] | 104
View 6 replies
sompa with daily life
হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব
মৃত্যু আমার হবেই হবে
আল্লাহ যেন মৃত্যুর আগে তার ঘরের সামনে একটিবার দাঁড়ানোর তৌফিক দেয়।
2 weeks ago | [YT] | 78
View 16 replies
sompa with daily life
যেন একটু থেমে যাওয়ার ডাক—
যেখানে দুঃখ, ক্লান্তি সব হারিয়ে যায়,
শুধু রয়ে যায় হলুদ সুখের সমুদ্র,
আর তোমার নিজের সাথে কাটানো নিঃশব্দ সোনালি সময়।
2 weeks ago | [YT] | 52
View 8 replies
sompa with daily life
আমাদের এখানে কিন্তু শীতের আমেজ পড়ে গেছে তোমাদের কি খবর
2 weeks ago | [YT] | 62
View 18 replies
sompa with daily life
ভূমিকম্প টের পেয়েছেন
4 weeks ago | [YT] | 28
View 8 replies
sompa with daily life
না ফেরার দেশে বাড়ি গিয়েছে আমার কলিজা টুকরা বাবা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন 💔🥹😭
1 month ago | [YT] | 48
View 21 replies
sompa with daily life
এই বাচ্চাটাকে বাঁচান 🙏।
আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইবোন ও বন্ধুদের কাছে আকুল আবেদন এই যে, ছবিটা যে বাবুটাকে দেখছেন এনাদের বাড়ি আমাদের মাগুরা জেলা শত্রুজিতপুর গ্রামে। এই বাচ্চাটার চোখের অপারেশনের জন্য ৬০ থেকে ৭০ হাজার টাকা লাগবে কিন্তু বাবা মায়ের এমন সামর্থ্য নেই বাচ্চাটিকে অপারেশন করাবে, আমরা কি পারিনা এই বাচ্চাটাকে বাঁচাতে বাচ্চাটার বাবা-মার পাশে দাঁড়াতে। আমাদের তো কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, সবার নিকট আকুল আবেদন আসুন আমরা বাচ্চাটিকে সাহায্য করি। সাহায্য পাঠানোর জন্য বিকাশ /নগদ (০১৭১৪৯৩৬৪৯৩) এই নাম্বারে সাহায্য করার জন্য অনুরোধ করা গেল। আপনাদের দেওয়া অর্থ উল্লেখ করে একটি ভিডিও বানানো হবে বাচ্চাটিকে দেওয়ার সময় ।
01918453849 WhatsApp sompa.
1 month ago (edited) | [YT] | 43
View 10 replies
sompa with daily life
হয়তোবা হারিয়ে যাব, দেখা হবে না কখনো, তাই বলে তোমরা ভুলে যেও না,, আমিও তোমাদের ভুলবো না, কখনো যদি কাউকে কথা রাখাতে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিও আমায়,,,, তোমাদের সবাইকে অনেক মিস করবো ❤️🥹অনেক ভালোবাসি তোমাদেরকে 🥹❤️
1 month ago | [YT] | 43
View 15 replies
Load more